/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *বিশ্বভারতীতে ফলক বিতর্কে নতুন মোড়,কি ফলক বসবে সেই নির্দেশিকা ইউনেস্কোর তরফ থেকে এসে পৌঁছালো বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে* West Bengal Bangla
WestBengalBangla

Nov 02 2023, 12:18

*বিশ্বভারতীতে ফলক বিতর্কে নতুন মোড়,কি ফলক বসবে সেই নির্দেশিকা ইউনেস্কোর তরফ থেকে এসে পৌঁছালো বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে*


 এসবি নিউজ ব্যুরো: সম্প্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই ঘোষণার পরেই শুরু হয়েছে ফলক বিতর্ক। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নিজের নাম ও পাশাপাশি আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে একটি ফলক বসিয়েছেন বিশ্বভারতী চত্বরে । যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।

প্রতিবাদ স্বরুপ শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও মঞ্চ করে আন্দোলন চালিয়ে যাওয়া হচ্ছে। শাসক দল তৃণমূল কংগ্রেস দাবি, নরেন্দ্র মোদী বা উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম থাকবে না , শুধু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ফলকে থাকবে।আর এই বিতর্কের মাঝে এবার বিশ্বভারতীর কাছে এসে পৌছালো ইউনেস্কোর তরফ থেকে এক নির্দেশিকা।যেখানে তারা লিখে দিয়েছেন যে ফলকে কি লিখতে হবে।

 শুধু মাত্র লেখা আছে, ফলকে লিখতে হবে "বৈস্বিক সংস্কৃতি এবং প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষনার্থে শান্তিনিকেতন বিশ্ব ঐতিহ্য সারণীতে অন্তর্ভুক্ত হয়েছে।এই সারণীতে অন্তর্ভুক্তি শান্তিনিকেতনের বিশ্বজনীন সংস্কৃতিক ও প্রকৃতিক গুরুত্ব সুনিশ্চিত করে, এবং বিশ্বমানবের স্বার্থে এটির সুরক্ষা অবশ্যক।"

WestBengalBangla

Nov 02 2023, 09:07

*সার্কাসের অস্তিত্ব সংকটে, এখনি সরকার হস্তকেপ না করলে সার্কাস একদিন ইতিহাস হবে*


 এসবি নিউজ ব্যুরো: দীর্ঘদিন পর পুরুলিয়ার ঝালদায় সার্কাস এসেছে ।কিন্তু সার্কাস দেখার সেরকম দর্শক নেই। ঝালদা মেরী অপকার ময়দানে তাঁবু বানিয়ে চলছে রোলেক্স সার্কাস।|সেখানে সার্কাসের ম্যানেজার মোল্লা সাদেক রহমান ও কলাকৌশুলীরা জানান,যখন থেকে সার্কাসে জীবজন্তু নিষিদ্ধ হয়েছে তবে থেকে সার্কাসের অবস্থা ভালো নেই। শুধু কলাকৌশুলীদের ক্যারিশমায় চলছে সার্কাস।

সার্কাস একটা পরিবার। যেখানে দলমত জাতি ধর্ম নির্বিশেষে লক্ষী পুজো , কালীপুজো , সরস্বতী পুজো এমনকি জন্মদিন সহ নানা সামাজিক অনুষ্ঠান এক সাথে পালন করা হয় |একটা সার্কাস কম্পানিতে কমপক্ষে ৭০ থেকে ৮০ জন কর্মচারী রয়েছেন। সার্কাস চলুক না চলুক মালিক খরচ বহন করতে হচ্ছে|

বিগত ২ বছর লকডাউনে সার্কাসের কর্মচারীরা খুব সমস্যার মধ্য দিয়ে অতিক্রম করেছে |তাই তাদের দাবি অবিলম্বে সরকার এগিয়ে না এলে সার্কাসের অস্তিত্ব শেষ হয়ে যাবে। আগামী প্ৰজন্মর কাছে সার্কাস ইতিহাস হয়ে থাকবে ।

কলাকুশলীরা চাইছেন , সরকার থেকে সার্কাস শিল্পীদেরও শিল্পী ভাতা দেওয়া হোক। এছাড়াও ট্রেনে,বাসে যাতায়াতে ছাড় সহ পোস্টাল ভোটের ব্যবস্থা করলে তারা উপকৃত হবেন।

