*রাশিফল*

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। তো চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Wednesday, March 12, 2025)

আপনার কম জীবনীশক্তি সিস্টেমের মধ্যে দীর্ঘস্থায়ী বিষের মত কাজ করবে। নিজের কিছু সৃষ্টিশীল কাজ নিয়োজিত রাখা এবং এই রোগের বিরুদ্ধে নিজেকে উদ্বুদ্ধ রাখাই সবচেয়ে শ্রেয়। যে ব্যবসায়ীরা কাজের জন্য বাসা থেকে বেরোচ্ছেন তাদের আজ তাদের অর্থ নিরাপদ জায়গায় সংরক্ষণ করা উচিত, কারণ চুরির সম্ভাবনা রয়েছে। ঘরের চেহারা উন্নত করতে এর চারপাশে ছোটখাটো পরিবর্তনের দায়িত্ব নেওয়া হবে। যদি আপনি কিছু ভালবাসা ভাগ করেন তাহলে আপনার প্রণয়ী আপনার জন্য আজ একটি দেবদূতে পরিণত হবে। আজ আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন। ভ্রমণ-বিনোদন এবং সামাজিকতা আজ আপনার কার্যসূচীতে থাকবে। আপনার আজ আপনার স্ত্রীর অবিশাস্য উষ্ণতার সঙ্গে নিজেকে রাজার মত মনে হবে।

প্রতিকার :- ত্রিফলা বা তিন টি জড়িবুটির সংমিশ্রণ রোজ খেলে স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পরবে।

বৃষভ রাশিফল (Wednesday, March 12, 2025)

আপনার বদ অভ্যাস আপনার উপর ব্যাপক প্রতিহিংসা নেবে। আজ কোনও পাওনাদার আপনার দরজায় এসে আপনাকে ঋণ নেওয়ার জন্য বলতে পারে। তাদের কাছে অর্থ ফেরত দিয়ে আপনি আর্থিকভাবে আটকে যেতে পারেন। আপনাকে ঋণ নেওয়া এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে। এমন একজন আত্মীয়ের সাথে দেখা করুন যিনি সুস্থ নেই। সমগ্র মহাবিশ্বের উচ্ছ্বাস দুই জনের মধ্যে অনুষ্ঠিত হবে যারা প্রেম পড়েছে। হ্যাঁ, আপনি সেই ভাগ্যবানদের মধ্যে একজন। ব্যবসা সম্পর্কিত কথা,ব্যাবসার কথা কাউকে বলবেন না। যদি আপনি সেটা করেন তাহলে আপনি বড়ো সমস্যার মধ্যে পড়তে পারেন। আপনার ব্যক্তিত্ব মানুষের থেকে কিছুটা আলাদা এবং আপনি একা সময় কাটাতে পছন্দ করেন। আজ আপনি নিজের জন্য সময় পাবেন তবে অফিসের যে কোনও সমস্যা আপনাকে পীড়িত করবে। বিবাহিত জীবনে অনেক সুবিধা আসবে এবং আপনি তাদের সবকটিকে অনুভব করতে পারবেন।

প্রতিকার :- সাদা ফুল ও কিছু অর্থ জলে নিক্ষেপ করলে আপনি খুবই ভালো স্বাস্থ্যের অধিকারী হতে পারবেন।

মিথুন রাশিফল (Wednesday, March 12, 2025)

আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে। কারো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে- কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূ হবে। বয়স্ক আত্মীয়দের অযৌক্তিক চাহিদা করা সম্ভবপর। ভালবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা আজ মিশে যাবে। আজ অফিসে কাজ করার মতো মনে হবে না। আপনি একটি দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হবেন, যা আপনাকে আপনার কাজে মনোনিবেশ করতে দেবে না। আজকে আপনি অফিস পৌছে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করতে পারেন।বাড়ি পৌছে আজকে আপনি সিনেমা বা কোনো পার্কে যাওয়ার পরিকল্পনা করতে পারেন পরিবারের লোকজনের সাথে। আজ, আপনার সঙ্গী প্রেম এবং সংবেদনের একটি আলাদা পৃথিবীতে আপনাকে রাজত্ব করাতে পারে।

