*হোলির দিন চন্দ্রগ্রহণ – অনেকের উপর কু-প্রভাব পড়তে পারে*

ডেস্ক: জ্যোতিষ শাস্ত্র বলছে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ মানুষের উপর কিছু খারাপ প্রভাব আনতে পারে। সেই নেতিবাচক প্রভাব তাদের জীবনের সুখ শান্তির বিঘ্ন ঘটাতে পারে। হোলির দিনে হতে চলেছে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ। ধর্মীয় এবং জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও এর বিশেষ তাৎপর্য রয়েছে। চন্দ্রগ্রহণের প্রভাব পড়বে সব রাশির উপরেও। কারও উপর পড়বে নেতিবাচক প্রভাব তো কারও উপর পড়বে ইতিবাচক প্রভাব। যদিও কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই সব নেতিবাচক প্রভাব কমানো যেতে পারে।

# জ্যোতিষশাস্ত্র অনুসারে চন্দ্রগ্রহণকে অশুভ বলে মনে করা হয়। এই সময় কোনও শুভ কাজ করতে নেই। বিশ্বাস করা হয়, চন্দ্রগ্রহণের সময় নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। তবে ভগবান শিবের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভোলেনাথের পুজো করলে রাশিচক্রের উপর সুপ্রভাব পড়ে।

# ২০২৫ সালের প্রথম চন্দ্রগ্রহণ ১৪ মার্চ, শুক্রবার। ভারতীয় সময় অনুসারে, ১৪ মার্চ সকাল ৯:২৭ থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত চন্দ্রগ্রহণ চলবে। অর্থাৎ চন্দ্রগ্রহণের সময়কাল হবে ৬ ঘন্টা ৩ মিনিট। এই সময় সাবধানে থাকবেন। ঈশ্বরের আরাধনা করবেন।

# চন্দ্রগ্রহণের সময় ভগবান শিবের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মহাদেবকে চন্দ্রের অধিপতি হিসেবে বিবেচনা করা হয়, তাঁর উপাসনা করলে চন্দ্রগ্রহণের নেতিবাচক প্রভাব এড়ানো যায়।

এই সময় দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। গরীব কাউকে সাদা পোশাক, চাল, দুধ বা রুপোর কিছু দান করতে পারেন।

# চন্দ্রগ্রহণের সময় চন্দ্র মন্ত্র জপ করাও খুবই উপকারী। “ওঁ সোম সোময় নমঃ” মন্ত্রটি জপ করতে পারেন। চন্দ্রগ্রহণের আগে, তুলসী পাতা ছিঁড়ে একপাশে রেখে দিন এবং গ্রহণের সময় খাবার এবং জল মিশিয়ে খেতে পারেন।

# গ্রহণ শেষ হওয়ার পর, স্নান করুন এবং ঘর পরিষ্কার করুন, এতে গ্রহের প্রভাব কমতে পারে।

*হৃদরোগের চিকিৎসার অগ্রগতিতে কলকাতায় নারায়ণা হেলথের ভূমিকা নিয়ে আলোচনা চক্র*

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে নারায়ণা গ্রুপের পক্ষ থেকে একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন কলকাতার নারায়ণা গ্রুপের আরএন টেগোর হাসপাতালের বিশিষ্ট কার্ডিওলজি বিভাগের ডাক্তার বাবুরা।এই আলোচনা চক্রে হৃদরোগের চিকিৎসার অগ্রগতিতে তাদের ২৫ বছরের যাত্রা তুলে ধরা হলো।

*ব্যারাকপুরের শিল্পাঞ্চলের বেকারদের কর্মসংস্থানের দিশা দেখাচ্ছে শ্যামনগরের এম এইচ একাডেমি*

