আজ মোহনবাগান সুপার জায়ান্ট খেলবে তাজাকিস্থানের বিরুদ্ধে
*খেলা*

*এ এফ সি চ্যাম্পিয়ন লীগ ২*



*Khabar kolkata:* আজ কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়েন্ট এ এফ সি চ্যাম্পিয়ন লীগ ২ এর গ্রুপ এ- র ম্যাচে মুখোমুখি হতে চলেছে তাজাকিস্থানের ফুটবল ক্লাব রাভশানের বিরুদ্ধে। এই উপলক্ষ্যে গতকাল কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গানে দুই দলের প্রধান কোচ তাদের খেলোয়াড়দের নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। রাভশানের কোচ মামি নাজারজাহেদ মাসুদ এবং মুহাম্মাদজোন রহিমভ বললেন ," আমরা মোহনবাগানের বিরুদ্ধে খেলার জন্য সমস্ত দিক থেকে প্রস্তুত। " অন্যদিকে ,মোহনবাগান সুপার জায়েন্টের কোচ জোসে মোলিনা এবং দলের নির্ভরযোগ্য বিদেশী ডিফেন্ডার টম অলড্রেড জানালেন , " আগামীকাল আমরা আমাদের সর্বশক্তি দিয়ে খেলতে নামবো। ম্যাচে হার-জিত আছেই। কিন্তু আমরা জেতার জন্যই মাঠে নামবো।" আজ সন্ধ্যা ৭:৩০ এ কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হচ্ছে এই দুই দল। *ছবি:সঞ্জয় হাজরা।*
চ্যাম্পিয়নস লিগ: রিয়াল মাদ্রিদের জয় এমবাপ্পে–এনদ্রিকের গোলে
*খেলা*


*রিয়াল মাদ্রিদ ৩ :১ স্টুটগার্ট*

ডেস্ক: ম্যাচের ফল অনেক সময় সঠিক বার্তা দেয় না। যেমন দিল না রিয়াল মাদ্রিদ–স্টুটগার্টের ম্যাচেও। সান্তিয়াগো বার্নাব্যুয়ে ম্যাচের শুরুতে রিয়ালের ওপর রীতিমতো চাপ সৃষ্টি করেছিল জার্মান ক্লাবটি। কিন্তু ম্যাচ জিততে হলে যে গোলের প্রয়োজন,সেই কাজটিই তারা করতে পারেনি । প্রথমার্ধের চাপ সামলে রিয়াল ম্যাচে ফিরেছে চ্যাম্পিয়নের মতো। রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়নস লিগ অভিষেকে গোল করলেন কিলিয়ান এমবাপ্পে ও এনদ্রিক। আর ঘরের মাঠে বদলে যাওয়া চ্যাম্পিয়নস লিগে রিয়াল পেল শুভসূচনা। বর্তমান চ্যাম্পিয়নদের জয় ৩–১ গোলে। রিয়ালের হয়ে অন্য গোলটি করেছেন আন্তোনিও রুডিগার।

ছবি সৌজন্যে: এক্স
সবচেয়ে কম বয়সে দিল্লির মসনদে বসতে চলেছেন আতিশি, হচ্ছেন তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী

*ডেস্ক* : দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন আম আদমি পার্টির (এএপি) নেত্রী আতিশি। তিনি দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছেন। এর আগে কংগ্রেসের শীলা দীক্ষিত ও বিজেপির সুষমা স্বরাজ দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। গতকাল মুখ্যমন্ত্রী হিসেবে আতিশির নাম প্রস্তাব করেন সদ্য পদত্যাগ করা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
শীলা দীক্ষিত সবচেয়ে দীর্ঘ সময় দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন। ১৯৯৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা ১৫ বছর এই পদে ছিলেন তিনি। অপর দিকে বিজেপি–সমর্থিত সুষমা স্বরাজ ১৯৯৮ সালে মাত্র ৫২ দিন মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীকালে জাতীয় রাজনীতিতে যোগ দেওয়া সুষমা ভারতের পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন।
এবার ৪৩ বছর বয়সী আতিশি দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রীর খাতায় নাম লেখাতে চলছেন। বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তিনি দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন।

ছবি সৌজন্যে:  গুগল
আফগানিস্তানে তীব্র অপুষ্টি জন্য মারা যাচ্ছে অনাহারী শিশুরা

*ডেস্ক:* 'আমার জন্য এ যেন এক কিয়ামত। আমার খুব কষ্ট হচ্ছে। আমার শিশুসন্তানদের চোখের সামনে মারা যেতে দেখেছি। আমি কোন অবস্থার মধ্য দিয়ে গেছি, তা কি আপনি কল্পনা করতে পারেন?’ কথাগুলো বলছিলেন আফগানিস্তানের আমিনা নামের এক মহিলা।

