/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *৩০-৪০ কিলোমিটার বেগে আসছে ঝড়! জেনে নিন আজকের আবহাওয়া* West Bengal Bangla
WestBengalBangla

Jun 01 2023, 07:29

*৩০-৪০ কিলোমিটার বেগে আসছে ঝড়! জেনে নিন আজকের আবহাওয়া*


সূর্যের প্রচন্ড দাবদাহে নাজেহাল রাজ্যবাসী। তারইমধ্যে আজ রাজ্যের আট জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা, ৬ জেলায় আবার ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে সতর্কতা জারি করল আবহাওয়া দফতর৷ আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।অন্যদিকে আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা চড়তে শুরু করবে। তাপমাত্রার ৪০ ডিগ্রি পর্যন্তও পৌঁছতে পারে বলে পূর্বাভাস। আজ থেকেই একলাফে তাপমাত্রা অনেকটাই বাড়বে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

WestBengalBangla

Jun 01 2023, 07:27

*আজকের রাশিফল ১লা ( বৃহস্পতিবার)*


মেষ: কোনও মূল্যবান জিনিস চুরি যেতে পারে। তাই সব দিকে সাবধানী নজর রাখা দরকার। পরিবারের সদস্যদের আচরণে আপনি বিরক্ত হতে পারেন। কিন্তু যথাসম্ভব শান্তি বজায় রেখে সমস্যার সমাধানের চেষ্টা করুন।

বৃষ: ব্যবসা সংক্রান্ত ভ্রমণে যেতে হতে পারে। এর ফলে আপনার যোগাযোগ বাড়বে, যা ভবিষ্যতে নতুন কাজ পেতে সাহায্য করবে। কোনও নতুন কাজ শেখার চেষ্টা করতে পারেন। এটি থেকে পরে উপার্জন হতে পারে।

মিথুন: আপনার ব্যবসা ভালো চলবে। নতুন কাজের অর্ডার পেতে পারেন। কোনও পুরনো সমস্যা মিটে যাবে। এর ফলে আপনি বড় দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। পরিবারের সকলকে গুরুত্ব দিন।

কর্কট: বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। এই ব্যাপারে গুরুজনদের সাথে আলোচনা করা দরকার। কারওকে অন্ধভাবে বিশ্বাস করে ঠকতে পারেন। শিক্ষার্থীরা ভালো ফল করবে।

সিংহ: আপনাকে কোনও পুরানো দিনের ভুলের জন্য অস্বস্তিতে পড়তে হতে পারে। পরিবারের কোনও ঘনিষ্ঠ সদস্য ধার চাইতে পারে। সবদিক বিবেচনা করে তবেই টাকা দিন। পরে টাকা ফেরত নাও পেতে পারেন।

কন্যা: সন্তানদের সাথে সময় কাটান। এতে মন হালকা হবে। সন্তানদের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে। উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। উপার্জনের নতুন উপায়ের সন্ধান পাবেন।

তুলা: আপনার ব্যক্তিগত জীবনে এমন অনেক পরিস্থিতি দেখা দেবে, যখন আপনি অনুভব করবেন যে আপনার বন্ধুরা অসহযোগী। তবে বাড়ির বড়দের এবং বিশেষ করে আপনার বাবা-মায়ের সমর্থন পাবেন।

বৃশ্চিক: নিজেকে এনার্জেটিক রাখতে পারবেন না এবং এর কারণে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে। আপনার কাছে অর্থ থাকবে, তবে কোনও জিনিস কেনার কারণে এটি আপনার পক্ষে যথেষ্ট হবে না।

ধনু: আপনি কম পরিশ্রম করেও শুভ ফল পেতে সক্ষম হবেন। অনেক শিক্ষার্থীরই কাঙ্ক্ষিত কলেজ বা কোর্সে ভর্তি হওয়ার সম্ভাবনা। এতে মনোবল যেমন বাড়বে আত্মবিশ্বাস আর সাহস উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

