গঙ্গা থেকে বালি চুরি রুখতে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক-সহ রাজ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ প্রাক্তন ব্যারাকপুর সাংসদের
প্রবীর রায়: গঙ্গাবক্ষ থেকে অবৈধ উপায়ে বালি উত্তোলনের বিরুদ্ধে বারংবার কড়া বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারিকে অমান্য করেই গঙ্গা থেকে বালি উত্তোলনের মতো অবৈধ কারবার চালিয়ে যাচ্ছেন বালি মাফিয়ারা। এবার বালি মাফিয়াদের নজর পড়েছে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের ধোবি ঘাট এলাকা। যেখানে খনন যন্ত্র ব্যবহার করে প্রকাশ্যে বালি তোলা হচ্ছে। অবৈধভাবে বালি উত্তোলন রুখতে সরব হয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। মঙ্গলবার রাতে তিনি নিজের এক্স হ্যান্ডেল থেকে গঙ্গা থেকে বালি উত্তোলনের ভিডিও পোস্ট করে সোচ্চার হয়েছেন। তিনি টুইটে লিখেছেন, 'মোটর ও পে-লোডার ব্যবহার করে অবৈধভাবে বালি তোলা হচ্ছে ধোবি ঘাটের কাছে গঙ্গা থেকে। যদিও ওই এলাকা ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের অন্তর্গত।বালি উত্তোলন বন্ধে তিনি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, এবং প্রতিরক্ষা দপ্তর, রাজ্যপাল, ব্যারাকপুর সিটি পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি, কলকাতা পোর্ট ট্রাস্টকেও এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার তিনি দাবি করেছেন। প্রসঙ্গত, বারাকপুরে একদিকে রয়েছে লাটবাগান। আর অপরদিকে রয়েছে ক্যান্টনমেন্ট বোর্ডের সেনা ছাউনি। এই ক্যান্টনমেন্ট বোর্ডের অধীনেই রয়েছে ধোবি ঘাট। ওই ফেরিঘাট দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। সেই ঘাটের সন্নিকটে গঙ্গা থেকে প্রকাশ্যে বালি তুলছে এক শ্রেণীর অবৈধ কারবারিরা।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, পোর্ট ট্রাস্টকে নাকি লেভি দিয়ে ওখানে বালি উত্তোলন করা হচ্ছে। কিন্তু গোটা এলাকা জুড়ে সেনারা থাকেন। সেখানে একাধিক স্কুল ও কলেজ রয়েছে। রাস্তা দিয়ে বালি ভর্তি ট্রাক গেলে ওই এলাকা দূষণের শিকার হবে। তাঁর অভিযোগ, অবৈধ উপায়ে গঙ্গা থেকে বালি উত্তোলনে স্থানীয় পুলিশ থেকে শুরু করে তৃণমূলের লোকজন এবং বোর্ডের সিইও আছেন। পদ্ম শিবিরের লড়াকু নেতার আরও অভিযোগ, বাংলায় সরকারি সহযোগিতায় অবৈধভাবে কয়লা, বালি উত্তোলন করা হয়। তাঁর দাবি, নিরাপত্তা বেষ্টিত ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বাইরের গাড়ি ঢুকতে পারে না। অথচ সেখান দিয়ে বালির গাড়ি যাতায়াত করবে। তবে এর ফলে নিরাপত্তা বিঘ্নিত হবার সম্ভাবনা প্রবল। তিনি জানান, অবৈধ উপায়ে গঙ্গা থেকে বালি উত্তোলন রুখতে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে কেন্দ্রীয় প্রতিরক্ষা দপ্তর, রাজ্যপাল, রাজ্যের মুখ্যসচিব এবং ব্যারাকপুর সিটি পুলিশের তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। বালি উত্তোলন নিয়ে ক্যান্টনমেন্ট বোর্ডের প্রাক্তন সহ-সভাপতি কাশীনাথ শাউ বলেন, মুখ্যমন্ত্রী বালি তুলতে নিষেধ করছেন। তবুও বালি মাফিয়ারা মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করেই গঙ্গা থেকে বালি তুলছে। অবৈধ উপায়ে বালি উত্তোলন রুখতে তিনি যথাসাধ্য চেষ্টা করবেন।
2 hours and 12 min ago
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1