যৌন হেনস্থার অভিযোগে অপসারিত হলেন IIM কলকাতার ডিরেক্টর
![]()
এবার যৌন হেনস্থার অভিযোগ উঠল কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে। এই অভিযোগের ভিত্তিতে IIM-র ডিরেক্টর পদ থেকে অপসারণ করা হয়েছে সহদেব সরকারকে। ইতিমধ্যেই সহদেবকে অপসারণ করে তাঁর জায়গায় বসান হয়েছে সিনিয়র ফ্যাকাল্টি সদস্য অধ্যাপক শৈবাল চট্টোপাধ্যায়কে।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ডিরেক্টর পদ থেকে সহদেবকে অপসারণ করার পাশাপাশি তাঁর হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে সমস্ত দায়িত্ব। জানা গিয়েছে, ডিরেক্টর পদে থাকাকালীন সময় সহদেবের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। এরপরেই নিয়ম অনুসারে সেই অভিযোগ নিয়ে শুরু হয় তদন্ত। সহদেবের বিরুদ্ধে ওঠা যৌন অভিযোগের প্রমাণ পাওয়ার পর তাঁকে অপসারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। আইআইএম-এর তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে,’প্রতিষ্ঠানের মধ্যে মহিলা কর্মীদের যৌন হেনস্থার আইন ২০১৩ সালে আইনের অধীনে সহদেবের বিরুদ্ধে দায়ের হয়েছিল অভিযোগ। প্রাথমিকভাবে অভিযোগটি খতিয়ে দেখতে তদন্ত প্রয়োজন এবং তা বোর্ড অফ গভর্নরসকে জানানো হয়েছিল।‘ ইতিমধ্যেই এই তদন্তের জন্য ডিরেক্টর পদ থেকে অপসারণ করা হয়েছে সহদেব সরকারকে।



নতুন বছরের শুরুতেই বাংলার স্বাস্থ্য দফতরের মুকুটে পড়ল নয়া পালক । রাজ্যের তিনটি হাসপাতালকে সর্বভারতীয় স্বীকৃতি দিল কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর। সেই তিনটি হাসপাতাল হল বি সি রায় শিশু হাসপাতাল, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল। কেন্দ্রের জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের আওতায় এই স্বীকৃতি দেওয়া হয়েছে। রাজ্যের এই তিনটি হাসপাতালকে আর্থিক অনুদান দেওয়া হবে।


Jan 17 2024, 15:28
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1.4k