/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *আজকের রাশিফল ৩০ শে মে ( মঙ্গলবার)* West Bengal Bangla
WestBengalBangla

May 30 2023, 07:26

*আজকের রাশিফল ৩০ শে মে ( মঙ্গলবার)*


মেষ: আর্থিক দিক দিয়ে লাভবান হবেন। আপনি নিজেকে অন্যদের সাথে আরও ভদ্র দেখতে পাবেন, যা আপনার চারপাশের লোকেদের মধ্যে আপনার সম্মান বাড়াতে পারে। আপনি ঘরোয়া বিষয়ে আজ মনোনিবেশ করতে সক্ষম হবেন।

বৃষ: কাছের কোনও বন্ধু শত্রুতা করছে, বুঝতে পারবেন। আপনার স্ত্রী আপনাকে ঘরোয়া সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। আশীর্বাদের সাহায্যে আপনি সিদ্ধান্তহীনতা নিয়ন্ত্রণ করবেন। শিশুদের স্বাস্থ্য এখন ভালো হবে। অধস্তনরা আপনার কাজে সহায়ক হবে।  

মিথুন: স্ত্রীর সঙ্গে সুখে দিন কাটাবেন। আজ কঠোর পরিশ্রমকে সাফল্যে রূপান্তর করতে সক্ষম হবেন। আপনার দক্ষতা বৃদ্ধি পাবে, যা আপনার কাজের পদ্ধতিতে প্রতিফলিত হতে পারে। কিছু কাজ সম্পর্কিত যাত্রাও হবে, যা অদূর ভবিষ্যতে কাজে আসবে।

কর্কট: কোথাও ঘুরতে যেতে পারেন। লাভের পরিপ্রেক্ষিতে ব্যবসায়িক অংশীদারদের কাছ থেকে খুব বেশি আশা করা এড়াতে পরামর্শ দেওয়া হয়। অতিরিক্ত কাজ আপনার ঘরের জীবনে প্রভাব ফেলতে পারে; পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানে দেরিতে পৌঁছাবেন।

সিংহ: বাবা-মায়ের সঙ্গে বিবাদ হতে পারে। প্রেমিক দম্পতিকে সম্পর্ক সুস্থ রাখতে কোনো কিছু গোপন না করার পরামর্শ দেওয়া হয়। আপনি কাজের প্রতি আগ্রহী হবেন না। আপনি তাড়াহুড়ো করবেন যার ফলে অফিসে এবং বাড়িতে কিছু ভুল হতে পারে।

কন্যা: অবিবাহিতদের বিয়ের যোগ রয়েছে। আপনাকে কিছু সময়ের জন্য এক স্থান থেকে অন্য স্থানান্তরকে আটকে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে আপনার একাগ্রতা হ্রাস পাবে, যা আপনার মানসিক শান্তিকে প্রভাবিত করবে।

তুলা: ব্যবসায়ীদের জন্য আনন্দের দিন। আপনি কোন পরিস্থিতিতে নিজেকে স্বাচ্ছন্দ্য খুঁজে পাবেন না। আপনি আপনার চারপাশের মানুষের সাথে নেতিবাচক আচরণ করবেন। আপনি কোন ধরনের ভালো পরামর্শ নিতে অস্বীকার করার চেষ্টা করবেন।

বৃশ্চিক: কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। আপনাকে আপনার স্ত্রীর সাথে অপ্রয়োজনীয় বিষয়ে তর্ক করা এড়াতে হবে, এটি পারস্পরিক বোঝাপড়ায় কিছুটা পার্থক্য সৃষ্টি করতে পারে। এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে, ধ্যান, যোগব্যায়াম করার পরামর্শ দেওয়া হয়।

ধনু: মানসিক আঘাতে ভেঙে পড়বেন না। আর্থিক ক্ষেত্রে, আপনি কঠিন সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন, যা অদূর ভবিষ্যতে লাভ বাড়াবে। আপনি আপনার ব্যয় নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। আপনাকে কোনো বিনিয়োগ করার আগে সাবধানে নথি পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

মকর: উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য মিলবে। আপনি শিথিল এবং সুখী হবেন। আপনি সুস্থ বোধ করবেন। আপনার অনেক ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে, যা আপনাকে সুখ দেবে। আপনার আশেপাশের লোকেরা তাদের সমস্যা সমাধানের জন্য আপনার সাহায্য চাইবে।

কুম্ভ: শরীরের রোগ নিয়ন্ত্রণে আসবে। আপনাকে কিছু দিনের জন্য লিখিত চুক্তি করা স্থগিত করার পরামর্শ দেওয়া হবে। আপনি আপনার বন্ধুদের সাহায্যে একটি নতুন কাজ শুরু করার সিদ্ধান্ত নেবেন। প্রেমিক দম্পতি বিয়ের বিষয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবেন।