এক সময় ছিল সার্চ লাইটের আলো ও হাতির গর্জনে এলাকার মানুষ বুজতে পারতো এলাকায় সার্কাস বসেছে। আজ সেই সব অতীত।

WestBengalBangla

Nov 02 2023, 09:05

*জলপাইগুড়িতে ৮৫ তম ঐত্যিহ্যবাহী চেকেন্দা ভান্ডারী মেলার উদ্বোধন*


এসবি নিউজ ব্যুরো: জলপাইগুড়ি জেলার ঐতিহ্যবাহী ৮৫ তম চেকেন্দা ভান্ডারী মেলার শুভ উদ্বোধন হল। গত ২৯ শে অক্টোবর লক্ষী পূজার দিনে পুজো শুরু হয়। ৩ দিন ভোগ দেওয়ার পরে আনুষ্ঠানিকভাবে বুধবার সন্ধ্যায় মেলার শুভ সূচনা হল। মেলার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ। এছাড়াও উপস্থিত ছিলেন আদিবাসী ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বুলু চিক বড়াইক । প্রতিবছর ক্রান্তি পঞ্চায়েত সমিতির পরিচালনায় এবং ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এই মেলা সরকারিভাবে অনুষ্টিত হয়ে থাকে। এদিন ইসরোর বিজ্ঞানী জলপাইগুড়ি জেলার কৌশিক নাগকে কমিটির পক্ষ থেকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়। একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার শুভ উদ্বোধন হয়। মেলা চলবে আগামী ৭ই নভেম্বর পর্যন্ত। সুষ্ঠভাবে মেলা সম্পন্ন করার জন্য পর্যাপ্ত পুলিশ প্রশাসনের ব্যবস্থা করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, ধূপগুরির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়, পদ্মশ্রী করিমুল হক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভান্ডারী মেলাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল।

মেলা কমিটির সম্পাদক কেশবচন্দ্র রায় বলেন, "গত ৮৫ বছর আগে চেকেন্দা ভান্ডারী এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল । এরপর স্থানীয় রসিক চন্দ্র রায়ের উদ্যোগে প্রথম চেকেন্দা ভান্ডারী মাঠে কুবের দেবতাকে ভান্ডারী রূপে পূজা করা হয়, দুর্ভিক্ষের কবল থেকে গ্ৰামকে বাঁচতে। তারপর থেকেই এই পুজো হয়ে আসছে"।

WestBengalBangla

Nov 02 2023, 08:19

*বেলা ১১ টা বাজলেই কী যানজট?জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ ২ রা নভেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। বৃহস্পতিবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ বেলা ১১ টা নাগাদ টিপু সুলতান মসজিদ থেকে ইউএস কনসোলেট পর্যন্ত একটি মিছিল আছে। যেখানে ৫০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বেলা ১ টা নাগাদ রামলীলা ময়দান থেকে শুরু করে আর আর অ্যাভিনিউ পর্যন্ত একটি মিছিল আছে। যেখানে ৩০০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। 

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই বৃহস্পতিবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

  

WestBengalBangla

Nov 02 2023, 08:11

*বৃষ্টির জেরে বাড়বে তাপমাত্রা,জেনে নিন আজকের আবহাওয়া*


নভেম্বরের প্রথম দিকে শীতের আগমনে বাধা হয়ে দাঁড়াবে বৃষ্টি ।সপ্তাহের শেষে দক্ষিণের জেলাগুলিতেও হানা দিতে পারে বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে খবর, আজ ও আগামীকাল বৃষ্টি না হলেও শুক্রবার দক্ষিণের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। তবে আগামী কয়েকদিন রাজ্যে আবহাওয়া শুষ্কই থাকবে।

তবে শীতের পথে কাঁটা হচ্ছে বৃষ্টি। আগামী কয়েকদিন শীতের আমেজ কিছুটা কমে যাওয়ার আশঙ্কা। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে নভেম্বরের প্রথম তিন চার দিনে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.১ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪..৫ ডিগ্রী সেলসিয়াস। 

WestBengalBangla

Nov 02 2023, 08:09

*আজকের রাশিফল ২রা অক্টোবর (বৃহস্পতিবার)*


 

মেষ রাশিফল (Thursday, November 2, 2023)