প্রতিকার :- আর্থিক ভাবে দুর্বল এমন কোনো কন্যাকে খির বা পায়েস প্রদান করলে পরিবারের সুখ বৃদ্ধি পাবে।

কর্কট রাশিফল (Wednesday, March 12, 2025)

আবেগের দিক থেকে আপনি খুব একটা স্থিতিশীল থাকবেন না-কাজেই অন্যদের সামনে আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কিছু বলছেন সে বিষয়ে সতর্ক থাকুন। বিনোদন এবং রূপচর্চায় বেশী খরচ নয়। ঘরে উৎসবের বাতাবরণ আপনার উত্তেজনা কম করবে। নিশ্চিত করুন যে আপনিও নীরব দর্শক না হয়ে থেকে এতে অংশগ্রহণ করছেন। প্রেম সংক্রান্ত বিষয়ে ভৃত্যসুলভ আচরণ করবেন না। আপনি সরাসরি উত্তর না দিলে আপনার সহযোগীরা বিরক্ত হতে পারে। আজকে আপনি অযথা জটিলতার থেকে দূর হয়ে কোনো মন্দির,গুরুদুয়ারা বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন। আপনার মনে হতে পারে আপনার বিবাহিত জীবন বিরক্তিকর হয়ে যাচ্ছে। কিছু উত্তেজনা খুঁজে বের করুন।

প্রতিকার :- পবিত্র বা ধর্মীয় স্থলে সাদা ও কালো কম্বল দান করলে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভ দায়াক হবে।

সিংহ রাশিফল (Wednesday, March 12, 2025)

আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে- কিন্তু কাজের চাপ আপনার বিরক্তের কারণ হবে। আপনি অর্থের গুরুত্বটি খুব ভালভাবেই জানেন, যে কারণে আপনি আজ যে অর্থ সঞ্চয় করছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনও বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে। ঘরে উৎসবের বাতাবরণ আপনার উত্তেজনা কম করবে। নিশ্চিত করুন যে আপনিও নীরব দর্শক না হয়ে থেকে এতে অংশগ্রহণ করছেন। ভালোবাসার জন্য উৎসাহময় দিন- সন্ধ্যের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করুন এবং এটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করতে চেষ্টা করুন। অল্পস্বল্প বাধাসহ- এই দিনটি দুর্দান্ত কৃতিত্বের দিন বলে মনে হচ্ছে- এমন সহকর্মীদের দিকে নজর রাখুন যাঁরা যা চাইছেন তা না পেলে খেয়ালী হয়ে উঠতে পারেন। আপনার ঘরের কোনো বিশেষে ব্যাক্তি আজকে আপনার সাথে সময় কাটানোর কথা বলবে কিন্তু আপনার কাছে সময় না থাকায় তার খারাপ লাগবে আর আপনার ও খারাপ লাগবে। আজ আপনি বিয়ের সত্য ভাবাবেশ জানতে পারবেন।

প্রতিকার :- যেকোনো শুভ অনুষ্ঠানে যেমন বিবাহ ইত্যাদিতে নিষ্ঠার সাথে ওপরের সাহায্য করুন ও সেবা অর্পণ করুন।এর ফলে আপনার ব্যবসা বা কর্মজীবনে অনেক উন্নতি হবে।

কন্যা রাশিফল (Wednesday, March 12, 2025)

আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে। অনেক মানুষ আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবে। আপনার বাড়তি টাকাপয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে। ঘরে উৎসবের বাতাবরণ আপনার উত্তেজনা কম করবে। নিশ্চিত করুন যে আপনিও নীরব দর্শক না হয়ে থেকে এতে অংশগ্রহণ করছেন। খুব ছোট কোন সমস্যা নিয়ে আপনার প্রেমিকার সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে। পরিবর্তিত সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে নতুন প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়া জরুরী হয়ে দাঁড়াবে। ব্যাস্ত রুটিন তবুও আজকে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন।ফাঁকা সময়ে আজকে আপনি কিছু সৃজনী করতে পারেন। আপনার স্ত্রী আপনার স্বাস্থ্যর দিকে আজ অসংবেদী হতে পারেন।

প্রতিকার :- প্রেম জীবন মসৃণ ও সহজ করতে একটি নারকেল এবং সাতটি আমন্ড যেকোনো ধর্মীয় জায়গায় দান করুন।

