*হকি টুর্নামেন্ট ব্রিটেন কাপের ট্রফি উন্মোচন হল আজ কলকাতায়*
খেলা
![]()
খবর কলকাতা: আজ বিশ্বের সবচেয়ে পুরোনো হকি টুর্নামেন্ট ব্রিটেন কাপের ট্রফি উন্মোচন হল কলকাতার হকি বেঙ্গলের তাঁবুতে। উল্লেখ্য, ১৮৯৫ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট এবছর তাদের ১২৫ তম বর্ষ পালন করতে চলেছে। আগামী ১৯শে জানুয়ারি থেকে কলকাতার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ( SAI)এর এ্যস্ট্রো টার্ফ এ শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। চলবে আগামী ২৮ শে জানুয়ারি ২০২৪ পর্যন্ত। আজ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন দুই অলিম্পিয়ান ওরবক সিং এবং ডক্টর ভেস পেজ , হকি বেঙ্গলের সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ছবি : সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।





নতুন বছরের শুরুতেই বাংলার স্বাস্থ্য দফতরের মুকুটে পড়ল নয়া পালক । রাজ্যের তিনটি হাসপাতালকে সর্বভারতীয় স্বীকৃতি দিল কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর। সেই তিনটি হাসপাতাল হল বি সি রায় শিশু হাসপাতাল, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল। কেন্দ্রের জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের আওতায় এই স্বীকৃতি দেওয়া হয়েছে। রাজ্যের এই তিনটি হাসপাতালকে আর্থিক অনুদান দেওয়া হবে।

Jan 17 2024, 19:13
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
3.5k