/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *হকি টুর্নামেন্ট ব্রিটেন কাপের ট্রফি উন্মোচন হল আজ কলকাতায়* West Bengal Bangla
*হকি টুর্নামেন্ট ব্রিটেন কাপের ট্রফি উন্মোচন হল আজ কলকাতায়*

খেলা

খবর কলকাতা: আজ বিশ্বের সবচেয়ে পুরোনো হকি টুর্নামেন্ট ব্রিটেন কাপের ট্রফি উন্মোচন হল কলকাতার হকি বেঙ্গলের তাঁবুতে। উল্লেখ্য, ১৮৯৫ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট এবছর তাদের ১২৫ তম বর্ষ পালন করতে চলেছে। আগামী ১৯শে জানুয়ারি থেকে কলকাতার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ( SAI)এর এ্যস্ট্রো টার্ফ এ শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। চলবে আগামী ২৮ শে জানুয়ারি ২০২৪ পর্যন্ত। আজ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন দুই অলিম্পিয়ান ওরবক সিং এবং ডক্টর ভেস পেজ , হকি বেঙ্গলের সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ছবি : সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।

কেন্দ্র ও রাজ্যের দুই উচ্চপদস্থ অধিকারিকদের নিয়ে সন্দেশখালির ঘটনার তদন্তের সিট গঠনের নির্দেশ কলকাতা হাইকোর্ট

 কলকাতা: কেন্দ্রীয় কোনো তদন্ত সংস্থা নয়, কেন্দ্র ও রাজ্যের দুই উচ্চপদস্থ অধিকারিকদের নিয়ে সন্দেশখালির ঘটনার তদন্তের নির্দেশে দিল কলকাতা হাইকোর্ট। সিবিআই ও রাজ্যের দুই সিনিয়র আইপিএসদের নিয়ে সিট গঠন করে দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। হাইকোর্টের নজরদারিতে এই তদন্ত চলবে।

বিচারপতির নির্দেশ, তদন্তের জন্যে সিট কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিসের সবরকম সহযোগিতা নেবে। তারা চাইলে নিজেদের অধীনস্থ নিচু তলার অফিসার নিয়োগ করতে পারবেন। তবে ন্যাজাট থানার কোন আধিকারিককে সিটে নেওয়া যাবে না।বর্তমানে কর্মরত আইপিএস কর্তা যশপ্রীত সিংকে এই টিমের জন্য নিয়োগ করেছে রাজ্য।

সিবিআইকে আজ, বৃহস্পতিবারের মধ্যে তাদের অফিসার নিয়োগ করতে হবে। আদালত জানিয়েছে, এই সিট সদর্থক ফল না দিতে পারলে এই টিম বদল করতে দ্বিধা করা হবে না। তবে সিট আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট জমা দিতে পারবে না। পাশাপাশি ন্যাজাট থানা বা বর্তমান আইও এই তদন্তে কোনো ভাবে যুক্ত থাকতে পারবেন না। এই মামলার পরবর্তী শুনানি হবে ১২ ফেব্রুয়ারি। ওইদিন তদন্তে অগ্রগতির রিপোর্ট দিতে হবে সিটকে।

বুধবার কলকাতা বিমানবন্দর থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিচ্ছে প্রথম বিমান

কলকাতা: ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে বুধবার কলকাতা বিমানবন্দর থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিচ্ছে প্রথম বিমান। বিমানের যাত্রীদের স্বাগত জানাতে রাজ্য বিজেপির পক্ষ থেকে নমোমি গঙ্গার কো কনভেনার নারায়ণ চ্যাটার্জী মিষ্টিমুখ করাতে উপস্থিত হয়েছিলেন কলকাতা বিমানবন্দরে। বুধবার ১৭ জানুয়ারি শুরু হল কলকাতা অযোধ্যা বিমান পরিষেবা। ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করেই এই সূচনা। আপাতত সপ্তাহে তিন দিন এই পরিষেবা চালু থাকবে। তবে প্রথম দিন কলকাতা বিমানবন্দর থেকে দেরিতে ছাড়ছে এই বিমান।

২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন। সারা ভারত থেকে তীর্থযাত্রী ও ভক্তরা পৌঁছবে অযোধ্যায়। ইতিমধ্যেই অযোধ্যার মহর্ষি বাল্মিকি আন্তর্জাতিক বিমানবন্দর এবং দিল্লির মধ্যে বিমান পরিষেবা চালু হয়েছে। বুধবার ১৭ জানুয়ারি থেকে কলকাতা ও অযোধ্যার মধ্যে বিমান পরিষেবা শুরু হল।

