*চিংড়িহাটা মেট্রোর জট কাটাতে  বৈঠকে যোগ দেওয়ার দিনক্ষণ বেধে দিল আদালত*
*নিজস্ব প্রতিনিধি:* কলকাতার চিংড়িহাটা মেট্রো নিয়ে জট কাটাতে আরও কঠোর হল কলকাতা হাইকোর্ট। শুক্রবার কেন্দ্র, রাজ্য-সহ এই মামলায় যুক্ত সব পক্ষকে বৈঠকে যোগ দেওয়ার দিনক্ষণও বেধে দিল আদালত। সেই অনুযায়ী আগামী বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৫টায় মেট্রো ভবনে ওই বৈঠকে বসতে হবে। এমনই নির্দেশ দিল হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত উপস্থিত থাকবেন ওই বৈঠকে। এদিন ডিভিশন বেঞ্চ বলে, জনগণের স্বার্থের কথা ভেবে সমস্যার সমাধানে এই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই বৈঠকের উপস্থিত কারা থাকবেন তার তালিকা রাজ্য, মেট্রোরেল কর্তৃপক্ষ, আরভিএনএল তাদের প্রতিনিধিদের নাম আদালতে জমা করেছে। আগামী ১৯ ডিসেম্বর ফের এই মামলার শুনানি। সেদিন বৈঠকের রিপোর্ট জমা করতে হবে আদালতে।প্রসঙ্গত, চিংড়িঘাটা এলাকায় ৩৬৬ মিটার অংশ জোড়া না গেলে অরেঞ্জ লাইনের কাজ শেষ হবে না। কয়েকদিন আগে সংসদে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই কাজ থমকে থাকার জন্য রাজ্যের অসহযোগিতার কথা বলেন। তার আগে হাইকোর্টের নির্দেশে সব পক্ষ বৈঠকে বসেছিল গত ৯ সেপ্টেম্বর। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, উৎসবের মরশুম মিটে গেলে নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে শুক্র থেকে রবিবার রাতে কাজ শেষ করবে আরভিএনএল। সিদ্ধান্তে সায় দিয়েছিল হাইকোর্টও। তারপরও সেই কাজ হয়নি। আগের শুনানিতে রাজ্যের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছিল হাইকোর্ট। এখন দেখার, আগামী বুধবারের বৈঠকে চিংড়িঘাটায় মেট্রোর কাজ নিয়ে কোনও সমাধান সূত্র বেরোয় কি না।
বারাসাতে 'নাট্যভাষা' ২০২৫-২৬
নিজস্ব সংবাদদাতা: বারাসাত কাল্পিকের উদ্যোগে আগামী ৩১ শে ডিসেম্বর' ২০২৫ থেকে ২ রা জানুয়ারি' ২০২৬ পর্যন্ত বারাসাত রবীন্দ্রভবন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হতে চলেছে নাট্যোৎসব 'নাট্যভাষা' ২০২৫-২৬। রাজ্যের সব জেলা থেকে নাট্যদল এই নাট্য উৎসবে তাদের নাটক পরিবেশন করবে।
রাজ্য জুড়ে শুরু হতে চলা নব পর্যায়ের পথশ্রী প্রকল্পের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: আজ মুখ্যমন্ত্রী নদীয়ার কৃষ্ণনগর থেকে রাজ্য জুড়ে শুরু হতে চলা নব পর্যায়ের পথশ্রী প্রকল্পের শুভ উদ্বোধন করেন। পাশাপাশি এদিন উত্তর ২৪ পরগনায় জেলা পর্যায়ের অনুষ্ঠান বারাসাত ১ ব্লকের অধীনে পূর্ব খিলকাপুরে অনুষ্ঠিত হল।এই মঞ্চ ভার্চুয়ালি মুখ্যমন্ত্রীর মূল মঞ্চের সঙ্গে যুক্ত করা হয়।জেলাস্তরে এদিন এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের খাদ্য দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী রথীন ঘোষ। উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী,স্বরুপনগরের বিধায়িকা বীণা মন্ডল।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিভিন্ন বিভাগের পদাধিকারীরা।

