*ঠাকুর নগরের মতুয়া মেলা নিয়ে মামলা দায়ের হাইকোর্টে*

নিজস্ব প্রতিনিধি: মেলার অনুমতি না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তার আবেদনের ভিত্তিতে ঠাকুরনগরে মতুয়া মহাসঙ্গের মেলা করানো নিয়ে সংশ্লিষ্ট জেলা পরিষদের সভাধিপতির বক্তব্য জানতে চাইল হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা জানান, মেলার অনুমতি কার রয়েছে তা নিয়ে বক্তব্য জানাবেন জেলা পরিষদের সভাধিপতি। আগামী ২৭ মার্চ ঠাকুরনগরে মতুয়া মহাসঙ্গের মেলা রয়েছে। প্রতি বছর জেলাশাসকের সঙ্গে আলোচনা করে জেলা পরিষদের সভাধিপতি ওই মেলার অনুমতি দেন। এবছর মেলার অনুমতি না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তাঁর বক্তব্য, মেলার করা অধিকার তাঁদের রয়েছে। রাজ্যের আইনজীবী জানান, সেখানকার সম্পত্তি নিয়ে মতুয়া পরিবারের দু'পক্ষের মধ্যে বিবাদ রয়েছে। মেলা নিয়ে রাজ্যের কোনও আপত্তি নেই। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি।

*বকেয়া পেনশনের দাবিতে ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ অবসরপ্রাপ্ত কর্মীদের*

প্রবীর রায় : তিনমাস ধরে পেনশন মিলছে না ভাটপাড়া পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীদের। ক্ষোভে মঙ্গলবার দুপুরে বেশ কিছুক্ষণ ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা। বিক্ষোভ শেষে তারা থানার ভারপ্রাপ্ত অধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন। প্রসঙ্গত, গত ৬ মার্চ বৃহস্পতিবার চেয়ারপার্সনের ঘরের সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখিয়েছিলেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা। কিন্তু তবুও তাদের বকেয়া পেনশন মেলেনি। তাই এদিন ফের তারা থানার সামনে বিক্ষোভ দেখালেন। থানার অধিকারিক চেয়ারপার্সনের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন বলে জানালেন বিক্ষোভকারী কমল বিশ্বাস। ভাটপাড়া পুরসভার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ আক্ষেপের সঙ্গে বলেন, "পুরসভার একাউন্টসের বিষয়ে তাকে কিছুই জানানো হয় না। তাই পেনশন নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না।"

*শেষ হল বাংলার প্রদেশীয় সন্ত সমাগম*







নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার তারদহ কপাসাটিতে শেষ হল বাংলার প্রদেশীয় সন্ত সমাগম।নিরঙ্কারী সৎগুরু মাতা সুদীক্ষা জী মহারাজ পশ্চিমবাংলার প্রদেশীয় নিরঙ্কারী সন্ত সমাগমের সমাপণ পর্বে উপস্থিত সন্ত প্রভুপ্রেমীদের সম্মোধিত করে ব্যক্ত করেন। তিনি বলেন,"জীবনে শান্তি এবং সুখ বজায় রাখার জন্য প্রভুকে হৃদয়ে বসিয়ে রাখুন, কেননা যখন মনের প্রসন্নতা বজায় থাকে, তখন সব জায়গায় শান্তি এবং আনন্দেরই দিব্য অনুভূতি হয়।"দুদিনের সন্ত সমাগমে কলকাতা ছাড়াও অন্যান্য জেলা থেকে ভক্তরা মিলিত হয়ে সৎগুরুর পবিত্র আশীর্বচন শ্রবণ করার সৌভাগ্য লাভ করেন।

সৎগুরু মাতা জী ভক্তদের সম্মোধন করে বললেন যে, সন্তজন সর্বক্ষণ পরমাত্মার সাথে যুক্ত থেকে নিরন্তর এঁর অনুভূতিতে থেকে সকলের প্রতি প্রেম এবং ভ্রাতৃত্বভাব ইত্যাদি মানবীয় গুণগুলিকে গ্ৰহন করে এক সুখময়, আনন্দময় জীবন যাপন করেন। বাস্তবিক জীবনের কথা উল্লেখ করে সৎগুরু মাতা জী বললেন যে, সত্যিকার জীবন কেবল সেটাই যার মধ্যে পরমাত্মার প্রেম এবং এঁর ভক্তির বাস হয়। এইজন্যই আমাদের প্রেমাভক্তি, সমর্পণ এবং কর্তব্য পালন করার সাথে সাথে নিজের জীবনে প্রেমের সেতু নির্মাণ করতে হবে। এটাই হল জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধির একমাত্র সরলতম সাধন।

