এন্টালি কাঁঠাল বাগান সার্বজনীন পুজোতে এবছরের ‘থিম’-- "বিশ্বের বাস্তুতন্ত্র রক্ষা করা"

ডেস্ক: এন্টালি কাঁঠাল বাগান সার্বজনীন পুজো এবছর ৭৮ তম বর্ষ। ৭৭ বছর তারা সবাকিয়ানায় পুজো করলেও এ বছর তাদের পুজোতে আসছে ‘থিম’। তাদের থিম শিল্পী সুদীপ্ত ধর বলেন, তাদের এ বছরের থিমের মূল বিষয় হলো, বিশ্বের বাস্তুতন্ত্র রক্ষা করা। শিল্পী বলেন, দেবাদিদেব মহাদেব আমাদের সৃষ্টি ও ধ্বংসের দেবতা। আর এই সৃষ্টি ও ধ্বংসের মাঝে আমাদের রক্ষা করে চলেছেন মা দুর্গা। কিন্তু মানুষ উন্নত সভ্যতার নামে আসলে একটা ধ্বংসের পথে এগিয়ে চলেছে। বিশ্বের বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে। ফলে পৃথিবী থেকেই বহু প্রাণী লুপ্ত হয়ে যাচ্ছে। তাই সময় এসেছে সেই বাস্তুতন্ত্রকে ফিরিয়ে আনার। তিনি জানান, এবার তারা মানুষের কাছে সেই বার্তাই দিতে চলেছে। তাদের প্যান্ডেলে থাকবে বিলুপ্ত প্রায় বহু প্রাণী।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এবছর তারা নতুন বার্তা নিয়ে এসেছেন। এন্টালি কাঁঠাল বাগানের সমস্ত মানুষের সহযোগিতায় গড়ে উঠছে তাদের মন্ডপ। তিনিও বলেন, এই পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার একটা বার্তা তারা এই পুজোর মধ্য দিয়ে দিতে চান। তিনি আরও বলেন, তাদের মঞ্চকে তারা এমনভাবে সাজাচ্ছেন, যে শিশু থেকে বয়স্ক মানুষ সকলেরই তা ভালো লাগবে। আগামী ৩ তারিখ সকলের জন্য পুজো মন্ডপ খুলে দেওয়া হবে। তিনি সকলকে তাদের পুজো দেখার জন্য আমন্ত্রণ জানান।

ছদ্মবেশী মহিলা আইপিএস অফিসার  অটো করে শহরে ঘুরে বেড়ালেন সারা রাত

ডেস্ক: আগ্রা ও পার্শ্ববর্তী অঞ্চলের নারী নিরাপত্তা দেখতে ৩৩ বছর বয়সী আইপিএস অফিসার সুকন্যা শর্মা অটো করে ঘুরে বেড়ালেন প্রায় সারা রাত। আগ্রার অ‌্যাসিস্ট‌্যান্ট পুলিশ কমিশনার। রাতের শহরে একাই ছদ্মবেশে বেরিয়ে পড়েন মহিলাদের নিরাপত্তা খতিয়ে দেখতে। সেই সঙ্গে জরুরিকালীন ডায়াল ১১২ সঠিকভাবে কাজ করছে কিনা, তাও পরখ করে দেখেন। সাদা শার্ট আর কালো জিন্সে তাঁকে কেউই চিনতে পারেনি। আগ্রা ক্যান্ট রেলওয়ে স্টেশন, এমজি রোড এবং সদর বাজার-সহ বেশ কয়েকটি সংবেদনশীল এলাকা পরিদর্শন করেন।

