/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *গুরুদেবের অবজ্ঞা মানা যাবে না: রাজ্যপাল* West Bengal Bangla
*গুরুদেবের অবজ্ঞা মানা যাবে না: রাজ্যপাল*


বিশ্বভারতীর ফলকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম না থাকা নিয়ে সরব হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল বলেন, 'তিনি জাতীয় সঙ্গীত গেয়েছেন। প্রত্যেকের কাছে গুরুদেব এক আবেগ। কোনও অবস্থাতেই গুরুদেবকে অবজ্ঞা মেনে নেওয়া যায় না'। 

পাশাপাশি রাজ্যের বকেয়া ১০০ দিনের কাজ নিয়েও মন্তব্য করেন রাজ্যপাল। তিনি জানান, আবাস যোজনা এবং ১০০ দিনের কাজ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠির উত্তর এসেছে কেন্দ্র থেকে। পাশাপাশি রাজ্যপাল এও জানান, এই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ও কথা বলেছেন তিনি। তবে, এই ব্যাপারে এখনও পর্যন্ত শাসকদলের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

প্রসঙ্গত, ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে বহুদিন ধরে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে আসছে তৃণমূল । বাংলার শাসকদলের সমস্ত নেতা-মন্ত্রীদের মুখে প্রায় শোনা যাচ্ছে । তবে, এরই মধ্যে ১০০ দিনের কাজের বকেয়া টাকা এবার ছাড়তে পারে কেন্দ্র বলে মনে করা হচ্ছে। 

*Gold price today*

Business 

 SB News bureau: The festive season is on. And after a few days Dhanteras. Then there is Diwali. And in the meantime, great news. In one blow, the price of gold fell by 3 thousand rupees.

 10 grams of gold - Today 10 grams of 22 carat gold is priced at 56 thousand 400 taka. Yesterday the price of 10 grams of gold was 56 thousand 700 taka. That is, the price has decreased by 300 rupees in one day.

 100 grams of gold – 100 grams of 22 carat gold costs Tk 5 lakh 64 thousand. Yesterday its price was 5 lakh 67 thousand rupees. That is, the price has decreased by 3000 rupees in one day.

*মনীষী দীনবন্ধু মিত্রের ১৫৪তম মৃত্যু দিবস আন্তরিক শ্রদ্ধা নিবেদন*

বিশেষ প্রতিবেদন

অসীম পাল

চরম দারিদ্র্যতার কারণে মাত্র ১০ বছর বয়সে জমিদারের সেরেস্তার কাজে ঢুকিয়ে দেন পিতা কালাচাঁদ মিত্র।সেখান থেকে কাউকে কিছু না জানিয়ে একদিন পালিয়ে গিয়ে কলকাতায় মামার বাড়িতে এসে উঠলেন কিশোরটি। এবং পিতার দেওয়া গন্ধর্বনারায়ণ নামটা পাল্টে নিয়ে ভর্তি হলেন লং সাহেবের অবৈতনিক ইংরেজি স্কুলে। এখানে বিনা পয়সায় শিক্ষার বন্দোবস্ত হল ঠিক‌ই কিন্তু তাঁর ভরণপোষণের জন্য কেউ এগিয়ে এলো না। কাজেই ক্ষুন্নিবৃত্তির জন্য গৃহভৃত্যের কাজ নিতে হল তাঁকে। পরিচারকের কাজ করে‌ও বিদ্যালয়ের ফার্স্ট বয় তখন তিনি‌ই।

এরপর ১৮৫০ সাল হিন্দু কলেজে ভর্তি হলেন। পড়তে পড়তেই সরকারি ডাক বিভাগের চাকরি জুটে গেল। কলেজের শেষ পরীক্ষা না দিয়ে‌ই যোগ দিলেন চাকরিতে।