তুলা রাশিফল (Wednesday, March 12, 2025)

অতীত উদ্যোগগুলি থেকে আসা সাফল্য আপনার প্রত্যয় বাড়িয়ে তুলবে। যারা ক্ষুদ্রতর ব্যবসায় পরিচালনা করছেন তারা আজ তাদের বন্ধ হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনও পরামর্শ নিতে পারেন, যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে। আপনাকে শান্তি বজায় রাখার জন্য আপনার রাগকে দমন করতে হবে এবং পারিবারিক পরিবেশকে দূষিত হতে দেবেন না। যদি আপনি আজ প্রেম করার সুযোগ না হারান তাহলে আপনি আপনার সমগ্র জীবনে এই দিন ভুলবেন না। আপনার কঠোর পরিশ্রমের পুরস্কারস্বরূপ আপনি পদোন্নতি পেতে পারেন। আর্থিক লাভ সম্পর্কে চিন্তা করবেন না কারণ পরবর্তী সময়ে আপনি লাভবান হতে পারেন। আপনার অতীতের কারোর আপনাকে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব। আজ বিশ্ব ধবংস হতে পারে, কিন্তু আপনি আপনার জীবন সঙ্গীর হাত থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন না।

প্রতিকার :- রোজ রামচরিত মানস ও সুন্দরকান্ড পথ করলে পারিবারিক জীবন সুন্দর ভাবে অতিবাহিত হবে।

বৃশ্চিক রাশিফল (Wednesday, March 12, 2025)

আপনার কম জীবনীশক্তি সিস্টেমের মধ্যে দীর্ঘস্থায়ী বিষের মত কাজ করবে। নিজের কিছু সৃষ্টিশীল কাজ নিয়োজিত রাখা এবং এই রোগের বিরুদ্ধে নিজেকে উদ্বুদ্ধ রাখাই সবচেয়ে শ্রেয়। আপনি আজকে কার্ড ভাল খেললে কিছু অতিরিক্ত নগদ উপার্জন করতে পারেন। বাচ্চাদের সাথে সময় কাটানো গুরুত্বপূর্ণ হবে। আপনি প্রথম দর্শনেই প্রেমে পড়তে পারেন। পেশাদার বিষয় অনায়াসে সমাধান করার জন্য আপনার দক্ষতা ব্যবহার করুন। রাতের সময় আজ আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাটাহাটি করতে পছন্দ করবেন। দিনটি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে।

প্রতিকার :- ভালো স্বাস্থ্য পাবার জন্য ঘরে যথেষ্ট সূর্যালোক আসার ব্যবস্থা করুন।

ধনু রাশিফল (Wednesday, March 12, 2025)

মানসিক স্বচ্ছতা বজায় রাখার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলুন। যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা আজ খুব সুবিধা পাবেন। একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন। নিজেকে ঠিক সঠিক প্রমাণ করার জন্য আপনি এই দিন আপনার সঙ্গীর সাথে ঝগড়া করতে পারেন। তবে আপনার সঙ্গী আপনাকে আরও ভাল বোঝার সাথে শান্ত করবে। উল্লেখযোগ্য ব্যবসায়িক কারবার করার সময় আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। ব্যবসা আর ব্যাবসার চেয়ে বেশি আজকে আপনি নিজের পরিবারের লোকজনের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করবেন। এই কারণে আপনার পরিবারের মধ্যে সাদৃশ্য আসবে। আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা কুড়োবে।

প্রতিকার :- রুদ্রাক্ষের মালা গলায় ধারণ করলে পেশাগত জীবন সুন্দর হবে।

মকর রাশিফল (Wednesday, March 12, 2025)

গর্ভবতী মায়েদের জন্য খুব একটা ভালো দিন নয়। হাঁটার সময় আপনার আরো সতর্ক থাকা উচিত। আজ, আপনি আপনার ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পেতে পারেন। আজ আপনি একটি সামাজিক জমায়েতে কেন্দ্রীয় আকর্ষণ হবেন। অন্যদের হস্তক্ষেপ বিরোধের সৃষ্টি করবে। আপনি বড় কিছুর অংশ হয়ে আপনার প্রশংসা এবং পুরষ্কার জয় করবেন। ঘরে পরে থাকা কোনো পুরোনো জিনিস আজকে আপনি পেতে পারেন তাতে আপনাকে আপনার ছোটবেলার দিনের কথা মনে করিয়ে হতাশ করতে পারে আর আপনি দুঃখের সাথে পুরো দিন একা কাটাতে পারেন। আজ আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারেন, যা আপনাকে কিছুক্ষনের জন্য বিচলিত করে রাখতে পারে।