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির জন্ম দিন পালন

নিজস্ব প্রতিনিধি: আজ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং কংগ্রেসের নেতা প্রণব মুখার্জি জন্মদিন। ব্যারাকপুর পৌরসভার ২নং ওয়ার্ডে বিভিন্ন কাজের মাধ্যমে এই দিনটি পালন করা হল। মূল উদ্যোক্তা ছিলেন ২নং ওয়ার্ডে পৌরপিতা সম্রাট তপাদার। তিনি মাল্য দান করে তাকে শ্রদ্ধা জানান।

ফের চিংড়িঘাটায় মেট্রো রেলের বকেয়া কাজ সম্পন্ন করতে রাজ্য ও মেট্রো রেল সহ অন্যান্য সব পক্ষকে বৈঠকে বসার নির্দেশ দিল হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি:ফের চিংড়িঘাটায় মেট্রো রেলের বকেয়া কাজ সম্পন্ন করতে রাজ্য ও মেট্রো রেল সহ অন্যান্য সব পক্ষকে বৈঠকে বসতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ, শুক্রবার এই নিয়ে রাজ্যকে জানাতে হবে তাদের আধিকারিকদের নাম। কবে, কখন কোথায় এই বৈঠক করা হলে সুবিধা হবে তা সব পক্ষের সন্মতিতে আজ, শুক্রবারই নির্দেশ দেবে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার মেট্রোর কাজের সংকট কাটাতে রাজ্যকে খোলা মনে আলোচনায় বসার পরামর্শ দেয় হাইকোর্ট। এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল বলেন, কোভিড যদি আবার ফেরত না আসে তাহলে রাস্তায় গাড়ির চাপ কোনোদিনই কমবে না। তাই খোলা মনে আলোচনায় বসুন, সমাধান সূত্র বেরোবে বলে রাজ্যকে পরামর্শ দেয় আদালত। রাজ্যের দাবি সাবওয়ের কাজ না হলে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। কিন্তু ফের আদালত বলে কোনো না কোনো দিন তো কাজ করতে হবে, সেদিন তো যান নিয়ন্ত্রণ করতেই হবে। বুধবার কেন্দ্র , রাজ্য এবং আরভিএনএল আধিকারিকদের মধ্যে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে কেন্দ্র আরভিএনএল-কে বলেছে যে, রাজ্য যা চাইছে সেটা আগে করতে হবে বলে দাবি করেছেন অ্যাডভোকেট জেনারেল। তার আরো দাবি, আবার বৈঠক হলে আমি উপস্থিত থাকব। চিংড়িঘাটা মেট্রো রেল প্রকল্পের জটিলতা নিয়ে চলা মামলায় এই বক্তব্য উঠে আসে।

নৈহাটিতে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, তৃণমূলের কার্যালয়ের ভেতরে ঢুকিয়ে মারধরের অভিযোগ

প্রবীর রায়: নৈহাটির গৌরীপুরে শাসক দলের কার্যালয়ের ভেতরের ঢুকিয়ে বেধরক মারধর করার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীকে। আক্রান্ত যুবকের নাম প্রিন্স যাদব। স্থানীয়রা আক্রান্ত যুবককে উদ্ধার করে প্রথমে নৈহাটির রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে গেলে তৎক্ষণাৎ কল্যানী জেএন এম হাসপাতালে স্থানান্তরিত করে। আক্রান্ত যুবকের স্থানীয় বাসিন্দারা আক্রমণকারীদের চিহ্নিত করে পুলিশকে গ্রেফতার করার জন্য চাপ সৃষ্টি করতে দেখা যায়। এক সময় রাস্তা অবরোধ করতে গেলে পুলিশ তৎক্ষণাৎ অবরোধ তুলে দেয়। যদিও নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় বলেন," আক্রান্তের স্থান কোন তৃণমূলের কার্যালয় নয়। তার পাশাপাশি ১০ নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি বলেন আক্রান্তরা কোন দল করে না। এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে"।