ততদিনে অবশ্য সাহিত্যের প্রতি গভীর প্রেমে পড়েছিলেন তিনি। শিষ্যত্ব নিয়েছিলেন কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের।১৮৭১ সাল,মাত্র ১৬ বছরে চাকরির সুবাদে বাংলা, বিহার, উড়িষ্যার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ডাক বিভাগের প্রভূত উন্নতি বৃটিশ সরকারের নজরে এলো। আর লুসাই যুদ্ধের সময় যুদ্ধক্ষেত্র থেকে জীবনের ঝুঁকি নিয়ে ইংরেজদের সংবাদ প্রেরণ সফলভাবে করার জন্য সরকার তাঁকে রায়বাহাদুর উপাধিতে ভূষিত করলেন।

অপরদিকে এই ষোল বছরের মধ্যে তাঁর লেখা "সুরধুনী কাব্য", "দ্বাদশ কবিতা" এবং তাঁর লেখা নাটক সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, কমলে কামিনী

বিপুল ভাবে জনপ্রিয়তা পেল বাংলা জুড়ে।

১৮৬০ সাল। খুব কাছ থেকে দেখা নীল চাষীদের উপর ইংরেজদের বর্বর নির্যাতনের কাহিনী নিয়ে লিখলেন নীলদর্পণ। স্বনামে নয় "কস্যচিৎ পথিকস্য' ছদ্মনামে। ইংরেজরা জানতে পারলে কি আর তাঁকে রায়বাহাদুর সন্মান দিতো?

বাকিটা?সেই ইতিহাস তো সবার‌ই জানা।বলার অপেক্ষা রাখে না, তিনি মনীষী দীনবন্ধু মিত্র।আজ তাঁর ১৫৪তম মৃত্যু দিবস আন্তরিক শ্রদ্ধা।

ছবি: সৌজন্যে লেখক

*দুপুরে যানজটের আশঙ্কা,জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ ১লা নভেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। বুধবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ বেলা ৩ টে নাগাদ শিয়ালদহ স্মার্ট বাজার থেকে রাজাবাজার সাইন্স কলেজ পর্যন্ত একটি মিছিল আছে। যেখানে ৩০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ৩টে ৩০ নাগাদ কলেজ স্ট্রিট থেকে নিজাম প্যালেস পর্যন্ত একটি মিছিল আছে। যেখানে ২৫০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে।

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই বুধবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

  

*শীতের আগমনের মাঝেই বৃষ্টির আশঙ্কা,জেনে নিন আজকের আবহাওয়া*


রাজ্যের দুয়ারে শীত। দুর্গাপুজোর পর থেকেই নেমেছে তাপমাত্রার পারদ। এরই মধ্যে আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহের শেষদিকে ফের বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে। একেই শীত, তার ওপর বৃষ্টি নামলে তাপমাত্রা আরও কমতে পারে বলে মনে করা হচ্ছে।

হাওয়া অফিস সূত্রে খবর, শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির দেখা মিলতে পারে। এই সপ্তাহের মাঝেই বৃষ্টি নামতে পারে উত্তরবঙ্গ জুড়ে। তবে আগামী কয়েকদিন রাজ্যে আবহাওয়া শুষ্কই থাকবে।

আবহাওয়া দফতর জানিয়েছিল লক্ষী পুজোর পরই শীত বাড়বে। সেই কথাই যেন মিলেও পথে কাঁটা হল বৃষ্টি। দীপাবলির আগেই ফের হালকা বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্যের একাধিক জেলা। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩.১ ডিগ্রী সেলসিয়াস। 

*আজকের রাশিফল ১লা অক্টোবর (বুধবার)*


 

মেষ রাশিফল (Wednesday, November 1, 2023)

আপনার দানী মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন যেমন সন্দেহ নিরুৎসাহ বিশ্বাসের অভাব লোভ অঙ্গীকার অহংকার এবং ঈর্ষা। আজ, আপনি আপনার ব্যবসা জোরদার করতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, যার জন্য আপনার নিকটবর্তী কেউ আর্থিকভাবে সহায়তা করতে পারে। আপনার বন্ধুদের যে মুহূর্তে আপনার সবচেয়ে বেশি প্রয়োজন তখন তারা আপনাকে হতাশ করবে। আপনার অনুগত এবং অসংশয়িত প্রেমে একটি ঐন্দ্রজালিক সৃজনশীল ক্ষমতা আছে। এই রাশির জাতককে কর্মক্ষেত্রে আনুগত্যের বেশি বলার থেকে বাঁচতে হবে, না হলে আপনার উপর খারাপ প্রভাব পড়তে পারে। পুরোনো বন্দোবস্তের ফলে এই পরিমান ব্যাবসায়ীরা ক্ষতিগ্রস্থ হতে পারেন। আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মত্ত তেই ব্যাস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন। আপনার সঙ্গী অজানতেই কল্পিত কিছু করতে পারে যা সত্যিই অবিস্মরণীয় হবে।