প্রতিকার :- পূর্ব দিকে মুখ করে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো।

কুম্ভ রাশিফল (Wednesday, March 12, 2025)

মানসিক অসুস্থতা তৈরি হওয়ার আগে আপনি আপনার নেতিবাচক চিন্তাকে ধ্বংস করে ফেলুন। আপনি কিছু দান এবং দাতব্য কাজের মধ্যে নিজেকে জড়িত রাখলে তাদের কাছ থেকে পরিত্রাণ পেতে পারেন যা আপনাকে সম্পূর্ণ মানসিক পরিতৃপ্তি দেবে। দীর্ঘসময়ের স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে। বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে। প্রেম বিষয়ক ব্যাপারে বলশালী হওয়া এড়িয়ে চলুন। আপনার ভালবাসার সঙ্গী সত্যিই কিছু সুন্দর করে আজ আপনাকে অবাক করে দেবে। যদি আপনি কেনাকাটা করতে যান তাহলে বেশি অপব্যায়ী হওয়া এড়িয়ে যান। আজ আপনি আপনার স্ত্রীকে ভুল বুঝতে পারেন, যা আপনাকে সারাদিন বিচলিত করে রাখতে পারে।

প্রতিকার :- বিভিন্ন হলুদ রঙের সামগ্রী খাবারে যোগ করলে যেমন কুমড়ো, কেশর, হলুদ ইত্যাদি, তা আপনার প্রেমের সম্পর্ককে মধুর করে তুলবে ও নিজেদের মধ্যে বোঝাপরাকে মজবুত করবে।

মীন রাশিফল (Wednesday, March 12, 2025)

বাইরের কাজকর্ম আপনাকে লাভ দেবে। দুর্গের মত শৈলীতে ভালোবাসা এবং সর্বদা নিরাপত্তার চিন্তা কেবলমাত্র আপনার শারীরিকের পাশাপাশি মানসিক বিকাশকেই ব্যাহত করে। এটি আপনাকে এক বিচলিত মানুষেও পরিণত করে। একাধিক উত্স থেকে আর্থিক লাভ হবে। যাদের সাথে আপনি কদাচিৎ সাক্ষাৎ করেন তাদের সাথে য়োগাযোগের ভালো দিন। আপনার প্রেমিকার সঙ্গে অশ্লীল আচরণ করবেন না। আপনি আপনার কাজে একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। সময়মত এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। আপনি আপনার অধস্তনদের কিছু দরকারী পরামর্শ কান দিয়ে শুনতে পারেন। আপনার আর্কষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব আপনাকে প্রচারের আলোয় রাখবে। আজ প্রয়োজনের সময় আপনার জীবন সঙ্গীনী আতার পরিবারের সদস্যদের তুলনায় আপনার পরিবারের সদস্যদের কম যত্ন এবং গুরুত্ব দিতে পারেন।

প্রতিকার :- কালো ও সাদা গরুকে খাবার খাওয়ালে আপনার প্রেমের জীবনে তার সুফল পাবন।

(Courtesy-AstroSage)

*বিবাহ,মহিলা ও পুরুষ সম্পর্কে খনার কয়েকটি বচন*

ডেস্ক: খনা বা ক্ষণা ছিলেন জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী বাঙালি নারী।যিনি বচন রচনার জন্যেই বেশি সমাদৃত। মূলত, খনার ভবিষ্যতবাণীগুলোই বঙ্গে ‘খনার বচন’ নামে বহুল পরিচিত। তাঁর বহু বচন জ্যোতিষ শাস্ত্রে এখনও খুবই প্রাসঙ্গিক।

এক .

