*ক্যালকাটা প্রিমিয়ার হকি লিগের ফাইনাল ম্যাচে ৩ - ১ গোলের ব্যবধানে বিজয়ী মোহনবাগান*

Khabar kolkata sports Desk: রবিবার হাওড়ার ডুমুরজলা স্পোর্টস কমপ্লেক্সের মাঠে ক্যালকাটা প্রিমিয়ার হকি লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল। প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন দল ইস্টবেঙ্গল বনাম গত বছরের রানার্স দল মোহনবাগান। ফুটবলের ডার্বি মতো সমান উত্তেজনায় হকির ডার্বি দেখতে অগণিত ক্রীড়া প্রেমী মানুষ উপস্থিত হয়েছিল নিজে নিজে দলের সমর্থনের উদ্দেশ্যে। খেলার শুরুতেই দুই দলের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার করেন হকি বেঙ্গলের সভাপতি তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন অলিম্পিয়ান হকি খেলোয়াড় গুরবক্স সিং, রাজ্যের মন্ত্রী অরূপ রায় এবং হকি বেঙ্গলের সাধারণ সম্পাদক ইস্তিয়াক আলী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এদিন হকি স্টিক হাতে গুরবক্স সিং এর সাথে বল নিয়ে কিছুটা কৌশল প্রদর্শন করতে দেখা যায় প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এদিনের খেলার প্রথমার্ধে মোহনবাগান ২ - ০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয় অর্ধে ইস্টবেঙ্গল একটি গোল শোধ করে। তবে খেলা শেষের কিছুটা আগেই মোহনবাগান আরও একটি গোল করে ৩ - ১ গোলের ব্যবধানে বিজয়ী শিরোপা অর্জন করে। খেলার শেষে পুরস্কার বিতরণী মঞ্চে বিজয়ীদের হাতে ট্রফি এবং নগদ ৩ লক্ষ টাকার চেক তুলে দেন রাজ্যের মাননীয় ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। রানার্স দলকেও দুই লক্ষ টাকার চেক এবং ট্রফি তুলে দেওয়া হয় হকি বেঙ্গলের তরফ থেকে। এছাড়া ম্যান অফ দ্যা ম্যাচ এবং সর্বোচ্চ গোলদাতার হাতে ১০ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয়। এদিন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস জানালেন আগামী কিছুদিনের মধ্যেই বাংলার হকিপ্রেমী মানুষদের জন্য আরেকটি সুখবরের কথা। তিনি বলেন, "কলকাতার বুকে একটি আন্তর্জাতিক মানের আস্ট্রোটার্ফ কিছুদিনের মধ্যেই উন্মোচিত হবে।"

ছবি:সঞ্জয় হাজরা

*আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সির উপর বিজ্ঞাপনে নামের সংযুক্তিকরণ*

খেলা

Khabar kolkata sports Desk: রবিবার কলকাতায় এক পাঁচ তাঁরা হোটেলে আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সির উপর বিজ্ঞাপনে নামের সংযুক্তিকরণ করল এক বাণিজ্যিক সংস্থা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একাধিক ক্রিকেটার সহ ভারতীয় ক্রিকেটের অন্যতম নক্ষত্র বিরাট কোহলি।

ছবি:সঞ্জয় হাজরা (Khabar kolkata)।

*মহাভারতের জানা-অজানা কিছু তথ্য*

ডেস্ক : মহাভারত বিশ্বের বৃহত্তম মহাকাব্য। এত দীর্ঘ মহাকাব্য এবং এত বেশি সংখ্যক চরিত্রের সন্নিবেশ বিশ্বের আর কোনও মহাকাব্যে নেই।

যা আছে ভারতে তাই আছে মহাভারতে। মহাভারতের ব্যাপ্তি ও পরিসর পৃথিবীর সবচেয়ে বড়ো সাহিত্য।

মহাভারতের জানা-অজানা

১। মহাভারত বিশ্বের বৃহত্তম মহাকাব্য। এত দীর্ঘ মহাকাব্য এবং এত বেশি সংখ্যক চরিত্রের সন্নিবেশ বিশ্বের আর কোনও মহাকাব্যে নেই।

২। মহাভারতের স্রষ্টা, পরাশর-সত্যবতীর ছেলে এবং শুকদেবের বাবা, মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তিনি মূল মহাভারত রচনা করেছিলেন সংস্কৃত বা দেবভাষায়।

