কেন্দ্র ও রাজ্যের দুই উচ্চপদস্থ অধিকারিকদের নিয়ে সন্দেশখালির ঘটনার তদন্তের সিট গঠনের নির্দেশ কলকাতা হাইকোর্ট
কলকাতা: কেন্দ্রীয় কোনো তদন্ত সংস্থা নয়, কেন্দ্র ও রাজ্যের দুই উচ্চপদস্থ অধিকারিকদের নিয়ে সন্দেশখালির ঘটনার তদন্তের নির্দেশে দিল কলকাতা হাইকোর্ট। সিবিআই ও রাজ্যের দুই সিনিয়র আইপিএসদের নিয়ে সিট গঠন করে দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। হাইকোর্টের নজরদারিতে এই তদন্ত চলবে।
বিচারপতির নির্দেশ, তদন্তের জন্যে সিট কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিসের সবরকম সহযোগিতা নেবে। তারা চাইলে নিজেদের অধীনস্থ নিচু তলার অফিসার নিয়োগ করতে পারবেন। তবে ন্যাজাট থানার কোন আধিকারিককে সিটে নেওয়া যাবে না।বর্তমানে কর্মরত আইপিএস কর্তা যশপ্রীত সিংকে এই টিমের জন্য নিয়োগ করেছে রাজ্য।
সিবিআইকে আজ, বৃহস্পতিবারের মধ্যে তাদের অফিসার নিয়োগ করতে হবে। আদালত জানিয়েছে, এই সিট সদর্থক ফল না দিতে পারলে এই টিম বদল করতে দ্বিধা করা হবে না। তবে সিট আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট জমা দিতে পারবে না। পাশাপাশি ন্যাজাট থানা বা বর্তমান আইও এই তদন্তে কোনো ভাবে যুক্ত থাকতে পারবেন না। এই মামলার পরবর্তী শুনানি হবে ১২ ফেব্রুয়ারি। ওইদিন তদন্তে অগ্রগতির রিপোর্ট দিতে হবে সিটকে।





নতুন বছরের শুরুতেই বাংলার স্বাস্থ্য দফতরের মুকুটে পড়ল নয়া পালক । রাজ্যের তিনটি হাসপাতালকে সর্বভারতীয় স্বীকৃতি দিল কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর। সেই তিনটি হাসপাতাল হল বি সি রায় শিশু হাসপাতাল, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল। কেন্দ্রের জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের আওতায় এই স্বীকৃতি দেওয়া হয়েছে। রাজ্যের এই তিনটি হাসপাতালকে আর্থিক অনুদান দেওয়া হবে।


Jan 17 2024, 19:12
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1.1k