মকর: আপনার নিয়মিত ফল খাওয়া উচিত। এর পাশাপাশি, সকালে পার্কে হাঁটাও এই সময় আপনার স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিতে পারেন। বিনিয়োগের সমস্ত সুবিধা এবং অসুবিধাগুলি বিবেচনা করুন।

কুম্ভ: জীবনের প্রতিটি সমস্যা অনেকাংশে কাটিয়ে উঠবেন। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভালো ফল পেতে চলেছেন। স্বাস্থ্যের দিক থেকে সময়টি খুব ভালো যাবে। চাকরিজীবীদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

মীন: ছোট বিনিয়োগে অর্থ ব্যয়ের পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এটিই আপনাকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা দেবে এবং এর ফলে ভবিষ্যত সুরক্ষিত করতে সক্ষম হবেন। ভাগ্যের সমর্থন পাবেন।

WestBengalBangla

May 31 2023, 17:05

*দিল্লিতে কুস্তীগিরদের হেনস্থা, কলকাতায় পথে নামলেন মমতা*


দিল্লির যন্তর মন্তরে আন্তর্জাতিক পদকজয়ী কুস্তীগিরদের লাগাতার আন্দোলনকে সরগরম দেশ। সম্প্রতি পুলিশের বিরুদ্ধে এই কুস্তীগিরদের সঙ্গে অভব্য আচরণ, হেনস্থার অভিযোগ উঠেছিল। এবার এই ঘটনারই প্রতিবাদে কুস্তীগিরদের পাশে দাঁড়িয়ে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ‘We Want Justice’ প্ল্যাকার্ড হাতে আজ বুধবার কলকাতার রাজপথে নামলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। হাজরা থেকে রবীন্দ্র সরোবর অবধি এই মিছিল করবেন মুখ্যমন্ত্রী বলে খবর।

WestBengalBangla

May 31 2023, 13:42

*এই শিক্ষাবর্ষ থেকেই শুরু ৪ বছরের স্নাতক কোর্স*


চলতি শিক্ষা বর্ষ থেকেই চার বছরের স্নাতক প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিল রাজ্যের। সেই মতোই হবে ভর্তি প্রক্রিয়া। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে উচ্চ শিক্ষা দফতর।

এর পাশাপাশি, কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া থেকেও পিছিয়ে এল রাজ্য।এবছরে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির প্রক্রিয়া নয়। গত বছরের মতোই ভর্তি প্রক্রিয়া শিক্ষা হবে প্রতিষ্ঠান ভিত্তিক। তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি অনলাইনেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে। এমনই নির্দেশিকা জারি হচ্ছে উচ্চশিক্ষা দফতরের তরফে।

শিক্ষা দফতর জানিয়েছে, ৪ বছরের ডিগ্রি কোর্স চালু না করলে আমাদের ৭ লক্ষ ছাত্রছাত্রীরা সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতায় অংশই নিতে পারতো না। তাই এই বছর থেকে বদল হল নিয়ম।

WestBengalBangla

May 31 2023, 13:03

*এবার সিউড়িতে উদ্ধার বোমা*


অনুব্রত মণ্ডলের গড় জুড়ে প্রতিদিনই উদ্ধার হচ্ছে মুড়ি মুড়কির মতো বোমা। পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূম জুড়ে যেভাবে বোমা উদ্ধার হচ্ছে তাতে পঞ্চায়েত নির্বাচনের আগে শাসকদলের বিরুদ্ধে আওয়াজ তুলছে বিরোধীরা।

বুধবার ফের উদ্ধার হল বোমা। সিউড়ির বাঁশঝোড় গ্রামে ঝোপের আড়াল থেকে উদ্ধার করা হয়েছে ১৪টি তাজা বোমা। গত ১৩ মে একই জায়গা থেকে তিনটি প্লাস্টিকের জার ভর্তি তাজা বোমা উদ্ধার করেছিল পুলিশ। এই নিয়ে গত সাত দিনে মোট ৫০০টি বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