এখানেই শেষ নয়, ১১২ তে ফোন করে সাহায্য চান তিনি। পরখ করে দেখেন পুলিশের কুইক রেস্পন্স টিম ঠিক মতো কাজ করছে কিনা। কয়েকটি সংবেদনশীল এলাকা পরিদর্শন করেন। আগ্রা পুলিশ সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ সুকন‌্যার অভিযানের কথা জানিয়ে লেখে,‘সাধারণ পোশাকে সুকন্যা শর্মা, জনবহুল এবং সংবেদনশীল এলাকা পরিদর্শনে একটি অটোতে একা ভ্রমণ করেন। তিনি সাহায্যপ্রার্থী সেজে কার্যকারিতা মূল্যায়ন করতে ইউপি ১১২ (জরুরি হেল্পলাইন) ব্যবহার করে জরুরি নিরাপত্তা ব্যবস্থাও পরীক্ষা করে দেখেছেন।” সুকন্যা খুশি হয়ে এই বার্তা দিয়েছে যে, ১১২ দ্রুত কাজ শুরু করেছিল।
নাগাল্যান্ডের ডিমাপুর কালী মন্দির হিন্দু ধর্মের এক বিশেষ অধ্যায়

ডেস্ক : সাধারণভাবে ডিমাপুর কালীবাড়ি নামেই পরিচিত ওই মন্দির। নাগাল্যান্ডের ওই মন্দিরের সঙ্গে যুক্ত আছে হিন্দু সংস্কৃতির অনেক কথা। ১৯৫৬ সালে অনেক ভক্তপ্রাণ হিন্দুরা সমবেত হয়ে ওই কালিমন্দির নির্মাণ করুন। ২oo৬ সালে ওই মন্দিরের ৫০ বছর পূর্তি উপলক্ষে সাড়ম্বারে নানা অনুষ্ঠান হয়। মন্দির কর্তৃপক্ষ ২০০৬ সালে একটি অ্যাম্বুলেন্স পরিষেবা এবং একটি লাইব্রেরির পরিষেবা চালু করে । তারা এই অঞ্চলের বাসিন্দাদের জন্য দুর্গাপূজার মতো বেশিরভাগ হিন্দু উৎসবের আয়োজন করে। মন্দিরটি উত্তর-পূর্ব ভারতের অন্যতম বিখ্যাত হিন্দু মন্দির এবং স্থানীয় জনহিতৈষী জেসি দাস, এমএমএমজুমদার এবং এস কে দত্ত (কালু দত্ত) এর প্রধান কর্মকর্তা। কালু দত্ত ৩০ বছরেরও বেশি সময় ধরে সভাপতি ছিলেন, যার সভাপতিত্বে সুন্দর মন্দিরটি এবং অন্যান্য ভক্তদের সাথে গেস্ট হাউস তৈরি করা হয়েছিল। এটি ভালভাবে রক্ষণাবেক্ষণ করা হয় এবং এই অঞ্চলের একটি শ্রদ্ধেয় উপাসনালয়। এখনও নাগাল্যান্ডে যে হিন্দু পর্যটকেরা বেড়াতে যান, তারা অবশ্যই এই মন্দির দর্শন করেন।
শ্রীভূমি স্পোর্টিং এর পুজোর উদ্ভোধন মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনার ঐতিহ্যবাহী পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব।আজ ২০২৪ সালের দুর্গোৎসবের সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন দুর্গাপুজো উৎসবের সূচনার অনুষ্ঠানের নাম দেওয়া হয় 'উৎসব উচ্চারিত সূচনা'। তাৎপর্যপূর্ণভাবে এদিন দুর্গোৎসবের সূচনা করলেও মণ্ডপ বা প্রতিমার উন্মোচন করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু এখনও পর্যন্ত পিতৃপক্ষ চলছে, সে কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি ।