নিজস্ব সংবাদদাতা: একটা সময় উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলে একাধিক কলকারখানা গজিয়ে উঠেছিল। অধিকাংশ কারখানাই আজ অচল। ধুঁকছে শিল্পাঞ্চলের জুটমিলগুলো। এমতাবস্থায় শিল্পাঞ্চলের শ্যামনগর ব্যানার্জি পাড়া রোডের এম এইচ একাডেমি বেকারদের নতুন দিশা দেখাচ্ছে। প্রসঙ্গত, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে শ্যামনগরে যাত্রা শুরু হয়েছিল এই একাডেমির। ইতিমধ্যেই ৭৫ জন প্রশিক্ষণ শেষে ব্যাঙ্কিং, আই টি সেক্টর ছাড়াও বিভিন্ন বহুজাতিক সংস্থায় কাজ করছেন। শুক্রবার চাকরিপ্রাপ্ত বেকার যুবক-যুবতীদের হাতে শংসাপত্র তুলে দিয়ে তাদের সম্মান জানালো এম এইচ একাডেমি। তাদের লক্ষ্য, চাকরির দুর্মূল্যের যুগে শিক্ষিত বেকারদের প্রশিক্ষণ দিয়ে বেসরকারি সংস্থায় চাকরির বন্দোবস্ত করে দেওয়া।

ছবি ও প্রতিবেদন: প্রবীর রায়

*রেভ স্পোর্টসের উদ্যোগে টাটা স্টিল ট্রেইলব্লেজার্স কনক্লেভ ৩.o আনুষ্ঠানিক উদ্বোধন হল কলকাতায়*

ডেস্ক: বৃহস্পতিবার রেভ স্পোর্টসের উদ্যোগে আয়োজিত টাটা স্টিল ট্রেইলব্লেজার্স কনক্লেভ ৩.o আনুষ্ঠানিক উদ্বোধন হল কলকাতার এক পাঁচতারা হোটেলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানু ভাকর, চেতেশ্বর পুজারা, পুলেল্লা গোপিচাঁদ , দিব্যেন্দু বড়ুয়ার মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন খেলোয়াড়রা। অনুষ্ঠানের টেলি কনফারেন্সে উপস্থিত ছিলেন ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথান আনন্দ। এদিন রেভ স্পোর্টসের তরফ মানু ভাকর কে বর্ষসেরা খেলোয়াড়ের সম্মানে সম্মানিত করা হয় এবং পুলেল্লা গোপিচাঁদকে জীবন কৃতি সম্মানে সম্মানিত করা হয়। বৃহস্পতিবার এবছরের এই টাটা স্টিল ট্রেইলব্লেজার্স কনক্লেভ ৩.o শুরু হল, চলবে আগামী ৮ ই মার্চ পর্যন্ত। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, টাটা স্টীলের কর্পোরেট সার্ভিসের সহ-সভাপতি চানক্য চৌধুরী সহ বিভিন্ন গুণী মানুষেরা। বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক বোরিয়া মজুমদারের দক্ষ আয়োজন এবং সঞ্চালনায় অনুষ্ঠানটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

চিত্রগ্রহণ ও প্রতিবেদন : সঞ্জয় হাজরা(খবর কলকাতা)।

*তীব্র অভাবের মধ্যেও ২০ হাজার টাকা ফেরৎ দিয়ে গেলেন সেলুন কর্মী*

ডেস্ক : করোনা কালের সেই ভয়াবহ স্মৃতি আমরা কেউ ভুলই নি। সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা আমাদের সকলের মনে আছে। সেই সময়ের এক ঘটনা। সেটা তো সয়ে গেছে। এই সবকিছু নিয়েই মন ভাল করা একটি খবর সম্প্রতি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। করোনার সময় সেলুনের এক কর্মীকে রোহিত অর্জন নামের এক ব্যক্তি ২০ হাজার টাকা দিয়ে সাহায্য করেছিলেন। সেই টাকা কোনওরকম ভাবেই ফেরতের কথা বা সুদ ইত্যাদির প্রসঙ্গে দেওয়ার সময় তোলেননি তিনি। হয়নি কোনও চুক্তিও। করোনা গেছে, টাকার কথা হয়তো ভুলেও গেছেন তিনি। হঠাৎ ওই সেলুনের কর্মী এসে টাকা ফেরত দিয়ে যান। যা দেখে রীতিমতো হতভম্ব হয়েছিলেন তিনি। কিন্তু ওই কর্মীর কর্তব্যবোধ দেখে আপ্লুতও হন। সকলে খুবই খুশি।

