আফগানিস্তানে একজন মহিলার চেয়ে একটি স্ত্রী বিড়ালের স্বাধীনতা বেশি
*বিশ্ব সংবাদ*


ডেস্ক: আফগানিস্তানে একজন মহিলার চেয়ে একটি স্ত্রী বিড়ালের স্বাধীনতা বেশি। হলিউডের তারকা অভিনেত্রী মেরিল স্ট্রিপ গত সোমবার জাতিসংঘে এ কথা বলেন। আফগান মহিলা ও কিশোরীদের দুঃখ-দুর্দশার বিষয়ে বিশ্বনেতাদের মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

আফগানিস্তানের ভবিষ্যতে মহিলা দের অন্তর্ভুক্তিকে উৎসাহিত করতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি আয়োজিত একটি অনুষ্ঠানে মেরিল স্ট্রিপ এ কথা বলেন।

আফগানিস্তানে দুই দশক ধরে অবস্থানের পর ২০২১ সালে মার্কিন নেতৃত্বাধীন সেনা প্রত্যাহারের পর সেখানে তালিবান ক্ষমতার নিয়ন্ত্রণ নেয়। তালিবানের বিরুদ্ধে মহিলা স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ রয়েছে। আফগানিস্তানে মহিলা স্বাধীনতা রক্ষা ও তালিবানকে মোকাবিলায় ঐক্যবদ্ধ বৈশ্বিক কৌশল গ্রহণের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

আফগানিস্তানে তালিবান সরকার মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে মহিলাদের শিক্ষা বন্ধ করেছে। তালিবানের পক্ষ থেকে সৌন্দর্যচর্চা কেন্দ্র বন্ধ ও পুরুষ অভিভাবক ছাড়া বাইরে ভ্রমণও নিষিদ্ধ বরা হয়েছে।

মেরিল স্ট্রিপ বলেন, ‘আজ কাবুলে একটি স্ত্রী বিড়ালের একজন নারীর চেয়ে স্বাধীনতা বেশি। একটি বিড়াল তার সামনের কোনো স্থানে গিয়ে বসতে পারে এবং মুখে রোদ মাখতে পারে। সে কোনো পার্কে চাইলে কাঠবিড়ালি তাড়া করতে পারে। আফগানিস্তানের কোনো মেয়ের চেয়ে একটি কাঠবিড়ালির অধিকার বেশি। কারণ, কাঠবিড়ালি পার্কে ছুটতে পারে, কিন্তু সেখানে আফগানিস্তানের মহিলাদের প্রবেশ বন্ধ।’

এই হলিউড অভিনেত্রী আরও বলেন, ‘কাবুলে একটি পাখি গান গাইতে পারে। কিন্তু একটি মেয়ে নয়। মহিলারা সেখানে সবার সামনে গান গাইতে পারে না।’

তালিবানরা বলে, তারা অধিকারকে সম্মান করে। তবে ২০২২ সালে তালিবানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা যে ডিক্রি জারি করেছিলেন, সে অনুযায়ী গত মাসে গোষ্ঠীটি আনুষ্ঠানিকভাবে বিশেষ নৈতিকতা বিধিনিষেধ চালু করেছে।

ওই অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, শিক্ষিত মহিলা, তাঁদের কর্মসংস্থান, নেতৃত্বে ভূমিকাসহ দেশটির অর্ধেক জনসংখ্যার অধিকার ও স্বাধীনতাকে স্বীকৃতি না দিলে আফগানিস্তান কখনোই বিশ্বমঞ্চে তার সঠিক জায়গা নিতে পারবে না।

ছবি সৌজন্যে: রয়টার্স
বাবাকে ম্যারাদোনার কথা মনে করিয়ে দিচ্ছেন ইয়ামাল
*খেলা*

*#Sports*


*ডেস্ক* : ফুটবলে তুলনা খুবই স্বাভাবিক একটা বিষয়। তরুণ কিংবা উদীয়মান কোনো ফুটবলার এলেই তাঁকে তুলনা করা হয় কিংবদন্তিদের সঙ্গে। একসময় তাই প্রায় নিয়মিতই শোনা যেত নতুন পেলে বা নতুন ম্যারাদোনার গল্প। সেই তুলনার মূল্য অবশ্য খুব কম খেলোয়াড়ই দিতে পেরেছেন।