ইছাপুর রাইফেল ফ্যাক্টরি তাদের তৃতীয় AWEIL প্রতিষ্ঠা দিবস উদযাপন করল

ডেস্ক: ইছাপুর রাইফেল ফ্যাক্টরির অ্যাডভান্সড উইপনস অ্যান্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেডের একটি ইউনিট, যা ভারত সরকারের একটি এন্টারপ্রাইজ, প্রতিরক্ষা মন্ত্রকের।আজ উপযুক্ত পদ্ধতিতে তৃতীয় "AWEIL প্রতিষ্ঠা দিবস" উদযাপন করেল।এই উপলক্ষ্যে, আরএফআই-এর পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ,কে. সিং, I.O.F.S, এবং নির্বাহী পরিচালকের নেতৃত্বে মশাল র‌্যালির মাধ্যমে উৎসব উদযাপনের সূচনা হয়। উপস্থিত সমস্ত কর্মচারী এবং অন্যান্য কর্মচারীদের সাথে AWEIL পতাকা উত্তোলনের মাধ্যমে। উদ্বোধনী অনুষ্ঠানে এ কে সিং বলেন, "আত্ম নির্ভর ভারত" এবং "মেক ইন ইন্ডিয়া" নীতির অধীনে আত্মনির্ভরতার প্রতি প্রতিরক্ষা প্রয়োজনীয়তাগুলিকে বিবেচনায় রেখে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান করছি সবাই কে"।

মাওবাদী সংগঠনের সাথে যুক্ত সন্দেহে পানিহাটী পল্লীশ্রী এলাকায় এক মহিলার বাড়িতে NIA এর অভিধান

প্রবীর রায়: আজ রাজ্যে প্রায় ১৪ জায়গায় এন আই এ এর আধিকারিকরা তল্লাশি চালায়।এর মধ্যে মাওবাদী সংগঠনের সাথে যুক্ত সন্দেহে উত্তর ২৪ পরগনার পানিহাটী পল্লীশ্রী এলাকায় শিপ্রা চক্রবর্তী নামে মহিলার বাড়িতে তল্লাশি চালায় NIA আধিকারিকরা। ৪ জনের সদস্য কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে এদিন ভোরে পানিহাটি পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পল্লীশ্রী এলাকায় শিপ্রা চক্রবর্তী বাড়িতে অভিযান চালায়। সেই সময় গোটা এলাকা ঘিরে রাখে ঘোলা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সূত্রের খবর শিপ্রা চক্রবর্তী ও তার স্বামী মানবেশ সরকার মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। তারা পানিহাটির পল্লীশ্রী এলাকায় এই বাড়িতেই থাকেন।

এদিন প্রথমে ডাকাডাকি করলে বাড়ির গেট না খোলায় গেট টপকে বাড়ির ভেতর ঢোকে এনআইএর আধিকারিকেরা। প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির আধিকারিরা শিপ্রা চক্রবর্তী বাড়ি থেকে বেরিয়ে যান।

আজকের রাশিফল (Tuesday, October 1, 2024)

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Tuesday, October 1, 2024)

স্বাস্হ্যের জন্য অবশ্যই যত্নের প্রয়োজন। খুব একটা লাভদায়ক দিন নয়- কাজেই আপনার টাকাকড়ির অবস্থা দেখে নিয়ে আপনার খরচ সীমিত করুন। আপনার বাচ্চাদের সমস্যার মোকাবিলা করতে কিছু সময় বের করুন। আপনার চোখে আনন্দের উজ্জ্বলতা লক্ষ্য করা যাবে এবং হৃদস্পন্দন বেড়ে যাবে কারণ আজ আপনি আপনার স্বপ্নের নারীর দেখা পাবেন। অন্য দেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে এটি উৎকৃষ্ট সময়। টিভি,মোবাইল ব্যবহার করা ভুল না কিন্তূ দরকারের থেকে বেশি ব্যবহার করলে আপনার সময় খারাব হতে পারে। আপনি কি জানেন যে আপনার স্ত্রী সত্যিই আপনার জন্য দেবদূত। আমাদের বিশ্বাস করবেন না? আজ পর্যবেক্ষণ করুন এবং অনুভব করুন।

প্রতিকার :- চন্দ্র যন্ত্র পূজা ঘরে স্থাপন করে পুজা করলে আর্থিক অবস্থা উত্তম হবে।

বৃষভ রাশিফল (Tuesday, October 1, 2024)

আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন। যারা ট্যাক্স ফাঁকি দেয় তারা আজ বড় সমস্যায় পড়তে পারে। অতএব, আপনাকে এই ধরনের কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। কোন ধর্মীয় স্থানে বা আত্মীয়ের কাছে যাওয়া আপনার জন্য সম্ভাব্য বলে মনে হচ্ছে। একই স্থানে দাঁড়িয়ে প্রেম একটি নতুন বিশ্বে আপনাকে সঞ্চারণ করাবে। এটি এমন একটি দিন যখন আপনি একটি রোমান্টিক ভ্রমণে যেতে পারবেন। কথা রাখার উপায় না থাকলে কথা দেবেন না। আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরোনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন। আপনার বিবাহিত জীবনে অনেক ভালোমন্দের পর আজ আপনার প্রেমে একে অপরের জন্য সুবর্ণ দিন হবে।

প্রতিকার :- ছিদ্রযুক্ত কাপড়ে অশ্বগন্ধার মূল বেঁধে রেখে দিন এবং এটি নিজের কাছে রেখে দিন, এর ফলে আপনি কর্ম জীবনে ও ব্যবসায়ে উন্নতি করবেন।

মিথুন রাশিফল (Tuesday, October 1, 2024)

জয় উদযাপন আপনাকে প্রচুর আনন্দ দেবে। আপনি আনন্দ উপভোগের জন্য এই খুশি বন্ধুদের সাথে ভাগ করে নিতে পারেন। আপনি যদি একটি মসৃণ জীবনযাপন করতে চান এবং জীবনযাত্রার একটি স্থিতিশীল মান বজায় রাখতে চান তবে আপনার আর্থিক সম্পর্কে আপনার আজ মনোযোগী হওয়া দরকার। পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময়। ভালোবাসায় হঠকারী পদক্ষেপ এড়িয়ে চলুন। আজ, আপনি জানতে পারবেন যে কর্মক্ষেত্রে যাকে আপনার শত্রু হিসেবে বিবেচনা করেছিলেন তিনি আসলে আপনার শুভাকাঙ্খী। আজকে আপনি আপনার কোনো কাছের আত্বিয়ের বাড়ি সময় কাটাতে যেতে পারেন এরই মধ্যে আপনার উনার কোনো কথা খারাপ লাগতে পারে আর আপনি সময়ের আগেই সেখান থেকে বেরিয়ে চলে আসতে পারেন। আপনার স্ত্রীর শরীর একটু খারাপ হতে পারে।

প্রতিকার :- মা সরস্বতির আরাধনা করলে প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক সুদৃঢ় হবে।

কর্কট রাশিফল (Tuesday, October 1, 2024)

কিছু শারীরিক পরিবর্তন যা আপনি আজ করছেন, নিশ্চিতভাবেই আপনার উপস্থিতিকে উন্নত করবে। আপনি আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন। আপনি আজ আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারেন। বাড়িতে নিয়ন্ত্রক অবস্থা বিদ্যমান বলে আপনার মন খারাপ হতে পারে। আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার প্রয়োজন নেই; সেগুলি আজ সত্য হতে পারে। পেশাগত উন্নতির অগ্রগামিতার জন্য নতুন দক্ষতা এবং প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়া প্রয়োজন। লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আজকে আপনার কিছু যাই আসে না.এমনকি আজকে আপনি ফাঁকা সময়ে কারুর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না আর একাকী আনন্দিত থাকবেন। ভালো খাবার, রোমান্টিক মুহুর্ত; আপনার জন্য আজ সবকিছুর পূর্বাভাস আছে।

প্রতিকার :- সহজ গৃহস্থ জীবন কাটাতে লালচে বাদামি পিঁপড়েকে মিষ্টি জাতীয় খাবার যেমন খান্ড, মিছরি খাওয়ান।

সিংহ রাশিফল (Tuesday, October 1, 2024)

বাইরের ক্রিয়াকলাপ আজ ক্লান্তিকর এবং ধকলসাধ্য হবে। দিনের শেষ ভাগে আর্থিক উন্নত হবে। যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে। দিনটি আপনার ভালবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য। প্রেম করতে থাকুন। ভাষণ এবং বৈঠক, যাতে আপনি আজ উপস্থিত থাকবেন, তা বৃদ্ধির জন্য নতুন ধারণা আনবে। আজকে আপনি ঘরের ছোট সদস্য কে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন। যদি আপনি এবং আপনার স্ত্রী এই দিনগুলিতে খুব সুখী বোধ না করেন তাহলে আপনি আজ পাগলের মত মজা করতে পারেন।

