*২২ মার্চ থেকে শুরু আইপিএল, রাতে চলবে অতিরিক্ত মেট্রো*

Khabar kolkata News Desk: ২০২৫ এর আইপিএল খেলা শুরু হচ্ছে শনিবার, ২২ মার্চ।প্রথম ম্যাচেই ঘরের মাঠে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরুদ্ধে। ইডেন গার্ডেন্সে এই ম্যাচ দেখে দর্শকদের যাতে ফিরতে সমস্যা না হয়, তার জন্য মাঝরাতে চলবে পর্যন্ত চলবে মেট্রো। এই পরিষেবা পাওয়া যাবে দু’টি লাইনে।তবে তার জন্য অতিরিক্ত ভাড়া দিতে হবে। বৃহস্পতিবার মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, বাংলার ক্রিকেট সংস্থা রাতে অতিরিক্ত ট্রেন চালানোর অনুরোধ করেছিল। সেই অনুরোধ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর-কবি সুভাষ ও গ্রিন লাইন-২ অর্থাৎ, এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে অতিরিক্ত ট্রেন চলবে শনিবার।

খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। শেষ হতে হতে ১১টা বেজে যাবে। সেই কারণে রাত ১২.১৫ মিনিটে একটি করে বিশেষ মেট্রো চালানো হবে। এসপ্ল্যানেড থেকে একটি ট্রেন যাবে দক্ষিণেশ্বর। একটি ট্রেন যাবে কবি সুভাষ। দু’টি ট্রেন একই সময়ে ছাড়বে। রাত ১২.৪৮ মিনিটে ট্রেন দু’টি দক্ষিণেশ্বর ও কবি সুভাষ পৌঁছবে। প্রতিটি স্টেশনে থামবে ট্রেন। তবে যাত্রীরা স্মার্ট কার্ড, টোকেন ও কিউআর টিকিট একমাত্র এসপ্ল্যানেড স্টেশন থেকেই কাটতে পারবেন।এই বিশেষ পরিষেবার জন্য অতিরিক্ত ভাড়া দিতে হবে যাত্রীদের। মেট্রোর সাধারণ ভাড়ার থেকে অতিরিক্ত ১০ টাকা করে দিতে হবে। অর্থাৎ, এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর যেতে ২০ টাকা ভাড়া লাগে। কিন্তু এই ট্রেনে যেতে খরচ হবে ৩০ টাকা।

*আইপিএল প্রাকটিস*

খেলা

আইপিএল প্রাকটিস

ইডেন গার্ডেনস্

RCB

ছবি: সঞ্জয় হাজরা (khabar kolkata)

*আইপিএল প্রাকটিস*

খেলা

আইপিএল প্রাকটিস

ইডেন গার্ডেনস্

কে কে আর

ছবি: সঞ্জয় হাজরা (khabar kolkata)

*ব্যারাকপুর পুলিশ কমিশনটের উদ্যোগে রক্তদান শিবির*

Khabar kolkata News Desk: ব্যারাকপুর পুলিশ কমিশনটের অন্তর্ভুক্ত মোহনপুর থানার পুলিশের পক্ষ থেকে মোহনপুরের এক অনুষ্ঠান গৃহে আয়োজিত হল রক্তদান শিবির। বৃহস্পতিবার এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন নগরপাল অজয় কুমার ঠাকুর। উপস্থিত ছিলেন এডিসিপি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা, এসিপি ব্যারাকপুর মোহাম্মদ বদরুজ্জামান, আইসি মোহনপুর দ্রাবির হোসেন মন্ডল, ওসি ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ড দিলীপ দাস চেয়ারম্যান ও ব্যারাকপুর পৌরসভা পৌর প্রধান উত্তম দাস।এই রক্তদান শিবিরে ৫৫ জন রক্তদাতা রক্ত দান করেন।

*টালিগঞ্জের স্বাধীন পরিচালক বিদুলা ভট্টাচার্যর কাজে কোনরকম বাধাদান করতে পারবে না ফেডারেশন, হাইকোর্ট*

