रणक्षेत्र कोलकाता का युवा भारती स्पोर्ट्स कॉम्प्लेक्स
डेस्क: लियोनेल मेसी, रोड्रिगो डी पॉल, लुइस सुआरेज़ शनिवार सुबह कोलकाता पहुंचे। कोलकाता के खेल प्रेमियों का जोश साफ दिख रहा था। लेकिन मेसी को एक मिनट के लिए भी न देख पाने के बाद युवा भारती स्पोर्ट्स एरिना लगभग बैटलफील्ड में बदल गया। मेसी को लाने की मुख्य पहल सतुद्रु दत्ता ने की थी। लेकिन बहुत ज़्यादा मिसमैनेजमेंट के कारण युवा भारती पूरी तरह से थक गया था। और इसी मिसमैनेजमेंट के कारण सतुद्रु को गिरफ्तार कर लिया गया। लियोनेल मेसी को शहर छोड़ते ही गिरफ्तार कर लिया गया। सतुद्रु एयरपोर्ट पर मेसी को छोड़ने गए थे। उन्हें वहीं से गिरफ्तार कर लिया गया। राज्य पुलिस के DG राजीव कुमार ने भी भरोसा दिलाया कि दोषियों के खिलाफ कानूनी कार्रवाई की जाएगी। उन्होंने यह भी बताया कि घटना की पूरी जांच की जाएगी। उन्होंने कहा कि दर्शकों को उनके टिकट के पैसे वापस किए जाने चाहिए।
मुख्यमंत्री ममता बनर्जी ने इस घटना पर दुख जताया। ममता बनर्जी ने अपने X हैंडल पर लिखा, "साल्ट लेक स्टेडियम में बहुत ज़्यादा गड़बड़ी देखी गई है। मैं बहुत सदमे में हूँ और हैरान हूँ। मैं भी हज़ारों खेल प्रेमियों और सपोर्टर्स के साथ अपने प्यारे फुटबॉलर लियोनेल मेसी की एक झलक पाने की उम्मीद में स्टेडियम के लिए निकली थी। मैं इस बुरी घटना के लिए लियोनेल मेसी समेत सभी खेल प्रेमियों और उनके फैंस से दिल से माफी मांगती हूँ।" राज्य सरकार ने इस घटना में कलकत्ता हाई कोर्ट के पूर्व जज असीम रॉय की अगुवाई में एक जांच कमेटी बनाई है। कमेटी में राज्य के चीफ सेक्रेटरी और होम सेक्रेटरी शामिल हैं। ोटो कर्टसी: गौतम घोष और संजय हाजरा।
রণক্ষেত্র কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন
ডেস্ক: শনিবার সকালে কলকাতায় এসেছিলেন লিওনেল মেসি, রদ্রিগো দি পল, লুই সুয়ারেজ়রা। এনিয়ে কলকাতার ক্রীড়া প্রেমীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কিন্তু মেসিকে এক মিনিটের জন্যও দেখতে না পেয়ে যুবভারতী ক্রীড়াঙ্গন কার্যত পরিণত হল রণক্ষেত্রে।মেসিকে আনার মূল উদ্যোক্তা ছিলেন শতদ্রু দত্ত। কিন্তু চূড়ান্ত অব্যবস্থায় জ্বলে ওঠে যুবভারতী। আর এই মিসম্যানেজমেন্টের কারণেই গ্রেপ্তার করা হল শতদ্রুকে। লিওনেল মেসি শহর ছাড়তেই গ্রেপ্তার করা হয় তাকে।এয়ারপোর্টে মেসিদের ছাড়তে গিয়েছিলেন শতদ্রু। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। পাশাপাশি তিনি জানিয়ে দেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে।তার মন্তব্য ,দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়া উচিত।
এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “সল্টলেক স্টেডিয়ামে চূড়ান্ত অব্যবস্থা দেখা গিয়েছে। আমি গভীরভাবে মর্মাহত ও বিস্মিত। প্রিয় ফুটবলার লিওনেল মেসির এক ঝলক দেখার আশায় হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও সমর্থকের সঙ্গে আমিও স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এই অনভিপ্রেত ঘটনার জন্য লিওনেল মেসি-সহ সকল ক্রীড়াপ্রেমী ও তাঁর অনুরাগীদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।”এই ঘটনায় রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিব। বি সৌজন্যে: গৌতম ঘোষ ও সঞ্জয় হাজরা।
সেবাশ্রয় নিয়ে প্রস্তুতি বৈঠক

নিজস্ব প্রতিনিধি: আগামী জানুয়ারিতে ডায়মন্ড হারবার মডেলের মতো ব্যারাকপুর সংসদ এলাকায় শুরু হতে চলেছে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির। শুক্রবার সেবাশ্রয় নিয়ে প্রস্তুতি বৈঠক আয়োজিত হল দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় টিটাগড় টাটা গেটে।এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন নৈহাটি বিধানসভার বিধায়ক সনৎ দে, উত্তর ব্যারাকপুর পৌরসভার উপ- পৌর প্রধান শ্রীপর্ণা রায়,টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌর প্রধান প্রশান্ত চৌধুরী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

