ভাটপাড়া পুরসভায় ঠিকমতো কাজ করতে না পারার আক্ষেপ স্বয়ং তৃণমূল কাউন্সিলারের



প্রবীর রায়: সারা রাজ্যে উন্নয়নের জোয়ারে বাসলেও উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুর অঞ্চলে নাকি উন্নয়ন থমকে গিয়েছে। আগের পুরবোর্ডের সময় নাকি ভালোই কাজ হত। বর্তমান পুরবোর্ডের আমলে তৃণমূলের এক কাউন্সিলর জানান, তিনি নাকি ঠিকমতো কাজ করতে পারছেন না। বৃহস্পতিবার জনতার দরবার খোলা মঞ্চে এমনই আক্ষেপের সূর শোনা গেল খোদ তৃণমূল কাউন্সিলারের গলায়। তিনি ভাটপাড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবপ্রসাদ সরকার। পূর্বতন বোর্ডের তিনি সিআইসি ছিলেন। খোলা মঞ্চে দাঁড়িয়ে দলীয় কাউন্সিলারের এহেন মন্তব্যে যথেষ্ট অস্বস্তিতে ভাটপাড়ায় শাসকদল তৃণমূল কংগ্রেস।দেবপ্রসাদ বাবুর আক্ষেপ, নিজের ওয়ার্ডে অনেকগুলি কাজ আটকে রয়েছে। নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে জলের কাজ বেশ কয়েকটি রাস্তা কোনটাই ঠিকঠাক মতো কাজ হচ্ছে না । পুরবোর্ডকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি। এই বিষয়ে ভাটপাড়া পৌরসভার উপ-পৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, "কাউন্সিলর যেটা বলেছেন, সেটা তাঁর ব্যক্তিগত উপলব্ধি। তবে কাউন্সিলরের কাজ করতে কোথায় অসুবিধা হচ্ছে, তা নিয়ে অবশ্যই তিনি ওনার সঙ্গে কথা বলবেন"।

*Delhi High Court issued a notice to the BCCI for IPL's robot dog 'Champak'*

Sports Desk: The Delhi High Court recently issued a notice to the BCCI. It was given on the basis of a petition submitted by a magazine to children. Children's popular magazine is named Champak. And the trademark was taken for this name. The BCCI uses the Champak name in the case of the AI robot dog, despite having that trademark. The Delhi court has asked the BCCI in response to the case filed by Champak Magazine. The BCCI asked for a written form by July 9.

Pic : Sanjay Hazra (Khabar kolkata).

*আনন্দমার্গ ধর্ম – একটি প্রতিবেদন*

ডেস্ক : আনন্দমার্গ একটি আধ্যাত্মিক ও সমাজসেবামূলক সংস্থা, যা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য খোলা। এটি আধ্যাত্মিক মুক্তি ও মানবসেবার উপর জোর দেয়। আনন্দমার্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী আনন্দমূর্তি (প্রভাত রঞ্জন সরকার)।

আনন্দমার্গের মূল ধারণা:

এক ঈশ্বর:

আনন্দমার্গ বিশ্বাস করে যে ঈশ্বর এক এবং বিশ্বব্রহ্মাণ্ড তাঁর মানসিক চিন্তা-তরঙ্গের সৃষ্টি।

সৃষ্টিকর্তা :

ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন, এবং মানবজাতি তাঁর ইচ্ছানুসারে কাজ করে।

জীবন যাত্রা:

মানবজীবন হলো ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার এক যাত্রা, যা আত্ম-উপলব্ধির মাধ্যমে সম্ভব।

সমাজসেবা:

আনন্দমার্গের একটি গুরুত্বপূর্ণ দিক হল সমাজসেবা, যেখানে সকল মানুষের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক চাহিদা পূরণের চেষ্টা করা হয়।

ষোড়শ বিধি:

আনন্দমার্গের অনুশীলনকারীরা “ষোড়শ বিধি” নামক একটি নিয়ম অনুসরণ করে, যা আধ্যাত্মিক ও সামাজিক জীবনকে গাইড করে।

তন্ত্র ও যোগ:

আনন্দমার্গে তন্ত্র ও যোগ গুরুত্বপূর্ণ উপাদান, যা আধ্যাত্মিক উন্নতির জন্য সাহায্য করে।

আনন্দমার্গের দর্শন:

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে:

আনন্দমার্গ জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, আর্থ-সামাজিক অবস্থা নির্বিশেষে সকল মানুষের জন্য উন্মুক্ত।

মুক্তির অধিকার:

সকলের জন্মগত অধিকার হলো আধ্যাত্মিক মুক্তি ও মুক্তি।

মানবসেবা:

মানুষের কল্যাণে কাজ করার জন্য উৎসাহ দেওয়া হয়, যেন সকলে উপকৃত হয়।

শান্তি ও আনন্দ:

আনন্দমার্গের মূল লক্ষ্য হলো শান্তি ও আনন্দ প্রতিষ্ঠা করা, যা ব্যক্তিগত ও সামাজিক উভয় ক্ষেত্রেই সম্ভব। আনন্দমার্গ একটি নতুন ধর্মীয় আন্দোলন হিসেবে চিহ্নিত হয়, যা হিন্দু ঐতিহ্য থেকে উদ্ভূত। এর লক্ষ্য হলো আত্ম-উপলব্ধি ও মানবসেবা।

সৌজন্যে:www.machinnamasta.in

*সি আই টি ইউ কার্যালয়ে ঐতিহাসিক মে দিবস পালন*

নিজস্ব প্রতিনিধি : উত্তর ২৪ পরগনার সি আই টি ইউ কার্যালয়ে পালন করা হল ঐতিহাসিক মে দিবস কর্মসূচি। পতাকা উত্তোলন ও শহীদের স্মরণে পালিত শ্রমিক দিবস।এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা সিআইটিইউ সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায়, কল্লোল মুখোপাধ্যায়, বিপ্লব মুখোপাধ্যায় , প্রবীর বিশ্বাস,সুশীল দত্ত, শংকর বিশ্বাস, নীলাভ্র সুর, শ্যামল মিত্র, দেবাশীষ দে, গৌতম হাজরা, পলাশ পাল সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

ছবি: প্রবীর রায়

*আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিকদের উপহার প্রদান কাউন্সিলরের*

নিজস্ব প্রতিনিধি: আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস।রাজ্য সহ সারা দেশ-বিদেশে পালিত হচ্ছে শ্রমিক দিবস। ব্যারাকপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট তপাদার এই বিশেষ দিনে তার ওয়ার্ডের অসংগঠিত সম্মানীয় শ্রমজীবী মানুষের হাতে কিছু উপহার তুলে দিলেন।এই অনুষ্ঠানে ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক এবং দলের তরফ থেকে উপহার তুলে দেওয়া হল তাদের হাতে।

ছবি: প্রবীর রায়

*VISION 2028 FOURTH PHASE CONCLUDES*

Sports

Khabar kolkata sports Desk : The fourth phase of Vision 2028, which began on April 21, concluded today at the JU 2nd Campus Ground, Salt Lake.

On Wednesday, on the last day of the camp, the first session was attended by Bengal Under-16 boys where Manoj Tiwary was the batting coach, while the bowling department was looked after by Ashok Dinda. Coach Ajay Verma was also present to guide the boys.

The second session on the day, which was scheduled for Under-19 boys, was cancelled due to heavy rain.

The fourth phase of the camp was divided into two sessions every day.

On every session, Tiwary and Dinda delivered inspirational and motivation words to the young boys. The duo told the boys to use the camp as a learning experience.

The coaches looked at the proceedings and watched the boys’ practice with hawk eyes. As sessions went on, the coaches talked to the talents individually.

The short-term goal of Vision 2028 will be to get the various age group squads ready for the domestic season by improving their skills while the long-term goals will be to nurture the future talents and make them fit for various Bengal age group squads.

Pic Courtesy by: CAB

*সুপার কাপে হার মোহনবাগানের*

খেলা

ডেস্ক : কলিঙ্গ সুপার কাপ থেকে ছিটকে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। সেমি ফাইনালে ৩-১ গোলে জয় পেল এফসি গোয়া। বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে ১-৩ গোলে হেরে গেল সবুজ-মেরুন। সুপার কাপ জিতলে এই মরসুমে ৩টি ট্রফি জিততে পারত মোহনবাগান।এই মরসুমে আইএসএল লিগ এবং কাপ জিতেছে তারা। কিন্তু সুপার কাপ জয় সম্ভব হল না।

ছবি :সৌজন্যে X.