প্রতিকার :- তামার চুড়ি পরলে স্বাস্থ্য উত্তম হবে।

কন্যা রাশিফল (Tuesday, October 1, 2024)

নিজেকে সুস্থ এবং সুন্দর রাখতে উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন। যারা শেয়ার বাজারে তাদের অর্থ বিনিয়োগ করেন তারা আজ ক্ষতির মধ্যে পড়তে পারেন। আপনার বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে মনোযোগী ও সতর্ক হওয়া আপনার পক্ষে ভাল। পরিবারের সদস্যরা আপনাকে এক ইতিবাচক উপায়ে সাড়া দেওয়ায় আপনি আজ উপকৃত হবেন। প্রেমের জীবন আশা আনবে। ঊর্ধ্বতনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার সাহস বাড়িয়ে তুলবে। আজকে আপনি হটাৎই কাজ থেকে ছুটি নেওয়ার পরিকল্পনা করতে পারেন এবং পরিবারের সাথে সময় কাটাতে পারেন। বিবাহিত জীবনের একটি কঠিন পর্যায়ের পরে, আজ আপনি সূর্যালোক দেখতে পাবেন।

প্রতিকার :- নিজের ইষ্টদেবতাকে লাল সিঁদুর দিয়ে পূজা স্বাস্থ্যের জন্য লাভদায়ক।

তুলা রাশিফল (Tuesday, October 1, 2024)

আজ আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন। বিভিন্ন উত্স থেকে আর্থিক লাভ হবে। আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন। তাঁদেরকে বুঝতে দিন যে আপনি তাঁদের জন্য পরোয়া করেন। আপনার ভালো সময় তাঁদের সাথে কাটান। অভিযোগ করার কোন সুযোগ দেবেন না। যারা তাদের প্রেমিক থেকে দূরে থাকেন তারা আজ তাদের গভীরভাবে মিস করতে পারেন। এ কারণে আপনি রাতে আপনার প্রিয়জনের সাথে ফোনে ঘন্টাখানেক কথা বলতে পারেন। আপনার কাজে লেগে থাকুন এবং আপনাকে সাহায্য করার জন্য আজ যারা কোমর বেঁধে লেগেছেন তাদেরকে গণ্য করবেন না। আজ কল্যাণকর দিন কারণ সব বিষয় আপনার অনুকূলে থাকবে বলেই মনে হচ্ছে এবং আপনি জগতের শীর্ষে থাকবেন। দিনটি আপনার জীবন সঙ্গীর সঙ্গে স্বাভাবিক দিনের তুলনায় অনেক ভাল হবে বলে মনে হচ্ছে।

প্রতিকার :- চাকরি বা ব্যবসায় সাফল্যের জন্য মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকুন।

বৃশ্চিক রাশিফল (Tuesday, October 1, 2024)

আজ, আপনার স্বাস্থ্য সুস্থ হবে বলে আশা করা হচ্ছে। আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি আজ আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন। আপনি যদি কোনও ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন, তবে আজকের দিনটি আপনার ভাগ্যবান। পরিবারের সদস্যরা আপনার মতামতগুলিকে সমর্থন করবে। নিজেকে ঠিক সঠিক প্রমাণ করার জন্য আপনি এই দিন আপনার সঙ্গীর সাথে ঝগড়া করতে পারেন। তবে আপনার সঙ্গী আপনাকে আরও ভাল বোঝার সাথে শান্ত করবে। মহিলা সহকর্মীরা অত্যন্ত সহায়ক হবেন এবং আপনাকে অসমাপ্ত কাজ শেষ করতে সাহায্য করবেন। আজ আপনি আপনার ফাকা সময়টি আপনার মায়ের সেবায় ব্যয় করতে চাইবেন, তবে উপলক্ষে কিছু কাজ করার কারণে এটি ঘটবে না। এই কারণে আপনার বিরক্ত বোধ হবে। আপনি এবং আপনার স্ত্রী আজ প্রেম করার জন্য যথেষ্ট সময় পাবেন বলে মনে হচ্ছে।