পেলে কিংবা ম্যারাদোনার পর উঠতি খেলোয়াড়দের এখন তুলনা করা হয় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। বার্সার তরুণ তুর্কি লামিনে ইয়ামালকেও যেমন তুলনা করা হচ্ছে মেসির সঙ্গে। মেসির মতো ইয়ামালও উঠে এসেছে বার্সার একাডেমি লা মাসিয়া থেকে। মাত্র ১৭ বছর বয়সে পায়ের জাদুতে নিয়মিত মুগ্ধতা ছড়িয়ে চলেছেন এই উইঙ্গার। গত জুলাইয়ে স্পেনের ইউরো জয়েও দারুণ ভূমিকা ছিল তাঁর।

নতুন মৌসুমে বার্সার জার্সিতেও আলো ছড়াচ্ছেন ইয়ামাল। এর মধ্যে ভেঙেছেন ছোট–বড় বেশ কিছু রেকর্ডও। প্রায় প্রতি ম্যাচেই মাঠে নেমে নিজেকে যেন নতুন করে চেনাচ্ছেন ইয়ামাল। ফলে মেসির সঙ্গে তুলনা যে একেবারে অমূলক নয়, সেই প্রমাণও দিচ্ছেন তিনি।

তবে এবার মেসি নন, ইয়ামালের মধ্যে আরেক আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাদোনার ছায়া দেখার কথা বলেছেন তাঁর ঘনিষ্ঠ একজন। তিনি আর কেউ নন, ইয়ামালের বাবা মৌনির নাসরাউয়ি।এক্স হ্যান্ডেলে ইয়ামালের ছবি দিয়ে নাসরাউয়ি লিখেছেন, ‘দারুণ ছেলে, তুমি আমাকে কিংবদন্তি আরমান্দো ম্যারাদোনাকে মনে করিয়ে দিয়েছ।’

*ছবি সৌজন্যে:এক্স।*

ছবি সৌজন্যে:এক্স।
কবিতা

*"পূর্বাভাস"**

*গোপাল মাঝি*

ত্রাণ নিয়ে দল - বাজী
         চলছে অবিরত,
হিসেব কি রাখে কেউ
         ক্ষতি হলো কত?
সরকার আসে সরকার যায়
         প্রতিশ্রুতির বন্যা,
কান পেতে শোনে কেউ
          আর্তদের কান্না?
বৃষ্টির জলে ক্ষয়ে যায়
         নদী গুলির বাঁধ,
হচ্ছে শুধু ব্যক্তি তোষণ
   --এই কাজটি বাদ!
বন্যা নিয়ন্ত্রণে কেন সরকার
        নজর দেয়না আজ,
তবেই কি চলবে শুধু
        দলতন্ত্র  রাজ!
কেন্দ্র -রাজ্য চাপান -উতরে
        উঠছে নাভিশ্বাস,
--যার মধ্যে ঘোষণা হয়
        আবহওয়ার পূর্বাভাস |
আবার হবে অতি বৃষ্টি
         দিন কয়েক ব্যাপী,
কেমন করে কাটবে মোদের
         সারা দিবা -রাতি!
বাস্তু -ভীটা ছেড়ে এখন
         আশ্রয় সরাইখানা,
শিশু কোলে আছি অভুক্ত
  (সঙ্গে) বৃদ্ধ পিতা -মাতা ।
আদৌ যদিনা হয় আর
       নদী বাঁধ মেরামতি,
সব হারিয়ে রাস্তায় বসে
       করবো ভিক্ষাবৃত্তি ।
জ্যোতিষ কথা বাড়ির বাস্তুদোষ কাটানোর উপায়


ডেস্ক: ‘বাড়ি’ শব্দটির মানে কিন্তু শুধু মাথা গোঁজার জায়গা নয়। বাড়ির সঙ্গে জড়িয়ে আছে আমাদের সারা জীবনে সুখ,দুঃখ, সমৃদ্ধি, শান্তি ও আবেগ। সেই শান্তির সন্ধানে আমরা সারা জীবন কাটিয়ে দিই। কিন্তু অনেক সময় শান্তি পাই না। নানা অজানা কারণে অশান্তি লেগেই থাকে। এখানেই আছে আমাদের প্রাচীন বাস্তুশাস্ত্র। বাস্তু মতে এই অশান্তি কারণ – আপনার উপরে পরা ‘বাস্তুদোষ’। তাই খুবই প্রয়োজন আপনার বাস্তুদোষ কাটিয়ে ওঠা। এই বাস্তু দোষ কাটানোর জন্য প্রাচীন ভারতীয় বাস্তুশাস্ত্র কিছু পরামর্শ দিচ্ছে। সেগুলো মেনে চললে দেখবেন বাড়িতে সমৃদ্ধি ও শান্তি নেমে আসবে।