শেষে সৎগুরু মাতা জী সকল ভক্তদের নিরঙ্কার প্রভুকে জেনে নিয়ে গৃহস্থ জীবনে থেকে পরিবার এবং সমাজের সমস্ত দায়িত্ব নির্বাহন করে নিত্য সেবা, স্মরণ এবং সৎসঙ্গের মাধ্যমে ভক্তি করার প্রেরণা দেন।

সমাগমের অন্তর্গত অনেক বক্তারা, কবিরা এবং গীতিকাররা আপন দিব্য বাণী এবং অনুভব দ্বারা হিন্দী, ইংরেজী এবং বাংলা ভাষার মাধ্যমে গুরু মহিমার ভাবপূর্ণ বর্ণন করেন।

এই সমাগমে কলকাতা জোনের জোনাল ইনচার্জ, শ্রী মোহন প্রসাদ সাউ, পরম বন্দনীয় সৎগুরু মাতা সুদীক্ষা জী মহারাজ এবং পূজনীয় নিরঙ্কারী রাজপিতা রমিত জীর প্রতি সন্তদের পবিত্র আশীর্বাদ প্রদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

*সাইবার ক্রাইম প্রতারকদের নিশানাই ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা, অভিযোগ দায়ের পুলিশে*

প্রবীর রায়: ব্যারাকপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে পৌর পিতা ডক্টর সম্রাট তপাদারের কাছে একটি মেসেজের মাধ্যমে ওটিপি আসে ।এরপরই তাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করে জানানো হয় ওটিপি টা অত্যন্ত জরুরি একজন ভুলবশত তাকে পাঠিয়েছেন।সেই কারণে ওটিপি টা তাকে জানাতে। এরপর বিষয়টি সন্দেহ হয় সাইবার ক্রাইমে ইমেল মারফত অভিযোগ দায়ের করেন পৌরপিতা। এরপর পৌর পিতা কে সাইবার ক্রাইম দপ্তরের পক্ষ থেকে জানানো হয় বিষয়টি জ্বালিয়াতদের তরফ থেকে করা একটি মেসেজ। সেই কারণেই কোনরকম ওটিপি না জানাতে থাকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রতারণা চক্রের বিষয়ে পৌরপিতা একথা জানান।

*কোনারকের সূর্য মন্দির – এক টুকরো ইতিহাস*

ডেস্ক : পুরী বেড়াতে গেলে আমরা অনেকেই একবার ঘুরে আসি পুরী থেকে ৩৬ কিমি দূরে কোনারকের সূর্য মন্দির। কিন্তু আমরা কি জানি এই মন্দিরকে ব্রিটিশরা অভিশপ্ত মন্দির বলতো। কিন্তু কেন? সূর্যালোকের উপর ভিত্তি করে অদ্ভূত ঘড়ি ছিল সেখানে। ব্রিটিশ নাবিকরা আবার এর নাম দেন ‘ব্ল্যাক প্যাগোডা’। এদেশের অত্যাশ্চর্য স্থাপত্য কীর্তিগুলির মধ্যে অন্যতম হল কোনারকের সূর্য মন্দির। শতবর্ষ প্রাচীন এই মন্দিরে বর্তমানে কেন হয় না পুজো? কী রহস্য লুকিয়ে রয়েছে সেখানে? ব্রিটিশ ঐতিহাসিকদের একাংশের দাবি, সুপ্রাচীন এই মন্দিরের চূড়ায় ছিল ৫২ টন ওজনের একটি বিশাল চুম্বক। যা সমুদ্রে চলাচলকারী জাহাজকেও টেনে নিতে পারত। চুম্বকীয় সেই মারণ আকর্ষণ কাটিয়ে পুরীর সমুদ্রে জাহাজ চালাতে পারতেন না কোনও নাবিক। অতিকায় জাহাজকে রীতিমতো পাড়ে টেনে এনে ধ্বংস করার ক্ষমতা ছিল বিরাট ওজনের ওই চুম্বকের। সেই কারণেই কোনারকের মন্দিরকে অভিশপ্ত বলে উল্লেখ করেন তাঁরা। তবে এই তথ্য নিয়ে অনেকেই দ্বিমত পোষণ করেন।