WestBengalBangla

May 31 2023, 11:10

*ফের চ্যালেঞ্জ! সুপ্রিম কোর্টে রাজ্য*


নিয়োগ দুর্নীতির পাশাপাশি মামলা চলছে পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়েও। পুর নিয়োগ দুর্নীতিতে এবার হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশের পাল্টা দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হল রাজ্য। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ দেওয়ার পর বিচারপতি অমৃতা সিনহাও পুর নিয়োগ দুর্নীতি মামলায় যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তা চ্যালেঞ্জ করে প্রথমে ভিডিশন বেঞ্চে যায় রাজ্য।

এদিকে ২২ মে বিচারপতি বিশ্বজিৎ বসু ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে। তদন্তে স্থগিতাদেশ দিতেও অস্বীকার করে। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে রাজ্যে। সুপ্রিম কোর্টের গরমের ছুটির অবকাশকালীন বেঞ্চে রাজ্যের দায়ের করা স্পেশাল লিভ পিটিশনের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।

WestBengalBangla

May 31 2023, 08:51

*তীব্র দাবদাহের মাঝে দেখা মিলবে ভারী বৃষ্টি! জেনে নিন আজকের আবহাওয়া*


গরমের প্রচন্ড দাবদাহে নাজেহাল বঙ্গবাসী। এরই মধ্যে ফের চলবে বিধ্বংসী ঝড়ের তান্ডব। কালবৈশাখী নিয়ে কড়া সতর্কতা জারি করল হাওয়া অফিস৷ আবহাওয়া দফতর সূত্রে খবর,বুধবার বিকেল ৫ টার মধ্যে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা ও মেদিনীপুরের কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় ধেয়ে আসতে চলেছে৷ সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার বয়ে যাওয়ার সম্ভাবনা রুয়েছে। ঝড়বৃষ্টির কারণে এই সব জেলায় তাপমাত্রার পারদ সামান্য কিছুটা কমার সম্ভাবনা রয়েছে৷ আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

WestBengalBangla

May 31 2023, 08:50

*আজকের রাশিফল ৩১ শে মে ( বুধবার) *

মেষ: পারিবারিক বিষয়ে ব্যস্ত থাকবেন। স্ত্রীর সাথে কিছু দারুণ মুহূর্ত উপভোগ করবেন, যা আপনার বাড়ির ঐক্যকে বাড়িয়ে তুলবে। আপনি যে কোনও বিরোধ বা মামলায় সফল হওয়ার অবস্থানে থাকবেন। নিজের কাজে মনোযোগ দিতে পারবেন।

বৃষ: পদোন্নতির সম্ভাবনা আছে। কঠিন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। আপনার ঝোঁক আধ্যাত্মিকতার দিকে থাকবে, যা আপনাকে অভ্যন্তরীণ শক্তি দিতে সক্ষম হবে। গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ পেতে উর্ধ্বতনদের সাথে দেখা করার করতে পারেন।

মিথুন: আয়ের উৎস হ্রাস পেতে পারে। রিয়েল এস্টেটে ব্যবসা বা বিনিয়োগ বন্ধ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আটকে থাকা টাকা ফেরত দিলে ব্যবসায় ভালো হবে। আয়ের উৎস অবিলম্বে খুলে দিলে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।

কর্কট: সহকর্মীর সহযোগিতা পাবেন। চারপাশের লোকদের সাহায্য করবেন, যা আপনার পরিবেশে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি করবে। আপনাকে অতিরিক্ত কাজ এড়াতে পরামর্শ দেওয়া হবে, কারণ এটি চাপ এবং উদ্বেগের কারণ হতে পারে।