আপনার ব্যক্তিত্ব আজ একটি সুগন্ধি মত কাজ করবে। আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন- যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে। অন্যদেরকে অসন্তুষ্ট না করতে চেষ্টা করুন এবং আপনার পারিবারিক প্রয়োজনের সাথে মানিয়ে নিন। আপনার স্বামী বা স্ত্রীর খারাপ স্বাস্হ্যের কারণে আজ প্রেমে ভোগান্তি থাকবে। সহকর্মী ও অধস্তন থেকে উদ্বেগ ও দুশ্চিন্তা আসবে। খেলাধুলা অবশ্যই জীবনের একটা দরকারি ভাগ কিন্তূ খেলাধুলাতে নিজেকে এতটাও ব্যাস্ত করে ফেলবেন না যে আপনার পড়াশুনা দুর্বল হয়ে পরে। আপনার স্ত্রী আপনার স্বাস্থ্যর দিকে আজ অসংবেদী হতে পারেন।

প্রতিকার :- শান্ত মনে রোজ ২৮ বার ওঁম মন্ত্রটি জপ করা, এর ফলে পারিবারিক জীবনে আনন্দ পাবনা।

বৃষভ রাশিফল (Thursday, November 2, 2023)

বিষাদ ঝেড়ে ফেলে দিন- যা আপনাকে জড়িয়ে রেখেছে এবং আপনার উন্নতিকে ব্যাহত করছে। আপনার যে কোনও দীর্ঘস্থায়ী রোগ আজ আপনাকে বিরক্ত করতে পারে যার কারণে আপনাকে হাসপাতালে গিয়ে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। ঘরে কিছু পরিবর্তন আপনাকে অত্যন্ত ভাবপ্রবণ করে তুলবে-কিন্তু যাঁরা আপনার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ তাঁদের কাছে আপনি আপনার অনুভূতিগুলি কার্যকরভাবে জানাতে সমর্থ হবেন। আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনের মসৃণ গতি অস্থির এবং শান্তি বিঘ্নিত করতে পারে। আপনার লক্ষ্য অনুধাবন করার পক্ষে ভালো দিন। অবিরামভাবে কাজ করে সেগুলিকে যথা শীঘ্র অর্জন করতে আপনার শরীরে শক্তি সঞ্চয় করুন। এই ব্যাপারে আপনি আপনার বন্ধুদেরও সাহায্য নিতে পারেন। এটি আপনার মনোবল উজ্জীবিত করবে এবং আপনার লক্ষ্যপূরণে সাহায্য করবে। আজ সেরকমই একটি দিন যখন বিষয়গুলি আপনার ইচ্ছামাফিক চলে না। আজ, খরচ আপনার জীবন সঙ্গীনীর সাথে আপনার সম্পর্কের ক্ষতি করতে পারে।

প্রতিকার :- আপনার প্রেম সম্পর্ক আরও মজবুত করতে কুকুরকে বাটিভরতি দুধ খাওয়ান।

মিথুন রাশিফল (Thursday, November 2, 2023)

আপনার ক্ষমতা শক্তি বেশী থাকবে এবং আপনার অমীমাংসিত কাজ সম্পন্ন করার জন্য এই সময়কে ব্যবহার করা উচিত। আজ আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন, এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিশীলতার ব্যয় হতে পারে। কোন বয়স্ক আত্মীয়ের কাছে থেকে আশীর্বাদ পাবেন যিনি ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার প্রচেষ্টায় প্রার্থনা করছেন। আপনি প্রেমে ধীরে ধীরে কিন্তু নিয়মিতভাবে পুড়তে থাকবেন। আপনি কর্মক্ষেত্রে যে সমস্ত কঠিন কাজ করেছেন আজ সেগুলি ফিরে পাবার সময়। আজকে আপনার বিনা কোনো কারণে কিছু লোকের সাথে গন্ডগোল হতে পারে।তার জন্য আপনার মেজাজ তো খারাপ হবেই তার সাথে আপনার মূল্যবান সময়ও খারাপ হবে। গৃহপরিচারীকা আজ কাজ করতে নাও আসতে পারে, যা আপনার সঙ্গীনীর উপর চাপ তৈরী করতে পারে।

প্রতিকার :- ভগবান বিষ্ণুর আরাধনা করলে তা আপনাদের প্রেমের সম্পর্ক কে মধুর করে তুলবে।

কর্কট রাশিফল (Thursday, November 2, 2023)

অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন। আকস্মিক টাকাকড়ির আগমন আপনার রসিদগুলির এবং তাত্ক্ষণিক খরচার খেয়াল রাখবে। আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাহচর্য উপভোগ করতে ব্যয় করুন- এমনকি এটা ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান। আপনি যা বলেছিলেন তার সম্পর্কে আপনার প্রেমিকা আহত হতে পারেন। তারা আপনার সাথে রাগান্বিত হওয়ার আগে, আপনার ভুলটি উপলব্ধি করুন এবং তাদের সাথে আপ করুন। কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকবেন না– নতুন সুযোগের সন্ধান করুন। কোন আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথপ্রদর্শন করবে। আপনি আপনার উচ্ছাসপূর্ণ বিবাহিত জীবনে একটি সুন্দর পরিবর্তন অনুভব করবেন।

প্রতিকার :- চাল, দুধ, চিনি দিয়ে পায়েস বানিয়ে বয়স্ক মহিলাদের খাওয়ালে কর্মক্ষেত্রে সাফল্য আসবে।

সিংহ রাশিফল (Thursday, November 2, 2023)

আপনি আপনার দিন যোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন। এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি সারা দিন ধরে আপনার শক্তির স্তর বজায় রাখবেন। বাড়িতে কোনও অনুষ্ঠানের আয়োজনের কারণে আপনাকে আজ প্রচুর অর্থ ব্যয় করতে হবে। এটি আপনার আর্থিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করায় আপনি হতাশ হতে পারেন। আপনি তাদের আপনার স্বপ্নপূরণে উৎসাহী করতে পারেন। উৎসাহময় দিন, যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন। কোন নতুন প্রকল্প নেওয়ার আগে দুবার ভাবুন। যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যাস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন। নারীরা শুক্র থেকে এবং পুরূষেরা মঙ্গল থেকে উৎপত্তি লাভ করে, কিন্তু আজ এমন দিন যেখানে শুক্র ও মঙ্গল একে অপরের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে।

প্রতিকার :- হিজড়ে সম্প্রদায়ের মানুষদের অসম্মান করবেন না কারণ তারা বুধের সাথে সম্পর্কিত, এর ফলে আপনার আর্থিক অগ্রগতি বজায় থাকবে।

কন্যা রাশিফল (Thursday, November 2, 2023)

যদি আপনি সাম্প্রতিককালে হতাশ বোধ করে থাকেন-তাহলে আপনার মনে রাখা উচিত যে আজ সঠিক কাজ এবং চিন্তা অত্যধিক সেই প্রয়োজনীয় অব্যাহতি দেবে। আজ, আপনি কোনও সহায়তা বা সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। বাচ্চারা মনোযোগ দাবি করে কিন্তু সুখও বয়ে আনে। ভালোবাসার অন্যায় দাবীর কাছে মাথা নোয়াবেন না। ব্যবসায়ীদের জন্য ভালো দিন কারণ তারা আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় লাভ দেখতে পেতে পারেন। আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে। আজ আপনার বিবাহিত জীবন আপনার পরিবার দ্বারা বিরূপভাবে প্রভাবিত হতে পারে, কিন্তু আপনারা দুজনে বুদ্ধিমত্তার সাথে জিনিসগুলি সামলে নেবেন।

প্রতিকার :- অস্বাভাবিক রকম স্বাস্থ্য উন্নতি করতে গঙ্গাজল সেবন করুন।

তুলা রাশিফল (Thursday, November 2, 2023)

হতাশ এবং অবসাদগ্রস্ত হবেন না। আজ আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার প্রবীণদের আশীর্বাদ লাভ করুন, এটি আপনার উপকারে আসবে। যা আপনাকে সুখী করে তাই করুন, কিন্তু চেষ্টা করুন অন্যের ঝামেলায় না জড়াতে। আপনার প্রি়য়জন একটু বিরক্তকর বলে মনে হবে- যা আপনার মনের উপর চাপ সৃষ্টি করবে। উত্সর্গীকৃত পেশাদারদের জন্য পদোন্নতি বা আর্থিক লাভ। সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন। এটি করা আপনার পক্ষে উপকারী হবে আজ ভিন্ন অভিমত আপনার এবং আপনার সঙ্গীনীর মধ্যে বিতর্কের সৃষ্টি করতে পারে।

প্রতিকার :- ছোলা ও গুড়ের প্রসাদ বিতরণ করলে ভালো স্বাস্থ্য হবে।

বৃশ্চিক রাশিফল (Thursday, November 2, 2023)