সম্প্রতি এই বিষয়টি তিনি শেয়ার করেন এক্স হ্যান্ডেলে। লেখেন, ‘২০২১ সালে আমার সেলুনের ভাইকে ২০ হাজার টাকা দিয়েছিলাম। কারণ তখন ও কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল। পরিবারের একজনের মৃত্যুও হয়েছিল। ওই টাকাই ও ফেরত দিয়ে যায়।’ তিনি আরও জানান, কখনওই ওই টাকা ফেরত পাওয়ার আশা করেননি, এমনকি কখনও চানওনি। তবে বছর পেরিয়ে সেই সেলুন কর্মী নিজে থেকে এসে পুরো টাকাটাই ফিরিয়ে দেন এবং কৃতজ্ঞতা জানান। রোহিত বলেন, ‘আমি বলেছিলাম, এটা তো আমি দিয়েছিলাম। ফেরত নেব না। কিন্তু ও জোর করেই টাকা ফিরিয়ে দিয়ে যায়। কিছু মানুষ সত্যিই নিজের কথা রাখতে পারে।’

*কয়েক রাশির জাতকের জন্য হোলিতে শুরু হচ্ছে শুভ যোগ*

ডেস্ক: ভারতীয় জ্যোতিষ শাস্ত্রে গ্রহের অবস্থানের গুরুত্ব অসীম। কোন গ্রহ কোথায় কখন অবস্থান করছে, তার প্রভাব পরে বিভিন্ন রাশিতে জন্ম মানুষের উপর। মার্চ মাসে ১৪ তারিখ হোলি উৎসব পড়েছে। আর এদিনে বিরল কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। শুক্র মীন রাশিতে থাকায় মালব্য রাজযোগ, শনি কুম্ভ রাশিতে থাকায় তৈরি হবে শশ রাজযোগ তৈরি করবে। সূর্য ও বুধের মিলনে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ, শুক্র ও বুধের মিলনে তৈরি হবে লক্ষ্মী নারায়ণ রাজযোগ। ফলে কয়েকটি রাশির উপর পড়বে ব্যাপক প্রভাব। যেমন –

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক জাতিকাদের ওপর এই রাজযোগগুলির শুভ প্রভাব পড়বে। এই সময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন। নিজেকে শান্ত রেখে সব কাজ করবেন। তাছাড়া দীর্ঘদিন ধরে যে আইনি সমস্যায় আটকে ছিলেন সেই সমস্যা থেকে বের হতে পারবেন। মনের গুপ্ত ইচ্ছাপূরণ হতে পারে। বিবাহিত জীবনেও আপনি খুব সুখী হবেন।

মকর রাশি

মকর রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত সুখের সময়। আপনার মনে শান্তি লেগে থাকবে। তাছাড়াও দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন আপনি। এসময় সমাজে সম্মান বাড়তে থাকবে। পরিবার ও স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। যারা পাইকারি ব্যবসা করছেন, তাদের সাফল্যের সময় শুরু। এসময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না।

মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি যদি ধর্মীয় কোনও ভ্রমণে যেতে চান যেতে পারেন, তাছাড়া আপনার সন্তানের সুখবরে আপনার মনে খুশি থাকবে। কেরিয়ারে খুব উন্নতি করতে পারবেন। চাকরিতে পদোন্নতি নিশ্চিত। এই সময় প্রচন্ড সুখে থাকতে পারবেন আপনি। ব্যবসার যেকোনও কাগজ বা ফাইল মনোযোগ সহকারে পড়ুন।

*এএফসি চ্যালেঞ্জ লিগে ইস্টবেঙ্গলের হার*

খেলা

Khabar kolkata sports Desk: বুধবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে তুর্কমেনিস্তানের ক্লাব এফসি আর্কাদাগের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল। আগামী ১২ মার্চ তুর্কমেনিস্তানের মাঠে খেলতে যেতে হবে ইস্টবেঙ্গলকে।