আমিনা এরই মধ্যে তাঁর ৬ শিশুসন্তানকে হারিয়েছেন। তাদের সবার বয়স ৩ বছরের কম ছিল। আরেক কন্যাসন্তান বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে। ৭ মাস বয়সী ওই শিশুর নাম বিবি হাজেরা। এই বয়সেও তাকে দেখে নবজাতক মনে হয়। তীব্র অপুষ্টিতে ভোগা শিশুটি পূর্ব আফগানিস্তানের নানগারহার প্রদেশের জালালাবাদ আঞ্চলিক হাসপাতালে ভর্তি।

নিজের সন্তানদের এই দুর্দশার কারণে চরম ক্ষোভ রয়েছে আমিনার মনে। প্রায় চিৎকার করতে করতে তিনি বলছিলেন, ‘দারিদ্র্যের কারণে আমার শিশুসন্তানেরা মারা যাচ্ছে। তাদের আমি শুকনো রুটি আর সূর্যের তাপে গরম করা পানি ছাড়া কিছু খাওয়াতে পারি না।’

আফগানিস্তানে ৩২ লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। বিবি হাজেরা তাদেরই একজন। দেশটিতে ৪০ বছর ধরে চলা যুদ্ধ ও দারিদ্র্যের কারণেই দেখা দিয়েছে অপুষ্টির এই সমস্যা। বর্তমানে সমস্যাটি নজিরবিহীন অবস্থায় পৌঁছেছে। জালালাবাদ আঞ্চলিক হাসপাতালের একটি ঘরের থেকে এই বিপর্যয় সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়।

হাসপাতালের ওই ঘরে ৭টি শয্যায় ১৮টি শিশু রয়েছে। এমন নয় যে বিশেষ কোনো সময়ে সেখানে রোগীর সংখ্যা বাড়ে। বরং হাসপাতালটিতে দিনের পর দিন এই অবস্থাই চলছে।ঘরটিতে কোনো কান্নাকাটি বা কোলাহল নেই। শোনা যায় কেবল শিশুদের হৃৎস্পন্দন মাপার যন্ত্রের ‘টিক টিক’ শব্দ। নীরবতার কারণ এই নয় যে শিশুরা ঘুমাচ্ছে বা অক্সিজেন মাস্ক পরে আছে। অধিকাংশ শিশুই জেগে আছে।তবে নড়াচড়া বা শব্দ করার মতো শক্তি তাদের শরীরে নেই।

*ছবিটি প্রতীকি :সৌজন্যে: গুগল*

তথ্য সূত্র:বিবিসি
আজকের রাশিফল (Wednesday, September 18, 2024)

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Wednesday, September 18, 2024)

আত্ম-বিকাশের প্রকল্পগুলিতে আপনার শক্তি নিয়োগ করুন যা আপনাকে শ্রেষ্ঠতর করে তুলবে। আর্থিক উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে- কিন্তু একই সময়ে ব্যয়ও ঊর্ধ্বমুখী হবে। তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময়। একে অপরকে ভাল করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রি়য়জনের সঙ্গে সময় ব্যয় করুন। আজ নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে। আজ আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে। আজ দিনের শুরুতে, আপনি কিছু খারাপ খবর পেতে পারেন, যা আপনার পুরো দিনটিকে নষ্ট করতে পারে। তাই আপনার মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

প্রতিকার :- সর্ষের তেলে নিজের প্রতিছব্বি দেখে সেই তেল দিয়ে আটার তৈরি মিষ্টি বল ভাজুন ও তা পাখিদের খাওয়ান, এর ফলে আপনার আর্থিক পরিস্থির উন্নতি হবে।

বৃষভ রাশিফল (Wednesday, September 18, 2024)

আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে। আর্থিক দিকে উন্নতি নিশ্চিত। আপনার পিতামাতার স্বাস্হ্যের প্রতি অতিরিক্ত নজর এবং খেয়াল প্রয়োজন। আপনি আপনার ভালোবাসার মানুষটির সাথে সাক্ষাৎ করায় প্রেম আপনার মন আচ্ছন্ন করে রাখবে। বিনোদন এবং আমোদপ্রমোদের জন্য ভালো দিন কিন্তু যদি আপনি কর্মরত হন তাহলে ব্যবসায়িক কারবারগুলিকেও আপনাকে মন দিয়ে দেখতে হবে। এই রাশির জাকতকেরা আজ নিজের জন্য বেশকিছু সময় পাবেন। আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন।আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন। আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবন সঙ্গী আজ অনেক অনেক প্রচেষ্টা করবে।