জাতীয়বাদী ঐতিহাসিকদের দাবি, দিক নির্ণয়ের ক্ষেত্রে সূর্য মন্দিরের অতিকায় ওই চুম্বক ব্যবহার করা হত। পরবর্তীকালে চুম্বকটির অবস্থান বদল হওয়ায় বিপাকে পড়ে বহু জাহাজ। ওডিশার ইতিহাস অনুযায়ী, খ্রিষ্টীয় ষোড়শ শতকে কোনারকের সূর্য মন্দির ধ্বংস হয়। ১৫০৮-এ বাংলার সুলতান সুলায়মান খান করনানির সেনাপতি কালাপাহাড় পুরী আক্রমণ করেন। তাঁর হামলাতেই ধ্বংস হয় সূর্য মন্দির।বিশেষজ্ঞদের অনুমান, মন্দির ধ্বংসের সময় চূড়ায় থাকা অতিকায় ওই চুম্বকটিকে সরানোর নির্দেশ দেন সেনাপতি কালাপাহাড়। এর জেরে ভারসাম্য নষ্ট হয় মন্দিরের। ফলে ধীরে ধীরে ভেঙে পড়ে গোটা মন্দির। প্রসঙ্গত, ১২৫৫ খ্রিষ্টাব্দে প্রথম নরসিংহদেব কোনারকের মন্দির নির্মাণ করেন। তিনি ছিলেন পূর্ব গঙ্গ রাজবংশের সন্তান। সংস্কৃত শব্দ কোন ও অর্ক এই দু’টি শব্দের সংমিশ্রণে মন্দিরের নাম হয় কোনারক। অর্ক শব্দটির অর্থ হল সূর্য। এই মন্দির সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়েছিল বলে জানা গিয়েছে।

*আয়ার কাজ দেওয়ার নাম করে রাজস্থানে নিয়ে গিয়ে মহিলাকে বিক্রির অভিযোগ*

প্রবীর রায়: আয়ার চাকরি দেওয়ার নাম করে উত্তর ২৪ পরগনার জগদ্দলের আতপুর রাজবাড়ি মাঠ এলাকার বাসিন্দা ৩৩ বছরের এক মহিলাকে রাজস্থানে নিয়ে গিয়ে অন্যের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তির আতপুর বাজার পাড়ার বাসিন্দা ফুলুয়া চৌধুরীর বিরুদ্ধে। গত ৪ মার্চ আতপুর সাধুঘাট এলাকার বাসিন্দা মহিলার মা সুশীলা পাসোয়ান জগদ্দল থানায় ফুলুয়া, মুন্নি, শীলা এবং জনি-সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। জনি রাজস্থানের বাসিন্দা। সুশীলা দেবী জানান, মোটা অংকের বেতনে আয়ার কাজ দেওয়ার নাম করে গত ১৮ ফেব্রুয়ারি মেয়েকে রাজস্থানে নিয়ে গিয়েছে ফুলুয়া। সঙ্গে তাঁর জামাই সুরজ রাজভর গিয়েছিল। দু'দিন বাদে জামাই আতপুরে ফিরে আসে। তাঁর অভিযোগ, ২৩ ফেব্রুয়ারি সন্ধেতে মেয়েকে চেতনানাশক ওষুধ সেবন করিয়ে বেহুঁশ করে দেওয়া হয়। এমনকি মেয়েকে অন্যের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এরপর জ্ঞান ফিরলে মেয়ে অবাক হয়ে যায়। রাজস্থানের চুরু জেলার বিদাসার এলাকার বাসিন্দা নাথমাল নামে একজনের সঙ্গে মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে। সুশীলা দেবীর অভিযোগ, মেয়েকে ওখানে গণধর্ষণ করা হয়েছে।তিনি আরও জানান, গত ৫ মার্চ জামাই ফের মেয়েকে ফিরিয়ে আনতে যায়। কিন্তু জামাইকে মেরে ফেলার চেষ্টা করা হয়। কোনওক্রমে জামাই এবং তাঁর এক ভাগ্না ওখান থেকে পালিয়ে আসে। সূত্র বলছে, অভিযোগের ভিত্তিতে পুলিশ শীলা নামে এক মহিলাকে আটক করেছে। পাশাপাশি পূজাকে ফিরিয়ে আনতে পুলিশ ফুলুয়াকে রাজস্থানে পাঠিয়েছে।।

*বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগে ছাড়পত্র দিল কেন্দ্র*

Khabar kolkata News Desk: কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগে ছাড়পত্র দিল কেন্দ্র। সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে আইন মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত করেছেন বিচারপতি বাগচীকে। এই সিদ্ধান্তের কথা সমাজমাধ্যমেও জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বে সুপ্রিম কোর্টের কলেজিয়াম আগেই বিচারপতি বাগচীর নাম সুপারিশ করে। গত ৬ মার্চ সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ অনুসারে এ বার পদক্ষেপ করল আইন মন্ত্রকও।বিচারপতি বাগচী ২০১১ সালের ২৭ জুন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন। পরে ২০২১ সালের ৪ জানুয়ারি তিনি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে চলে যান। তার পরে ওই বছরেই ৮ নভেম্বর ফের কলকাতা হাইকোর্টের বিচারপতি হয়ে ফেরেন তিনি। এখনও কলকাতা হাইকোর্টেই রয়েছেন। ১৩ বছরেরও বেশি সময় ধরে হাইকোর্টের বিচারপতি হিসাবে কাজ করছেন।