প্রতিকার :- সুখী পারিবারিক জীবন লাভ করার জন্য কোনো অনগ্রসর আর্থ -সামাজিক ক্ষেত্র থেকে উঠে আসা কন্যাকে সাহায্য করুন।

বৃষভ রাশিফল (Wednesday, November 1, 2023)

এক পরিতৃপ্ত জীবনের জন্য আপনার মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন। অতীতের বিনিয়োগ থেকে উপার্জন বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। একটি পারিবারিক জমায়েতে আপনি মধ্যমণি হয়ে উঠবেন। আপনি আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাকিত্বের দশা, যা আপনাকে দীর্ঘ সময় ধরে গ্রাস করছিল, তা শেষ হবে। যদি আপনি মন উন্মুক্ত রাখেন তাহলে কিছু ভালো সুযোগ আসার সম্ভাবনা আছে। কোন আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথপ্রদর্শন করবে। আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবন সঙ্গী আপনার প্রেমে পড়ে যায়।

প্রতিকার :- ভগবান শিবের পঞ্চামৃত অভিষেক করলে তা আপনার স্বাস্থ্যের জন্য খুবই লাভদায়ক হবে।

কর্কট রাশিফল (Wednesday, November 1, 2023)

জীবনের প্রতি গম্ভীর মনোভাব বর্জন করুন। আপনি যদি আপনার পরিবারের কোনও সদস্যের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে থাকেন তবে আজই এটি ফিরিয়ে দেওয়া ভাল, অন্যথায় সেই সদস্যটি আপনার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে পারে। আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত। আপনার কল দীর্ঘ করার জন্য আপনি আপনার রোমান্টিক সঙ্গীকে জ্বালাতন করবেন। কর্মক্ষেত্রে আজ জিনিষগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয়। আজকে জীবনের কোনো মূল সমস্যার ব্যাপারে আপনি আপনার বাড়ির লোকজনের সাথে বসে কথা বলতে পারেন। আপনার কথা আপনার বাড়ির লোকজনকে বিরক্ত করতে পারে তবে এই জিনিসগুলি অবশ্যই সমাধান হয়ে যাবে। আজ আপনার জীবন সঙ্গীনীর বাজে কথায় আপনি বিরক্ত হতে পারেন, কিন্তু তিনি আপনার জন্য সত্যিই দারুন কিছু করবেন।

প্রতিকার :- ভাল স্বাস্থ্য অর্জন করতে, যেকোন রূপে সোনা বা হলুদ সুতো পরিধান করুন।

সিংহ রাশিফল (Wednesday, November 1, 2023)

এমন একটি দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন। আপনার পেশীগুলিকে আরাম দিতে তেল দিয়ে আপনার শরীর মালিশ করুন। আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব। লোকজন ও তাদের মনোভাব নিয়ে চট করে সিদ্ধান্তে পৌঁছাবেন না- হতে পারে তারা চাপে ছিল এবং তারা আপনার সহানুভূতি ও বিচার আশা করে। যখন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হোন। ভাষণ এবং বৈঠক, যাতে আপনি আজ উপস্থিত থাকবেন, তা বৃদ্ধির জন্য নতুন ধারণা আনবে। আজকে সময়ের সোন্দর্যের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যে আপনি নিজের জন্য সময় বার করতে পারেন কিন্তু হটাৎই অফিসের কোনো কাজ চলে আসায় আপনি নিজেকে সময় দিতে সফল হবেন না। আপনার স্ত্রী আজ চুম্বন করলে সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে আপনার যন্ত্রণা দূরে চলে যাবে।