মীন: শিক্ষার্থীরা পড়ায় মনোযোগ দিন। উচ্চশিক্ষার ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে ভালো খবর শুনতে পেতে পারেন। আপনার মন আজ ভালো থাকবে। যা আপনার সমস্ত কাজে প্রতিফলিত হবে। কারোর সাথে সমস্যা থাকলে আজ মিটিয়ে ফেলুন।

WestBengalBangla

May 29 2023, 15:35

*গরুপাচার মামলা : তিহারে সিবিআই*

গরুপাচার মামলায় এবার তিহার জেলে সিবিআই। সায়গল হোসেনকে জেরা করতে প্রথমবার তিহারে কেন্দ্রীয় এজেন্সি। তবে সায়গল ছাড়াও বর্তমানে অনুব্রত ও সুকন্যার ঠিকানাও তিহার। শুল্ক দফতরের আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু নতুন তথ্য উঠেছিল। সেই সব তথ্য সামনে রেখেই সাগয়লকে জেরা করা হবে বলে খবর। কোন দিকে মোড় নেয় গরু পাচার মামলা, সেটাই এখন দেখার।

WestBengalBangla

May 29 2023, 15:34

*তৃণমূলে যোগ দিলেন কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস*

অবশেষে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস। সাগরদিঘি উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হন তিনি। এই জয় বিরোধী শিবিরে নতুন অক্সিজেন এনে দিয়েছিল। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিলেন বাইরন বিশ্বাস।

সোমবার জনসংযোগ যাত্রায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূলে শিবিরে যোগ বাইরন বিশ্বাস। তৃণমূল কংগ্রেসে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি প্রকাশ করা হয়। বিধানসভায় কংগ্রেসের একমাত্র বিধায়ক ছিলেন বাইরন। দলত্যাগ আইনেও পড়বেন না তিনি।

চলতি বছরই সাগরদিঘি উপনির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই নির্বাচনে বাম ও কংগ্রেস জোটপ্রার্থী হিসেবে সাগরদিঘি থেকে জয় পান বায়রন বিশ্বাস।

WestBengalBangla

May 29 2023, 13:53

*'এত টাকা কার'? আদালতে আবার প্রশ্ন পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতাকে*

দীর্ঘ দিন পর পর জামিনের শুনানির জন্য সশরীরে বিচার ভবনে এলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে। প্রায় ১০ মাস হল নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে সংশোধনাগারে রয়েছেন এই অভিনেত্রী-মডেল। সোমবার সকালে তাঁকে বিচার ভবনে নিয়ে আসা হয়।

এর আগে গত বছরের অগস্ট মাস নাগাদ অর্পিতাকে সশরীরে আদালতে হাজির করানো হয়। তারপর থেকে নিরাপত্তাজনিত কারণে ভার্চুয়ালি আদালতে হাজির হতেন। ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকা কার? অর্পিতাকে ঘিরে প্রশ্ন করেন সাংবাদিকরা। অতীতে মুখ খুললেও সোমবার চুপ থাকলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অর্পিতা। এর আগে আদালত চত্বরে বার বার দাবি করতেন যে তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা তাঁর নয়। তাঁকে 'ফাঁসানো' হচ্ছে। তবে সোমবার কোনও উত্তর দিলেন না।

WestBengalBangla

May 29 2023, 13:33

*অভিষেকের কনভয়ে হামলা! গ্রেফতার আরো ১*


শালবনীতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনার তদন্তভার গিয়েছে সিআইডির হাতে। এরপর গ্রেফতার করা হল আরো এক অভিযুক্তকে। সোমবার তাকে আদালতে পেশ করা হবে।

প্রসঙ্গত, ইতিমধ্যেই যে চারজন কুড়মি নেতাকে গ্রেফতার করা হয়েছে তাদের জামিন খারিজ হয়ে গিয়েছে। সোমবার তাদেরও বিশেষ আদালতে তোলার কথা। এদিকে ক্ষোভে ফুঁসছে কুড়মি সমাজ। ডাকা হয়েছে বনধ। তবে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে কুড়মিরা নয়, তাদের নাম করে জঘন্য ঘটনাটি ঘটিয়েছে বিজেপি। এ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।

WestBengalBangla

May 29 2023, 12:26

*‘BJP-র গায়ে হাত দিলে জ্বলে যাবে!’ হুঁশিয়ারি দিলীপের*

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা ও কুড়মি আন্দোলন ইস্যুতে এবার রাজ্য সরকারকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন BJP-র সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। সোমবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমনে আসেন তিনি।