৩। মহাভারতের শ্লোক সংখ্যা এক লক্ষ।

৪। মূল সংস্কৃত থেকে ব্যাসদেবের মহাভারতের অবিকৃত বাংলা অনুবাদ প্রথম করেন মহাত্মা কালীপ্রসন্ন সিংহ। এ বিষয়ে তাঁকে সাহায্য করেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ বহু দেশখ্যাত বিদগ্ধ জ্ঞানীজনেরা।

৫)। কাশীরাম দাস পয়ারাদি ছন্দে যে বাংলা মহাভারত লেখেন, তা মূলত ব্যাসদেবের মহাভারতের ওপর নির্ভরশীল হলেও তা কখনই ব্যাসদেবের মহাভারতের আক্ষরিক বঙ্গানুবাদ নয়। তিনি তাঁর নিজের মতো করেই লিখেছেন সে মহাভারত।

৬)প্রাচীনত্বের দিক থেকে বিশ্বের আদি কাব্য মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণের পরেই মহর্ষি ব্যাসদেব রচিত মহাভারতের স্থান।

৭। প্রাচীনপন্থীদের মতে মহাভারতের রচনাকাল খ্রিস্টের জন্মের তিন হাজার বছর আগে।

# প্রবোধচন্দ্র সেনগুপ্ত বলেছেন, কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল খ্রিস্টপূর্ব ২৪৪৯ অব্দে।

# বঙ্কিমচন্দ্রের মতে, যুদ্ধের সময়কাল খ্রিস্টপূর্ব ১৫৩০ বা ১৪৩০ অব্দ।

# বালগঙ্গাধর তিলক, যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি প্রমুখের মতে যুদ্ধ হয়েছে খ্রিস্টের জন্মের ১৪০০ বছর আগে।

# ইয়োরোপীয় পণ্ডিতরা মনে করেন খ্রিস্টের জন্মের ৪০০ থেকে ৫০০ বছর আগে লেখা হয়েছিল মহাভারত।

সৌজন্যে: www.machinnamasta.in

*কামারহাটি ২৯ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায় সাধারণ বসবাসকারী মানুষ হঠাৎ ডায়রিয়া আক্রান্ত*

প্রবীর রায়: উত্তর ২৪ পরগনার কামারহাটি ২৯ নম্বর ওয়ার্ড চৌধুরী পাড়ায় বসবাসকারী মানুষ হঠাৎ ডায়রিয়া আক্রান্ত হয়েছেন l গোটা অঞ্চলের প্রায় ৪০ থেকে ৫০ জন লুজ মোশন সহ পেটের ব্যথা নিয়ে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ও কামাহাটি ইএসআই হসপিটালে ভর্তি l সাধারণ মানুষের অভিযোগ জল থেকেই এই ডায়রিয়ার ঘটনা l দিন পাঁচেক ধরেই এই ঘটনা চলছে । এলাকা মানুষের অভিযোগ এই অঞ্চলে দীর্ঘদিন ধরে জলের সমস্যা। পুরসভা সাপ্লাই জল থেকে প্রচুর আয়রন পড়ছে। এছাড়াও জলের যে কল সম্পূর্ণভাবে ড্রেনের ওপর অবস্থিত। সেই পাইপ থেকে নোংরা জল মেন লাইনে ঢোকার সম্ভাবনা রয়েছে ।স্থানীয়দের অভিযোগ পৌরসভার নিকাশি ব্যবস্থা খুবই খারাপ । দীর্ঘদিন ধরে এই অভিযোগ ছিল তার সত্বে কোন কাজ হয়নি পৌরসভার পক্ষ থেকে । ভোট আসে, ভোট যায়, নেতাদের কথা থেকে যায় । ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কে সেভাবে এলাকায় দেখা যায় না অভিযোগ সাধারণ মানুষের।

বারাসাতে বিশেষ এডুকেশনাল ক্যাম্পে, উপস্থিত দিলীপ ঘোষ

নিজস্ব সংবাদাতা : উত্তর ২৪ পরগনা বারাসাতে রবিবার বারাসাত পৌরসভার বিদ্যাসাগর ফলে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আয়োজন করা হয় একটি বিশেষ এডুকেশনাল ক্যাম্প। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে আজ ১০০ মহিলাকে বস্ত্র বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বর্তমানে বিজেপি নেতা দিলীপ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিরা।

