নদীয়ার কল্যাণী স্টেশন থেকে গয়েশপুর -কল্যাণী এইমস সহ একাধিক রুটে বন্ধ অটো ও টোটো চলাচল
![]()
এসবি নিউজ ব্যুরো: নদীয়ার কল্যাণী ৩ নম্বর প্লাটফর্মের নিচে রয়েছে অটো ও টোটো স্ট্যান্ড।
তৃণমূলের আইএনটিটিইউসির দাবী, তাদের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
তাদের দাবী, অন্য রুটের চালকেরা এখানে স্ট্যান্ড করে যাত্রী তুলে নিয়ে যাচ্ছে। এখান থেকে গয়েশপুর, এইমস কল্যাণী সহ একাধিক রুটের বিভিন্ন জায়গায় যাওয়া যায়। কিন্তু দীর্ঘকাল ধরে যে স্ট্যান্ড রয়েছে, তার পাশে অন্য রুটের স্ট্যান্ড তৈরি করে যাত্রী তুলে নিয়ে যাচ্ছে অন্যরুটে চালকেরা।
এর ফলে দীর্ঘকালের যে স্ট্যান্ড রয়েছে সেই সমস্ত চালকদের সমস্যার সম্মুখীন হচ্ছেন। অভিযোগ, প্রশাসনকে জানালেও এর সুরাহা হয়নি। তাই আজ সকাল থেকে তারা অনির্দিষ্টকালের জন্য অটো টোটো ম্যাজিক চালানো বন্ধ রেখেছে।





পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে ১২ ঘণ্টা রেল অবরোধের ডাক দিয়েছে ‘অল কামতাপুর স্টুডেন্টস্ ইউনিয়ন (আকসু)’-এর কর্মীরা। এই রেল অবরোধের নাম দেওয়া হয় 'রেল রেকো' অভিযান । শুক্রবার সকাল সাতটা থেকে শুরু হয় এই রেল অবরোধ। বেতগাড়া এবং আলতাগ্রাম স্টেশনের মাঝের লাইনের ওপর চলে এই অবরোধ। এই ঘটনার জেরে ব্যাহত হয় ট্রেন পরিষেবা। জানা গিয়েছে, এই অবরোধে বেতগাড়া ষ্টেশনে আটকে গিয়েছে নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস-সহ অনেকগুলি ট্রেন। যার জেরে দুর্ভোগের শিকার হয়েছেন যাত্রীরা ।



Jan 19 2024, 16:46
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1.8k