তবে এদিন নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পরেই বিমান ছাড়বে বলে কলকাতা বিমানবন্দর সূত্রে খবর। এদিন বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেবে মহর্ষি বাল্মিকি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। অযোধ্যা থেকে এই বিমান কলকাতায় আসার পর তা কলকাতা থেকে অযোধ্যায় ফিরে যাবে।

যৌন হেনস্থার অভিযোগে অপসারিত হলেন IIM কলকাতার ডিরেক্টর

এবার যৌন হেনস্থার অভিযোগ উঠল কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে। এই অভিযোগের ভিত্তিতে IIM-র ডিরেক্টর পদ থেকে অপসারণ করা হয়েছে সহদেব সরকারকে। ইতিমধ্যেই সহদেবকে অপসারণ করে তাঁর জায়গায় বসান হয়েছে সিনিয়র ফ্যাকাল্টি সদস্য অধ্যাপক শৈবাল চট্টোপাধ্যায়কে। 

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ডিরেক্টর পদ থেকে সহদেবকে অপসারণ করার পাশাপাশি তাঁর হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে সমস্ত দায়িত্ব। জানা গিয়েছে, ডিরেক্টর পদে থাকাকালীন সময় সহদেবের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। এরপরেই নিয়ম অনুসারে সেই অভিযোগ নিয়ে শুরু হয় তদন্ত। সহদেবের বিরুদ্ধে ওঠা যৌন অভিযোগের প্রমাণ পাওয়ার পর তাঁকে অপসারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। আইআইএম-এর তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানানো হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে,’প্রতিষ্ঠানের মধ্যে মহিলা কর্মীদের যৌন হেনস্থার আইন ২০১৩ সালে আইনের অধীনে সহদেবের বিরুদ্ধে দায়ের হয়েছিল অভিযোগ। প্রাথমিকভাবে অভিযোগটি খতিয়ে দেখতে তদন্ত প্রয়োজন এবং তা বোর্ড অফ গভর্নরসকে জানানো হয়েছিল।‘ ইতিমধ্যেই এই তদন্তের জন্য ডিরেক্টর পদ থেকে অপসারণ করা হয়েছে সহদেব সরকারকে।

মাঝ গঙ্গায় ফুটবল খেলার মাঠ, নাকি চর, বোঝা দায়

এসবি নিউজ ব্যুরো: নতুন চরে সাধারণ মানুষের ভিড়।গতিপথ বদল গঙ্গার, নাব্যতা হারিয়ে বয়ে চলেছে গঙ্গা।একদিকে ভাঙন, অন্যদিকে নতুন চর, গতিপথ বদল গঙ্গার। আতঙ্কে গঙ্গা তীরবর্তী এলাকার মানুষ।

নদীয়ার কল্যাণী ব্লকের মাঝেরচর এলাকায় দীর্ঘ কয়েকশো মিটার এলাকা জুড়ে গঙ্গার বুকে নতুন করে চর গজিয়ে উঠেছে। গজে ওঠা চরের কিছুটা দূরে ঈশ্বরগুপ্ত সেতু এবং পাশে আর একটি সেতু নির্মাণ হচ্ছে। অন্যদিকে, কাছেই হুগলি জেলার রয়েছে ব্যান্ডেল তাপ বিদ্যুৎ কেন্দ্র।

এই গঙ্গার উপর দিয়েই মাঝে মাঝেই ব্যান্ডেল তাপ বিদ্যুৎ কেন্দ্র বা ফারাক্কা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ভেসেলে করে কয়লা বা ছাই নিয়ে চলাচল করে। নাব্যতা হারিয়ে গঙ্গার এই রূপ ধারণ ভবিষ্যতে ভাঙন শুরু হতে পারে। আতঙ্কে গঙ্গা তীরবর্তী এলাকার মানুষ।

যদিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের দাবি, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ড্রেজিং করার জন্য অর্থ অনুমোদন করেছে প্রায় ৭০০ কোটি টাকা। ফারাক্কা থেকে হলদিয়া পর্যন্ত ড্রেজিংয়ের কাজ জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে শুরু হবে বলে আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী।

