ফের চিংড়িঘাটায় মেট্রো রেলের বকেয়া কাজ সম্পন্ন করতে রাজ্য ও মেট্রো রেল সহ অন্যান্য সব পক্ষকে বৈঠকে বসার নির্দেশ দিল হাইকোর্টের
নিজস্ব প্রতিনিধি:ফের চিংড়িঘাটায় মেট্রো রেলের বকেয়া কাজ সম্পন্ন করতে রাজ্য ও মেট্রো রেল সহ অন্যান্য সব পক্ষকে বৈঠকে বসতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ, শুক্রবার এই নিয়ে রাজ্যকে জানাতে হবে তাদের আধিকারিকদের নাম। কবে, কখন কোথায় এই বৈঠক করা হলে সুবিধা হবে তা সব পক্ষের সন্মতিতে আজ, শুক্রবারই নির্দেশ দেবে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার মেট্রোর কাজের সংকট কাটাতে রাজ্যকে খোলা মনে আলোচনায় বসার পরামর্শ দেয় হাইকোর্ট। এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল বলেন, কোভিড যদি আবার ফেরত না আসে তাহলে রাস্তায় গাড়ির চাপ কোনোদিনই কমবে না। তাই খোলা মনে আলোচনায় বসুন, সমাধান সূত্র বেরোবে বলে রাজ্যকে পরামর্শ দেয় আদালত। রাজ্যের দাবি সাবওয়ের কাজ না হলে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। কিন্তু ফের আদালত বলে কোনো না কোনো দিন তো কাজ করতে হবে, সেদিন তো যান নিয়ন্ত্রণ করতেই হবে। বুধবার কেন্দ্র , রাজ্য এবং আরভিএনএল আধিকারিকদের মধ্যে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে কেন্দ্র আরভিএনএল-কে বলেছে যে, রাজ্য যা চাইছে সেটা আগে করতে হবে বলে দাবি করেছেন অ্যাডভোকেট জেনারেল। তার আরো দাবি, আবার বৈঠক হলে আমি উপস্থিত থাকব। চিংড়িঘাটা মেট্রো রেল প্রকল্পের জটিলতা নিয়ে চলা মামলায় এই বক্তব্য উঠে আসে।
2 hours and 14 min ago
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.9k