*বন্ধ করে দেওয়া হতে পারে খড়দহ শ্যামসুন্দর ফেরিঘাট*

প্রবীর রায় : বন্ধ করে দেওয়ার পরিকল্পনা চলছে খড়দহ শ্যামসুন্দর ফেরিঘাট বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের। সূত্রের খবর প্রতিদিন দুই বেলায় তিন ঘন্টা করে ভাটা হওয়ার অজুহাতে রিষড়ার দিক থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে ফেরি সার্ভিস।এই পরিস্থিতিতে ফেরি পরিষেবা বন্ধ হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী থেকে কর্মক্ষেত্রে যাওয়া মানুষদের। যার ফলে সমস্যায় পড়েছেন এলাকার অটোচালক রিক্সাচালক এবং দোকানদারেরা। বিষয়টি নিয়ে খড়দহ পৌরসভার পৌর প্রধান নিলু সরকারকে জানানো হয়েছে, অটো রিক্সা ও ফেরি সার্ভিস এর সঙ্গে যুক্ত মানুষদের পক্ষ থেকে। এখন অপেক্ষায় পৌরসভা কি পদক্ষেপ গ্রহণ করে।

*রাশিফল*

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Monday, March 10, 2025)

আপনি অন্যদের সঙ্গে খুশি মুহূর্তের যেভাবে শেয়ার করেন সেইভাবেই স্বাস্থ্য বিকশিত হবে। কিন্তু সতর্কতা অবলম্বন করা আবশ্যক কারণ অবহেলা করলে পরে ঝামেলায় পড়তে হতে পারে। আজ, আপনি আপনার ব্যবসা জোরদার করতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, যার জন্য আপনার নিকটবর্তী কেউ আর্থিকভাবে সহায়তা করতে পারে। যদি আপনি আপনার গৃহস্থালীর কর্তব্যগুলি উপেক্ষা করেন তাহলে আপনি যার সাথে বাস করেন তিনি বিরক্ত হবেন। প্রেমের স্মৃতি আপনার দিনটি দখল করে রাখবে। কাজের জায়গায় কার্যকারিতা উন্নত করতে আপনার দক্ষতার স্তর উন্নত করার চেষ্টা করুন। আজ আপনি নিজেকে কেন্দ্রবিন্দু হয়ে উঠতে দেখবেন যখন অন্য কাউকে আপনার করা সহায়তা স্বীকৃতি বা পরিচিতি লাভ করবে। আপনার স্ত্রী আজ শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবেন।

প্রতিকার :- ভগবান কৃষ্ণের পুজা করলে গৃহ খুশি, সন্তুষ্টি এবং তৃপ্তিতে পরিপূর্ণ থাকবে।

বৃষভ রাশিফল (Monday, March 10, 2025)

জীবনকে উপভোগ করার চাহিদা আপনার কতটা দেখে নিন। যোগব্যায়ামের সাহায্য নিন- যা আপনাকে শারীরিক মানসিক ও আধ্যাত্মিকভাবে সুস্থ থাকতে শেখাবে যাতে আপনার মেজাজের উন্নতি হয়। একজন নিমন্ত্রিত অতিথি আজ আপনার বাড়িতে অপ্রত্যাশিতভাবে পৌঁছে যেতে পারে, যার কারণে আপনি পরের মাসে কেনার কথা ভেবেছিলেন এমন গৃহস্থালি জিনিসগুলিতে আপনার অর্থ ব্যয় করতে পারবেন। কোন ঐতিহাসিক স্মৃতিসৌধে একটি ছোট পিকনিকের আয়োজন করুন-এটি বাচ্চাদের এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে নৈমিত্তিক জীবনের একঘেয়েমি থেকে এক অতি প্রয়োজনীয় অবকাশ এনে দেবে। প্রেমে অপ্রত্যাশিত মোড় সন্ধ্যার দিকে আপনার মনকে বিষণ্ণ করে তুলবে। আজকে কর্মক্ষেত্রের সাথে জড়িত লোকেদের কে সমস্যার সম্মুখীন হতে পারে। আজকে আপনি না চাইতেউ কোনো ভুল করে বসবেন যে কারণে আপনাকে আপনার সিনিয়ারের থেকে বোকা খেতেও হতে পারে।ব্যাবসার জন্য আজকের দিনটি সাধারণ বলে আশা করা যায়। যদি ভ্রমণরত হন তাহলে আপনি সব জরুরী নথি নিয়েছেন কিনা তা মিলিয়ে নিন। আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবন সঙ্গী আপনার প্রেমে পড়ে যায়।