ছবি: সঞ্জয় হাজরা

*এএফসি কাপে খেলা শুরুর আগেই ইস্টবেঙ্গলের জরিমানা হল*

খেলা

নিজস্ব প্রতিনিধি: আজ কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপে খেলতে নামবে ইষ্টবেঙ্গল।তার আগেই চ্যালেঞ্জ লিগে আর্থিক ক্ষতির মুখে ইস্টবেঙ্গল।এএফসি-র নিয়ম অনুযায়ী, তাদের প্রতিযোগিতা চলাকালীন আয়োজক স্টেডিয়ামে অন্য কোনও প্রতিযোগিতার বিপণন করা যায় না। অর্থাৎ অন্য কোনও প্রতিযোগিতার সাইনবোর্ড, বিজ্ঞাপন কিছুই প্রকাশ্যে আনা যাবে না। সেই নিয়মই ভঙ্গ করেছে ইস্টবেঙ্গল।আইএসএলে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই দলই খেলে যুবভারতীতে। ফলে গোটা স্টেডিয়ামেই আইএসএলের প্রচুর সাইনবোর্ড, বিলবোর্ড, বিজ্ঞাপন রয়েছে। তবে এএফসি-র ম্যাচ আয়োজনের আগে ইস্টবেঙ্গল সেগুলি খুলে ফেলার বদলে কালো কাপড়ে ঢেকে রেখেছিল। মঙ্গলবার দলের অনুশীলনেই তা দেখা গিয়েছে।সমস্যা বেধেছে তা নিয়েই। প্রবল হাওয়ায় সেই কাপড় সরে গিয়ে আইএসএলের সাইনবোর্ড প্রকাশ্যে চলে এসেছে। এএফসি-র ম্যাচ কমিশনার মাঠ পরিদর্শন করতে এসে তা চোখে পড়ে। এরপরই ইস্টবেঙ্গলকে কয়েক লক্ষ টাকা জরিমানা করেন তিনি। ফলে চ্যালেঞ্জ লিগে খেলতে নামার আগেই আর্থিক ক্ষতির মুখে ইস্টবেঙ্গল।

*Avishek Banerjee today visiting two model camps and an additional health camp in Maheshtala*

Khabar kolkata News Desk: TMC MP Avishek Banerjee Said, "Inspired by the ideals of Swamiji and committed to the welfare of the Gonodebota, I dedicated myself to ensuring that quality healthcare reaches every doorstep".

Today, after visiting two model camps and an additional health camp in Maheshtala, I am reassured that Sebaashray has found a place in the hearts of the people. With a resolve to restore health and well-being, I remain committed to breaking every barrier that stands in the way of accessible medical care.

To serve people, to wipe away their tears, is a responsibility I hold sacred. The overwhelming love, blessings, and faith of the people of Maheshtala have left me deeply moved.

*কবিতা*

"বেকারত্বের কান্না"

গোপাল মাঝি

বেকারত্বের জ্বালা যে কতো

বুঝবেনা কেউ মোর,

লাঞ্ছনা -গঞ্জনা জুটবে কেবল

বাকী জীবন ভোর ।

রেজাল্ট ভালো করতে হবে

বাবা -মায়ের কাছে,

এম, এ,- বি, এড, করেও তবু

অযোগ্য সব কাজে ।

কর্ম -খালির বিজ্ঞাপন দেখে

যতই এপ্লাই করি,

মাঝ - নদীতে আটকে আছি

তীরে ভিড়লোনা তরী ।

পরীক্ষায় সব বসতে থাকি

দেওয়াই শুধু সার,

হিসেব করে চমকে উঠি

বয়স হলো পার!

এলাকাতে আজ উঠছে আওয়াজ

যদুর ছেলে সুকুমার,

পরীক্ষায় যার বসতে হয়নি

চাকরি জুটলো তার!

কেমন করে চাকরি পেলো

কোর্ট জানতে চায়,

রেজাল্ট সিট্ গেল কোথায়

খুঁজে নাহি পায়!

এমন যদি চলতে থাকে

বেকার করবে ভিক্ষা,

মাঝ -নদীতে ডুববে তরী

বেহাল হবে শিক্ষা ।