১) ছবি – যখন মূল দরজা দিয়ে আপনি বাড়িতে প্রবেশ করবেন, তখন যে দরজার দিকে আপনার চোখ পড়বে, সেই দরজায় একটা দেবতার ছবি রাখুন – যে দেবতাকে আপনি বিশ্বাস করেন।

২) নুন – বাস্তু মতে :নুন’ বাস্তু দোষ দূর করে। আপনি ঘর মোছার সময় সেই জলে কিছুটা নুন মিশিয়ে নিন। অথবা সপ্তাহে অন্তত একবার করে সমস্ত ঘরের কোণে সামান্য করে নুনু ছিটিয়ে দিন।

৩) ঘোরার নাল – আপনার বাড়ির প্রবেশ দ্বারের বাইরে অথবা ঠিক ভিতরে মাথার উপরে একটা ঘোরার নাল লাগিয়ে রাখুন।

৪) কর্পূর ক্রিস্টাল – বাড়িতে আর্থিক অনটন লেগেই আছে। কিছুতেই অতিরিক্ত খরচ আটকাতে পারছেন না। তখন আপনি বাড়ির মধ্যে ২/৩টে কর্পূর ক্রিস্টাল সপ্তাহে একদিন করে দিয়ে দিন। এটা আর্থিক বাস্তু দোষ কাটানোর একটা বড়ো উপায়।

৫) আয়না – বাড়িতে সকলেই আমরা আয়না ব্যবহার করি। কিন্তু মনে রাখবেন, আয়না কখনো মূল দরজার বিপরীতে রাখবেন না, আর এমন জায়গায় আয়না রাখবেন না যেখানে আপনার বিছানার প্রতিফলেন ঘটবে।
"তৃণমূল পার্টিটা কন্ট্র্যাক্টচুয়াল হয়ে গেছে", কটাক্ষ অর্জুন সিংয়ের

প্রবীর রায়:তৃণমূল পার্টিটা কন্ট্র্যাক্টচুয়াল হয়ে গেছে। মঙ্গলবার বিকেলে জগদ্দলের এ্যালান্স জুটমিল গেটের সভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই শাসকদলকে নিশানা করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। একাধিক ইস্যুতে এ্যালান্স জুটমিল গেটে জুট টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের তরফে সভার আয়োজন করা হয়েছিল।এই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, পুলিশ কন্ট্র্যাক্টচুয়াল হয়ে গেছে।হাসপাতাল কন্ট্রাক্টচুয়াল হয়ে গেছে। শ্রমিকরাও কন্ট্র্যাক্টচুয়াল হয়ে গেছে। প্রসঙ্গত, সোমবার প্রায় সাত ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোনো পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। এপ্রসঙ্গে তিনি বলেন, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে ওনাকে আবার ডাকা হতে পারে।

ফটো ফিচার খেলা
ফটো ফিচার খেলা
আজকের রাশিফল (Tuesday, September 24, 2024)

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Tuesday, September 24, 2024)

আপনার ক্ষমতা শক্তি বেশী থাকবে এবং আপনার অমীমাংসিত কাজ সম্পন্ন করার জন্য এই সময়কে ব্যবহার করা উচিত। আপনার সময় এবং অর্থকে মূল্য দেওয়া উচিত অন্যথায় আসন্ন সময়টি ঝামেলা এবং চ্যালেঞ্জ দ্বারা পূর্ণ। কোন পুরনো বন্ধুর অপ্রত্যাশিত সাক্ষাৎ সুখপ্রদ স্মৃতি ফিরিয়ে আনবে। আপনার প্রণয়ীকে বোঝার চেষ্টা করুন। যারা কর্মরত তাঁরা সাম্প্রতিক কৃতিত্বের জন্য তাদের সহকর্মীদের দ্বারা প্রশংসিত এবং সমর্থিত হবেন। কোনো খবর না দিয়েই আজকে আপনার কোনো আত্বিয় আপনার বাড়িতে আসতে পারে আর তার আপ্যায়নে আপনার মূল্যবান সময় বায় হতে পারে। আজ আপনি বিয়ের সত্য ভাবাবেশ জানতে পারবেন।

প্রতিকার :- লকারে অল্প বাসমতি চাল ও রুপো রেখে দিলে আপনার আর্থিক উন্নতি ঘটবে।

বৃষভ রাশিফল (Tuesday, September 24, 2024)