প্রতিকার :- কর্ম বা ব্যবসায় শীঘ্র উন্নতির জন্য আপনার মা কে বা মাতৃ স্থানীয় অন্যান্য ব্যক্তিদের বা বয়স্ক মহিলাদের সন্মান ও স্নেহ করুন।

মিথুন রাশিফল (Monday, March 10, 2025)

মানসিক অসুস্থতা তৈরি হওয়ার আগে আপনি আপনার নেতিবাচক চিন্তাকে ধ্বংস করে ফেলুন। আপনি কিছু দান এবং দাতব্য কাজের মধ্যে নিজেকে জড়িত রাখলে তাদের কাছ থেকে পরিত্রাণ পেতে পারেন যা আপনাকে সম্পূর্ণ মানসিক পরিতৃপ্তি দেবে। দিনের শুরুতে আপনি কোনও আর্থিক ক্ষতিতে ভুগতে পারেন, যা পুরো দিনটিকে লুণ্ঠন করতে পারে। আপনি আপনার বাড়ির পরিবেশে অনুকূল পরিবর্তন আনতে পারবেন। আপনার স্বামী বা স্ত্রীর খারাপ স্বাস্হ্যের কারণে আজ প্রেমে ভোগান্তি থাকবে। পেশাদার ক্ষেত্রে দায়িত্ববৃদ্ধির সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে। এই রাশিচক্রের শিশুরা আজ খেলাধুলায় দিন কাটাতে পারে, আঘাতের সম্ভাবনা থাকায় পিতামাতাদের তাদের মনোযোগ দেওয়া উচিত। আপনার বিবাহিত জীবন আজ একটু সময়ের জন্য আকাঙ্ক্ষা করবে।

প্রতিকার :- প্রেমের জীবনে ভালো অনুভূতি নিয়ে আসার জন্য কালো কুকুরের সেবা করুন বা পালন করুন।

কর্কট রাশিফল (Monday, March 10, 2025)

আপনার মন ভাল জিনিষের প্রতি আগ্রহী হবে। আজ আপনি সহজেই মূলধন- অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন- বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন। পারিবারিক দায়িত্ব ভুলবেন না। আপনার চোখে আনন্দের উজ্জ্বলতা লক্ষ্য করা যাবে এবং হৃদস্পন্দন বেড়ে যাবে কারণ আজ আপনি আপনার স্বপ্নের নারীর দেখা পাবেন। আপনার মনিব এবং ঊর্ধ্বতনদেরকে আপনার বাড়িতে আমন্ত্রণের পক্ষে দিনটি ভালো নয়। গুরুত্বপূর্ণ কাজে সময় না দেওয়া এবং অপচয়মূলক কাজে সময় ব্যয় করা আজ আপনার জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে। আজ আপনি বিয়ের সত্য ভাবাবেশ জানতে পারবেন।

প্রতিকার :- বাড়ির অন্যান্য সদ্যস্য দের সুখ ও শান্তির জন্য শিবলিঙ্গে রোজ জল দিন।

সিংহ রাশিফল (Monday, March 10, 2025)

আপনি পরিস্থিতি সামলানোর ফলে আপনার উদ্বেগের সৃষ্টি হবে। আপনি সম্ভবত বুঝতে পারবেন যে এটি সাবানের বুদ্বুদের মতো সবই ভিত্তিহীন যা সাহসের প্রথম স্পর্শেই ধসে গেছে। আপনাকে আমাদের পরামর্শ হল অ্যালকোহল এবং সিগারেটের জন্য অর্থ ব্যয় করা এড়ানো। এটি করা আপনার স্বাস্থ্যকেই ক্ষতিগ্রস্থ করবে না বরং আপনার আর্থিক পরিস্থিতি আরও খারাপ করবে। আপনার মন থেকে সমস্যাগুলি দূরে ঠেলে সরিয়ে দিন এবং ঘর ও বন্ধুবান্ধবদের মাঝে আপনার অবস্থান উন্নত করায় মনোনিবেশ করুন। আপনার কল দীর্ঘ করার জন্য আপনি আপনার রোমান্টিক সঙ্গীকে জ্বালাতন করবেন। আপনার রিস্যুম পাঠানো বা ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার পক্ষে ভালো দিন। ছাত্র-ছাত্রীয়দের কে আজ নিজের কাজ আগামীকালের জন্য এড়িয়ে দেওয়া ঠিক হবে না, আপনি যখনি ফাঁকা সময় পাবেন নিজের কাজ সম্পূর্ণ করে নিন। এটা করা আপনার পক্ষে উপকারী হবে। আজ, আপনি আপনার অর্ধাঙ্গীনির সাথে ভালবাসা করার প্রচুর সময় পাবেন, কিন্তু শরীর খারাপ হতে পারে।