যখন কোন পুরুষ প্রেমে ছ্যাকা খায় তখন সে ভেবে জীবনে কখনো বিয়ে করবে না। আর যদি কোন মেয়ে প্রেমে ছ্যাকা খায় তখন যাকে সামনে পায় তাকেই বিয়ে করে নেয়।

দুই .

বিবাহ মানে নিজ ঘরে অন্য এক মেয়ের দখলদারিত্ব কায়েম করা। আর ঘরের মালিক এ দখলদারিত্বের মূল্য দেয় প্রতিদিন।

তিন .

বিবাহ মেয়েদের জন্য একটি সূখময় সপ্ন আর পুরুষের জন্য একটি কঠিন দায়িত্ব।

চার .

যদি প্রতিটি মেয়ে জানতো তার বান্ধবী তার ব্যাপারে কী বলে, কি মনোভাব রাখে, তাহলে কোন মেয়ে বান্ধবী পেত না।

পাঁচ .

পুরুষেরা অল্পতে সন্তুষ্ট হয় আর স্বপ্ন দেখে বেশী। কিন্তু মেয়েরা বেশীতেও সন্তুষ্ট হয় না আর স্বপ্ন দেখে কম।

ছয় .

মেয়েরা হল মৌমাছি। সে আপনাকে মধু দেবে ঠিক কিন্তু হুল বসাবে।

সাত .

বিয়ের আগে মেয়েরা তার পুরুষটিকে বীর মনে করে আর বিয়ের পর মনে করে একজন আসামী।

*ঠাকুর নগরের মতুয়া মেলা নিয়ে মামলা দায়ের হাইকোর্টে*

নিজস্ব প্রতিনিধি: মেলার অনুমতি না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তার আবেদনের ভিত্তিতে ঠাকুরনগরে মতুয়া মহাসঙ্গের মেলা করানো নিয়ে সংশ্লিষ্ট জেলা পরিষদের সভাধিপতির বক্তব্য জানতে চাইল হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা জানান, মেলার অনুমতি কার রয়েছে তা নিয়ে বক্তব্য জানাবেন জেলা পরিষদের সভাধিপতি। আগামী ২৭ মার্চ ঠাকুরনগরে মতুয়া মহাসঙ্গের মেলা রয়েছে। প্রতি বছর জেলাশাসকের সঙ্গে আলোচনা করে জেলা পরিষদের সভাধিপতি ওই মেলার অনুমতি দেন। এবছর মেলার অনুমতি না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তাঁর বক্তব্য, মেলার করা অধিকার তাঁদের রয়েছে। রাজ্যের আইনজীবী জানান, সেখানকার সম্পত্তি নিয়ে মতুয়া পরিবারের দু'পক্ষের মধ্যে বিবাদ রয়েছে। মেলা নিয়ে রাজ্যের কোনও আপত্তি নেই। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি।

*বকেয়া পেনশনের দাবিতে ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ অবসরপ্রাপ্ত কর্মীদের*

প্রবীর রায় : তিনমাস ধরে পেনশন মিলছে না ভাটপাড়া পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীদের। ক্ষোভে মঙ্গলবার দুপুরে বেশ কিছুক্ষণ ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা। বিক্ষোভ শেষে তারা থানার ভারপ্রাপ্ত অধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন। প্রসঙ্গত, গত ৬ মার্চ বৃহস্পতিবার চেয়ারপার্সনের ঘরের সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখিয়েছিলেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা। কিন্তু তবুও তাদের বকেয়া পেনশন মেলেনি। তাই এদিন ফের তারা থানার সামনে বিক্ষোভ দেখালেন। থানার অধিকারিক চেয়ারপার্সনের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন বলে জানালেন বিক্ষোভকারী কমল বিশ্বাস। ভাটপাড়া পুরসভার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ আক্ষেপের সঙ্গে বলেন, "পুরসভার একাউন্টসের বিষয়ে তাকে কিছুই জানানো হয় না। তাই পেনশন নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না।"