প্রতিকার :- অশ্বথ গাছের কাছে পাঁচটি হলুদ বর্ণের ফুল মাটির তলায় পুঁতে দিলে পরিবারের মধ্যে আন্তঃসম্পর্ক মজবুত হবে।

মিথুন রাশিফল (Wednesday, September 18, 2024)

শারীরিক অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ রয়েছে। এটি আরেকটি উচ্চ-শক্তিসম্পন্ন দিন এবং অপ্রত্যাশিত লাভ আগে থেকেই দেখা যাচ্ছে। আত্মীয়রা আপনাকে সমর্থন করবে এবং আপনার মন থেকে উত্যক্তকর বোঝা সরিয়ে নেবে। প্রেমে হতাশা আপনাকে নিরুৎসাহ করবে না। আজ কর্মক্ষেত্রে একটা চমৎকার দিন বলে মনে হয়। আপনার আর্কষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব হৃদয় জয় করে নেয়। আপনার স্ত্রীর দেওয়া চাপে আপনার শরীর কষ্ট পেতে পারে।

প্রতিকার :- দরিদ্র ও অভাবী লোকজনকে চামড়ার জুতো দান করলে প্রেমের জীবন নির্ভিগ্নে কাটবে।

কর্কট রাশিফল (Wednesday, September 18, 2024)

মানসিক এবং নৈতিকের পাশাপাশি শারীরিক শিক্ষাও গ্রহণ করুন, কেবলমাত্র তাহলেই সব দিক থেকে উন্নতি করা সম্ভব। মনে রাখবেন এক সুস্থ শরীরে সর্বদা এক সুস্থ মন থাকে। আর্থিক দিকে উন্নতি নিশ্চিত। ঘরে উৎসবের বাতাবরণ আপনার উত্তেজনা কম করবে। নিশ্চিত করুন যে আপনিও নীরব দর্শক না হয়ে থেকে এতে অংশগ্রহণ করছেন। আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার প্রয়োজন নেই; সেগুলি আজ সত্য হতে পারে। ভাষণ এবং বৈঠক, যাতে আপনি আজ উপস্থিত থাকবেন, তা বৃদ্ধির জন্য নতুন ধারণা আনবে। লেখালেখিতেও যত্নশীল হওয়া দরকার। আজ আপনার সঙ্গী একটি অবিশ্বাস্য ভাল মেজাজে থাকবে, এটিকে আপনার বিবাহিত জীবনের সেরা দিন করতে আপনার প্রয়োজনে তাকে তার সাহায্য করুন।

প্রতিকার :- সবুজ পোশাকের উপাদান / ফ্যাব্রিক এবং বলা কিন্নর বা হিজড়েদেড় দান করে একটি সুষম, সুস্থ জীবন বজায় রাখা। কিন্নর রা সমাজের প্রান্তীয় বর্গ বা শ্রেণী, তাই তাদের সেবা করলে বুধের খারাপ প্রভাব কাটিয়ে ওঠা সম্ভব হবে।

সিংহ রাশিফল (Wednesday, September 18, 2024)

অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন। আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন, আজ আপনি এই জিনিসটি ভালভাবে বুঝতে পারবেন। কারোর জন্য- পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মূহুর্ত বয়ে আনবে। আজ আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন। চিন্তা করবেন না, সময়ের সাথে সাথে সবকিছুই পাল্টায়, আপনার প্রেমজ জীবনও পাল্টাবে। আজ আপনি মধ্যমণি হয়ে উঠবেন- এবং সাফল্য ভালোভাবে আপনার নাগালের মধ্যে আসবে। আপনার অনুভূতি কী তা সবাইকে জানাতে ব্যস্ত হবেন না। যদি আপনার স্ত্রীর স্বাস্থের কারণে কারোর সাথে আপনার সাক্ষাতের পরিকল্পনা ভেস্তে যায়, আপনারা একসাথে কাটাবার জন্য আরো ভালো সময় পেতে পারেন।

প্রতিকার :- স্নানের জলে লাল চন্দন মিশিয়ে স্নান করলে প্রেম জীবন মজবুত হবে।

কন্যা রাশিফল (Wednesday, September 18, 2024)

