*ক্যালকাটা প্রিমিয়ার হকি লিগের ফাইনাল ম্যাচে ৩ - ১ গোলের ব্যবধানে বিজয়ী মোহনবাগান*
Khabar kolkata sports Desk: রবিবার হাওড়ার ডুমুরজলা স্পোর্টস কমপ্লেক্সের মাঠে ক্যালকাটা প্রিমিয়ার হকি লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল। প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন দল ইস্টবেঙ্গল বনাম গত বছরের রানার্স দল মোহনবাগান। ফুটবলের ডার্বি মতো সমান উত্তেজনায় হকির ডার্বি দেখতে অগণিত ক্রীড়া প্রেমী মানুষ উপস্থিত হয়েছিল নিজে নিজে দলের সমর্থনের উদ্দেশ্যে। খেলার শুরুতেই দুই দলের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার করেন হকি বেঙ্গলের সভাপতি তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন অলিম্পিয়ান হকি খেলোয়াড় গুরবক্স সিং, রাজ্যের মন্ত্রী অরূপ রায় এবং হকি বেঙ্গলের সাধারণ সম্পাদক ইস্তিয়াক আলী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এদিন হকি স্টিক হাতে গুরবক্স সিং এর সাথে বল নিয়ে কিছুটা কৌশল প্রদর্শন করতে দেখা যায় প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এদিনের খেলার প্রথমার্ধে মোহনবাগান ২ - ০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয় অর্ধে ইস্টবেঙ্গল একটি গোল শোধ করে। তবে খেলা শেষের কিছুটা আগেই মোহনবাগান আরও একটি গোল করে ৩ - ১ গোলের ব্যবধানে বিজয়ী শিরোপা অর্জন করে। খেলার শেষে পুরস্কার বিতরণী মঞ্চে বিজয়ীদের হাতে ট্রফি এবং নগদ ৩ লক্ষ টাকার চেক তুলে দেন রাজ্যের মাননীয় ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। রানার্স দলকেও দুই লক্ষ টাকার চেক এবং ট্রফি তুলে দেওয়া হয় হকি বেঙ্গলের তরফ থেকে। এছাড়া ম্যান অফ দ্যা ম্যাচ এবং সর্বোচ্চ গোলদাতার হাতে ১০ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয়। এদিন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস জানালেন আগামী কিছুদিনের মধ্যেই বাংলার হকিপ্রেমী মানুষদের জন্য আরেকটি সুখবরের কথা। তিনি বলেন, "কলকাতার বুকে একটি আন্তর্জাতিক মানের আস্ট্রোটার্ফ কিছুদিনের মধ্যেই উন্মোচিত হবে।"
ছবি:সঞ্জয় হাজরা





























Mar 25 2025, 12:49
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.9k