সেখানেই তিনি রাজেশ মাহাতোকে গ্রেফতার প্রসঙ্গে বলেন, “কি রকম দ্বিচারিতা! বলছে কুড়মিরা আক্রমণ করেনি।BJP আক্রমণ করেছে। এই সুযোগে BJP-কে পিষে দেওয়ার চেষ্টা চলছে। আমরা বলছি খুব সাবধান। BJP-র গায়ে হাত দেবেন না। হাত জ্বলে যাবে। আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, জঙ্গলমহলে যদি একজন BJP কর্মীর গায়ে হাত দেওয়া হয়, তাহলে তৃণমূলের কাউকে ঢুকতে দেব না।'

WestBengalBangla

May 29 2023, 06:27

*সপ্তাহের শুরুতেই দিনভর বৃষ্টি! জেনে নিন আজকের আবহাওয়া*


গত কয়েকদিন ধরে কলকাতার তাপমাত্রা নেমেছে অনেকটাই। আজও আংশিক মেঘলা রয়েছে মহানগরীর আকাশ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজও বিকেলের দিকে রয়েছে ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা। আর অন্যদিকে দাপিয়ে বাড়তে থাকবে তাপমাত্রা। আজ কলকাতায় সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতায় আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ থাকবে ৯৫ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন থাকবে ৬৫ শতাংশ।

WestBengalBangla

May 29 2023, 06:23

*আজকের রাশিফল ২ ৯শে মে ( সোমবার) *


মেষ রাশি: যাঁরা এখনও পর্যন্ত অযথা অর্থব্যয় করে আসছিলেন তাঁরা আজ অর্থ সঞ্চয়ের গুরুত্ব উপলব্ধি করতে পারেন। আপনার অকপট এবং নির্ভীক মতামত কোনো বন্ধুর অহংকারে আজ আঘাত করতে পারে। এই রাশির কিছু পড়ুয়া আজ মোবাইলে ব্যস্ত থেকে অনেকটা সময় অতিবাহিত করবে। প্রতিটি কাজ করার আগে আজ মাথা ঠান্ডা রাখুন। অর্ধাঙ্গিনী শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ায় আপনি আজ ব্যস্ত হয়ে পড়বেন।

বৃষ রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। পাশাপাশি শরীরচর্চার মাধ্যমে আজ কিছুটা সময় ব্যয় করতে পারেন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কোনো কাজে আজ বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। পরিবারের সবার সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনাকে সমস্যায় ফেলতে পারে।

মিথুন রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই এই দিনটিকে কাজে লাগান। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে। আপনি আজ কেনাকাটার মাধ্যমে কিছুটা সময় ব্যয় করবেন। কোনো একজন প্রবীণ ব্যক্তির সাথে আজ আপনার তর্ক হতে পারে। তবে, নিজেকে সংযত রাখুন। আপনি আজ ব্যস্ততার মধ্যে থাকবেন।

কর্কট রাশি: কাউকে প্রভাবিত করার জন্য আজ অত্যধিক খরচ করবেন না। আপনি আজ কোনো ধর্মীয় স্থানে অথবা কোনো আত্মীয়ের বাড়িতে যেতে পারেন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করুন। ভালোবাসার মানুষটিকে আজ কিছুটা সময় দিন। কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে আজ অর্ধাঙ্গিনীর সাথে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীর সুস্থ রাখতে আজ অবশ্যই কিছুটা বিশ্রাম নিন।

সিংহ রাশি: পরিবারের হিতসাধনে আজ কঠোর পরিশ্রম করুন। বন্ধুদের সাথে আজ ভালো সময় কাটবে। যাঁরা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে ছিলেন তাঁরা আজ আর্থিকভাবে লাভবান হবেন। ভালোবাসার মানুষটির সাথে আজ সংযত আচরণ করুন। আপনি আজ বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে সতর্কতার সাথে কাজ করলে আজ লাভবান হবেন।

কন্যা রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে নিজের লক্ষ্যপূরণের প্রতি অবিচল থাকুন। যাঁরা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে ছিলেন তাঁরা আজ আর্থিকভাবে লাভবান হবেন। অন্যদের মধ্যে ত্রুটি খোঁজার অভ্যাসের কারণে আপনি আজ আত্মীয়দের দ্বারা সমালোচিত হতে পারেন। তাই, নিজের এই অভ্যাস পরিত্যাগ করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

তুলা রাশি: যাঁরা বেশ কিছু দিন ধরে অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন তাঁরা আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন। আর্থিক দিক থেকে আজ সতর্ক থাকুন এবং অযথা অর্থব্যয়ের প্রবণতা পরিত্যাগ করুন। প্রেমের জন্য আজকের দিনটি খুব একটা ভালো নয়। প্রতিবেশীরা আজ আপনার বিবাহিত জীবনে কোনো সমস্যার সৃষ্টি করতে পারেন।