নিজস্ব প্রতিনিধি : টালিগঞ্জের স্বাধীন পরিচালক বিদুলা ভট্টাচার্যর কাজে কোনরকম বাধাদান করতে পারবে না ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি অফ ওয়েস্ট বেঙ্গল বা ফেডারেশন। কাজে বাধাদান ও ফেডারেশনের দাদাগিরি নিয়ে বিদুলার দায়ের করা আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এই আবেদনের ফের শুনানি হবে ৩ এপ্রিল। ফেডারেশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হন একদা রাজ চক্রবর্তীর সহকারী পরিচালক বিদুলা ভট্টাচার্য। তাঁর আবেদন, কাজের সুস্থ পরিবেশ ফেরানোর ব্যবস্থা করুক রাজ্য।মামলায় অভিযোগ করা হয়েছে যে, ফেডারেশনের কিছু অলিখিত সিদ্ধান্ত এবং স্বেচ্ছাচারিতার জন্য কাজের সুষ্ঠু পরিবেশ ব্যাহত হচ্ছে। আদালত প্রশ্ন তুলেছে ফেডারেশনের এক নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ পেলেও রাজ্য কেনো ব্যবস্থা নিচ্ছে না। এই ব্যাপারে রাজ্যকে প্রশ্ন করা হলে কোনো সদুত্তর মেলেনি। অভিযোগ, ওই নেতা প্রযোজকদের ৬০ শতাংশের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। কিন্তু সঠিক তথ্য প্রমাণ না দিতে পারায় প্রযোজকরা পাল্টা মানহানির মামলা করেছেন।

নৈহাটিতে রাজ্য সাধারণ হাসপাতালে স্মার্ট ওপিডি-র শিলান্যাস

নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি মুখ্যমন্ত্রী নৈহাটিতে ঘোষণা করে গিয়েছিলেন খুব শীঘ্রই নৈহাটির সরকারি হাসপাতালে স্মার্ট ওডিপি-র নতুন ভবনের কাজ শুরু হবে।তার সেই নির্দেশ মতোই নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালে স্মার্ট ওডিপি-র নতুন ভবনের শিলান্যাস অনুষ্ঠান হল বৃহস্পতিবার। সাংসদ তহবিলের দুই কোটি টাকায় নির্মিত হবে এই ওডিপি ভবন। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে হাজির ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, নৈহাটির বিধায়ক সনৎ দে, নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়, জেলা স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্ত প্রমুখ। এদিন সাংসদ পার্থ ভৌমিক বলেন, "নৈহাটি উপ-নির্বাচনের পর বড়মার মন্দিরে পুজো দিতে এসে নৈহাটি ও ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে স্মার্ট ওপিডি গড়ে তোলার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী নৈহাটিতে ওপিডি ভবন নির্মাণের কাজ শুরু হবে। আগামী ২৬ মার্চ ভাটপাড়ায় ওপিডি ভবনের শিলান্যাস হবে"। প্রসঙ্গত, গত এক বছর ধরে ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে সুপার নেই। এ প্রসঙ্গে জেলা স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্ত বলেন, "এতে রোগীদের কোনও সমস্যা হচ্ছে না। তবে পরিষেবার নজরদারির ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে"।

*খেলা*


আই পি এল

আই পি এল খেলতে কলকাতায় পৌঁছালেন বিরাটরা।

ছবি সঞ্জয় হাজরা (khabar kolkata)।

*রাশিফল*

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Thursday, March 20, 2025)

মানসিক চর্চার জন্য আকর্ষণীয় কিছু পড়ুন। আজ, আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন। কোন বিদেশী আত্মীয়ের কাছ থেকে পাওয়া উপহার আপনাকে খুশি করে তুলবে। বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেম আসবে। আপনি ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন। ফাঁকা সময়ে আপনি কোনো সিনেমা দেখতে পারেন সেই সিনেমা আপনার পছন্দ হবে না আর আপনার মনে হবে আপনি আপনার মূল্যবান সময় হারিয়ে ফেললেন। আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা কুড়োবে।

প্রতিকার :- গরুকে হলুদ ছোলা বা শস্য খাওয়ান, এর ফলে প্রেমের জীবনে উন্নতি হইবে।

বৃষভ রাশিফল (Thursday, March 20, 2025)