প্রতিকার :- গুড়, গম, ডালিয়া, লাল লঙ্কা এবং জাফরান দিয়ে বানানো খাবার পিতা বা পিতা সম ব্যাক্তিদের খাওয়ালে আর্থিক স্থিতি ঠিক থাকবে।

কন্যা রাশিফল (Monday, March 10, 2025)

যদি আপনি স্পষ্টতই চাপ অনুভব করেন–তাহলে আরো বেশি সময় বাচ্চাদের সাথে কাটান। তাদের উষ্ণ আলিঙ্গন/আদর বা একটি নিষ্পাপ হাসিও আপনাকে আপনার দুর্দশা থেকে তুলতে পারে। আপনি অর্থ-সংক্রান্ত বিষয়ে কোনও মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে। এটি আপনার আর্থিক উপকারে আসবে। বাচ্চাদের উপর বলপূর্বক আপনার মতামত প্রয়োগ তাদের বিরক্তির কারণ হতে পারে। তাদের বোঝানোটাই সেরা উপায়, যাতে তারা এটিকে গ্রহণ করতে পারে। একতরফা মোহ আজ সর্বনাশা প্রমাণিত হবে। কর্মক্ষেত্রে আজ জিনিষগুলি আপনার পক্ষে থাকবে। যদি আপনি আচমকা সিদ্ধান্তে উপনীত হন এবং অপ্রয়োজনীয় পদক্ষেপ নেন তাহলে এটি খারাপ দিন হবে। আজ আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারেন, যা আপনাকে কিছুক্ষনের জন্য বিচলিত করে রাখতে পারে।

প্রতিকার :- কাঁচা হলুদ, পাঁচটি অশ্বথ পাতা, ১.২৫ কেজি হলুদ শস্য, কেশর একটি সূর্যমুখী ফুল ও হলুদ কাপড় কোনো ব্রাম্মন কে দান করলে পরিবারের শান্তি বজায় থাকবে।

তুলা রাশিফল (Monday, March 10, 2025)

আপনি শক্তিতে পরিপূর্ণ থাকবেন এবং আজ অসাধারণ কিছু করতে পারেন। আজ, আপনার ভাইবোনরা আপনাকে আর্থিক সহায়তা চাইতে পারে, তবে তাদের সহায়তা করা আপনার আর্থিক বোঝা আরও বাড়িয়ে তুলতে পারে। তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে। প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি। কারোর জন্য বিয়ের ঘন্টা বাজতে পারে যখন আবার অন্যরা প্রেমে তাদের উদ্দীপনা উচ্চে রাখতে দেখবেন। আপনি কোন কঠিন কাজ সম্পূর্ণ করতে পারায় বন্ধুরা আপনার ভূয়সী প্রশংসা করবে। সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন। এটি করা আপনার পক্ষে উপকারী হবে আজ, আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্যই ছিল। কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু।

প্রতিকার :- কম বয়সী কন্যাদের চকোলেট, টফি এবং স্বেত বর্ণের মিষ্টি বিতরণ করুন, এর ফলে আপনার আর্থিক সমৃদ্ধি হবে।

বৃশ্চিক রাশিফল (Monday, March 10, 2025)

কাজের ফাঁকে ফাঁকে আরাম করার এবং রাত গভীর করা এড়াতে চেষ্টা করুন। একদিনের জন্য বাঁচার মানসিকতার ফলে বিনোদনের জন্য খুব বেশি সময় ও অর্থের অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে। পারিবারিক দায়িত্ব ভুলবেন না। আপনার অংশীদার আপনার সম্পর্কে ভাল চিন্তা করে, এজন্য সে মাঝে মাঝে আপনাকে রেগে যায়। ফিরে প্রতিক্রিয়া না দিয়ে তাদের কথায় এবং তারা যেখান থেকে আসছে তা বোঝা ভাল। কর্মক্ষেত্রে কারুর সাথে মন লাগাবেন না,নাহলে আপনার বদনামী হতে পারে। যদি আপনি কারুর সাথে জুড়তে চান তো অফিস থেকে দূরত্ব বানিয়ে জুড়ুন। আজকে আপনার খালি সময় কোনো অবৈধ কাজের জন্য খারাপ হতে পারে। আপনার স্ত্রী আপনার সাথে লড়াই করতে পারেন, কারণ আজ আপনি তার সাথে কিছু শেয়ার করতে ভুলে যেতে পারেন।