রক্তচাপের রোগীরা ভিড় বাসে চাপার সময় তাঁদের স্বাস্হ্যের ব্যাপারে অতিরিক্ত যত্নশীল থাকবেন। আপনি অর্থের গুরুত্বটি খুব ভালভাবেই জানেন, যে কারণে আপনি আজ যে অর্থ সঞ্চয় করছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনও বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে। বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করে। প্রেম এবং ভালোবাসা আপনাকে এক খুশির মেজাজে রাখবে। নিজের কাজের ব্যাপারে মনোযোগী হন এবং আবেগের সংঘাত থেকে বেরিয়ে আসুন। নির্জনে সময় কাটানো ভালো কিন্তু আপনার মাথার মধ্যে যদি অন্য কিছু ঘোরে তাহলে লোকজনের থেকে দূরে সরে আপনি আরো অসুবিধায় পড়তে পারেন। এই জন্যে আপনাকে আমরা পরামর্শ দিতে চাইব যে লোকজনের থেকে দূরে সরে যাওয়ার থেকে কোনো অভিজ্ঞ লোকের সাথে নিজের অসুবিধার কথা বলুন। আপনার স্ত্রী আজ বেশ রোমান্টিক মনে হচ্ছে

প্রতিকার :- তামার পাত্রে সারা রাত জল রেখে পান করলে সুন্দর ও রোগ মুক্ত স্বাস্থ্য পাবেন।

মিথুন রাশিফল (Tuesday, September 24, 2024)

আপনার প্রবল সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি করবে। এই গতি ধরে রাখুন যাতে যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপনাকে উৎসাহিত করে। আজ, আপনি একটি দলের কোনও ব্যক্তির মুখোমুখি হতে পারেন যিনি আপনাকে আপনার অর্থনৈতিক দিকটি শক্তিশালী করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন। আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে। মানসিক ঝঞ্ঝাট এবং ডামাডোল, যেহেতু কাজের চাপ বেড়ে উঠছে। দিনের পরের ভাগে আরাম করুন। অভিজ্ঞ ব্যক্তির সাথে সংযুক্ত হোন এবং তাঁরা কি বলতে চাইছেন তা থেকে শিখুন। সময়ের চাকা খুব দ্রুত চলে সেইজন্য আজকে থেকেই সময়ের সঠিক ব্যাবহার করতে শিখে নিন। আপনার স্ত্রী আপনার স্বাস্থ্যর দিকে আজ অসংবেদী হতে পারেন।

প্রতিকার :- মঙ্গল বার কলা গাছের সামনে প্রদীপ জ্বালালে ও তার আরাধনা করলে আপনার খুবই সন্তোষজনক প্রেমের জীবন হবে।

কর্কট রাশিফল (Tuesday, September 24, 2024)

যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাঁদের জন্য নিছকই আনন্দ এবং উপভোগ। অর্থ যে কোনও সময় প্রয়োজন হতে পারে, তাই আপনার আর্থিক পরিকল্পনা করুন এবং এখনই যতটা সম্ভব সঞ্চয় করা শুরু করুন। আত্মীয়দের সাথে কাটানো সময় আপনার উপকারে আসবে। আজ আপনি জানতে পারবেন যে আপনার সঙ্গীর ভালবাসা আপনার জন্য সত্যিই গভীর ভাবপূর্ণ। বসের ভাল মেজাজ কর্মক্ষেত্রের সমগ্র পরিবেশকে বেশ সুন্দর করে দিতে পারে। যাদের সাথে আপনার খারাপ সময় কাটে তাদের সাথে যোগাযোগ বাড়ানো থেকে বিরত থাকুন। স্পর্শ, চুম্বন, আলিঙ্গন বিবাহিত জীবনে একটি খুব বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি আজ তা অনুভব করতে যাচ্ছেন।

প্রতিকার :- নিজের ঘরে নিজের ইষ্টদেবের রুপার মূর্তি স্থাপন করে নিয়মিত পূজা করলে ধন বৃদ্ধি হবে।

সিংহ রাশিফল (Tuesday, September 24, 2024)

আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হল হাসি। অপরিকল্পিত উত্স থেকে টাকাপয়সা লাভ আপনার দিন উজ্জ্বলতর করতে তুলবে। বাচ্চারা তাদের স্কুল প্রোজেক্ট শেষ করতে আপনার সাহায্য নিতে পারে। প্রেমের অনুভূতিগুলি আজ পরিশোধিত হবে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতার সময় আপনার চোখ কান খোলা রাখুন-যেহেতু আপনি কোন মূল্যবান উপদেশ বেছে নিতে পারেন। এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা আজকে নিজের পুরোনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে। আপনার সঙ্গী অজানতেই কল্পিত কিছু করতে পারে যা সত্যিই অবিস্মরণীয় হবে।