প্রতিকার :- বিধারা গাছের শিকড় কোনো পাত্রে জল ভোরে সারারাত ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে সেই জল পান করলে পারিবারিক জীবনে আনন্দ পাবেন।

কন্যা রাশিফল (Wednesday, November 1, 2023)

যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য্য বজায় রাখুন। ব্যাঙ্কিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে। কোন বন্ধুর সমস্যা আপনাকে খারাপ বোধ করাতে এবং দুশ্চিন্তাগ্রস্ত করতে পারে। প্রেমের মেজাজে আকস্মিক পরিবর্তন আপনাকে অত্যন্ত হতাশ করতে পারে। আপনার কর্মক্ষেত্রে বিষয়বস্তু বাছাইয়ে আপনার বুদ্ধিমত্তা এবং প্রভাব রাখতে হবে। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে। আপনার স্ত্রী কোনকিছুর একটি সমস্যা তৈরী করতে পারেন তিনি প্রতিবেশীদের কাছে যা শুনেছিলেন।

প্রতিকার :- লাল গরু বা লাল কুকুরকে ভোজন করালে পারিবারিক জীবনে খুশি বাড়বে।

তুলা রাশিফল (Wednesday, November 1, 2023)

ব্যস্ত সময়সূচী সত্ত্বেএ স্বাস্হ্য সুন্দর থাকবে। আপনার বন্ধুবান্ধবের সাহায্য আর্থিক ঝঞ্ঝাটকে সহজ করে দেবে। পরিবারের সদস্যদের হাসিখুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করতে তুলবে। ভালোবাসা ইতিবাচক অনুভূতি দেখাবে। আপনার কাজে লেগে থাকুন এবং আপনাকে সাহায্য করার জন্য আজ যারা কোমর বেঁধে লেগেছেন তাদেরকে গণ্য করবেন না। আপনার আর্কষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব আপনাকে প্রচারের আলোয় রাখবে। আজ, আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন।

প্রতিকার :- আটার লেচিতে গুড় রেখে গরুকে খাওয়ালে কর্মজীবন সফল হবে।

বৃশ্চিক রাশিফল (Wednesday, November 1, 2023)

আপনার বেপরোয়া আচরণের ফলে স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। অর্থহীন কিছু কাজ করার আগে আপনার আচরণের প্রতিক্রিয়া চিন্তা করুন। যদি সম্ভব হয় তাহলে আপনার মেজাজ পরিবর্তন করুন। আপনি আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন। আপনি আজ আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারেন। প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি। আপনার প্রণয়ী প্রতি আপনার উদ্বেগহীন মনোযোগ বাড়িতে উত্তেজনা সৃষ্টি পারে। আজ উচ্চ সম্পাদনা এবং উচ্চ প্রোফাইলের দিন। আজকে আপনার কাছে ফাঁকা সময় হবে আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যান যোগে করতে পারেন।আপনি আজকে মানসিক শান্তি বোধ করবেন। আপনার স্ত্রীর উপদ্রুত স্বাস্থ্যর কারণে আপনার কিছু কাজ আজ ব্যাহত হতে পারে।

প্রতিকার :- কোনো অকার্জকর মুদ্রা বহমান জলে নিক্ষেপ করলে তা স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখাবে।

ধনু রাশিফল (Wednesday, November 1, 2023)

মদ্যপান করবেন না– এতে ঘুমের ব্যাঘাত হয় এবং গাঢ় বিশ্রাম হয় না। আজ আপনার মা বা বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। এটি যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে তবে সম্পর্ককে আরও শক্তিশালী করবে। পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মূহুর্ত কাটান। আপনার সঙ্গীর অনুপস্থিতিতে তার উপস্থিতি বোধ করার সম্ভাবনা রয়েছে। মনে হচ্ছে কিছু সময় ধরে আপনি আপনার নিজের মতই রয়েছেন-সহকর্মী/ সহযোগীরা আপনার সহায়তা করতে আসতে পারেন-কিন্তু বেশি কিছু সহায়তা প্রদান করতে সমর্থ হবেন না। এই রাশির জাকতকেরা আজ নিজের জন্য বেশকিছু সময় পাবেন। আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন।আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন। আপনি এবং আপনার স্ত্রী আজ আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমোরি তৈরি করবেন।

