*প্রথম সারির ক্রিকেটে বাংলার অনুষ্টুপ মজুমদার ৫০০০ রান স্পর্শ করল*
খেলা
![]()
খবর কলকাতা: কলকাতার ইডেন গার্ডেন্সে আজ রঞ্জি ট্রফির প্রথম দিনের খেলায় বাংলা ছত্তিশগড়ের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে, ৪ উইকেটের বিনিময়ে ২০৬ রান তোলে। উল্লেখ্য , বাংলার ব্যাটিং লাইন আপ খেলার শুরুতেই শ্রেয়ান্স ঘোষ (২২) এবং সৌরভ পাল (১২) রানে আউট হওয়ার ফলে কার্যত ভেঙে পড়লেও সুদীপ কুমার ঘরামির ৪৯ রান এবং অনুষ্টুপ মজুমদারের করা ৫৫ রান বাংলাকে প্রথম দিনের শেষে ২০০ রানের গন্ডি টপকাতে সাহায্য করে।
অনুষ্টুপের ৯৪ বল খেলে ৫৫ রানের অপরাজিত ইনিংসটি যথাক্রমে ৬টি চার এবং একটি ৬ দিয়ে সাজানো ছিল। এদিন ইডেনের মাটিতে ৩৯ বছর বয়সী অনুষ্টুপ তার প্রথম সারির ক্রিকেটে ৫০০০ রানের গণ্ডি পেরিয়ে গেলেন। আজ অবশ্য তাকে যোগ্য সঙ্গত করলেন বাংলা দলের উইকেট রক্ষক তথা ব্যাটসম্যান অভিষেক পোড়েল।
বাংলা দলের অধিনায়ক মনোজ তিওয়ারি ব্যক্তিগত ১৯ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ছত্তিশগড়ের হয়ে জিভেস ভুট্টে, রবি কিরণ , সৌরভ মজুমদার এবং বাসুদেব বারেথ প্রত্যেকেই ১টি করে উইকেট সংগ্রহ করেন। আগামীকাল সকালে দ্বিতীয় দিনের খেলায় অনুষ্টুপ মজুমদার ব্যক্তিগত ৫৫ এবং অভিষেক পোড়েল ব্যক্তিগত ৪৭ রান নিয়ে মাঠে নামবেন।
ছবি: সঞ্জয় হাজরা ( খবর কলকাতা)।










পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে ১২ ঘণ্টা রেল অবরোধের ডাক দিয়েছে ‘অল কামতাপুর স্টুডেন্টস্ ইউনিয়ন (আকসু)’-এর কর্মীরা। এই রেল অবরোধের নাম দেওয়া হয় 'রেল রেকো' অভিযান । শুক্রবার সকাল সাতটা থেকে শুরু হয় এই রেল অবরোধ। বেতগাড়া এবং আলতাগ্রাম স্টেশনের মাঝের লাইনের ওপর চলে এই অবরোধ। এই ঘটনার জেরে ব্যাহত হয় ট্রেন পরিষেবা। জানা গিয়েছে, এই অবরোধে বেতগাড়া ষ্টেশনে আটকে গিয়েছে নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস-সহ অনেকগুলি ট্রেন। যার জেরে দুর্ভোগের শিকার হয়েছেন যাত্রীরা ।


Jan 19 2024, 18:27
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1.9k