আপনি পরিস্থিতি সামলানোর ফলে আপনার উদ্বেগের সৃষ্টি হবে। আপনি সম্ভবত বুঝতে পারবেন যে এটি সাবানের বুদ্বুদের মতো সবই ভিত্তিহীন যা সাহসের প্রথম স্পর্শেই ধসে গেছে। আজ, আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আপনার আগ্রাসী প্রকৃতির কারণে আপনি প্রত্যাশার মতো উপার্জন করতে পারবেন না। ইতিবাচক চিন্তা এবং বাক্য দিয়ে আপনার প্রয়োজনীয়তা তৈরী করুন যা দিয়ে আপনার পরিবারের লাভ হয়। আপনার প্রেমিকার আবেগের চাহিদার সামনেও মাথা নোয়াবেন না। মানুষ আপনার প্রচেষ্টার জন্য কর্মক্ষেত্রে আপনাকে চিনতে পারবে। আপনার ব্যাক্তিত্ব এমন যে আপনি বেশি লোকের সাথে বিরক্ত বোধ করেন আর তারপর নিজের জন্য সময় বার করার চেষ্টা করতে লাগেন।এই অর্থে আজ আপনার জন্যে একটি দুর্দান্ত দিন হতে চলেছে।আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। আজ আপনি আপনার বিবাহের একটি কঠিন সময়ের সন্মুখীন হতে পারেন।

প্রতিকার :- গণেশ জির চরণে দূর্বা অর্পণ করলে প্রেম জীবনে তার সুপ্রভাব পরবে।

মিথুন রাশিফল (Thursday, March 20, 2025)

আজ, আপনার স্বাস্থ্য সুস্থ হবে বলে আশা করা হচ্ছে। আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি আজ আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন। আপনার আর্থিক জীবন আজ সমৃদ্ধ হবে। পাশাপাশি, আপনি আপনার ঋণ গুলি থেকে মুক্তি পেতে পারেন। আজ আপনার জন্য নতুন চেহারা-নতুন পোশাক পরিচ্ছদ-নতুন বন্ধু হতে পারে। আপনি আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাকিত্বের দশা, যা আপনাকে দীর্ঘ সময় ধরে গ্রাস করছিল, তা শেষ হবে। বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে। ফাঁকা সময়ে আজকে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন। আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন এবং আপনি আবার তার প্রেমে পড়তে পারেন।

প্রতিকার :- ফল ও রুটি রাখার জন্য বাঁশের বা বেঁতের বা খাগড়া দিয়ে তৈরি ঝুড়ি বা ট্রে ব্যবহার করুন। এই প্রতিকার ব্যবহার করলে আপনার পারিবারিক জীবনে বাধা বিঘ্ন কমতে থাকবে।

কর্কট রাশিফল (Thursday, March 20, 2025)

আজ আপনার উচ্চ প্রত্যয় সদ্ব্যবহারে লাগানোর চেষ্টা করুন। এক ধকলসাধ্য দিন হওয়া সত্ত্বেও আপনি আপনার প্রাণশক্তি সঞ্চয় সমর্থ হবেন। এটি আরেকটি উচ্চ-শক্তিসম্পন্ন দিন এবং অপ্রত্যাশিত লাভ আগে থেকেই দেখা যাচ্ছে। এমন বন্ধুদের সাথে দেখা করুন যাদের আপনার সহায়তা প্রয়োজন। খুব ছোট কোন সমস্যা নিয়ে আপনার প্রেমিকার সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে। নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময়-এবং সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির। আপনার যোগাযোগ কৌশল এবং কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে। আজ আপনার স্ত্রী আপনার অতীত থেকে একটি গোপন জিনিস জেনে সামান্য পরিমাণ আঘাত পেতে পারেন।

প্রতিকার :- সবুজ কলাই দ্বারা তৈরি লাড্ডু বা মিষ্টি খাবার গণেশের মন্দিরে দান করুন ও তা বাচ্চাদের দান করুন, এর ফলে আপনার প্রেমের জীবনে সুন্দর মুহূর্ত তৈরি হবে।

সিংহ রাশিফল (Thursday, March 20, 2025)