বন্ধুরা আপনাকে কোন বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তায় লক্ষ্যণীয় প্রভাব ফেলবেন। আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে। পরিবারের সদস্যরা আপনাকে এক ইতিবাচক উপায়ে সাড়া দেওয়ায় আপনি আজ উপকৃত হবেন। ব্যস্ত রাস্তায়, আপনি বুঝতে পারবেন যে আপনার প্রণয়ী সেরা তাই আপনি ভাগ্যবান। যে আপনাকে ঘৃণা করে শুধুমাত্র আপনি যদি তাকে ‘হ্যালো’ বলেন তাহলে কর্মক্ষেত্রে জিনিষগুলি আজ আপনার জন্য সত্যিই অসাধারণ হয়ে যাবে। আজকের সময়ে নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুব কঠিন। কিন্তু আজকের সময়ে আপনার কাছে নিজের জন্য ভরপুর সময় আছে. আপনার স্ত্রী আজ সত্যিই আপনার জন্য বিশেষ কিছু কিনতে পারেন।

প্রতিকার :- রোজ সকালে বাড়ির মুখ দরজা জল দিয়ে পরিস্কার করলে আপনার কর্ম জীবনে অনেক উন্নতির সম্ভাবনা রয়েছে।

ধনু রাশিফল (Thursday, November 2, 2023)

আঘাত এড়ানোর জন্য বসে থাকার সময় বিশেষ যত্ন নিন। উপরন্তু ভালো ভঙ্গিমা যে শুধু একজনের ব্যক্তিত্বের বিকাশ ঘটায় তাই নয়, বরং স্বাস্হ্য এবং বিশ্বাস উন্নত করতেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও আজ আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে তবে আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় করা বা অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় না করার বিষয়টি মনে রাখতে হবে। আপনার বন্ধুদেরও আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। আবার প্রেমে পড়ার সুযোগ প্রবল কিন্তু ব্যাক্তিগত আর গোপন তথ্য প্রকাশ করবেন না। একবার আপনার জীবনের সঙ্গে প্রেম মিলে গেলে অন্য কিছুর প্রয়োজন বোধ করবেন না। আপনি আজকে এই সত্য বুঝতে পারবেন। এই রাশির জাতকেরা আজকে লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে।আজকে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে কাটতে পারে। আপনি আজ আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন কারণ তিনি তার যোগ্য।

প্রতিকার :- সুখ ও শান্তিময় সংসার জীবন পেতে ভোরবেলা ১১ বার ‘ওম ক্রাং ক্রিং ক্রৌং সঃ ভৌমায় নমঃ’ জপ করুন।

মকর রাশিফল (Thursday, November 2, 2023)

আজ আপনি পিছনের সারিতে বসে আরাম করুন- এবং শখে জড়িয়ে থাকুন এবং যে জিনিসে আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন তাই করুন। আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরী কেনাকাটা করা সুবিধাজনক করবে। পরিবারের সদস্যদের সাথে সামাজিক জমায়েত প্রত্যেককে এক ভালো মেজাজে রাখবে। ভালোবাসার ব্যক্তির প্রতি আপনার রুক্ষ মনোভাব আপনাদের সম্পর্কের মধ্যে বিরোধ আনতে পারে। প্রেমের সবসময়ই গভীর ভাবপূর্ণ, এবং আপনি আজ এই অভিজ্ঞতা লাভ করবেন। আজকে আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ করে রাখতে পারেন। আজ আপনি আপনার স্ত্রীকে ভুল বুঝতে পারেন, যা আপনাকে সারাদিন বিচলিত করে রাখতে পারে।

প্রতিকার :- ঝাড়ুদারদের আর্থিক ভাবে বা অন্য কোনো ভাবে সাহায্য করলে তা আপনার প্রেম জীবনের জন্য লাভদায়ক হবে।

কুম্ভ রাশিফল (Thursday, November 2, 2023)