*শেষ হল বাংলার প্রদেশীয় সন্ত সমাগম*







নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার তারদহ কপাসাটিতে শেষ হল বাংলার প্রদেশীয় সন্ত সমাগম।নিরঙ্কারী সৎগুরু মাতা সুদীক্ষা জী মহারাজ পশ্চিমবাংলার প্রদেশীয় নিরঙ্কারী সন্ত সমাগমের সমাপণ পর্বে উপস্থিত সন্ত প্রভুপ্রেমীদের সম্মোধিত করে ব্যক্ত করেন। তিনি বলেন,"জীবনে শান্তি এবং সুখ বজায় রাখার জন্য প্রভুকে হৃদয়ে বসিয়ে রাখুন, কেননা যখন মনের প্রসন্নতা বজায় থাকে, তখন সব জায়গায় শান্তি এবং আনন্দেরই দিব্য অনুভূতি হয়।"দুদিনের সন্ত সমাগমে কলকাতা ছাড়াও অন্যান্য জেলা থেকে ভক্তরা মিলিত হয়ে সৎগুরুর পবিত্র আশীর্বচন শ্রবণ করার সৌভাগ্য লাভ করেন।

সৎগুরু মাতা জী ভক্তদের সম্মোধন করে বললেন যে, সন্তজন সর্বক্ষণ পরমাত্মার সাথে যুক্ত থেকে নিরন্তর এঁর অনুভূতিতে থেকে সকলের প্রতি প্রেম এবং ভ্রাতৃত্বভাব ইত্যাদি মানবীয় গুণগুলিকে গ্ৰহন করে এক সুখময়, আনন্দময় জীবন যাপন করেন। বাস্তবিক জীবনের কথা উল্লেখ করে সৎগুরু মাতা জী বললেন যে, সত্যিকার জীবন কেবল সেটাই যার মধ্যে পরমাত্মার প্রেম এবং এঁর ভক্তির বাস হয়। এইজন্যই আমাদের প্রেমাভক্তি, সমর্পণ এবং কর্তব্য পালন করার সাথে সাথে নিজের জীবনে প্রেমের সেতু নির্মাণ করতে হবে। এটাই হল জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধির একমাত্র সরলতম সাধন।

শেষে সৎগুরু মাতা জী সকল ভক্তদের নিরঙ্কার প্রভুকে জেনে নিয়ে গৃহস্থ জীবনে থেকে পরিবার এবং সমাজের সমস্ত দায়িত্ব নির্বাহন করে নিত্য সেবা, স্মরণ এবং সৎসঙ্গের মাধ্যমে ভক্তি করার প্রেরণা দেন।

সমাগমের অন্তর্গত অনেক বক্তারা, কবিরা এবং গীতিকাররা আপন দিব্য বাণী এবং অনুভব দ্বারা হিন্দী, ইংরেজী এবং বাংলা ভাষার মাধ্যমে গুরু মহিমার ভাবপূর্ণ বর্ণন করেন।

এই সমাগমে কলকাতা জোনের জোনাল ইনচার্জ, শ্রী মোহন প্রসাদ সাউ, পরম বন্দনীয় সৎগুরু মাতা সুদীক্ষা জী মহারাজ এবং পূজনীয় নিরঙ্কারী রাজপিতা রমিত জীর প্রতি সন্তদের পবিত্র আশীর্বাদ প্রদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

*সাইবার ক্রাইম প্রতারকদের নিশানাই ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা, অভিযোগ দায়ের পুলিশে*

প্রবীর রায়: ব্যারাকপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে পৌর পিতা ডক্টর সম্রাট তপাদারের কাছে একটি মেসেজের মাধ্যমে ওটিপি আসে ।এরপরই তাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করে জানানো হয় ওটিপি টা অত্যন্ত জরুরি একজন ভুলবশত তাকে পাঠিয়েছেন।সেই কারণে ওটিপি টা তাকে জানাতে। এরপর বিষয়টি সন্দেহ হয় সাইবার ক্রাইমে ইমেল মারফত অভিযোগ দায়ের করেন পৌরপিতা। এরপর পৌর পিতা কে সাইবার ক্রাইম দপ্তরের পক্ষ থেকে জানানো হয় বিষয়টি জ্বালিয়াতদের তরফ থেকে করা একটি মেসেজ। সেই কারণেই কোনরকম ওটিপি না জানাতে থাকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রতারণা চক্রের বিষয়ে পৌরপিতা একথা জানান।