প্রতিকার :- ফল ও রুটি রাখার জন্য বাঁশের বা বেঁতের বা খাগড়া দিয়ে তৈরি ঝুড়ি বা ট্রে ব্যবহার করুন। এই প্রতিকার ব্যবহার করলে আপনার পারিবারিক জীবনে বাধা বিঘ্ন কমতে থাকবে।

কন্যা রাশিফল (Tuesday, September 24, 2024)

অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহদান করবে। যাঁরা এখনও বেতন পাননি তারা অর্থ সম্পর্কিত বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে পারেন এবং তাদের বন্ধুদের কাছে loanণের জন্য জিজ্ঞাসা করতে পারেন। দেখা করতে আসা অতিথিরা আপনার সন্ধ্যাটি দখল করে রাখবে। আপনার ভালবাসা একটি নতুন উচ্চতায় পৌছবে। দিনটি আপনার ভালবাসার জনের হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্নে শেষ হবে। আপনি একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলি এবং বিনোদন প্রকল্পে অনেক মানুষের সমন্বয় সাধন করতে একটি অবস্থানে আছেন। ব্যাস্ত রুটিন তবুও আজকে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন।ফাঁকা সময়ে আজকে আপনি কিছু সৃজনী করতে পারেন। কিছু জিনিস আপনার বিবাহিত জীবনে আজ সত্যিই সুন্দর হবে। আপনার স্ত্রীর জন্য একটি চমৎকার সন্ধ্যার পরিকল্পনা করুন।

প্রতিকার :- রুপার বালা ধারণ করলে আর্থিক স্থিতি খুব ভালো হবে।

তুলা রাশিফল (Tuesday, September 24, 2024)

আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন। আপনার ভাইবোনদের সহায়তায় আজ আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারবেন। আপনার ভাইবোনদের কাছ থেকে পরামর্শ নিন। যদি আপনি অত্যধিক উদারতা দেখান- তাহলে ঘনিষ্ঠ মানুষরা অন্যায়ভাবে আপনার সুযোগ নিতে পারে। সতর্ক থাকুন কারণ আজকের দিনে প্রেমে পড়া আপনার জন্য ভ্রাষ্টাচার হতে পারে। বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে। আজকে আপনি সব কাজ ছেড়ে সেইসব কাজ করতে পছন্দ করবেন যেগুলো আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন। আজ একজন ব্যক্তি আপনার স্ত্রীর প্রতি খুব বেশী আগ্রহ দেখাতে পারেন, কিন্তু দিনের শেষে আপনি উপলদ্ধি করবেন কোনকিছু গোলমাল চলছে না।

প্রতিকার :- পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য নীল রঙের পর্দা টাঙান ঘরে।

বৃশ্চিক রাশিফল (Tuesday, September 24, 2024)

আপনার মানসিক স্বাস্হ্য রক্ষা করুন যা আধ্যাত্মিক জীবনের পূর্বশর্ত। মন হল জীবনের প্রবেশদ্বার কারণ ভালো/মন্দ যাই হোক না কেন মনের মাধ্যমেই আসে। এটি জীবনের সমস্যাগুলি সমাধানে সাহায্য করে এবং কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করে। আজ শুধু বসে থাকার পরিবর্তে- কেন এমন কিছুতে নিযুক্ত হচ্ছেন না- যা আপনার উপার্জন ক্ষমতা উন্নত করবে। আপনার উদ্বেগহীন মনোভাব পিতামাতার চিন্তার কারণ হবে। তাই আপনার কোন নতুন প্রকল্প শুরু করার আগে তাদের আত্মবিশ্বাস থাকা প্রয়োজন। ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে। আজ নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে। অনেক সময় মোবাইল দেখতে-দেখতে আপনি অনেক সময় পেরিয়ে ফেলেন আর তারপর যখন আপনি আপনার সময় খারাপ করে ফেলেন তখন আপনি পচ্ছতান। আজ, আপনার জীবন সঙ্গী আপনার সঙ্গে তার সাম্প্রতিককালে ঘটা সব মতভেদ সত্ত্বেও আপনার জন্য সুন্দর অনুভূতি প্রদর্শন করবেন।

প্রতিকার :- কুকুরকে রুটি, পাউরুটি এবং অন্যান্য কুকুরের খাবার খাওয়ালে পরিবারের সুখ বৃদ্ধি পাবে।

ধনু রাশিফল (Tuesday, September 24, 2024)

আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হল হাসি। যদি আপনার মনে হয় যে আপনার পর্যাপ্ত অর্থ নেই, তবে অর্থ পরিচালন এবং সঞ্চয় সম্পর্কে কোনও প্রবীণের পরামর্শ নিন। আপনার সমবেদনা ও সহানুভূতি পুরস্কৃত হবে। আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনের মসৃণ গতি অস্থির এবং শান্তি বিঘ্নিত করতে পারে। আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা কুড়োবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে। আজ আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন করার জন্য কিন্তু করতে সক্ষম হন নি। আজ আত্মীয় আপনার স্ত্রীর সাথে বিতর্কের একটি কারণ হতে পারে।

প্রতিকার :- আপনার ভালোবাসার মানুষকে নকল ক্রিস্টাল বা সাদা হাঁস উপহার দিলে তা আপনার প্রেমের জীবন কে সুন্দর করে তুলবে।

মকর রাশিফল (Tuesday, September 24, 2024)

রক্তচাপের রোগীরা ভিড় বাসে চাপার সময় তাঁদের স্বাস্হ্যের ব্যাপারে অতিরিক্ত যত্নশীল থাকবেন। অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি কোনও ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে আপনি আজ সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে। আপনার বাড়তি সময় সামাজিক কাজে ব্যয় করুন। এতে আপনার ও আপনার পরিবারে সুখশান্তি বিরাজ করবে। প্রেমের মানুষটির সাথে ক্যান্ডিফ্লস এবং টফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে। আজ, কর্মক্ষেত্রে আপনার কোনও পুরানো কাজের প্রশংসা করা যেতে পারে। আপনার পারফরম্যান্সটি দেখে আপনি সম্ভবত পদোন্নতি পাবেন। ব্যবসায়ীরা আজ তাদের ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দরকারী পরামর্শ নিতে পারেন। আজ আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে। আপনার জীবন সঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না।

প্রতিকার :- কোনো বিধবার প্রতি সহানুভুতিশীল হলে বা তাকে সাহায্য করলে তা আপনার স্বাস্থ্যের ওপর সুপ্রভাব দেখাবে।

কুম্ভ রাশিফল (Tuesday, September 24, 2024)

আপনি ভ্রমণ করার পক্ষে খুবই দুর্বল তাই দীর্ঘ যাত্রা এড়ানোর চেষ্টা করুন। সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন। পরিবারের সদস্যদের সাথে দূরত্ব অতিক্রম করার মাধ্যমে- আপনি সহজেই আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন। আজ নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে। আপনি আজকে আপনার সহকর্মীর সাথে সন্ধে বেলায় সময় কাটাতে পারেন যদিও শেষে আপনার মনে হবে আপনি তার সাথে নিজের সময় নষ্ট করলেন আর কিছুই না। আপনার সঙ্গী অজানতেই কল্পিত কিছু করতে পারে যা সত্যিই অবিস্মরণীয় হবে।

প্রতিকার :- আর্থিক অবস্থা ভালো রাখতে সূর্যোদয়ের সময় ‘ওম ঘৃণী সূর্যায় নমঃ’ মন্ত্র জপ করুন।

মীন রাশিফল (Tuesday, September 24, 2024)

স্বাস্হ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তির কারণ হতে পারে। আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন- যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে। কোন পুরনো বন্ধু আপনাকে সন্ধ্যায় কল করে মধুর স্মৃতি ফিরিয়ে আনবে। একটি বিশেষ দিনে পরিণত করতে সামান্য উদারতা এবং ভালোবাসা প্রদান করুন। খুচরো এবং পাইকারী বিক্রেতাদের জন্য দিনটি ভালো। টাকা,ভালোবাসা,পরিবার থেকে দূরে গিয়ে আজকে আপনি আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন। আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবন সঙ্গী আপনার প্রেমে পড়ে যায়।

প্রতিকার :- কাঁচা হলুদ,কেশর, হলুদ চন্দন, হলুদ শস্য এই সব দ্রব্য অগ্রাধিকারের সাথে ব্যবহার করলে তা আপনার স্বাস্থ্যকে বাড়িয়ে তুলবে।

(Courtesy-AstroSage)
৯২ হাজার ‘চাকরি দেবে’ ম্যানচেস্টার ইউনাইটেড, ব্রিটিশ অর্থনীতিতে বছরে দেবে ১ লাখ কোটি টাকা
*খেলা*

