/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *বন্ধ হচ্ছে না দ্বিতীয় হুগলি সেতু* West Bengal Bangla
*বন্ধ হচ্ছে না দ্বিতীয় হুগলি সেতু*


রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য আপাতত বন্ধ হচ্ছে না দ্বিতীয় হুগলি সেতু। কলকাতা পুলিশ সূত্রে খবর, ফ্রান্স থেকে এসে পৌঁছয়নি সেতুর রোপ পরীক্ষার অত্যাধুনিক যন্ত্র ।কলকাতা পুলিশের তরফে বিকল্প তারিখ দেওয়া হয়েছিল ৬ ও ৭ মে।

কিন্তু ওই সময়ের মধ্যেও ফ্রান্স থেকে যন্ত্র আদৌ এসে পৌঁছবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সেই কারণে এখনই বন্ধ হচ্ছে না দ্বিতীয় হুগলি সেতু এর আগে নির্দেশিকায় জানানো হয়,রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য ২৯ ও ৩০ তারিখ সেতুতে যান চলাচল বন্ধ থাকবে।

*শীঘ্রই শুরু হতে চলেছে গড়িয়া-রুবি রুটের মেট্রো*


নিত্যযাত্রীদের জন্য সুখবর। খুব শীঘ্রই চালু হতে চলেছে গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা। সব কিছু ঠিকঠাক থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই উদ্বোধন হতে পারে এই বহু প্রতিক্ষীত মেট্রো রুটের। আগামী মাসেই গড়াতে পারে এই রুটের মেট্রোর চাকা।

অবশেষে চালু হতে চলেছে গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা। গড়িয়া-বিমানবন্দরের মেট্রো করিডরের এই রুটে মেট্রো চলাচলের জন্য ইতিমধ্যেই রেলওয়ে সেফটি কমিশনারের ছাড়পত্র এসে গিয়েছে। কেটে গিয়েছে সমস্ত জট। এবার কেবলমাত্র চাকা গড়ানোর অপেক্ষা। আর তার জন্যই অপেক্ষার প্রহর গুণছিলেন শহরবাসী। শেষ পর্যন্ত চূড়ান্ত হল সেই দিনক্ষণ।

*অভিষেকের সভা থেকে ফেরার পথে দুর্ঘটনা আহত ৮*


‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি। সেখান থেকে ডিউটি সেরে ফেরার পথে পথদুর্ঘটনার কবলে পুলিশকর্মী ভর্তি বাস। পুলিশ কর্মীদের বাসের সঙ্গে একটি বিয়ে বাড়ির গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় বলে অভিযোগ। আহত হন ৮ জন।

শুক্রবার জলপাইগুড়ির ধূপগুড়ি জলঢাকা সেতুর উপর ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত প্রায় ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ময়নাগুড়ি সাপটিবাড়ি এলাকা থেকে বৌভাত খেয়ে একটি ছোট গাড়িতে করে ধূপগুড়ি পাটকিদহ এলাকার কন্যাযাত্রীরা ফিরছিলেন। ঠিক উল্টো দিক থেকে আসছিল একটি পুলিশকর্মী ভর্তি বাস।

*প্রবল ঝড়-বৃষ্টি চলবে এই রাজ্যগুলিতে, জেনে নিন আজকের আবহাওয়া*


আগামী কয়েক দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.৪°সেলসিয়া এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.১° সেলসিয়াস। তুলনায় যা ৩ ডিগ্রি সেলসিয়াস কম।গত ২৪ ঘণ্টায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৪৪ থেকে ৯৬ শতাংশ।শনিবার ও রবিবার নাগাদ উত্তরবঙ্গের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৯ এপ্রিল শনিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।শনিবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় একটি বা দুটি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে ।

*আজকের রাশিফল ২ ৯শে এপ্রিল ( শনিবার)*


মেষ রাশি-কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে চলুন। আজ সারা দিন সচেতন থাকলেও খরচ হতে পারে।

বৃষ রাশি-ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন। আর্থিক ব্যাপারে ভাল যোগাযোগ আসতে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা। হাঁটাচলা খুব সাবধানে করা উচিত।

মিথুন রাশি-নিজের সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি রক্ষা পাবে। চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হতে পারে। সামাজিক সম্মান বৃদ্ধি। বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে।

কর্কট রাশি-চাকরির স্থানে কাজের চাপ বাড়বে। পড়াশোনায় আজ কোনও বাধা আসতে পারে। কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখাই ভাল হবে। আজ স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন।

সিংহ রাশি-সন্তানের ভাল কাজের জন্য গর্ববোধ। ব্যবসায় সমস্যার পরিমাণ বাড়তে পারে। বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে। আজ ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ করতে পারবেন।

কন্যা রাশি-আজ অকারণে মনে ভয়ের সৃষ্টি হতে পারে। পথে চলার সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। মনোরম স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য বৃদ্ধি পাবে।

তুলা রাশি-অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন। কর্মস্থানে নিজের কিছু ভুল সংশোধনের জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে।

বৃশ্চিক রাশি-আজ অতিরিক্ত লোভ আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে। বুদ্ধি স্থির রেখে বিশেষ কোনও কাজের দিকে পা বাড়ানোই শ্রেয়।