*কোনারকের সূর্য মন্দির – এক টুকরো ইতিহাস*

ডেস্ক : পুরী বেড়াতে গেলে আমরা অনেকেই একবার ঘুরে আসি পুরী থেকে ৩৬ কিমি দূরে কোনারকের সূর্য মন্দির। কিন্তু আমরা কি জানি এই মন্দিরকে ব্রিটিশরা অভিশপ্ত মন্দির বলতো। কিন্তু কেন? সূর্যালোকের উপর ভিত্তি করে অদ্ভূত ঘড়ি ছিল সেখানে। ব্রিটিশ নাবিকরা আবার এর নাম দেন ‘ব্ল্যাক প্যাগোডা’। এদেশের অত্যাশ্চর্য স্থাপত্য কীর্তিগুলির মধ্যে অন্যতম হল কোনারকের সূর্য মন্দির। শতবর্ষ প্রাচীন এই মন্দিরে বর্তমানে কেন হয় না পুজো? কী রহস্য লুকিয়ে রয়েছে সেখানে? ব্রিটিশ ঐতিহাসিকদের একাংশের দাবি, সুপ্রাচীন এই মন্দিরের চূড়ায় ছিল ৫২ টন ওজনের একটি বিশাল চুম্বক। যা সমুদ্রে চলাচলকারী জাহাজকেও টেনে নিতে পারত। চুম্বকীয় সেই মারণ আকর্ষণ কাটিয়ে পুরীর সমুদ্রে জাহাজ চালাতে পারতেন না কোনও নাবিক। অতিকায় জাহাজকে রীতিমতো পাড়ে টেনে এনে ধ্বংস করার ক্ষমতা ছিল বিরাট ওজনের ওই চুম্বকের। সেই কারণেই কোনারকের মন্দিরকে অভিশপ্ত বলে উল্লেখ করেন তাঁরা। তবে এই তথ্য নিয়ে অনেকেই দ্বিমত পোষণ করেন।

জাতীয়বাদী ঐতিহাসিকদের দাবি, দিক নির্ণয়ের ক্ষেত্রে সূর্য মন্দিরের অতিকায় ওই চুম্বক ব্যবহার করা হত। পরবর্তীকালে চুম্বকটির অবস্থান বদল হওয়ায় বিপাকে পড়ে বহু জাহাজ। ওডিশার ইতিহাস অনুযায়ী, খ্রিষ্টীয় ষোড়শ শতকে কোনারকের সূর্য মন্দির ধ্বংস হয়। ১৫০৮-এ বাংলার সুলতান সুলায়মান খান করনানির সেনাপতি কালাপাহাড় পুরী আক্রমণ করেন। তাঁর হামলাতেই ধ্বংস হয় সূর্য মন্দির।বিশেষজ্ঞদের অনুমান, মন্দির ধ্বংসের সময় চূড়ায় থাকা অতিকায় ওই চুম্বকটিকে সরানোর নির্দেশ দেন সেনাপতি কালাপাহাড়। এর জেরে ভারসাম্য নষ্ট হয় মন্দিরের। ফলে ধীরে ধীরে ভেঙে পড়ে গোটা মন্দির। প্রসঙ্গত, ১২৫৫ খ্রিষ্টাব্দে প্রথম নরসিংহদেব কোনারকের মন্দির নির্মাণ করেন। তিনি ছিলেন পূর্ব গঙ্গ রাজবংশের সন্তান। সংস্কৃত শব্দ কোন ও অর্ক এই দু’টি শব্দের সংমিশ্রণে মন্দিরের নাম হয় কোনারক। অর্ক শব্দটির অর্থ হল সূর্য। এই মন্দির সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়েছিল বলে জানা গিয়েছে।