প্রতিকার :- মদ্যপান ও ধূম্রপান থেকে বিরত থাকলে তা আপনার আর্থিক পরিস্থিতির জন্য লাভদায়ক হবে।

মকর রাশিফল (Wednesday, November 1, 2023)

কোন বন্ধুর দ্বারা জ্যোতিষতাত্ত্বিক পথপ্রদর্শন আপনাকে আপনার স্বাস্হ্য ভালো করতে উৎসাহিত করবে। আজকে করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে। পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময়। আপনার প্রেমিকা আজ আপনার কাছে কিছু দাবি করতে পারে তবে আপনি ইচ্ছাগুলি পূরণ করতে সক্ষম হবেন না। এটি আপনার প্রিয়জনকে বিচলিত করতে পারে। আপনি সরাসরি উত্তর না দিলে আপনার সহযোগীরা বিরক্ত হতে পারে। আজ আপনি কাউকে কিছু না বলে ঘরের বাইরে যেতে পারেন একান্তে সময় কাটাতে।আপনি একাই থাকবেন কিন্তু শান্ত থাকতে পারবেন না আপনার মনের ভিতরে উদ্বেগ চলবে। আপনার স্ত্রী আজ সত্যিই ভাল মেজাজে থাকবে। তাই আপনি একটি সারপ্রাইজ পেতে পারেন।

প্রতিকার :- ওম কম কেতাবে নমঃ এই মন্ত্র টি ১১ বার জপ করলে ব্যবসায় বা পেশায় দ্রুত উন্নতি হবে।

কুম্ভ রাশিফল (Wednesday, November 1, 2023)

স্বাস্হ্যের দিকটিতে আরেকটু বেশি যত্নের প্রয়োজন। আপনি অর্থ-সংক্রান্ত বিষয়ে কোনও মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে। এটি আপনার আর্থিক উপকারে আসবে। আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাহচর্য উপভোগ করতে ব্যয় করুন- এমনকি এটা ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান। প্রেমে হতাশ হতে পারেন কিন্তু মনোক্ষুণ্ণ হবেন না যেহেতু প্রেমিক প্রেমিকারা সর্বদাই চাটুকার হন। আজ কর্মক্ষেত্রে আপনার ফুর্তি বাড়ির কোনো সমস্যার জন্য কম থাকবে। এই পরিমান ব্যাবসায়ীদের এইদিনে প্রবৃত্তি গুলিতে নজর রাখা প্রয়োজন ,সে আপনার ক্ষতি করতে পারে। রাতের সময় আজ আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাটাহাটি করতে পছন্দ করবেন। দিনটি আপনার বিবাহিত জীবনের কঠিন সময়ে আপনাকে সাময়িক রেহাই দেবে।

প্রতিকার :- অসাধারন আর্থিক সমৃদ্ধির জন্য বেল গাছের শিকড় লাল বা কমলা রঙের কাপড়ে মুড়ে পকেটে রাখুন।

মীন রাশিফল (Wednesday, November 1, 2023)

গর্ভবতী মায়েদের জন্য খুব একটা ভালো দিন নয়। হাঁটার সময় আপনার আরো সতর্ক থাকা উচিত। আশীর্বাদ এবং সৌভাগ্য আপনার পথে আসায় –এবং অতীতের কঠোর পরিশ্রমগুলি ফল আনায় ইচ্ছাগুলি পূর্ণ হবে। শিশুদের সঙ্গে আপনার খারাপ ব্যবহার তাদের অসন্তুষ্ট করবে। আপনি নিজেকে সামলান এবং মনে রাখুন যে এটা আপনাদের মধ্যে বাধার সৃষ্টি করছে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে আজ হৃদস্পন্দন মেলাতে পারবেন। হ্যাঁ, এটাই নিদর্শন যে আপনি প্রেমে পড়েছেন। অল্পস্বল্প বাধাসহ- এই দিনটি দুর্দান্ত কৃতিত্বের দিন বলে মনে হচ্ছে- এমন সহকর্মীদের দিকে নজর রাখুন যাঁরা যা চাইছেন তা না পেলে খেয়ালী হয়ে উঠতে পারেন। আজকে আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন এবং সেইসব কাজ শেষ করার চেষ্টা করবেন যেগুলো পুরোনো দিনে সম্পূর্ণ হতে পারেনি। বিবাহিত দম্পতিরা একসাথে বসবাস করে, কিন্তু এটা সবসময় রোমান্টিক হয় না। তবে আজ সত্যিই সত্যিই রোমান্টিক হবে।