*#Sports News*


*ডেস্ক* : ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে সবচেয়ে সফল ক্লাবটির নাম হল ম্যানচেস্টার ইউনাইটেড। ২০ বারের চ্যাম্পিয়নদের সমর্থক খুঁজে পাওয়া যাবে বিশ্বের প্রায় সব দেশেই। ফুটবল মাঠে অবশ্য আজকাল পুরোনো সেই ইউনাইটেডকে খুঁজে পাওয়া মুশকিল। আজকাল সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লাই বেশি ভারী ম্যানচেস্টারের ক্লাবটির। তবে ব্যাপারটা যখন অর্থকড়ির, তখন আবার ইউনাইটেডের নাম ওপরের দিকেই থাকে। আর সেই টাকা-পয়সার জোরেই ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়াম ও সংলগ্ন এলাকায় বড় ধরনের সংস্কার কাজ শুরু করার পরিকল্পনা করছে ক্লাবটি।

সেই সংস্কার কাজ শেষ হলে নাকি ব্রিটিশ অর্থনীতিতে প্রতি বছর ৭৩০ কোটি পাউন্ড বা প্রায় ১ লাখ ১৬ হাজার ৫০০ কোটি টাকা যোগ করবে ওল্ড ট্রাফোর্ড। ক্লাবের নিয়োগ করা অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই কমিটি জানিয়েছে এই তথ্য।

তবে এমন অর্থনৈতিক সম্ভাবনা থাকলেও গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম সোমবার জানিয়ে দিয়েছেন স্টেডিয়াম সংস্কার প্রকল্পে সরকারের তহবিল থেকে একটি কানাকড়িও দেওয়া হবে না।

শুধু নতুন স্টেডিয়ামই নয়, আশপাশের এলাকার উন্নয়নের পরিকল্পনাও করা হয়েছে। যেখানে থাকবে অ্যাপার্টমেন্ট ব্লকস, শপিং সেন্টার ও গণপরিবহনের নতুন স্টেশন।সংস্কার পরিকল্পনায় ২০০ কোটি পাউন্ড খরচ করার কথা শুধু ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়াম ভেঙে ১ লাখ দর্শক ধারণ ক্ষমতার নতুন স্টেডিয়াম নির্মাণে। ওল্ড ট্রাফোর্ডে এখন দর্শক ধারণ ক্ষমতা ৭৪ হাজার।

কোনো আর্থিক সাহায্য না করার ঘোষণা দিলেও ম্যানচেস্টারের মেয়র বার্নহাম ইউনাইটেডকে ‘উচ্চাভিলাষী’ পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার সবুজ সংকেত দিয়েছেন। যে পরিকল্পনায় শুধু নতুন স্টেডিয়ামই নয়, আশপাশের এলাকার উন্নয়নের পরিকল্পনাও করা হয়েছে। যেখানে থাকবে অ্যাপার্টমেন্ট ব্লকস, শপিং সেন্টার ও গণপরিবহনের নতুন স্টেশন।

অক্সফোর্ড ইকোনমিকস নামের একটি বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান জানিয়েছে ইউনাইটেডের নতুন প্রকল্প বাস্তবায়ন হলে নতুন ৯২ হাজার চাকরির সুযোগ তৈরি হবে, প্রায় ১৭ হাজার নতুন বাড়ি-ঘর পাওয়া যাবে এবং প্রতি বছর বাড়তি প্রায় ১৮ লাখ পর্যটক পাবে ম্যানচেস্টার।

ওল্ড ট্রাফোর্ড সংস্কারের উদ্যোগ নিয়েছেন ইউনাইটেডের অন্যতম মালিক জিম র্যাটক্লিফ। ব্রিটিশ বিলিয়নিয়ার এবছরের শুরুতে ক্লাবটি মালিকানার কিছু অংশ কিনে নিয়েছেন। র্যাটক্লিফ অবশ্য আশা করেছিলেন এই প্রকল্পে সরকারের কাছে থেকে আর্থিক সহায়তা পাওয়ার। কিন্তু ম্যানচেস্টারের মেয়রের কথায় আপাতত সেই আশা আর নেই।

তবে ইউনাইটেডও যে ওই আশায় বসে নেই সেটি পরিষ্কারই। গত সপ্তাহেই ক্লাবটি বিশ্ব বিখ্যাত স্থাপত্য ফার্ম ফস্টার ও প্যাটার্নসকে নকশা করার দায়িত্ব দিয়েছে।

ছবি সৌজন্যে:(নতুন ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামের নকশা)এএফপি।
হাজার মাইল পাড়ি দিয়ে ফিরল হারানো বিড়াল
*অফবিট*