গঙ্গা থেকে বালি চুরি রুখতে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক-সহ রাজ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ প্রাক্তন ব্যারাকপুর সাংসদের

প্রবীর রায়: গঙ্গাবক্ষ থেকে অবৈধ উপায়ে বালি উত্তোলনের বিরুদ্ধে বারংবার কড়া বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারিকে অমান্য করেই গঙ্গা থেকে বালি উত্তোলনের মতো অবৈধ কারবার চালিয়ে যাচ্ছেন বালি মাফিয়ারা। এবার বালি মাফিয়াদের নজর পড়েছে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের ধোবি ঘাট এলাকা। যেখানে খনন যন্ত্র ব্যবহার করে প্রকাশ্যে বালি তোলা হচ্ছে। অবৈধভাবে বালি উত্তোলন রুখতে সরব হয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। মঙ্গলবার রাতে তিনি নিজের এক্স হ্যান্ডেল থেকে গঙ্গা থেকে বালি উত্তোলনের ভিডিও পোস্ট করে সোচ্চার হয়েছেন। তিনি টুইটে লিখেছেন, 'মোটর ও পে-লোডার ব্যবহার করে অবৈধভাবে বালি তোলা হচ্ছে ধোবি ঘাটের কাছে গঙ্গা থেকে। যদিও ওই এলাকা ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের অন্তর্গত।বালি উত্তোলন বন্ধে তিনি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, এবং প্রতিরক্ষা দপ্তর, রাজ্যপাল, ব্যারাকপুর সিটি পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি, কলকাতা পোর্ট ট্রাস্টকেও এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার তিনি দাবি করেছেন। প্রসঙ্গত, বারাকপুরে একদিকে রয়েছে লাটবাগান। আর অপরদিকে রয়েছে ক্যান্টনমেন্ট বোর্ডের সেনা ছাউনি। এই ক্যান্টনমেন্ট বোর্ডের অধীনেই রয়েছে ধোবি ঘাট। ওই ফেরিঘাট দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। সেই ঘাটের সন্নিকটে গঙ্গা থেকে প্রকাশ্যে বালি তুলছে এক শ্রেণীর অবৈধ কারবারিরা।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, পোর্ট ট্রাস্টকে নাকি লেভি দিয়ে ওখানে বালি উত্তোলন করা হচ্ছে। কিন্তু গোটা এলাকা জুড়ে সেনারা থাকেন। সেখানে একাধিক স্কুল ও কলেজ রয়েছে। রাস্তা দিয়ে বালি ভর্তি ট্রাক গেলে ওই এলাকা দূষণের শিকার হবে। তাঁর অভিযোগ, অবৈধ উপায়ে গঙ্গা থেকে বালি উত্তোলনে স্থানীয় পুলিশ থেকে শুরু করে তৃণমূলের লোকজন এবং বোর্ডের সিইও আছেন। পদ্ম শিবিরের লড়াকু নেতার আরও অভিযোগ, বাংলায় সরকারি সহযোগিতায় অবৈধভাবে কয়লা, বালি উত্তোলন করা হয়। তাঁর দাবি, নিরাপত্তা বেষ্টিত ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বাইরের গাড়ি ঢুকতে পারে না। অথচ সেখান দিয়ে বালির গাড়ি যাতায়াত করবে। তবে এর ফলে নিরাপত্তা বিঘ্নিত হবার সম্ভাবনা প্রবল। তিনি জানান, অবৈধ উপায়ে গঙ্গা থেকে বালি উত্তোলন রুখতে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে কেন্দ্রীয় প্রতিরক্ষা দপ্তর, রাজ্যপাল, রাজ্যের মুখ্যসচিব এবং ব্যারাকপুর সিটি পুলিশের তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। বালি উত্তোলন নিয়ে ক্যান্টনমেন্ট বোর্ডের প্রাক্তন সহ-সভাপতি কাশীনাথ শাউ বলেন, মুখ্যমন্ত্রী বালি তুলতে নিষেধ করছেন। তবুও বালি মাফিয়ারা মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করেই গঙ্গা থেকে বালি তুলছে। অবৈধ উপায়ে বালি উত্তোলন রুখতে তিনি যথাসাধ্য চেষ্টা করবেন।