প্রতিকার :- দূর্গা সপ্তশতী পাঠ করলে পারিবারিক জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে।

ধনু রাশিফল (Tuesday, October 1, 2024)

অপ্রয়োজনীয় উত্তেজনা এবং দুশ্চিন্তা আপনার জীবনকে রসকষহীন করে তুলতে পারে। এগুলির হাত থেকে মুক্তি পাওয়ায় ভালো অন্যথায় সেগুলি শুধু আপনার সমস্যাকেই তীব্রতর করবে। আপনি আজকে কার্ড ভাল খেললে কিছু অতিরিক্ত নগদ উপার্জন করতে পারেন। পরিবারে এক নতুন সদস্যের আগমনবার্তা আপনাকে মুগ্ধ করতে পারে। একটি ভোজের আয়োজন করে আপনার প্রতীক্ষায় থাকার আনন্দ ভাগ করে নিন। আপনি আজ ভালবাসাপূর্ণ চকলেট খেতে পারেন। নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দুর্দান্ত দিন। ফাঁকা সময়ে আজকে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যিই একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন।

প্রতিকার :- শোয়ার ঘরে ক্রিস্টালের বল রাখলে স্বাস্থ্যের ওপর তার সুপ্রভাব পরবে।

মকর রাশিফল (Tuesday, October 1, 2024)

ঘুমন্ত আবস্থায় দেখা সমস্যাগুলো জেগে উঠে মানসিক চাপ আনবে। আপনার অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারে। এমন মানুষদের থেকে দূরে থাকুন যাঁরা আপনাকে কুঅভ্যাস দিয়ে প্রভাবিত করতে পারেন। প্রেমের সবসময়ই গভীর ভাবপূর্ণ, এবং আপনি আজ এই অভিজ্ঞতা লাভ করবেন। কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে- বিশেষ করে যদি আপনি সবকিছু কৌশলী হাতে না সামলান। আজকে আপনার কথা সঠিক ভাবে বোঝার চেষ্টা করা উচিত নাহলে এই কারণে আপনি আপনার খালি সময়ে এইসব কথার ব্যাপারে ভাবতে থাকবেন আর নিজের সময় নষ্ট করবেন। বিবাহিত জীবনে অনেক সুবিধা আসবে এবং আপনি তাদের সবকটিকে অনুভব করতে পারবেন।

প্রতিকার :- চন্দ্র যন্ত্র পূজা ঘরে স্থাপন করে পুজা করলে আর্থিক অবস্থা উত্তম হবে।

কুম্ভ রাশিফল (Tuesday, October 1, 2024)

আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন। যারা আত্মীয়ের কাছ থেকে ঋণ নিয়েছিলেন তাদের আজ যে কোনও শর্তে সেই পরিমাণ ফেরত দিতে হতে পারে। আপনার দিনটি যত্নসহকারে সাজান- এমন মানুষদের সাথে কথা বলুন যাদেরকে সাহায্য চাইতে আপনি বিশ্বাস করতে পারেন। আপনি আজ ভালবাসাপূর্ণ চকলেট খেতে পারেন। আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আজ আপনার সাথেই থাকবে। আপনি দিনটিকে সবচেয়ে ভাল করতে আপনার লুকানো গুণাবলী ব্যবহার করবেন। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যিই উত্তেজনাপূর্ণ কিছু করবেন।

প্রতিকার :- অবিশুদ্ধ চিনি, আটা এবং ঘি এর মিশ্রণ কোনো নারকোলের মধ্যে রেখে তা কোনো অশ্বথ গাছের নিচে রেখে দিলে আপনার ব্যাঙ্ক ব্যালান্স বাড়তে থাকবে।

মীন রাশিফল (Tuesday, October 1, 2024)