ডেস্ক: অবাক হয়তো অনেকেই হবেন। কিন্তু ঘটনাটি সত্যি।ভ্রমণে গিয়ে আড়াই বছরের ‘রেয়ন বিউ’কে (রেইনবো) হারিয়ে ফেলেছিলেন যুক্তরাষ্ট্রের সুসান আংভিয়ানো। তবে নিজের পোষা বিড়ালটি ফিরে পাওয়ার আশা কখনো ছাড়েননি। সেই আশাকে সত্যি করে হারিয়ে যাওয়ার ২ মাস পর ফিরে এসেছে রেয়ন বিউ। তবে এর আগে ৯০০ মাইলের বেশি পথ পাড়ি দিয়েছে বিড়ালটি। তবে পোষ্যটি কীভাবে এত লম্বা পথ পাড়ি দিয়েছে, তা জানা নেই কারও।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সালিনাসের বাসিন্দা সুসান ও তাঁর স্বামী বেনি আংভিয়ানো গত জুনে ওয়াইমিংয়ের ইয়োলোস্টোন ন্যাশনাল পার্কে বেড়াতে গিয়েছিলেন। ৪ জুন সফরের প্রথম দিন তাঁরা সেখানকার ফিশিং ব্রিজ আরভি পার্কে ঘুরে বেড়ানোর সময় হঠাৎই কিছু দেখে চমকে গিয়ে পালিয়ে যায় রেয়ন বিউ।

সুসান জানান, এরপর তাঁরা সেখানে যে কয় দিন ছিলেন প্রতিদিনই তাঁর স্বামী সেখানকার বনে গিয়ে কয়েক ঘণ্টা ধরে রেয়ন বিউকে খুঁজে বের করার চেষ্টা করেছেন। কিন্তু তাঁদের আশাহত হতে হয় এবং পোষা বিড়ালটিকে ছাড়াই বাড়িতে ফেরেন তাঁরা।

রেয়ন বিউয়ের  যমজ বোনকে (স্টার) যখন আংভিয়ানো দম্পতি বাড়িতে নিয়ে আসেন, তখন সেগুলোর বয়স ছিল মাত্র ১১ সপ্তাহ। রেয়ন বিউ হারিয়ে যাওয়ার এক মাস পর এ দম্পতি আরও একটি বিড়াল ‘দত্তক’ নেন। রেয়ন বিউ হারিয়ে যাওয়ার ৬১ দিন পর তাঁরা একটি বার্তা পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। বার্তায় তাঁদের জানানো হয়, রেয়ন বিউর পরিচয় শনাক্তকরণ নম্বর খুঁজে পাওয়া গিয়েছে। এটিকে ক্যালিফোর্নিয়ার রোজভিলে খুঁজে পাওয়া গেছে।

সুসানদের বাড়ি থেকে প্রায় ১৯০ মাইল দূরে বসবাস করা একজন মহিলা অসুস্থ অবস্থায় রেয়ন বিউকে খুঁজে পান ও রোজভিলে প্রাণীদের সুরক্ষা নিয়ে কাজ করা একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে সেটিকে হস্তান্তর করেন।

বিড়ালটির শরীরে একটি মাইক্রোচিপ লাগানো ছিল। ওই চিপ থেকেই সেটির শনাক্তকরণ নম্বর পাওয়া গেছে। অন্যান্য প্রাণী থেকে আলাদা করতে পোষা প্রাণীর শরীরে এমন চিপ বসানো হয়ে থাকে। বিড়ালটি ওয়াইমিং থেকে ৯০০ মাইলের বেশি পথ পাড়ি দিয়ে কীভাবে রোজভিলে পৌঁছাল, তা জানা যায়নি। সেখান থেকে সালিনাস পর্যন্ত মালিকের বাড়িতে পৌঁছাতে বিড়ালটিকে এক হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে হয়েছে।

ছবি: প্রতীকি।
আজ আইএসএলের দ্বিতীয় ম্যাচ  মোহনবাগান সুপার জায়ান্টের
*খেলা*
*khabar kolkata ডেস্ক:* ঘরের মাঠে আজ আইএসএলের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ নর্থ-ইস্ট ইউনাইটেড। প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে গিয়েও ২-২ গোলে ড্র করেছে মোহনবাগান। প্রশ্ন সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারবে সবুজ-মেরুন ব্রিগেড?
আজ সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট থেকে মোহনবাগান এবং নর্থ-ইস্টের ম্যাচ শুরু হবে। কলকাতার সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা আছে।এটাও মোহনবাগানের 'হোম' ম্যাচ। প্রথম ম্যাচও খেলেছিল যুবভারতীতে। আর সেই দ্বিতীয় ম্যাচের কিক-অফ টাইম হল সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট।


ছবি: অম্লান বিশ্বাস