অন্যদিকে, নতুন করে গঙ্গার বুকে চর গজিয়ে ওঠা নিয়ে কটাক্ষ করেন স্থানীয় পঞ্চায়েত প্রধান।

রাজনৈতিক তরজা যাই হোক না কেন প্রতিদিন গঙ্গা তার নাব্যতা হারাচ্ছে, হারাচ্ছে তার গতিপথ। ভাঙছে পাড়। ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের।

*নৈহাটির লালবাবা ঘাটের গঙ্গাবক্ষ থেকে ফের বালি চুরির অভিযোগ বালি মাফিয়াদের বিরুদ্ধে*

উত্তর ২৪ পরগনা: মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ফের গঙ্গাবক্ষ থেকে অবৈধভাবে বালি চুরির অভিযোগ উঠেছে বালি মাফিয়াদের বিরুদ্ধে। অভিযোগ, নৈহাটি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের লালবাবা গঙ্গার ঘাট থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে। প্রমাণ হিসেবে গঙ্গা ঘাটে এখনও পড়ে রয়েছে বালি তোলার মেশিনও।

যদিও নৈহাটি পুরসভার পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের ধামাচাপা কেন্দ্রিক সাফাই, ২০১৫ সালের শেষের দিকে দু'তিন গাড়ি বালি তোলা হয়েছিল। সেই বালিই এখনও গঙ্গার পাড়েই পড়ে রয়েছে। পুরপ্রধানের বক্তব্য, একটা সময় কিছু লোকের মধ্যে বালি তোলার প্রবণতা দেখা দিয়েছিল। কিন্তু বিধায়ক পার্থ ভৌমিকের কড়া নির্দেশ এবং প্রশাসনেরও নির্দেশ অবৈধভাবে বালি তোলা যাবে না। রয়ালটি জমা দিয়ে সরকারের অনুমোদন নিয়ে তবেই বালি তোলা যাবে। কিন্তু গুরুত্বপূর্ণ জুবিলি ব্রিজ সন্নিহিত নৈহাটির লাল বাবা গঙ্গাঘাটের চিত্র কিন্তু আলাদা।

ঘাটের পাশেই মজুত রয়েছে তাজা সাদা বালির সারি সারিস্তুপ। স্থানীয়দের অভিযোগ, লালবাবা ঘাট থেকে চোরাগোপ্তা বালি তুলছে এক শ্রেণীর বালি মাফিয়া। কিন্তু বালি মাফিয়াদের ভয়ে কেউই মুখ খুলতে সাহস দেখায় না। তবে পিছনপানে দাঁড়িয়ে সাহস করে এক বাসিন্দা জানালেন, প্রতি বছর ছট পুজোর আগে ঘাট পরিস্কারের দোহাই দেখিয়ে বালি তোলা হচ্ছে। আর পুজো মিটলেই মজুত রাখা সেই বালি দেদার বিক্রি করে দিচ্ছে বালি মাফিয়ারা। যদি লুকিয়ে বালি তোলা না হয়, তাহলে গঙ্গা ঘাটে কেন বালি তোলার মেশিন পড়ে রয়েছে। পুলিশ কেনই বা মেশিনগুলো বাজেয়াপ্ত করছে না। প্রশ্ন ক্ষুব্ধ এলাকাবাসীর। শুধু এলাকাবাসী নয়, বালি চুরি নিয়ে সরব গেরুয়া শিবিরও।

রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি বান্দহা মনসা মন্দিরে

এসবি নিউজ ব্যুরো: সকাল আনুমানিক ৮টা নাগাদ বিষয়টি এলাকাবাসীর নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়লেন ওই মন্দির প্রাঙ্গনে। প্রসঙ্গত বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত বান্দহা গ্রামেই রয়েছে প্রায় ১০০ বছরের পুরনো মনসা মন্দির। আর সেই মন্দিরে রয়েছে একটি শীতলা মা সহ মোট ৮টি মনসা মা । আর সেই মন্দির থেকেই রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো বলে জানা যায়।