স্বাস্হ্যের দিক থেকে এটি অত্যন্ত ভালো দিন। আপনার মনের উচ্ছল অবস্থা আপনাকে কাঙ্খিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে। একাধিক উত্স থেকে আর্থিক লাভ হবে। কোন শিশুর স্বাস্হ্য কিছু উদ্বেগের সৃষ্টি করতে পারে। প্রি়য়জনের কাছে আপনার উপস্থিতি বিশ্বের সবচেয়ে সুন্দর মুহূর্ত গড়ে তুলবে। আজ, আপনি জানতে পারবেন যে আপনার ভালবাসার সঙ্গীই একমাত্র জন যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালবাসবে। যখন আপনার মনে হয় যে আপনার কাছে ঘরের লোকেদের জন্য বা বন্ধুদের জন্য সময় নেই তখন আপনার মন খারাপ হয়ে যায়। আজকেও আপনার মনের পরিস্থিতি এমনি থাকতে পারে। আজ, আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন।

প্রতিকার :- শান্তিপূর্ণ এবং সমন্বিত পারিবারিক জীবনের জন্য ১০৮ দিন ঘরে গঙ্গাজল ছড়ান।

কন্যা রাশিফল (Thursday, March 20, 2025)

টাকাপয়সার অবস্থা এবং আর্থিক সমস্যা যেমন করেই হোক এক উত্তেজনার উত্স । সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেগুলিকে সতর্কতার সাথে সামলাতে হবে। যাদের সাথে আপনি কদাচিৎ সাক্ষাৎ করেন তাদের সাথে য়োগাযোগের ভালো দিন। ব্যস্ত রাস্তায়, আপনি বুঝতে পারবেন যে আপনার প্রণয়ী সেরা তাই আপনি ভাগ্যবান। আজ নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে। কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়া প্রয়োজন হবে। ভালো খাবার, রোমান্টিক মুহুর্ত; আপনার জন্য আজ সবকিছুর পূর্বাভাস আছে।

প্রতিকার :- একটি সাদা কাপড়ে খিরনি শিকড় বেঁধে রাখলে স্বাস্থ্যের উন্নতি ঘটবে।

তুলা রাশিফল (Thursday, March 20, 2025)

আপনার আবেগপ্রবণ এবং জেদী প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন, বিশেষ করে পার্টিতে যেহেতু এটি পার্টির মেজাজ খারাপ করতে পারে। বিনিয়োগের যে স্কিমগুলো আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুঁটিয়ে দেখুন- কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। বিতর্ক এবং মুখোমুখি সংঘাত ও অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন। আপনার অনুগত এবং অসংশয়িত প্রেমে একটি ঐন্দ্রজালিক সৃজনশীল ক্ষমতা আছে। আপনার আত্মবিশ্বাস আপনার পেশাদার জীবনের উপর একটি প্রভাব তৈরি করবে। এরফলে আপনি অন্যদের আপনার লক্ষ্য সম্পর্কে আশ্বস্ত করতে পারবেন এবং তাদের সহায়তা পেতে সক্ষম হবেন। চন্দ্রমার পরিস্থিতি দেখে, বলা যেতে পারে যে আজ আপনার অনেক ফাঁকা সময় থাকবে তবে তার পরেও আপনি যে কাজটি করতে হয়েছিল তা করতে পারবেন না আপনার বৈবাহিক জীবনকে ভাল করার প্রচেষ্টা আপনাকে আজ প্রত্যাশার চেয়ে বেশী ভালো রং প্রদর্শন করবে।

প্রতিকার :- নিজেকে ফিট ও সবল রাখার জন্য দুধ, দই, কর্পূর ও সাদা রঙের ফুল দান করুন।

বৃশ্চিক রাশিফল (Thursday, March 20, 2025)

স্বাস্হ্যের দিক থেকে এটি অত্যন্ত ভালো দিন। আপনার মনের উচ্ছল অবস্থা আপনাকে কাঙ্খিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে। আজ, আপনি আপনার পরিবারের সদস্যদের একসাথে যাওয়ার জন্য নিতে পারেন এবং তাদের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে পারেন। বাচ্চারা স্কুলে পড়াশোনার প্রতি অমনোযোগের কারণে আপনি হতাশ হতে পারেন। সতর্ক থাকুন, আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোষামোদ করতে পারে-আমাকে এই নিঃসঙ্গ পৃথিবীতে একা ছেড়ে যেও না বলতে পারে। যৌথ উদ্যোগ এবং অংশীদারীত্ব থেকে দূরে থাকুন। আজ সেরকমই একটি দিন যখন বিষয়গুলি আপনার ইচ্ছামাফিক চলে না। আজ, আপনি এবং আপনার স্ত্রী সত্যিই গভীর ভাবপূর্ণ রোমান্টিক কথা বলবেন।