ধনু রাশি-সহকর্মীদের মিষ্টি কথায় ভুলবেন না। পুরনো দিনের কোনও ঝামেলা মিটে যেতে পারে। আজ সারাদিন কর্মে একটু আলস্য থাকলেও সঞ্চয় ভাল হবে।

মকর রাশি-আজ সারা দিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন না। নিজের অভিজ্ঞতা আজ বেশি না দেখানোই মঙ্গলজনক।

কুম্ভ রাশি-পুরনো ঋণ আদায়ে বেগ পেতে হবে। কাজের জায়গায় হিসাব নিয়ে অশান্তি। ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে।

মীন রাশি-কোনও মহিলার কথায় বাড়িতে বিবাদ বাধতে পারে। নেশা থেকে একটু দূরে থাকুন। ব্যবসায় ভাল কিছু ঘটতে পারে। চাকরির স্থানে উন্নতির যোগাযোগ আসতে পারে।

*নিয়োগ দুর্নীতির মামলার শুনানি হবে না বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে*


বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নিয়োগ দুর্নীতির মামলা সরে যাচ্ছে। বিচারাধীন বিষয় নিয়ে একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার জন্য তাঁর এজলাস থেকে নিয়োগ দুর্নীতির মামলা (অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত মামলা) সরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই মামলাটি কলকাতা হাইকোর্টেরই অন্য কোনও বিচারপতি এজলাসে পাঠাবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।

শুক্রবার ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘সাক্ষাৎকারের যে প্রতিলিপি এসেছে, তাতে তাঁর এজলাস থেকে (নিয়োগ দুর্নীতির) মামলা সরিয়ে নেওয়ার নির্দেশে ন্যায্য বলেই মনে করছি আমরা।’ তারইমধ্যে সেই রায়কে স্বাগত জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক।

*DA দিলে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার!*


ডিএ-এর দাবিতে চলছে আন্দোলন। কিন্তু সেই ডিএ দিতে গেলে নাকি লক্ষ্মীর ভান্ডার আর স্বাস্থ্য সাথীর পরিষেবা থেকে বঞ্চিত হতে হবে সাধারণ মানুষকে। অন্তত তেমনটাই দাবি করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। খড়দহ পাতুলিয়া পঞ্চায়েত এলাকায় দিদির সুরক্ষাকবচ অনুষ্ঠানে যান। সেখানে শোভনদেব বলেন, “কেন্দ্রের হয়তো কিছু টাকা বেড়েছে। কিন্তু আমারটা না বাড়লে আমার খাওয়া বন্ধ হয়ে যাবে না। কিন্তু এই ডিএ-টা দিতে গেলে, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রীর টাকা বন্ধ হয়ে যেতে পারে। স্বাস্থ্য সাথী কার্ডের টাকা বন্ধ হয়ে যাবে।”

তিনি আরও বলেন, “আপনারাই বিচার করে দেখুন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের জন্য ভাববে না কেবল সরকারি কর্মীদের জন্য” যদিও এই বিষয়টা নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য, “তাহলে বোঝাই গেল, সরকারি কর্মীদের টাকায় সরকারি প্রকল্প হচ্ছে। তাহলে এই বিষয়টা প্রকাশ্যে এসে বলে দেওয়াই ভাল।”

*স্তব্ধ জাতীয়-রাজ্য সড়ক*


শুক্রবার সকাল থেকেই অসম -বাংলা যোগাযোগকারী ৩১ নম্বর জাতীয় সড়কের কাশিয়াবাড়ি বাজারে পথ অবরোধ বিজেপি কর্মীদের।

পাশাপাশি হরিপুর কামাখ্যাগুড়ি সংযোগকারী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির। সকাল থেকেই বন্ধ দোকানপাট। পাশাপাশি তুফানগঞ্জ শহরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস আটক করে বিক্ষোভ বিজেপি কর্মীদের। বিশাল পুলিশ বাহিনী রাস্তায় নেমেছে।

*বনধ ঘিরে উত্তপ্ত কোচবিহার*


কোচবিহারে বনধের বিরোধিতায় আবার তৃণমূলের তরফেও মিছিল বার করা হয়। হাতে দলীয় পতাকা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। সেই সময় বাস ভাঙলো কোচবিহারের চাকির মোড়ে।

সরকারি বাস ভাঙলো বনধ সমর্থকরা। হঠাৎ করে এসে পাথর ছুড়ে ভাঙে বাস । বাসটি কোচবিহার থেকে দিনহাটা যাচ্ছিল ।কোচবিহার শহরে পুলিশ ও বিজেপি নেতাদের কর্মীদের মধ্যে ধস্তাধস্তি। বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকদের টেনে হিঁচড়ে গাড়িতে তুলল পুলিশ ।

*মুষলধারা বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ!জেনে নিন আজকের আবহাওয়া*


অবেশেষে নামল স্বস্তির বৃষ্টি! আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি শুরু হল দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, নদিয়ার একাংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি শুরু হয়েছে। কয়েকটি জায়গায় উঠেছে ঝড়ও।

সারা দিনের ভ্যাপসা গরমের পর এই বৃষ্টি যেন মুক্তির স্বাদ। সারা দিনের ভ্যাপসা গরমের পর এই বৃষ্টি যেন মুক্তির স্বাদ।উত্তরবঙ্গেও আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে উত্তরবঙ্গের আটটি জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানা যাচ্ছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.২°সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৩° সেলসিয়াস।