*ব্যারাকপুর স্কুল পড়ুয়াদের নিয়ে আয়োজিত হল গল্পোকথন প্রতিযোগিতা*

নিজস্ব সংবাদদাতা: উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের ২৫০ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে স্কুল পড়ুয়াদের নিয়ে আয়োজিত হল একটি "গল্পোকথন প্রতিযোগিতা।" ব্যারাকপুরের একটি বেসরকারি বিদ্যালয় ভবনে ৬টি স্কুলের ২৪ জন প্রতিযোগীকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই দিনে প্রতিযোগিতায় উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের সিইও জ্যোতি কাপুর, ইতিহাসবিদ অধ্যাপক কানাইপদ রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

*"টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫ কে, কলকাতা"ঘোষণা করা হয়েছে ২৫,০০০ মার্কিন ডলারের বোনাস*

নিজস্ব প্রতিনিধি: বিশ্বরেকর্ড ভাঙার প্রচেষ্টায় উদ্দীপনা যোগাতে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতায় ঘোষণা করা হয়েছে ২৫,০০০ মার্কিন ডলারের বোনাস।

প্রোক্যাম ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত টাটা স্টিল ওয়ার্ড ২৫কে কলকাতা ২০২৫–এর ঐতিহাসিক দশম সংস্করণে বিশ্বের নানা প্রান্ত থেকে আগত ২৩,০০০+ দৌড়বিদ অংশগ্রহণ করবেন দৌড়ে। সব কটি ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন অতিরিক্ত সংখ্যায় পূর্ণ হওয়া এই ইভেন্টকে শহরের ক্রীড়া ঐতিহ্যের আরেকটি স্মরণীয় অধ্যায়ে পরিণত করেছ।

উগান্ডার দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন ও তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন জোশুয়া চেপ্টেগেই এবং মহিলাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সুতুমে আসেফা কেবেদে—এই বছরের টাটা স্টিল ওয়ার্ড ২৫কে কলকাতায় নিজেদের রেকর্ড উন্নত করতে নামছেন। এটিই প্রথম ওয়ার্ল্ড অ্যাথলেটিকস গোল্ড লেবেল রোড রেস, যা অনুষ্ঠিত হবে রবিবার, ২১ ডিসেম্বর।

কলকাতার ঐতিহাসিকভাবে দ্রুতগতির সময় দ্বারা অনুপ্রাণিত হয়ে প্রোক্যাম ইন্টারন্যাশনাল ঘোষণা করেছে—যে কোনো অ্যাথলেট যদি ১:১১:০৮ বিশ্ব রেকর্ড ভাঙতে পারেন, তবে তিনি পাবেন অতিরিক্ত ২৫,০০০ মার্কিন ডলার বোনাস।

এই দশম সংস্করণে বিশ্বের সেরা কিছু অ্যাথলেটকে দেখা যাবে ১,৪২,২১৪ মার্কিন ডলারের পুরস্কারমূল্যের এই দৌড়ে। পুরুষ ও মহিলাদের বিজয়ীদের জন্য সমান পুরস্কার—প্রথম তিনজন পাবেন যথাক্রমে $15,000, $10,000, এবং $7,000। এ ছাড়া ইভেন্ট রেকর্ড ভাঙলে অতিরিক্ত $5,000 বোনাস থাকছে।

