*বাংলায় কুস্তি, দিল্লীতে দোস্তি সিপিএমকে কটাক্ষ সুকান্ত মজুমদারের*
কলকাতা: রবিবার ব্রিগেড সমাবেশ থেকে বামেরা রাজ্য
তৃণমূল-বিজেপির আঁতাত নিয়ে প্রশ্ন তুলেছেন। এর প্রত্যুত্তরে এদিন বিকেলে ব্যারাকপুর সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরের ৪১তম অন্নকূট মহোৎসবে হাজির হয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ওরা এখানে কুস্তি করছে,আর দিল্লিতে গিয়ে দোস্তি করছে।
গোটা দেশে ফিস-ফ্রাই দিয়ে মোস্তি করছে। মহম্মদ সেলিমকে কটাক্ষ করে তিনি বলেন, ওনি নিজেকে বড় নেতা ভাবতে পারেন। কিন্তু তাদের পাঁচ পয়সার নেত্রী দেবশ্ৰী চৌধুরী ওনাকে হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে।
এদিন অন্নকূট উৎসবে হাজির ছিলেন মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী প্রমুখ।




ডায়মন্ড হারবারের পৈলানে বড় মন্তব্য করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । তিনি কার্যত লোকসভা ভোটের ডঙ্কা বাজিয়ে দিলেন। আজ অভিষেক বলেন, ‘১৬৪টি অঞ্চলে একসঙ্গে তৃণমূলের সভা হচ্ছে। প্রবীণদের হাতে ১০০০ টাকার চেক তুলে দিলাম। ৭৬ হাজার ১৮০ জনকে মাসে মাসে ১০০০ টাকা করে দেওয়া ব্যবস্থা করলাম। ৮, ৯, ১০ জানুয়ারির মধ্যে সকলের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে। আশা করি রাজ্য সরকারও এই বার্ধক্যভাতার ব্যবস্থা করবে। মানুষের পাশে দাঁড়ানোই হল জনপ্রতিনিধি হিসেবে প্রথম কাজ। কথা দিয়েছিলেন বার্ধক্য ভাতা দেবো। ধর্মের ভেদাভেদ নয়, উন্নয়নই হল সর্বপ্রথম অগ্রাধিকার। অন্যরা শুধু ভাষণ দেয়, আমরা কথা দিয়ে কথা রাখি।‘





Jan 07 2024, 19:01
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.1k