প্রতিকার :- পরিবারে সবার মধ্যে আন্তরিকতা বজায় রাখার জন্য কলা গাছের শিকড় বাড়িতে ও অফিস রেখে দিন।

ধনু রাশিফল (Thursday, March 20, 2025)

আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনার ভয় থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করুন, কারণ তাৎক্ষণিকভাবে আপনার স্বাস্থ্যের প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে এবং ভাল স্বাস্থ্য উপভোগে আপনার প্রতিবন্ধকতা আছে। আপনি আজ এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রায়শই আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয়, যে কোনও পুরানো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে। বাচ্চারা স্কুলে পড়াশোনার প্রতি অমনোযোগের কারণে আপনি হতাশ হতে পারেন। আপনার প্রেমিকা আজ আপনার কাছে কিছু দাবি করতে পারে তবে আপনি ইচ্ছাগুলি পূরণ করতে সক্ষম হবেন না। এটি আপনার প্রিয়জনকে বিচলিত করতে পারে। পেশাদার ক্ষেত্রে দায়িত্ববৃদ্ধির সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে। আজ আপনি আপনার অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করার ধারণা করতে পারেন। এই সময়ে, আপনার অপ্রয়োজনীয় বিতর্ক মধ্যে পড়া উচিত নয়। আজ, আপনি আপনার অর্ধাঙ্গীনীর অর্থ কতটা তা বুঝতে পারবেন।

প্রতিকার :- সুখ ও শান্তিময় সংসার জীবন পেতে ভোরবেলা ১১ বার ‘ওম ক্রাং ক্রিং ক্রৌং সঃ ভৌমায় নমঃ’ জপ করুন।

মকর রাশিফল (Thursday, March 20, 2025)

আত্ম-বিকাশের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায়ে আপনাকে পুরস্কৃত করবে- আপনি নিজের সম্পর্কে ভালো এবং প্রত্যয়ী অনুভব করবেন। যদি আপনি একটু বাড়তি টাকাপয়সা উপার্জনের উপায় খুঁজছেন-তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন। নাতিনাতনিরা প্রাচুর্যপূর্ণ খুশির উৎস হবে। ভালোবাসা ইতিবাচক অনুভূতি দেখাবে। আজ, আপনি জানতে পারবেন যে আপনার ভালবাসার সঙ্গীই একমাত্র জন যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালবাসবে। ভ্রমণ-বিনোদন এবং সামাজিকতা আজ আপনার কার্যসূচীতে থাকবে। আজ, আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন।

প্রতিকার :- নিজের ইষ্টদেবতাকে লাল সিঁদুর দিয়ে পূজা স্বাস্থ্যের জন্য লাভদায়ক।

কুম্ভ রাশিফল (Thursday, March 20, 2025)

জয় উদযাপন আপনাকে প্রচুর আনন্দ দেবে। আপনি আনন্দ উপভোগের জন্য এই খুশি বন্ধুদের সাথে ভাগ করে নিতে পারেন। আজ, আপনার এক ভাইবোন আপনার কাছ থেকে ঋণ নিতে পারেন। যদিও আপনি তাদের ইচ্ছা পূরণ করবেন, তবে এটি আপনার আর্থিক অসুবিধাগুলি আরও খারাপ করতে পারে। আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে। আজ, আপনি আপনার প্রতিশ্রুতিগুলির কোনওটিই পূরণ করতে সক্ষম হবেন না, যা আপনার প্রেমিককে দুর্দশাগ্রস্ত করতে পারে। একটি জরুরী প্রকল্প-যার উপর আপনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন- বিলম্বিত হবে। আজকে আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি করেন। একজন বহিরাগত আপনার এবং আপনার সঙ্গীনির মধ্যে ব্যবধান তৈরী করার চেষ্টা করতে পারেন, কিন্তু আপনারা দুজনেই তা সামলে নেবেন।

