*বিরাট কোহলির সঙ্গে বরুণের একটা দ্বৈরথ দেখা যেতে পারে শনিবার*
খেলা
আইপিএল
![]()
Khabar kolkata sports Desk: আই পি এলে শনিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে অভিযান শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। আর আগামীকালই দেখা যেতে পারে বিরাট কোহলির সঙ্গে বরুণের একটা দ্বৈরথ। শুক্রবার কেকেআর স্পিনার বরুণের কথায়, “আলাদা করে এই ম্যাচ নিয়ে কিছু বলার নেই। আগের ম্যাচগুলোয় যে ভাবে উইকেট পেয়েছিলাম সেটাই অনুসরণ করতে চাই। আগের ম্যাচগুলোয় পরিস্থিতি পুরোপুরি আমাদের অনুকূলে ছিল। তাই আমি নিজের সেরাটা দিতে পেরেছি।”এ বার কে কে আর এর নতুন মেন্টর ও অধিনায়কের অধীনে খেলতে নামবে কেকেআর। মেন্টর ডোয়েন ব্র্যাভোর পাশাপাশি নেতৃত্বে থাকছেন অজিঙ্ক রাহানে। বরুণের মতে, তাঁদের দল ভালই হয়েছে। তবে প্রতিযোগিতার শুরুর দিকেই সঠিক প্রথম একাদশ ঠিক করে ফেলতে হবে।বরুণ বলেছেন, “এবার দলটা ভালই হয়েছে। তবে সঠিক প্রথম একাদশ চিহ্নিত করে ধারাবাহিক ভাবে ভাল খেলতে পারাই আসল কাজ"।আজ ইডেনে দু'দলের খেলোয়াড়দেরকে দেখা গেল অনুশীলন করতে।
![]()
ছবি: সঞ্জয় হাজরা ।

















Mar 22 2025, 08:26
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
2.0k