ছবি:প্রবীর রায়
অশোকনগরে চাকরি মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: আইটিআই কলেজ, বৃত্তিমূলক প্রতিষ্ঠান এবং পিবিএসএসডি-র স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ প্রদানের জন্য, উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের নির্দেশনা ও তত্ত্বাবধানে, পশ্চিমবঙ্গ সরকারের টিইটি এবং এসডি বিভাগের উদ্যোগে, সরকারি বাণীপুর মহিলা আইটিআই কর্তৃক ডিসেম্বর ২০২৫-এ একটি চাকরি মেলার আয়োজন করা হয়েছে।আজ অশোকনগরের নেতাজি শতবর্ষী কলেজে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ১৩ জন নিয়োগকর্তা অংশগ্রহণ করেছিলেন। আইটিআই-এর ৬৬ জন আবেদনকারী, ভিটিসির ৫৩ জন আবেদনকারী, পিবিএসএসডি-র ১০৯ জন প্রার্থী চাকরি মেলায় অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক (টি অ্যান্ড স্কিল)কাজল কুমার রায়,তারক মণ্ডল (ডব্লিউবিসিএস এক্সি.) জেলা নোডাল অফিসার, উত্তর ২৪ পরগনা উৎকর্ষ বাংলা, পল্লব পাল, ডিআইসিও, উত্তর ২৪ পরগনা, কুন্তল ঘোষ, অধ্যক্ষ আইটিআই বাণীপুর,বাদল চন্দ্র মণ্ডল, ছোটজাগুলিয়ার অধ্যক্ষ আইটিআই প্রমুখ। মেলায় ২২৮ জন অংশগ্রহণকারী চাকরি মেলায় অংশগ্রহণ করেছেন।৮১ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে এবং ৪৯ জন প্রার্থীকে চাকরি মেলার দিন নিয়োগকর্তার কাছ থেকে অফার লেটার দেওয়া হয়েছে।৪২ সংখ্যক প্রার্থীকে নির্বাচনের পরবর্তী প্রক্রিয়ার জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়েছে।
*চিংড়িহাটা মেট্রোর জট কাটাতে  বৈঠকে যোগ দেওয়ার দিনক্ষণ বেধে দিল আদালত*
*নিজস্ব প্রতিনিধি:* কলকাতার চিংড়িহাটা মেট্রো নিয়ে জট কাটাতে আরও কঠোর হল কলকাতা হাইকোর্ট। শুক্রবার কেন্দ্র, রাজ্য-সহ এই মামলায় যুক্ত সব পক্ষকে বৈঠকে যোগ দেওয়ার দিনক্ষণও বেধে দিল আদালত। সেই অনুযায়ী আগামী বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৫টায় মেট্রো ভবনে ওই বৈঠকে বসতে হবে। এমনই নির্দেশ দিল হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত উপস্থিত থাকবেন ওই বৈঠকে। এদিন ডিভিশন বেঞ্চ বলে, জনগণের স্বার্থের কথা ভেবে সমস্যার সমাধানে এই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই বৈঠকের উপস্থিত কারা থাকবেন তার তালিকা রাজ্য, মেট্রোরেল কর্তৃপক্ষ, আরভিএনএল তাদের প্রতিনিধিদের নাম আদালতে জমা করেছে। আগামী ১৯ ডিসেম্বর ফের এই মামলার শুনানি। সেদিন বৈঠকের রিপোর্ট জমা করতে হবে আদালতে।প্রসঙ্গত, চিংড়িঘাটা এলাকায় ৩৬৬ মিটার অংশ জোড়া না গেলে অরেঞ্জ লাইনের কাজ শেষ হবে না। কয়েকদিন আগে সংসদে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই কাজ থমকে থাকার জন্য রাজ্যের অসহযোগিতার কথা বলেন। তার আগে হাইকোর্টের নির্দেশে সব পক্ষ বৈঠকে বসেছিল গত ৯ সেপ্টেম্বর। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, উৎসবের মরশুম মিটে গেলে নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে শুক্র থেকে রবিবার রাতে কাজ শেষ করবে আরভিএনএল। সিদ্ধান্তে সায় দিয়েছিল হাইকোর্টও। তারপরও সেই কাজ হয়নি। আগের শুনানিতে রাজ্যের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছিল হাইকোর্ট। এখন দেখার, আগামী বুধবারের বৈঠকে চিংড়িঘাটায় মেট্রোর কাজ নিয়ে কোনও সমাধান সূত্র বেরোয় কি না।
বারাসাতে 'নাট্যভাষা' ২০২৫-২৬
নিজস্ব সংবাদদাতা: বারাসাত কাল্পিকের উদ্যোগে আগামী ৩১ শে ডিসেম্বর' ২০২৫ থেকে ২ রা জানুয়ারি' ২০২৬ পর্যন্ত বারাসাত রবীন্দ্রভবন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হতে চলেছে নাট্যোৎসব 'নাট্যভাষা' ২০২৫-২৬। রাজ্যের সব জেলা থেকে নাট্যদল এই নাট্য উৎসবে তাদের নাটক পরিবেশন করবে।
রাজ্য জুড়ে শুরু হতে চলা নব পর্যায়ের পথশ্রী প্রকল্পের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: আজ মুখ্যমন্ত্রী নদীয়ার কৃষ্ণনগর থেকে রাজ্য জুড়ে শুরু হতে চলা নব পর্যায়ের পথশ্রী প্রকল্পের শুভ উদ্বোধন করেন। পাশাপাশি এদিন উত্তর ২৪ পরগনায় জেলা পর্যায়ের অনুষ্ঠান বারাসাত ১ ব্লকের অধীনে পূর্ব খিলকাপুরে অনুষ্ঠিত হল।এই মঞ্চ ভার্চুয়ালি মুখ্যমন্ত্রীর মূল মঞ্চের সঙ্গে যুক্ত করা হয়।জেলাস্তরে এদিন এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের খাদ্য দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী রথীন ঘোষ। উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী,স্বরুপনগরের বিধায়িকা বীণা মন্ডল।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিভিন্ন বিভাগের পদাধিকারীরা।