২৯ বছর বয়সী চেপ্টেগেই তিনবার টানা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ১০,০০০ মিটারে, এবং তাঁর নামের সঙ্গে যুক্ত আছে চারটি বিশ্ব রেকর্ড—৫কে এবং ১০কে রোড রেকর্ডসহ। গত বছরের ভেদান্তা দিল্লি হাফ ম্যারাথন এবং এ বছরের টিসিএস ওয়ার্ল্ড ১০কে বেঙ্গালুরুতে জয়ী হওয়া এই উগান্ডাই এবার কলকাতায় প্রথমবারের মতো ২৫কে দৌড়ে নামার আগ্রহ প্রকাশ করেছেন।

গত দশ বছর সত্যিই টাটা স্টিল ওয়ার্ড ২৫কে জন্য ছিল,যা প্রতি বছর এলিট অ্যাথলেটদের অংশগ্রহণ এবং দ্রুততম টাইমিংয়ের মাধ্যমে প্রকাশ পেয়েছে। মাত্র দুই বছর আগে কলকাতা দেখেছিল একক বিশ্ব রেকর্ড—যেখানে কেনিয়ার ড্যানিয়েল সিমিউ এবেন্যো (১:১১:১৩) এবং ইথিওপিয়ার সুতুমে আসেফা কেবেদে (১:১৮:৪৭) যথাক্রমে পুরুষ ও মহিলাদের বিভাগে রেকর্ড গড়েন।

পুরুষদের তালিকায় আরেক গুরুত্বপূর্ণ নাম তানজানিয়ার আলফোন্স ফেলিক্স সিম্বু। টোকিওতে এই বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ম্যারাথনে তিনি উত্তেজনাপূর্ণ জয়ে জার্মানির আমানাল পেট্রোসকে শেষ মুহূর্তে হারিয়ে সোনা জিতেছেন—মাত্র তিন-শতাংশ সেকেন্ডে ব্যবধান ছিল দুজনের! তিনি চেপ্টেগেইয়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছেন।

আফ্রিকা মহাদেশ থেকে আরও দুটি গুরুত্বপূর্ণ নাম পুরুষদের তালিকায় রয়েছে। ইথিওপিয়ার হাইমানট আলেউ, যিনি ২০২৩ সালের কলকাতা দৌড়ে অল্পের জন্য পডিয়াম মিস করেছিলেন কিন্তু ২০২৪ সালের বার্লিন ম্যারাথনে ২:০৩:৩১ সময়ে দুর্দান্ত তৃতীয় স্থান অধিকার করেন—তিনি যোগ দিচ্ছেন লেসোথোর তেবেলো রামাকোয়ানার সঙ্গে, যিনি এ বছরের জিয়ামেন ম্যারাথনে রানার-আপ হয়েছিলেন।

“ভারত আমার অন্যতম প্রিয় গন্তব্য। কলকাতায় আমার প্রথম উপস্থিতিতে আমি সেরাটা দিতে চাই,”—বলেছেন চেপ্টেগেই।

ছবি:- প্রোক্যামের সৌজন্যে।

ভারতীয় কোস্ট গার্ডের উদ্যোগে বাংলাদেশ থেকে ভারতীয় জেলেদের প্রত্যাবর্তন

Khabar kolkata News Desk: ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে আটক ৪৭ জন ভারতীয় জেলে এবং তিনটি (০৩) ভারতীয় মাছ ধরার নৌকা (IFB) প্রত্যাবর্তনের অনুমোদন দিয়েছে। ০৯ ডিসেম্বর ২০২৫-এ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সমন্বয়ে ভারতীয় কোস্ট গার্ড সফলভাবে এই প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পন্ন করে। বঙ্গোপসাগরে আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখা বরাবর এই আদান-প্রদান অনুষ্ঠিত হয়।