*এ বছর একই মাসে সূর্য ও চন্দ্রগ্রহণ – রইলো বিস্তারিত তথ্য*

ডেস্ক: চলতি বছর সেপ্টেম্বর মাসে দুটি গ্রহণ ঘটবে। প্রথমটি চন্দ্রগ্রহণ ৭ সেপ্টেম্বর তারপর দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটবে ২১ সেপ্টেম্বর। জানুন গ্রহণের তারিখ ও সময়। ২০২৫ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ৭ সেপ্টেম্বর ঘটবে। এর সময় রাত ৯ টা ৫৮ টা থেকে ১ টা ২৬ মিনিট পর্যন্ত। এটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। এই গ্রহণ ভারতে দৃশ্যমান হবে।

# চন্দ্রগ্রহণ কোথা থেকে দেখা যাবে –

এই চন্দ্রগ্রহণ ভারত ছাড়াও এশিয়া, ইউরোপ, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরে দেখা যাবে।

# সূর্যগ্রহণের সময় –

চলতি বছরে চন্দ্রগ্রহণের পর ২১ সেপ্টেম্বর সূর্যগ্রহণ ঘটতে চলেছে। শুরু হবে রাত ১১টা থেকে। এটি ২২ সেপ্টেম্বর ভোর ৩ টে ২৪ মিনিটে শেষ হবে। কিন্তু এই গ্রহণ ভারতে দেখা যাবে না। এই কারণেই এর সূতকও বৈধ নয়। তবে এই গ্রহণ কন্যা রাশি এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্রে ঘটবে। তাই এর জ্যোতিষশাস্ত্রীয় গুরুত্ব আরও বেড়ে যাবে।

# সূর্যগ্রহণ কোথা থেকে দেখা যাবে –

সূর্যগ্রহণ দেখা যাবে আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি এবং আটলান্টিক মহাসাগর থেকে।

*দীঘার জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন*

নিজস্ব প্রতিনিধি: সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে উদ্ভোধন হল দীঘার জগন্নাথ মহাপ্রভুর মন্দির। বুধবার অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে এই মন্দিরের দ্বারোৎঘাটন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা। এদিন সকালেই জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা হয়। মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, বাংলার প্রতিটি ঘরে ঘরে জগন্নাথ দেবের প্রসাদ ও ছবি পৌঁছে দেওয়া হবে তথ্য ও সংস্কৃতি দফতরের মাধ্যমে।

*অক্ষয় তৃতীয়ায় যে রাজযোগ তৈরী হচ্ছে, তাতে কয়েকটি রাশির জাতকদের অর্থলাভ হবে*

ডেস্ক: জ্যোতিষশাস্ত্রে অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর সকলেই আড়ম্বরের সঙ্গে পালন করেন এই বিশেষ দিনটি। চলতি বছর অক্ষয় তৃতীয়া আজ বুধবার। এই বিশেষ দিনে এক বিরল রাজযোগ তৈরি হচ্ছে। আর যে কারণে কিছু রাশির জাতক জাতিকাদের সুখের সময় শুরু হবে। কোনও কাজেই তারা পিছিয়ে পড়বেন না। একশো বছর পর বৃহস্পতিও চন্দ্রের মিলনে তৈরি হচ্ছে ‘গজকেশরী রাজযোগ’। অক্ষয় তৃতীয়ায় এই রাজযোগ তৈরি হওয়ায় কিছু রাশির ব্যক্তিদের ভাগ্য খুলছে।

# ধনু রাশি

ধনু রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে। অক্ষয় তৃতীয়া থেকে আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন। প্রত্যেকটি কাজেই সাফল্য নিশ্চিত। এই সময় অর্থপ্রাপ্তি হবে আপনার। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাদের জীবনে সফল্য আসবে। দেবী লক্ষ্মীর কৃপায় আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। পরিবারে সুখ,সমৃদ্ধি বাড়তে থাকবে।

# সিংহ রাশি

সিংহ রাশির জাতক-জাতিকারা এই সময়ে পরিবেশ অনুকূলে থাকায় মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। তাছাড়া চাকরিজীবীদের সুখের সময়। এসময় আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়তে থাকবে। চাকরিতে পদোন্নতি হবে। যানবাহন, নতুন গাড়ি, বাড়ি কেনার স্বপ্নও আপনার পূরণ হবে। এসময় মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। এই শুভ সময় আপনি যদি বাড়ি কিনবার চেষ্টা করেন, করতে পারেন।

# বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে। আয়ের নতুন পথ খুঁজে পাবেন। চাকরিজীবীদের অত্যন্ত শুভ সময়। এসময় আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়বে। ধর্মীয় ক্ষেত্রে আপনার ইচ্ছা বাড়তে থাকবে। এসময় দূরে কোথাও ঘুরতে গেলে অবশ্যই সাবধানে যাবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। আপনারা আরও ভালো

কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন। নতুন ব্যবসাতে বিনিয়োগ করলে সেখান থেকে মুনাফা অর্জন করতে পারবেন।