কালী মন্দির থেকে লক্ষাধিক টাকার গয়না চুরির ঘটনায় আবারও চাঞ্চল্য নদীয়ায়
![]()
এসবি নিউজ ব্যুরো : শাবল দিয়ে কালী মন্দিরের গ্রিলের তালা ভেঙে আবারও ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা। যদিও এই চুরির ঘটনায় রীতিমতো ভয় ভীত এলাকার মানুষ। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার বেড়পাড়া এলাকার একটি গৃহস্থের বাড়িতে। ওই গৃহস্থ বাড়ির মন্দিরের সেবিকা মমতা রায় বলেন, গতকাল রাতে প্রতিদিনের মতো মন্দিরের গ্রিলের তালা মেরে তারা শুয়ে পড়েছিলেন।
সকালে ঘুম থেকে উঠে মন্দিরের দিকে তাকিয়ে দেখে গ্রিল খোলা, কাছে গিয়ে দেখে পড়ে রয়েছে ভাঙা তালা ও একটি সাবল। মন্দিরের ভেতরের দুটি কালি মূর্তির গায়ের থেকে চুরি হয়ে যায় বেশ কয়েক ভরি সোনা ও রুপার গহনা। পরিবারের দাবি প্রায় লক্ষাধিক টাকার গহনা লুটপাট করেছে দুষ্কৃতীরা।
সকালে চুরির ঘটনা কানাকানি হতেই রীতিমতো আতঙ্ক ছড়াই এলাকা জুড়ে। সোমবার সকালে ওই গৃহস্থ বাড়িতে যাই শান্তিপুর থানার পুলিশ, এরপর চুরির ঘটনা তদন্ত শুরু করে।







Jan 08 2024, 15:22
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.3k