এই প্রত্যাবর্তন প্রক্রিয়াটি পারস্পরিক ব্যবস্থার অংশ হিসেবে সম্পন্ন হয়, যেখানে ভারত ও তার জলসীমায় অবৈধ মাছ ধরার অভিযোগে ভারতীয় কোস্ট গার্ড কর্তৃক আটক ৩২ জন বাংলাদেশি জেলে এবং একটি (০১) বাংলাদেশি মাছ ধরার নৌকা ফেরত দেয়। ভারতীয় কোস্ট গার্ড জাহাজ বিজয়া নিরাপদে ওই বাংলাদেশি জেলেদের Bangladesh Coast Guard-এর জাহাজ BCGS Kamaruzzaman ও Sadhin Bangla-এর কাছে হস্তান্তর করে।

প্রত্যাবর্তিত ভারতীয় জেলেদের তিনটি IFB-সহ ভারতীয় কোস্ট গার্ড জাহাজ বিজয়া পশ্চিমবঙ্গের ফ্রেজারগঞ্জে নিয়ে আসে এবং ১০ ডিসেম্বর ২০২৫-এ ICGS Frazerganj-এর মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের কাছে হস্তান্তর করে। জেলেদের ও তাদের নৌযানগুলোর এই পারস্পরিক বিনিময় ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় মানবিক দিক ও জেলে সম্প্রদায়ের জীবিকা-সংক্রান্ত বিষয় বিবেচনা করে সম্পন্ন করেছে। গত তিন মাসে ভারতীয় কোস্ট গার্ড ভারতীয় EEZ-এর ভিতরে অবৈধভাবে পরিচালনাকারী ছয়টি বাংলাদেশি মাছ ধরার নৌকা আটক করেছে।

যদিও ভারতীয় কোস্ট গার্ড নিয়মিতভাবে IMBL-এ ভারতীয় মাছ ধরার নৌকাগুলিকে পথনির্দেশ করে থাকে, তবুও নৌকাগুলি অগভীর জলসীমা ব্যবহার করে সীমারেখা অতিক্রম করছে। গত এক বছরে IMBL-এ ভারতীয় কোস্ট গার্ডের ইউনিটগুলো ৩০০-র বেশি IFB-কে ভারতীয় জলসীমায় ফেরত পাঠিয়েছে। পাশাপাশি, জেলেদের IMBL অতিক্রম না করতে উদ্বুদ্ধ করতে স্থানীয় মৎস্য বিভাগ ও মেরিন পুলিশের প্রতিনিধিদের সমন্বয়ে উপকূলবর্তী বিভিন্ন জেলেপল্লিতে নিয়মিতভাবে কমিউনিটি ইন্টারঅ্যাকশন প্রোগ্রাম (CIP) আয়োজন করা হচ্ছে।

IMBL অতিক্রম করে বৈধ নথিপত্র ছাড়া বিদেশি জলসীমায় মাছ ধরা একটি গুরুতর অপরাধ এবং এর মারাত্মক পরিণতি রয়েছে। এ ধরনের লঙ্ঘন বিদেশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বা সামুদ্রিক সংস্থার দ্বারা নৌকা/জেলেদের আটক হওয়ার কারণ হয়। এর ফলে জেলেদের এবং তাদের পরিবারের অযথা শারীরিক ও মানসিক কষ্টের সৃষ্টি হয়।

এই প্রসঙ্গে ভারতীয় কোস্ট গার্ড পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনকে স্থানীয় জেলে সম্প্রদায়কে IMBL অতিক্রমের আইনি ও নিরাপত্তাজনিত প্রভাব সম্পর্কে সচেতন করতে প্রয়োজনীয় নির্দেশ জারি করার অনুরোধ জানিয়েছে।

ছবি সৌজন্যে :- ইন্ডিয়ান কোস্ট গার্ড।