গঙ্গাসাগরে আগে কিছুই ছিল না: মমতা
![]()
গঙ্গাসাগরে পৌছিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।উদ্বোধন করেছেন সাগর ব্লকের জন্য পানীয় জল প্রকল্পেরও। তারপরেই ভারত সেবাশ্রম আশ্রমে স্বনির্ভর প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি তীর্থকর মুকুবের কথা ঘোষণা করেন। সেই সঙ্গে জানান, ৯ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত যে সব পুণ্যার্থী মেলায় আসবেন তাঁদের প্রত্যেকের জন্য থাকছে ৫ লক্ষ টাকার বিমা।
এদিন মমতা সব থেকে বেশি তুলে ধরেন গঙ্গাসাগর মেলার পরিকাঠামোর বিষয়টি। তিনি বলেন, ‘গঙ্গাসাগরে আগে কিছুই ছিল না। আমাদের সরকারের আমলে সব পরিকাঠামো রয়েছে। কেননা আমরা সেটা তৈরি করেছি। গঙ্গাসাগরে ৩টি হেলিপ্যাড স্টেশন করা হয়েছে, যাতে প্রয়োজনে কাউকে দ্রুত কলকাতায় নিয়ে যাওয়া যায়। আবার হেলিকপ্টারে চড়ে যাতে পুণ্যার্থীরা আসতে পারেন সেই ব্যবস্থাও রাখা হয়েছে। এবারের মেলায় আড়াই হাজার বাস, ১০০টি লঞ্চ, ২১টি জেটি ও সেতু ব্যবহার করা হবে। কচুবেড়িয়া ও কাকদ্বীপে গেট তৈরি করা হয়েছে। ৯ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত যে সব পুণ্যার্থীরা আসবেন তাঁদের সকলের জন্য জন্য ৫ লক্ষ টাকার বিমা থাকছে। আমরা তীর্থকরও মুকুব করে দিয়েছি। মেলা উপলক্ষ্যে সেজে উঠেছে কপিল মুনির আশ্রম।"






Jan 08 2024, 18:42
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.4k