আবেগের দিক থেকে আপনি খুব একটা স্থিতিশীল থাকবেন না-কাজেই অন্যদের সামনে আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কিছু বলছেন সে বিষয়ে সতর্ক থাকুন। আপনার বাড়াবাড়ি জীবনযাপন এবং ব্যয়ের কারণে আজ আপনার বাবা-মা চিন্তিত হয়ে পড়তে পারেন এবং তাই আপনাকে তাদের ক্রোধের শিকার হতে হতে পারে। আজ আপনার সীমিত ধৈর্য্য হবে- কিন্তু এই ব্যাপারে যত্ন নিন কারণ রূঢ় বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষের মন খারাপ করতে পারে। আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সব সময় অনুভব করবেন, এখন শারীরিক অস্তিত্ব কোনভাবেই বিবেচিত হবে না। আপনি আজ আপনার মিষ্টি ভালবাসা জীবনে চমকপ্রদ মশলার উপস্থিতি লক্ষ্য করতে পারেন। কোনো নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলা দরকার।যদি আজকে আপনার কাছে সময় থাকে তাহলে ওই কাজের অভিজ্ঞ ব্যাক্তির সাথে দেখা করে নিন যেই কাজ আপনি শুরু করতে যাচ্ছেন। আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে স্পষ্টতই বিশ্বাসের অভাব থাকবে। এটি বিবাহে এক অত্যাচারের দিকে নিয়ে যাবে।

প্রতিকার :- কোনো কাক কে ভাজা খাদ্য দ্রব্য যেমন পাকোড়া দান করুন, কারণ কাক শনির প্রতীক।

(Courtesy-AstroSage)
ধর্মতলার ধর্ম ঠাকুর আসলে আদিবাসীদের আরাধ্য দেবতা ছিলেন
ডেস্ক: বাংলায় প্রচলিত বারো মাসে তেরো পার্বন কিন্তু মূলত ধর্মকে কেন্দ্রে করেই। বাংলার দেবতারা মূলত তিনভাগে বিভক্ত – বৈদিক দেবতা, অবৈদিক দেবতা ও আদিবাসীদের দেবতা। এই আদিবাসী সম্প্রদায় আসলে না হিন্দু না ইসলাম। কিন্তু পরে তারা অনেকেই বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। সেই আদিবাসীদের অন্যতম দেবতা ‘ধর্ম ঠাকুর’ – যাকে আমরা ধর্মমঙ্গল কাব্যে পাই।

এবার কলকাতার প্রাণকেন্দ্র এসপ্ল্যানেড বা ধর্মতলা প্রসঙ্গে আসা যাক। ধর্ম গবেষক স্বামী সর্বানন্দ অবধূত তাঁর রিসার্চ পেপারে এই ধর্মতলা সম্পর্কে লিখেছেন, “ইতিহাস ঘেঁটে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার ধর্মতলায় একটা সময়ে ধর্মঠাকুরের পুজো হত ব্যাপক ভাবেই। পাশ দিয়েই গঙ্গা প্রবাহিত হত, আর ওই অঞ্চলে বসবাস করত জেলে আর আদিবাসীরা। তারাই আদিকালে ধর্মঠাকুরের পুজো করত শিলাখণ্ডে। সেই প্রথা সনাতন ধর্মে চলে আসছে। আমরাও শিলাখণ্ডকেই পুজো করছি ধর্মতলায়।” তিনি আরও লিখেছেন, “ধর্মঠাকুরের কোনও মূর্তি হয় না। মূর্তি পুজো তো শুরু হয়েছে মাত্র কয়েকশো বছর আগে থেকে। আদিম যুগ থেকে যেভাবে শিলাখণ্ডে ধর্মঠাকুর পূজিত হয়ে আসছেন, আমরা সেভাবেই পুজো করছি।” এখন উচ্চ বর্ণের হিন্দুরাও ধর্ম ঠাকুরের পুজো করেন। তবে ধর্মতলায় যে ধর্ম ঠাকুরের পুজো হতো তিনি কিন্তু আদিবাসীদের দেবতা ‘ধর্ম ঠাকুর।’
দক্ষিণ ২৪ পরগনার কাশীনগরে জাগ্রত পঞ্চানন ঠাকুরের মন্দির
ডেস্ক: কথায় আছে, ‘বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর।’ সেই বিশ্বাসের উপর ভর করেই দেড়শো বছর ধরেই মানুষ ছুটেছেন দক্ষিণ ২৪ পরগনার কাশীনগরে পঞ্চানন ঠাকুর দর্শনে। স্থানীয়দের বিশ্বাস এই জায়গায় পুজো দিলে সেরে যায় দুরারোগ্য রোগব্যাধি।পঞ্চানন বা পঞ্চানন্দ বা পাঁচু ঠাকুর বাংলার এক খ্যাতিমান লৌকিক দেবতা। লোকবিশ্বাসে ইনি মহাদেব শিবের এক রূপ। মূলত গ্রামরক্ষক, শিশুরক্ষক রূপে পঞ্চানন ঠাকুর পূজিত হন।কাশীনগরের এই পঞ্চানন ঠাকুর একসময় জঙ্গলের মধ্যে অধিষ্ঠান করতেন। পরে ইংরেজ আমলে জঙ্গল কেটে করে এখানে মন্দির প্রতিষ্ঠা হয়।