প্রতিকার :- পরিষ্কার পরিছন্ন ও ধোয়া কাপড় জামা পড়লে আর্থিক সমৃদ্ধি হবে।

মীন রাশিফল (Thursday, March 20, 2025)

স্বাস্হ্য সুন্দর থাকবে। কোনও পুরানো বন্ধু আজ আপনাকে আর্থিক সাহায্য চাইতে পারে। তবে, আপনার সহায়তা আপনার আর্থিক অবস্থার দুর্বল করতে পারে। অলীক কল্পনার পেছনে না ছুটে আরো বাস্তববাদী হবার চেষ্টা করুন- বন্ধুদের সঙ্গে সময় কাটান– এতে আপনার ভালোই হবে। প্রেমে ভোগান্তি হবে এবং এমনকি আপনার মূল্যবান দান/ উপহারও আজকে কোন জাদু করবে না। নিকটতম বন্ধুর দেওয়া ভুল পরামর্শের কারণে এই চিহ্নটির ব্যবসায়ীরা আজ সমস্যায় পড়তে পারেন। আজ, কর্মক্ষম নেটিভদের কর্মক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। আজকে আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি করেন। লোকেদের হস্তক্ষেপ আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক আজ ক্ষতি করতে পারে।

প্রতিকার :- ব্রোঞ্জের থালায় খাবার খেলে আপনার প্রেম জীবনে সৌভাগ্য বহন করে আনবে।

(Courtesy-AstroSage)

*মহাপ্রভু শ্রী চৈতন্যের অমোঘ দর্শন*

ডেস্ক : কলিযুগে জীবের দুঃখ মোচনের জন্য কৃষ্ণনামের উপর জোর দেওয়া এবং ভক্তি ও ভালোবাসার মাধ্যমে ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করা। তাঁর অমোঘ দর্শন আজ আমরা স্মরণ করবো।

কৃষ্ণনামের উপর জোর:

মহাপ্রভু কলিযুগে জীবের দুঃখ দূর করতে কৃষ্ণনাম জপ করার উপর বেশি জোর দিয়েছেন।

ভক্তি ও ভালোবাসার মাধ্যমে ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন:

তিনি ভক্তি ও ভালোবাসার মাধ্যমে ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করার কথা বলেছেন, যা জীবনের পরিপূর্ণতা অর্জনে সাহায্য করে।

গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা:

তিনি গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠা করেন, যা ভক্তি ও ভালোবাসার উপর ভিত্তি করে গড়ে উঠেছে।

সৎসঙ্গের উপর গুরুত্ব:

মহাপ্রভু সৎসঙ্গের উপর গুরুত্ব দিয়েছেন, যেখানে ভক্তরা একত্রিত হয়ে ঈশ্বরের গুণকীর্তন করে এবং একে অপরের কাছ থেকে জ্ঞান লাভ করে।

মায়ার উপর নির্ভর না করা:

মহাপ্রভুর মতে, ঈশ্বর মায়াতে থেকেও তাঁর সুখ-দুঃখের সাথে যুক্ত হন না, তেমনি বুদ্ধি আত্মার আশ্রয় থেকেও তার গুণের সাথে যুক্ত হয় না।

*East Bengal crowned champions of P. Sen Invitational Tournament*

Sports 

 Khabar kolkata sports Desk: Riding on a brilliant all-round performance, East Bengal Club outclassed Md Sporting Club by 177 runs in the summit clash on Wednesday to emerge champions of P. Sen Memorial Invitational Tournament.

Put into bat, East Bengal club posted a challenging 339/5 in 50 overs at the JU, Salt Lake Campus ground. 

Sandipan Das (101 off 117 balls), Agniv Pan (76 not out 71), Amitoze Singh (65 off 42) and Sumit Kumar (30 not out off 9) were superb with the bat for East Bengal.

For Md Sporting Club, Toufik Uddin Mondal (2-54) and Nilkantha Das (2-88) were the pick of the bowlers.

In reply, Md Sporting Club were bowled out for 162 in 29.3 overs. Lalit Yadav top-scored with a fighting 47. 

Ayan Bhattacharya (4-48), Sumit (2-25), Suraj Sindhu Jaiswal (2-47) were brilliant with the ball for East Bengal.

 Pic Courtesy by: CAB