মূলত এলাকাবাসীর দাবি মধ্যরাতে মন্দিরে ঢাকা মনসার কাছ থেকে চুরি হয়েছে আনুমানিক ১০ থেকে ১৫ ভরি চাঁদির গহনা, চুরি গিয়েছে কাঁসা-পিতলের বেশ কিছু পুজোর সামগ্রী। পাশাপাশি চুরি হয়েছে মন্দিরে থাকা প্রণামী বাক্সের টাকাগুলিও। তবে মায়ের মন্দিরে এই চুরির ঘটনাকে কেন্দ্র করে কান্নায় ভেঙে পড়লেন ওই গ্রামের মানুষজন। সকালে বান্দহা মনসা মন্দির প্রাঙ্গনে চুরির ঘটনা শুনে এলাকার বহু মানুষজন জমায়েত হয়েছেন সেখানে। তবে কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত কিভাবেই বা মন্দিরে তালা ভেঙে এই দুঃসাহসিক ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত শুরু করেছে ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসন।

*দেশের সেরা তালিকায় রাজ্যের তিন হাসপাতাল*

নতুন বছরের শুরুতেই বাংলার স্বাস্থ্য দফতরের মুকুটে পড়ল নয়া পালক । রাজ্যের তিনটি হাসপাতালকে সর্বভারতীয় স্বীকৃতি দিল কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর। সেই তিনটি হাসপাতাল হল  বি সি রায় শিশু হাসপাতাল, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল। কেন্দ্রের  জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের আওতায় এই স্বীকৃতি দেওয়া হয়েছে।  রাজ্যের এই তিনটি হাসপাতালকে আর্থিক অনুদান দেওয়া হবে।

এই অর্থ তারা হাসপাতালের উন্নয়নের খাতে ব্যবহৃত হবে। অন্যদিকে বিসি রায় শিশু হাসপাতালকে একবছরের জন্য ‘মুসকান’শংসাপত্র ও পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে। সম্প্রতি রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে চিঠি দিয়ে একথা জানিয়েছেন জাতীয় স্বাস্থ্য মিশনের ডিরেক্টর এল এস চাংসান। রাজ্যের এই সাফল্যে আনন্দিত স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, রাজ্যের হাসপাতালগুলিতে অক্টোবর এবং  নভেম্বর মাসে দুইদিন করে ছয়বার পরিদর্শনের পর এই স্বীকৃতি দিয়েছে কেন্দ্রের স্বাস্থ্য দফতর।

*New surprise in East Bengal, women's league stage in the red-yellow jersey is this beautiful?*

Sports News

KKNB : Sanjida has been playing football since he was only 10 years old. She is the daughter of Mymensingh, Bangladesh. From primary school to the stage of football. This time Sanjida is going to be one of the hopes of the red-yellow army. Sanjidai is going to be the first foreign female footballer in Kolkata Maidan.

In Bengal, there is no fuss about girls' football in that sense. This time, East Bengal is eager to bring girls' football to everyone's attention.Mashal Bahini is going to change the team with professionalism with equal importance. East Bengal has signed Bangladeshi footballer Sanjida Akhtar for the current season. This time, this 22-year-old girl will play in the red-yellow jersey.

Photo Courtesy: Social Media

মালদার টাউন স্টেশনের উপর দিয়ে শুরু হল রাজধানী এক্সপ্রেসের পরিষেবা

এসবি নিউজ ব্যুরো: অবশেষে মালদাবাসীর স্বপ্নপূরণ। মালদার টাউন স্টেশনের উপর দিয়ে শুরু হল রাজধানী এক্সপ্রেসের পরিষেবা। আগরতলা দিল্লি আনন্দবিহার রাজধানী এক্সপ্রেস মালদার ওপর দিয়ে যাতায়াত করবে। মালদা ডিভিশনের অন্তর্গত মালদা টাউন ভাগলপুর ও জামালপুর এই তিনটি গুরুত্বপূর্ণ স্টেশনের কোটাও থাকবে।

এতদিন গৌহাটি রাজধানী এক্সপ্রেস মালদা জেলার উপর দিয়ে গেলেও তা মূল মালদা টাউন স্টেশনের উপর দিয়ে যেত না তা কাঠিয়ার হয়ে দিল্লি চলে যেত। দীর্ঘদিন ধরে মালদা বাসির দাবি ছিল এই ট্রেনটি চালু করা হয়। অবশেষে সেই স্বপ্ন সফল হলো।

এদিন মালদা টাউন স্টেশনে বেলা তিনটের সময় এই ট্রেনটিকে ফ্ল্যাগ march করেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ।ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরী , গাজলের বিধায়ক গোপাল সাহা ও পূর্ব রেলের মালদা ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে। ৩.১০ মিনিটে ট্রেনটি মালদা টাউন স্টেশন থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়।