তারপর থেকেই মানুষের আগমন বাড়তে থাকে এখানে। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন ঠাকুরকে দর্শন করতে। ১৫০ বছর ধরে চলে আসছে একই রীতি। এখানে রয়েছে প্রায় ৭ ফুট লম্বা পঞ্চানন ঠাকুর। মহাদেব শিবের সঙ্গে পঞ্চানন ঠাকুরের দেহাকৃতি ও বেশভূষার সাদৃশ্য আছে, তবে উভয়ের রূপকল্পনায় পার্থক্য বিদ্যমান। পঞ্চাননের গাত্রবর্ণ লাল এবং চোখমুখের ভঙ্গি রুদ্ররূপী, বেশ বড় গোলাকার ও রক্তাভ তিনটি চোখ ক্রোধোদ্দীপ্ত। প্রশস্ত ও কালো টিকালো নাক, দাড়ি নেই, গোঁফ কান অবধি বিস্তৃত।মাথায় পিঙ্গলবর্ণের জটা চূড়া করে বাঁধা এবং তার মধ্যে জটা কিছু বুকে পিঠে ছড়ানো। কানে ধুতুরা ফুল। গলায় ও হাতে বেশ বড় পঞ্চমুখী রুদ্রাক্ষমালা। এই ঠাকুরকে খুবই জাগ্রত ঠাকুর হিসাবে মানেন স্থানীয়রা। মার্চ মাসে এখানে খুব বড়ো করে উৎসব হয়।
আই এস এল মরসুমের কলকাতায় প্রথম ডার্বি ৫ অক্টোবর

খেলা

# Sports News

Khabar kolkata: আই এস এল মরসুমের কলকাতায় প্রথম ডার্বি ৫ অক্টোবর ।প্রথম কলকাতা ডার্বির সাক্ষী হবে মোহনবাগান সুপার জায়ান্ট ও মহামেডান এসসি। ইতিমধ্যেই আই এস এল এ মহামেডান চেন্নাইয়িন এফসিকে ১-০ ব্যবধানে হারিয়ে তাদের প্রথম আইএসএল জয় সংগ্রহ করেছে। এখন পর্যন্ত মহামেডান এসসি (৭তম) বর্তমানে স্ট্যান্ডিংয়ে মেরিনার্সের (৮তম) উপরে রয়েছে।

অন্যদিকে,মোহনবাগান সুপার জায়ান্ট এখন পর্যন্ত লিগে সবচেয়ে বেশি গোল (৭) করেছে, এবং তারা তাদের শহরের প্রতিদ্বন্দ্বীদের দূরে রাখতে তাদের ব্যাকলাইন ঠিক রেখেছে। ফলাফল নির্বিশেষে,বলা যেতেই পারে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে রবিবার দর্শকদের একটা ভালো খেলা উপহার দেবে দুই দল।