ব্যস্ত সময়সূচী সত্ত্বেএ স্বাস্হ্য সুন্দর থাকবে। আজ, আপনার পিতা-মাতার একজন আপনাকে অর্থ সাশ্রয়ের গুরুত্ব সম্পর্কে বক্তৃতা দিতে পারেন। আপনার তাদের খুব মনোযোগ সহকারে শুনতে হবে, অন্যথায় আপনি আসন্ন সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন। আপনার বাবা মায়ের সাথে খুশি ভাগ করে নিন। একাকীত্ব এবং হতাশার অনুভূতি মুছে যাওয়ায় তাঁদেরকে উপযুক্ত অনুভব করতে দিন। আমাদের বাঁচা কিসের জন্য যদি না আমরা একে অপরের জন্য বাঁচা সহজতর করতে পারি। আপনার প্রণয়ী সমস্ত দিন মারাত্মকভাবে আপনি মিস্ করবে। একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এটিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিন তৈরি করুন। আজ, কর্মক্ষেত্রে আপনার কোনও পুরানো কাজের প্রশংসা করা যেতে পারে। আপনার পারফরম্যান্সটি দেখে আপনি সম্ভবত পদোন্নতি পাবেন। ব্যবসায়ীরা আজ তাদের ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দরকারী পরামর্শ নিতে পারেন। আজ আপনি আপনার বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলি গুছানোর পরিকল্পনা করবেন তবে আর জন্য আজকে আপনি কোনো ফাঁকা সময় পাবেন না। শারীরিক অন্তরঙ্গতা আজ আপনার স্ত্রীর সঙ্গে তার শ্রেষ্ঠ সময়ে পৌঁছবে।

প্রতিকার :- আপনি যদি আর্থিক ভাবে সবল হতে চান, তাহলে আপনার স্ত্রী কে সন্মান করুন।

মীন রাশিফল (Thursday, November 2, 2023)

অত্যিক উত্তেজনা এবং বিস্ফোরক নেশা আপনার স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে। এটি এড়াতে আপনার আবেগগুলিকে নিয়ন্ত্রণ করুন। আপনার ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন এবং অফিসের প্রত্যেকের সাথে ভাল ব্যবহার করুন। এই পথ থেকে বিচ্যুত হওয়া আপনার কাজকে ব্যয় করতে পারে, যার ফলে সরাসরি আপনার আর্থিক পরিস্থিতির অবনতি ঘটে। আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন। তাঁদেরকে বুঝতে দিন যে আপনি তাঁদের জন্য পরোয়া করেন। আপনার ভালো সময় তাঁদের সাথে কাটান। অভিযোগ করার কোন সুযোগ দেবেন না। আপনার এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হবে যা তার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালবাসবে। কাজের পরিবেশ আজকের জন্য ভাল দিকে পরিবর্তন হতে পারে। সফর করা আনন্দদায়ক এবং অত্যন্ত লাভদায়ক হবে। আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে।

প্রতিকার :- শরীর ভালো রাখার জন্য ওম বুং বুধায়ে নমঃ (Om Bum Budhaaya Namaha) একই মন্ত্র টি দিনে ১১ বার দুবেলা করে জপ করুন।

WestBengalBangla

Nov 01 2023, 14:54

*গুরুদেবের অবজ্ঞা মানা যাবে না: রাজ্যপাল*


বিশ্বভারতীর ফলকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম না থাকা নিয়ে সরব হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল বলেন, 'তিনি জাতীয় সঙ্গীত গেয়েছেন। প্রত্যেকের কাছে গুরুদেব এক আবেগ। কোনও অবস্থাতেই গুরুদেবকে অবজ্ঞা মেনে নেওয়া যায় না'। 

পাশাপাশি রাজ্যের বকেয়া ১০০ দিনের কাজ নিয়েও মন্তব্য করেন রাজ্যপাল। তিনি জানান, আবাস যোজনা এবং ১০০ দিনের কাজ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠির উত্তর এসেছে কেন্দ্র থেকে। পাশাপাশি রাজ্যপাল এও জানান, এই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ও কথা বলেছেন তিনি। তবে, এই ব্যাপারে এখনও পর্যন্ত শাসকদলের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

প্রসঙ্গত, ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে বহুদিন ধরে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে আসছে তৃণমূল । বাংলার শাসকদলের সমস্ত নেতা-মন্ত্রীদের মুখে প্রায় শোনা যাচ্ছে । তবে, এরই মধ্যে ১০০ দিনের কাজের বকেয়া টাকা এবার ছাড়তে পারে কেন্দ্র বলে মনে করা হচ্ছে। 

WestBengalBangla

Nov 01 2023, 12:48

*Gold price today*

Business 

 SB News bureau: The festive season is on. And after a few days Dhanteras. Then there is Diwali. And in the meantime, great news. In one blow, the price of gold fell by 3 thousand rupees.

 10 grams of gold - Today 10 grams of 22 carat gold is priced at 56 thousand 400 taka. Yesterday the price of 10 grams of gold was 56 thousand 700 taka. That is, the price has decreased by 300 rupees in one day.