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির জন্ম দিন পালন

নিজস্ব প্রতিনিধি: আজ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং কংগ্রেসের নেতা প্রণব মুখার্জি জন্মদিন। ব্যারাকপুর পৌরসভার ২নং ওয়ার্ডে বিভিন্ন কাজের মাধ্যমে এই দিনটি পালন করা হল। মূল উদ্যোক্তা ছিলেন ২নং ওয়ার্ডে পৌরপিতা সম্রাট তপাদার। তিনি মাল্য দান করে তাকে শ্রদ্ধা জানান।

ফের চিংড়িঘাটায় মেট্রো রেলের বকেয়া কাজ সম্পন্ন করতে রাজ্য ও মেট্রো রেল সহ অন্যান্য সব পক্ষকে বৈঠকে বসার নির্দেশ দিল হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি:ফের চিংড়িঘাটায় মেট্রো রেলের বকেয়া কাজ সম্পন্ন করতে রাজ্য ও মেট্রো রেল সহ অন্যান্য সব পক্ষকে বৈঠকে বসতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ, শুক্রবার এই নিয়ে রাজ্যকে জানাতে হবে তাদের আধিকারিকদের নাম। কবে, কখন কোথায় এই বৈঠক করা হলে সুবিধা হবে তা সব পক্ষের সন্মতিতে আজ, শুক্রবারই নির্দেশ দেবে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার মেট্রোর কাজের সংকট কাটাতে রাজ্যকে খোলা মনে আলোচনায় বসার পরামর্শ দেয় হাইকোর্ট। এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল বলেন, কোভিড যদি আবার ফেরত না আসে তাহলে রাস্তায় গাড়ির চাপ কোনোদিনই কমবে না। তাই খোলা মনে আলোচনায় বসুন, সমাধান সূত্র বেরোবে বলে রাজ্যকে পরামর্শ দেয় আদালত। রাজ্যের দাবি সাবওয়ের কাজ না হলে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। কিন্তু ফের আদালত বলে কোনো না কোনো দিন তো কাজ করতে হবে, সেদিন তো যান নিয়ন্ত্রণ করতেই হবে। বুধবার কেন্দ্র , রাজ্য এবং আরভিএনএল আধিকারিকদের মধ্যে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে কেন্দ্র আরভিএনএল-কে বলেছে যে, রাজ্য যা চাইছে সেটা আগে করতে হবে বলে দাবি করেছেন অ্যাডভোকেট জেনারেল। তার আরো দাবি, আবার বৈঠক হলে আমি উপস্থিত থাকব। চিংড়িঘাটা মেট্রো রেল প্রকল্পের জটিলতা নিয়ে চলা মামলায় এই বক্তব্য উঠে আসে।

নৈহাটিতে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, তৃণমূলের কার্যালয়ের ভেতরে ঢুকিয়ে মারধরের অভিযোগ

প্রবীর রায়: নৈহাটির গৌরীপুরে শাসক দলের কার্যালয়ের ভেতরের ঢুকিয়ে বেধরক মারধর করার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীকে। আক্রান্ত যুবকের নাম প্রিন্স যাদব। স্থানীয়রা আক্রান্ত যুবককে উদ্ধার করে প্রথমে নৈহাটির রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে গেলে তৎক্ষণাৎ কল্যানী জেএন এম হাসপাতালে স্থানান্তরিত করে। আক্রান্ত যুবকের স্থানীয় বাসিন্দারা আক্রমণকারীদের চিহ্নিত করে পুলিশকে গ্রেফতার করার জন্য চাপ সৃষ্টি করতে দেখা যায়। এক সময় রাস্তা অবরোধ করতে গেলে পুলিশ তৎক্ষণাৎ অবরোধ তুলে দেয়। যদিও নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় বলেন," আক্রান্তের স্থান কোন তৃণমূলের কার্যালয় নয়। তার পাশাপাশি ১০ নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি বলেন আক্রান্তরা কোন দল করে না। এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে"।