প্রতিকার :- দাতব্য কাজ সঞ্চালন যেমন আর্ত এবং দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে পানীয় জলের পাত্র রেখে জল দানের ব্যবস্থা করলে আপনার পরিবারিক জীবনে ভাগ্য এবং ইতিবাচকতা আসবে।

ধনু রাশিফল (Monday, March 10, 2025)

যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে এটি চমৎকার দিন। আর্থিকভাবে, আপনি সবল থাকবে। গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন। দিনটির পরের ভাগে অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশি এবং উচ্ছলতা আনবে। প্রচুর দ্বন্দ্ব সত্ত্বেও আজ আপনার প্রেমের জীবনটি ভাল থাকবে এবং আপনি আপনার সঙ্গীকে সুখী রাখতে সক্ষম হবেন। যেভাবে আপনি নির্দিষ্ট জরুরী সমস্যা নিয়ন্ত্রণ করেন তা হয়তো কিছু সহকর্মীরা পছন্দ করবে না-কিন্তু হয়তো আপনাকে বলবেও না-যদি আপনি মনে করেন যে ফল আপনার প্রত্যাশা অনুযায়ী ভালো নয়-তাহলে পর্যালোচনা করে আপনার তরফ থেকে পরিকল্পনা পরিবর্তন করাই বিবেচকের কাজ হবে। ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাটাহাটি করতে পচ্ছন্দ করবেন।আজকে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি পুরো দিন পাবেন। বিবাহিত জীবনে একটি ব্যক্তিগত স্থান গুরুত্বপূর্ণ, কিন্তু আজ আপনি শুধুমাত্র একে অপরের কাছাকাছি হতে চেষ্টা করবেন। পরিবেশে রোম্যান্স ভেসে বেড়াচ্ছে।

প্রতিকার :- কর্ম জীবনে সাফল্য ও প্রগতিকে ধরে রাখতে আপনার বাড়িতে আরাধনার স্থলটিকে কখনোই পরিবর্তন করবেন না, এর প্রভাব খারাপ হবে।

মকর রাশিফল (Monday, March 10, 2025)

অনাকাঙ্খিত চিন্তাগুলি আপনার মন দখল করে রাখতে পারে। নিজেকে শারীরিক কসরতে ব্যস্ত রাখতে চেষ্টা করুন কারণ খালি মস্তিষ্কই হল শয়তানের কর্মশালা। আপনার ভবিষ্যতকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা আজ ফলস্বরূপ ফল পাবে। কিছু সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে যা শুধু আপনাকেই নয় আপনার পরিবারকেও মুগ্ধ করবে। আপনাকে আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে হবে। সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সেটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলার চেষ্টা করুন। যদি আপনি কাজের ক্ষেত্রে নিজেকে জাহির করতে বেশি ব্যস্ত হন তাহলে মেজাজ চড়বে- কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি অন্যদের প্রয়োজন বোঝার চেষ্টা করুন। যেটা আপনার জন্য প্রয়োজনীয় না সেটার প্রতি আজ আপনি বেশি সময় ব্যার্থ করতে পারেন। আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতে পারেন।

প্রতিকার :- বিনামূল্যের জল বিতরণ কেন্দ্র স্থাপন করুন ও জল বিতরণ করুন, মূলতঃ এমন জায়গায় যেখান জলের অভাব রয়েছে। এটি শনির জন্য খুব ভালো প্রতিকার এবং এর ফলে কর্ম জীবনে সন্তুষ্টি ও উন্নতি হবে।

কুম্ভ রাশিফল (Monday, March 10, 2025)

আপনার প্রফুল্ল স্বভাব অন্যদের খুশি করবে। নতুন চুক্তিগুলি লাভজনক মনে হতে পারে কিন্তু আকাঙ্খিত অনুযায়ী লাভ আনবে না- আর্থিক বিনিয়োগের সময় কোন হঠকারী সিদ্ধান্ত নেবেন না। আপনার ঘরে ঐক্য আনতে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে কাজ করুন। ডেটে যাওয়ার কর্মসূচী ব্যর্থ হতে পারে বলে হতাশার সম্মুখীন হওয়া সম্ভবপর। যদি আপনি একদিনের ছুটিতে যেতে চান তাহলে চিন্তা করবেন না- কারণ আপনার অনুপস্থিতিতেও সবকিছু মসৃণভাবেই চলবে-যদি-কোন অজানা কারণে-কোন সমস্যা দেখা দেয়- তাহলে আপনি ঘুরে এসে এটি সহজেই ঠিক করবেন। আজকে আপনি আপনার জীবন সঙ্গীর সাথে সময় কাটানোর জন্য অফিস থেকে তাড়াতাড়ি চলে আসতে পারেন কিন্তূ রাস্তায় খুব ভিড় থাকার কারণে আপনি এটা করতে অক্ষম হবেন। আজ যদি আপনি এবং আপনার স্ত্রী ভাল খাবার এবং পানীয় নিয়ে থাকেন, শরীর কষ্ট পেতে পারে।