প্রতিকার :- লাল রঙের গ্লাসে জল ভর্তি করে রোদে রাখলে এবং প্রতিদিন সেই জল পান করলে শরীর ভালো থাকবে।

* বাগুইহাটিতে চলন্ত ওলা গাড়িতে লাগল আগুন*

মঙ্গলবার বাগুইআটি জোড়া মন্দিরে ভিআইপি রোডে একটি চলন্ত ওলা গাড়িতে আগুন। গাড়িতে ৩জন ছিলো তাদের উদ্ধার করেছে পুলিশ। দমকলের একটা ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছিয়েছে। তবে কি করে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো তা এখনো জানা যায়নি।

*Children’s day-out at Eden*

Sports News 

 

 

 Khabar kolkata: Over 500 children today got a chance to watch the Pakistan Bangladesh match of the World Cup 2023 at Eden Gardens. 

Under the initiative of CAB President Snehasish Ganguly over 250 kids of Bharat Sevashram Sangh and 60 odd kids of Govt Run Shelter Homes by The Child Rights Commission of West Bengal came to witness today's match. 

Besides this children from the various coaching centres affiliated to CAB also came in to witness the match. The kids enjoyed the match and cheered every boundary scored and wicket taken. 

It was a wonder children’s day out at Eden , kolkata.

 Pic Courtesy by: CAB

*Special Medalllion for CAB President*

Sports News 

 Khabar kolkata: A special medallion box was presented today to CAB President Snehasish Ganguly by Shrachi’s Rahul Todi that consisted of 15 medallions of the 15 players of the 1983 World Cup winning team. 

The box is a strictly limited release, Commemorative Medallion Collection and consists of images of the World Cup winning team including the manager in beautifully presented 55mm medallions in 14K Gold. 

Only 1983 pieces of this exclusive medallion collection have been made keeping in mind the year 1983. 

CAB President said this would be displayed prominently in the Club House of Eden Gardens.

 Pic Courtesy by:CAB

*অ্যাপলের 'রাষ্ট্র-স্পন্সরড অ্যাটাক' বার্তা নিয়ে সরব অশ্বিনী বৈষ্ণব*


বিরোধী শিবিরের তরফে ওঠা অ্যাপলের 'রাষ্ট্র-স্পন্সরড অ্যাটাক' বার্তায় এবার মুখ খুললেন কেন্দ্রীয় যোগাযোগ, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন,"সরকার এই সমস্যাটি নিয়ে উদ্বিগ্ন এবং সরকার এর গভীরে যাবে। কিছু বাধ্যতামূলক সমালোচক রয়েছে দেশে।

কিছু লোকেরা দেশের উন্নয়ন দেখতে পায় না কারণ তাদের পরিবার যখন ক্ষমতায় ছিল তখন তারা শুধু নিজেদের কথাই ভেবেছিল। অ্যাপল ১৫০টি দেশে এই পরামর্শ জারি করেছে।অ্যাপলের পাঠানো মেল থেকে বোঝা যায় যে তাদের কাছে কোনও স্পষ্ট তথ্য নেই, তারা সতর্কতা পাঠিয়েছে। একটি অনুমানের ভিত্তিতে। এটি অস্পষ্ট। অ্যাপল একটি স্পষ্টীকরণ প্রকাশ করেছে যে বাধ্যতামূলক সমালোচকদের অভিযোগ সত্য নয়। এই ধরনের পরামর্শ ১৫০ টি দেশের মানুষের কাছে পাঠানো হয়েছে। যারা দেশের উন্নয়ন দেখতে পাচ্ছে না তারা ধ্বংসাত্মক রাজনীতি করছে।"