 100 grams of gold – 100 grams of 22 carat gold costs Tk 5 lakh 64 thousand. Yesterday its price was 5 lakh 67 thousand rupees. That is, the price has decreased by 3000 rupees in one day.

WestBengalBangla

Nov 01 2023, 09:42

*মনীষী দীনবন্ধু মিত্রের ১৫৪তম মৃত্যু দিবস আন্তরিক শ্রদ্ধা নিবেদন*

বিশেষ প্রতিবেদন

অসীম পাল

চরম দারিদ্র্যতার কারণে মাত্র ১০ বছর বয়সে জমিদারের সেরেস্তার কাজে ঢুকিয়ে দেন পিতা কালাচাঁদ মিত্র।সেখান থেকে কাউকে কিছু না জানিয়ে একদিন পালিয়ে গিয়ে কলকাতায় মামার বাড়িতে এসে উঠলেন কিশোরটি। এবং পিতার দেওয়া গন্ধর্বনারায়ণ নামটা পাল্টে নিয়ে ভর্তি হলেন লং সাহেবের অবৈতনিক ইংরেজি স্কুলে। এখানে বিনা পয়সায় শিক্ষার বন্দোবস্ত হল ঠিক‌ই কিন্তু তাঁর ভরণপোষণের জন্য কেউ এগিয়ে এলো না। কাজেই ক্ষুন্নিবৃত্তির জন্য গৃহভৃত্যের কাজ নিতে হল তাঁকে। পরিচারকের কাজ করে‌ও বিদ্যালয়ের ফার্স্ট বয় তখন তিনি‌ই।

এরপর ১৮৫০ সাল হিন্দু কলেজে ভর্তি হলেন। পড়তে পড়তেই সরকারি ডাক বিভাগের চাকরি জুটে গেল। কলেজের শেষ পরীক্ষা না দিয়ে‌ই যোগ দিলেন চাকরিতে।

ততদিনে অবশ্য সাহিত্যের প্রতি গভীর প্রেমে পড়েছিলেন তিনি। শিষ্যত্ব নিয়েছিলেন কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের।১৮৭১ সাল,মাত্র ১৬ বছরে চাকরির সুবাদে বাংলা, বিহার, উড়িষ্যার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ডাক বিভাগের প্রভূত উন্নতি বৃটিশ সরকারের নজরে এলো। আর লুসাই যুদ্ধের সময় যুদ্ধক্ষেত্র থেকে জীবনের ঝুঁকি নিয়ে ইংরেজদের সংবাদ প্রেরণ সফলভাবে করার জন্য সরকার তাঁকে রায়বাহাদুর উপাধিতে ভূষিত করলেন।

অপরদিকে এই ষোল বছরের মধ্যে তাঁর লেখা "সুরধুনী কাব্য", "দ্বাদশ কবিতা" এবং তাঁর লেখা নাটক সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, কমলে কামিনী

বিপুল ভাবে জনপ্রিয়তা পেল বাংলা জুড়ে।

১৮৬০ সাল। খুব কাছ থেকে দেখা নীল চাষীদের উপর ইংরেজদের বর্বর নির্যাতনের কাহিনী নিয়ে লিখলেন নীলদর্পণ। স্বনামে নয় "কস্যচিৎ পথিকস্য' ছদ্মনামে। ইংরেজরা জানতে পারলে কি আর তাঁকে রায়বাহাদুর সন্মান দিতো?

বাকিটা?সেই ইতিহাস তো সবার‌ই জানা।বলার অপেক্ষা রাখে না, তিনি মনীষী দীনবন্ধু মিত্র।আজ তাঁর ১৫৪তম মৃত্যু দিবস আন্তরিক শ্রদ্ধা।

ছবি: সৌজন্যে লেখক

WestBengalBangla

Nov 01 2023, 08:34

*দুপুরে যানজটের আশঙ্কা,জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ ১লা নভেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। বুধবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ বেলা ৩ টে নাগাদ শিয়ালদহ স্মার্ট বাজার থেকে রাজাবাজার সাইন্স কলেজ পর্যন্ত একটি মিছিল আছে। যেখানে ৩০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ৩টে ৩০ নাগাদ কলেজ স্ট্রিট থেকে নিজাম প্যালেস পর্যন্ত একটি মিছিল আছে। যেখানে ২৫০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে।

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই বুধবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।