প্রতিকার :- বিভিন্ন আটার সংমিশ্রনে তৈরি রুটি পাখিদের খাওয়ালে আপনার আর্থিক উন্নতি ঘটবে।

মীন রাশিফল (Monday, March 10, 2025)

একটি খুশির দিনে মানসিক উত্তেজনা এবং চাপ এড়িয়ে চলুন। আপনি অন্যদের উপর ব্যয় করতে পছন্দ করেন। আপনার মন থেকে সমস্যাগুলি দূরে ঠেলে সরিয়ে দিন এবং ঘর ও বন্ধুবান্ধবদের মাঝে আপনার অবস্থান উন্নত করায় মনোনিবেশ করুন। আজ গভীর ভাবপূর্ণ ভালবাসার উচ্ছ্বাস অনুভূত হবে। এটির জন্য কিছু সময় বার করতে কার্পণ্য করবেন না। আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন- মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যাই বেরোক না কেন শুধুমাত্র তাতেই সম্মত হবেন। ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহিনীরা আজকে অবসর সময় টিভি বা মোবাইল এ কোনো সিনেমা দেখতে পারেন। এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সবচেয়ে রোমান্টিক দিন হবে।

প্রতিকার :- অশ্বথ গাছে জল দিলে এবং তার পরিক্রমণ করলে আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পরবে।

(Courtesy-AstroSage)

*দোল পূর্ণিমায় ঘরে আনুন বিশেষ কিছু জিনিস*

ডেস্ক: আগামী ১৪ মার্চ দোল পূর্ণিমা। হিন্দু ধর্মের মানুষদের কাছে ওই দিনের বিশেষ মূল্য আছে। দোল উৎসবের পরের দিন পালন হয় হোলি উৎসব। প্রতিবছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় দোল উৎসব। চলতি বছর দোল উৎসব পড়েছে ১৩ মার্চ, শুভ সময় শুরু হবে সকাল ১০ টা ৩৫ থেকে আর ১৪ মার্চ পর্যন্ত ১২ টা ২৩ মিনিট পর্যন্ত। উদয়তিথি অনুসারে ১৪ মার্চ পালিত হবে হোলি উৎসব। দোলের দিন আপনি যদি বাড়িতেই এই জিনিসগুলি কিনে আনেন, তাহলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন আপনি, জীবনে সকল কাজে এগিয়ে যেতে পারবেন, এমনকি আর্থিকদিকে যথেষ্ট লাভ করতে পারবেন।

রুপোর মুদ্রা

দোলের দিন বাড়িতে অবশ্যই রুপোর মুদ্রা কিনে আনুন। এতে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। তবেই মুদ্রাটি পুজো করবেন। তারপর আপনার আলমারিতে তুলে রাখবেন। এতে আপনার অর্থপ্রাপ্তি নিশ্চিত। এমনকি এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন আপনি।

রুপোর কচ্ছপ

দোলে আপনি একটি রুপোর কচ্ছপ কিনে বাড়িতে আনতে পারেন। তাহলে আপনার জীবনে অনেক উপকার হবে। সেই সঙ্গে যদি পারেন কুবেরের যন্ত্র বাড়িতে কিনে আনতে পারবেন। এটি বাড়িতে রাখা অত্যন্ত শুভ। কিংবা কচ্ছপ বাড়িতে রাখলেও আপনার আর্থিকদিকে লাভ হবে।

পিরামিড

বাস্তুশাস্ত্র অনুসারে পিরামিডের বিশেষ গুরুত্ব রয়েছে। পিরামিড বাড়িতে রাখলে বাড়ির সদস্যদের সঙ্গে ভালো থাকতে পারবেন। তবে দোলেই পিরামিড বাড়িতে কিনে আনবেন আপনি। এতে সম্পদের দেবীর বিশেষ কৃপা পাবেন।

বাঁশ গাছ

বাস্তুশাস্ত্রে বাঁশ গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই বাড়িতে এটি রাখলে আপনার ওপর অত্যন্ত শুভ প্রভাব পড়বে। আর্থিক দিকে লাভ হবে। মা লক্ষ্মীর কৃপা পাবেন। তাই দোলের দিন আপনি অবশ্যই বাড়িতে বাঁশ গাছ কিনে আনুন। এটি আনলে পরিবারের সদস্যদের সঙ্গেও ভালো থাকতে পারবেন। অর্থপ্রাপ্তি নিশ্চিত।