*আয়ার কাজ দেওয়ার নাম করে রাজস্থানে নিয়ে গিয়ে মহিলাকে বিক্রির অভিযোগ*

প্রবীর রায়: আয়ার চাকরি দেওয়ার নাম করে উত্তর ২৪ পরগনার জগদ্দলের আতপুর রাজবাড়ি মাঠ এলাকার বাসিন্দা ৩৩ বছরের এক মহিলাকে রাজস্থানে নিয়ে গিয়ে অন্যের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তির আতপুর বাজার পাড়ার বাসিন্দা ফুলুয়া চৌধুরীর বিরুদ্ধে। গত ৪ মার্চ আতপুর সাধুঘাট এলাকার বাসিন্দা মহিলার মা সুশীলা পাসোয়ান জগদ্দল থানায় ফুলুয়া, মুন্নি, শীলা এবং জনি-সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। জনি রাজস্থানের বাসিন্দা। সুশীলা দেবী জানান, মোটা অংকের বেতনে আয়ার কাজ দেওয়ার নাম করে গত ১৮ ফেব্রুয়ারি মেয়েকে রাজস্থানে নিয়ে গিয়েছে ফুলুয়া। সঙ্গে তাঁর জামাই সুরজ রাজভর গিয়েছিল। দু'দিন বাদে জামাই আতপুরে ফিরে আসে। তাঁর অভিযোগ, ২৩ ফেব্রুয়ারি সন্ধেতে মেয়েকে চেতনানাশক ওষুধ সেবন করিয়ে বেহুঁশ করে দেওয়া হয়। এমনকি মেয়েকে অন্যের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এরপর জ্ঞান ফিরলে মেয়ে অবাক হয়ে যায়। রাজস্থানের চুরু জেলার বিদাসার এলাকার বাসিন্দা নাথমাল নামে একজনের সঙ্গে মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে। সুশীলা দেবীর অভিযোগ, মেয়েকে ওখানে গণধর্ষণ করা হয়েছে।তিনি আরও জানান, গত ৫ মার্চ জামাই ফের মেয়েকে ফিরিয়ে আনতে যায়। কিন্তু জামাইকে মেরে ফেলার চেষ্টা করা হয়। কোনওক্রমে জামাই এবং তাঁর এক ভাগ্না ওখান থেকে পালিয়ে আসে। সূত্র বলছে, অভিযোগের ভিত্তিতে পুলিশ শীলা নামে এক মহিলাকে আটক করেছে। পাশাপাশি পূজাকে ফিরিয়ে আনতে পুলিশ ফুলুয়াকে রাজস্থানে পাঠিয়েছে।।

*বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগে ছাড়পত্র দিল কেন্দ্র*

Khabar kolkata News Desk: কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগে ছাড়পত্র দিল কেন্দ্র। সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে আইন মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত করেছেন বিচারপতি বাগচীকে। এই সিদ্ধান্তের কথা সমাজমাধ্যমেও জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বে সুপ্রিম কোর্টের কলেজিয়াম আগেই বিচারপতি বাগচীর নাম সুপারিশ করে। গত ৬ মার্চ সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ অনুসারে এ বার পদক্ষেপ করল আইন মন্ত্রকও।বিচারপতি বাগচী ২০১১ সালের ২৭ জুন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন। পরে ২০২১ সালের ৪ জানুয়ারি তিনি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে চলে যান। তার পরে ওই বছরেই ৮ নভেম্বর ফের কলকাতা হাইকোর্টের বিচারপতি হয়ে ফেরেন তিনি। এখনও কলকাতা হাইকোর্টেই রয়েছেন। ১৩ বছরেরও বেশি সময় ধরে হাইকোর্টের বিচারপতি হিসাবে কাজ করছেন।

*বন্ধ করে দেওয়া হতে পারে খড়দহ শ্যামসুন্দর ফেরিঘাট*

প্রবীর রায় : বন্ধ করে দেওয়ার পরিকল্পনা চলছে খড়দহ শ্যামসুন্দর ফেরিঘাট বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের। সূত্রের খবর প্রতিদিন দুই বেলায় তিন ঘন্টা করে ভাটা হওয়ার অজুহাতে রিষড়ার দিক থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে ফেরি সার্ভিস।এই পরিস্থিতিতে ফেরি পরিষেবা বন্ধ হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী থেকে কর্মক্ষেত্রে যাওয়া মানুষদের। যার ফলে সমস্যায় পড়েছেন এলাকার অটোচালক রিক্সাচালক এবং দোকানদারেরা। বিষয়টি নিয়ে খড়দহ পৌরসভার পৌর প্রধান নিলু সরকারকে জানানো হয়েছে, অটো রিক্সা ও ফেরি সার্ভিস এর সঙ্গে যুক্ত মানুষদের পক্ষ থেকে। এখন অপেক্ষায় পৌরসভা কি পদক্ষেপ গ্রহণ করে।