সিংহ: মানসিক ভাবে সুখী থাকবেন। ভাইবোনের সাথে সম্পত্তি সংক্রান্ত বিরোধ মিটে যাবে। আয়ের নতুন উৎস খোলার সম্ভাবনা রয়েছে। চাকরিপ্রার্থীরা নতুন চাকরি পেতে পারেন।

কন্যা: স্বাস্থ্য সমস্যা হতে পারে। আইনি মামলায় ভালো খবর পেতে পারেন। প্রতিপক্ষ এবং লুকোনো শত্রুদের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। কর্মক্ষেত্রে ভাল পারফর্ম করতে সক্ষম হবেন এবং আপনার আত্মবিশ্বাস বাড়বে।

তুলা: নতুন কাজের সুযোগ আসবে। আপনি রিয়েল এস্টেট এবং অন্যান্য সম্পদে বিনিয়োগ করতে পারেন। স্ত্রীর সাথে আপনার সম্পর্ক উন্নত হবে। বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। তর্ক-বিতর্ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

বৃশ্চিক: আর্থিক অবস্থার উন্নতি হবে। আয় এবং ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ থাকবে যা আপনার সঞ্চয় বাড়াবে। কঠোর পরিশ্রমের সাহায্যে আপনি আপনার কাজে সুবিধা এবং পুরষ্কার পাবেন। ধর্মীয় স্থানে যেতে পারেন

ধনু: বিনিয়োগ থেকে লাভ আসবে। ব্যবসায় বড় অর্ডার পাওয়ার আশা করতে পারেন, যা আপনার ব্যবসা এবং পেশাদার নেটওয়ার্ক বৃদ্ধি করবে। আপনি কিছু নৈপুণ্য বা সৃজনশীল জিনিস আনার জন্য অর্থ ব্যয় করবেন।

মকর: সঞ্চয় বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বড়দের পরামর্শ নেওয়া উচিত। তাড়াহুড়ো করে গাড়ি চালানো এবং রাতের ভ্রমণ থেকে দূরে থাকুন। রাতে তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করুন।

কুম্ভ: রুক্ষ মেজাজ নিয়ন্ত্রণ করুন। সন্তানের বিষয়ে ব্যস্ত থাকবেন। শিশুদের শিক্ষার জন্য পরিকল্পনা করুন। আপনি আপনার কাজের দক্ষতা উন্নত করতে কিছু সেমিনার বা কর্মশালায় অংশগ্রহণ করতে পারেন।

মীন: দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। চলমান প্রকল্প কোনও কারণ ছাড়াই বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। রিয়েল এস্টেট সম্পর্কিত প্রকল্পগুলি পিছিয়ে দিন। নিরাপদে গাড়ি চালান। ভিড় এড়িয়ে চলুন এবং ধৈর্য ধরুন।

WestBengalBangla

May 30 2023, 17:25

*মণিপুরে যাওয়ার জন্য কেন্দ্রকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা*


হিংসায় বিধ্বস্ত মণিপুর নিয়ে নতুন করে কেন্দ্রীয় সরকারকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার থেকে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘মণিপুরে যাওয়ার জন্য কেন্দ্রকে চিঠি লিখেছিলাম।' পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিংসা কবলিত রাজ্য মণিপুরের মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করে কেন্দ্রকে চিঠি লিখে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর সফরের অনুমতি চেয়েছিলেন।

 এই চিঠিতে মমতা সেখানে হিংসার শিকার হওয়া মানুষের পাশে দাঁড়াতে চান বলে জানিয়েছিলেন।

WestBengalBangla

May 30 2023, 11:31

*ফের তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ! তীব্র হইচই*


এগরা, বজবজের পর ফের দুবরাজপুরে বোমা বিস্ফোরণ। জানা গিয়েছে, মঙ্গলবার তৃণমূল কর্মীর বাড়িতে মজুত থাকা বোমায় বিস্ফোরণ হয়েছে। এদিকে বোমা বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে তৃণমূল কর্মীর বাড়ির একাংশ উড়ে গিয়েছে।