বৃশ্চিক রাশি: বন্ধুদের সাথে আজ দুর্দান্ত সময় অতিবাহিত হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আজ নিজের কোনো মতামত জানানোর সময় সবার অনুভূতির প্রতি বিশেষ নজর দিন। গাড়ি চালানোর সময় আজ অবশ্যই সতর্ক থাকতে হবে। নিজের মূল্যবান জিনিসপত্রগুলির প্রতি যত্নশীল না হলে সেগুলি আজ চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলেও আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী দু’জনেই সেটি সামলে নেবেন।

ধনু রাশি: ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ থেকেই অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। সন্তানের কোনো কৃতিত্বের ফলে আজ আপনি আনন্দিত হবেন। প্রেমের জীবনে সতর্ক থাকুন। কাউকে কিছু না জানিয়েই আজ বাড়িতে কোনো আত্মীয় আসতে পারেন। যার ফলে আপনি ব্যস্ত হয়ে উঠবেন। স্ত্রীর কোনো আচরণের জেরে আপনি আজ সমস্যায় পড়তে পারেন।

মকর রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখতে আপনি আজ ধ্যান এবং যোগ ব্যায়াম করতে পারেন। আপনি আজ কোনো খেলাধূলার প্রতি আকৃষ্ট হবেন। অফিসের কাজ দ্রুত শেষ করে আপনি তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে নিজের মতো করে কিছুটা সময় অতিবাহিত করবেন। কাঙ্ক্ষিত লক্ষ্যপূরণের জন্য অবশ্যই সঠিকভাবে পরিশ্রম করুন। অর্ধাঙ্গিনীর সাথে আজ ভালো সময় কাটবে।

কুম্ভ রাশি: কোনো বিনিয়োগের মাধ্যমে আপনি আজ আর্থিকভাবে লাভবান হবেন। আপনি আজ কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন। পাশাপাশি আপনি খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। আজ কোথাও কেনাকাটা করতে গিয়ে অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। পারিবারিক প্রয়োজনগুলিতে আজ অবশ্যই নজর দিন। ভালোবাসার মানুষটির সাথে আজ দুর্দান্ত সময় কাটবে।

মীন রাশি: শরীরের প্রতি আজ যত্নশীল হন। পাশাপাশি আজ অবশ্যই কিছুটা সময় ধরে শরীরচর্চা করুন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে আজ দুর্দান্ত সময় অতিবাহিত হবে। প্রেমের জীবনে আপনি আজ কোনো চমকের সম্মুখীন হবেন। 

WestBengalBangla

May 28 2023, 13:29

*জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস এবার থামবে নিউ কোচবিহারে*


দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে নিউ জলপাইগুড়ি - গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ পেল নিউ কোচবিহার।রেলের তরফে যে নতুন করে যে টাইম টেবিল ঘোষণা করা হয়েছে সেখানে স্টপেজের তালিকায় নিউ কোচবিহারের নাম রাখা হয়েছে। এরপরেই তৃণমূলের দাবি, তাঁদের আন্দোলনের জন্যই এই স্টপেজ যোগ করা হয়েছে। এই সিদ্ধান্ত আদতে তাঁদের সাফল্য।

কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, "কোচবিহারের বাসিন্দাদের স্বার্থে আমরা আন্দোলন করেছিলাম। এরপর স্টপেজ পাওয়া গিয়েছে।"রাজ্যে তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস চালু হচ্ছে আগামী ২৯ মে। নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত যাতায়াত করবে এই সেমি হাইস্পিড ট্রেন।

WestBengalBangla

May 28 2023, 11:14

*অভিষেকের গাড়িতে হামলায় ৮ জন গ্রেফতার*


ঝাড়গ্রামের গড় শালবনিতে অভিষেকের কনভয়ে হামলার ঘটনা ও মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনায় শনিবার রাতেই আটক করা হয় তিন প্রভাবশালী কুড়মি নেতা। পরে জানা যায় রাজেশ মাহাতো সহ আট কুড়মি নেতাকে গ্রেফতার করা হয়েছে।

শুধু গ্রেফতারই নন, জানা গিয়েছে কুড়মি সমাজ (পশ্চিমবঙ্গ) সংগঠনের রাজ‌্য সম্পাদক রাজেশ মাহাতো পেশায় শিক্ষক। তাঁকে রাতারাতি খড়গপুরের স্কুল থেকে বদলি করে কোচবিহারের স্কুলে পাঠানো হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে টুইটে তোপ দেগেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, এটি রাজ্য সরকারের প্রতিশোধমূলক পদক্ষেপ।