*কাঁকিনাড়ার রথতলা ফিঙ্গাপাড়া গার্লস হাইস্কুলে পালিত হল বসন্ত উৎসব*

প্রবীর রায়: বসন্ত উৎসব হল বসন্তের আগমন এবং প্রকৃতির নবজীবনের প্রতীক। যা আনন্দ, উদ্দীপনা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের গভীর অনুভূতির সঙ্গে উদযাপন করা হয়। কাঁকিনাড়ার রথতলা ফিঙ্গাপাড়া গার্লস হাইস্কুলে শনিবার ঘটা করেই পালিত হল বসন্ত উৎসব। বসন্তের রঙে রঙিন সাজে পড়ুয়ারা মেতে ওঠেন। স্কুলের ছাত্রীরা ও শিক্ষিকারা নাচ, গান, কবিতা পাঠের মাধ্যমে বসন্ত উৎসব উদযাপন করলেন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রুমা সাহা একক নৃত্য পরিবেশন করে সকলের নজর কাড়লেন। বসন্ত উৎসব নিয়ে প্রধান শিক্ষিকা বলেন, "বসন্ত হল ভালবাসা ও রঙের ঋতু। এই সময়ে প্রকৃতি যেমন রঙিন হয়ে ওঠে নবসাজে। তেমনি মানুষের হৃদয় আন্দোলিত হয়"। অপরদিকে অনুষ্ঠানের সঞ্চালিকা তথা বিজ্ঞানের শিক্ষিকা শ্রীলা ভট্টাচার্য বলেন, "শান্তিনিকেতনের অনুকরণে আমাদের স্কুলে বসন্ত উৎসব পালন করা হল। রঙ, আবীরের ছোঁয়ায় তারা নিজেদেরকে রাঙিয়ে আনন্দ উপভোগ করলেন"। পড়ুয়াদের উদ্দেশ্যে তিনি বলেন, পঠন পাঠনের পাশাপাশি পড়ুয়াদের হাতে কলমে শিক্ষার প্রয়োজন রয়েছে। আধুনিক প্রযুক্তির যুগে যেমন কম্পিউটার জানার প্রয়োজন রয়েছে। তেমনি সাইবার ক্রাইম বিষয়েও পড়ুয়াদের সচেতন হবার দরকার।"

সাইবার ক্রাইম সচেতনতা ও সেভ ড্রাইভ সেফ লাইফ বার্তা দিতে মোটরসাইকেল মিছিল

প্রবীর রায় : রবিবার সকালে সাইবার ক্রাইম সচেতনতা ও সেভ ড্রাইভ সেফ লাইফ বার্তা দিতে মোটরসাইকেল মিছিল হল ব্যারাকপুরের। আয়োজক ব্যারাকপুর বিবেক মেলার পক্ষ থেকে ব্যারাকপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পৌর পিতা সম্রাট তাপাদারের উদ্যোগে। ব্যারাকপুর কালিয়ানিবাস থেকে শুরু হয়ে গান্ধীঘাট পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়।এই আয়োজনে উপস্থিত ছিলেন এসিপি ব্যারাকপুর মোহাম্মদ বদরুজ্জামান,এসিপি সাইবার ক্রাইম দেবাশীষ বিশ্বাস, আইসি টিটাগড় তাপস কুমার নস্কর, আইসি ব্যারাকপুর স্বপন কুমার ছাবরি,ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস, প্রধান উদ্যোক্তা সম্রাট তাপাদার, কাউন্সিলর স্বপন ভট্টাচার্য রমেশ সাউ সত্যজিৎ আচার্য, সহ বিশিষ্টজনেরা।মিছিল শেষে ব্যারাকপুর গান্ধীঘাটে গান্ধীজীর স্মৃতিসৌধে মাল্যদান করা হয়।

*खेल*

18 वीं टाटा iplआज शुरू होने के लिए तैयार है

फोटो: संजय हजरा (Khabar kolkata )

*खेल*

18 वीं टाटा iplआज शुरू होने के लिए तैयार है

फोटो: संजय हजरा (Khabar kolkata )

*খেলা*

আজ শুরু হতে চলেছে ১৮ তম টাটা আই পি এল

ছবি : সঞ্জয় হাজরা(khabar kolkata)