দুর্দশায় থাকা কারোকে সাহায্য করতে আপনার শক্তি ব্যবহার করুন। মনে রাখবেন এই অবিনশ্বর শরীরের থেকেই বা কি লাভ যদি এটা অন্যদের উপকারে লাগানোই না যায়। অতীতের বিনিয়োগ থেকে উপার্জন বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। যারা আপনাকে ভালোবাসেন এবং যত্ন করেন তাদের সাহচর্যে যথেষ্ট সময় কাটান। প্রেমের উচ্ছ্বাস অনুভব করার জন্য কাউকে খুঁজে পেতে পারেন। স্থগিত প্রকল্প এবং পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে চলেছে। সম্ভবতঃ কোন দূরের জায়গা থেকে সন্ধ্যার শেষভাগে সুখবর আসতে পারে। কর্মক্ষেত্রে জিনিষগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয়।

প্রতিকার :- মানি প্লান্ট গাছে জল দিন।

তুলা রাশিফল (Wednesday, September 18, 2024)

আপনি প্রতিটি মানুষকে সাহায্য করার ইচ্ছুকতায় ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়বেন। ফাটকায় লাভ আনবে। সন্ধ্যাবেলায় বন্ধুদের সাথে বেরোন- কারণ এটি অনেক উপকার করবে। রোমান্টিক প্রভাবগুলি আজকের দিনে প্রবল থাকবে। কঠোর পরিশ্রম এবং যথাযথ উদ্যম ভালো ফল এবং পুরস্কার আনবে। এই রাশিচক্রের শিশুরা আজ খেলাধুলায় দিন কাটাতে পারে, আঘাতের সম্ভাবনা থাকায় পিতামাতাদের তাদের মনোযোগ দেওয়া উচিত। আজ, আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন।

প্রতিকার :- দরিদ্র ব্যক্তিকে বার্লি, কালো সর্ষের বীজ এবং মূল দান করলে স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পরবে।

বৃশ্চিক রাশিফল (Wednesday, September 18, 2024)

আজকের দিনে আপনাদের মধ্যে কেউ কেউ জরুরী সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন, যা আপনাদের উত্তেজিত এবং বিচলিত করতে পারে। যারা এখন অবধি অহেতুক তাদের অর্থ উড়িয়ে দিয়েছিল তাদের আজকের কাজটি নিয়ন্ত্রণ করা উচিত এবং সঞ্চয় করা শুরু করা উচিত। বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে ভালোবাসা এবং সহায়তা প্রদান করবে। প্রেমে হতাশ হতে পারেন কিন্তু মনোক্ষুণ্ণ হবেন না যেহেতু প্রেমিক প্রেমিকারা সর্বদাই চাটুকার হন। আপনার সহযোগিতামূলক স্বভাব কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলাফল আনতে পারে। আপনাকে আপনার ঘরের ছোট সদস্যের সাথে সময় কাটানো শেখা দরকার। যদি আপনি সেটা না করেন তাহলে আপনি ঘরে সাদৃশ্য করতে অসফল হবেন। আজ আপনার জীবন সঙ্গীনীর বাজে কথায় আপনি বিরক্ত হতে পারেন, কিন্তু তিনি আপনার জন্য সত্যিই দারুন কিছু করবেন।

প্রতিকার :- শরীর ভালো রাখতে চাঁদের আলোয় ১৫-২০ মিনিট বসুন।

ধনু রাশিফল (Wednesday, September 18, 2024)

যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য্য বজায় রাখুন। অর্থ সাশ্রয়ের আপনার প্রচেষ্টা আজ ব্যর্থ হতে পারে। যদিও আপনাকে এটি নিয়ে চিন্তা করতে হবে না, কারণ পরিস্থিতি শীঘ্রই উন্নতি হবে। পরিবারের সদস্যদের হাসিখুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করতে তুলবে। আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝুন। কোন মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে আপনার বিচক্ষণতার ব্যবহার করুন। টিভি,মোবাইল ব্যবহার করা ভুল না কিন্তূ দরকারের থেকে বেশি ব্যবহার করলে আপনার সময় খারাব হতে পারে। আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন এবং আপনি আবার তার প্রেমে পড়তে পারেন।

প্রতিকার :- বহমান জলে পেঁয়াজ বা রসুনের গুচ্ছ নিক্ষেপ করলে তা আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটাবে।

মকর রাশিফল (Wednesday, September 18, 2024)

স্বাস্হ্যের জন্য অবশ্যই যত্নের প্রয়োজন। আজকে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত। দিনটির পরের ভাগে অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশি এবং উচ্ছলতা আনবে। সময়, কাজ, অর্থ, বন্ধু, পরিবার, আত্মীয়; সবাই এক দিকে এবং আপনার সঙ্গীর সঙ্গে আপনি একে অপরের সঙ্গে আজ অন্য দিকে থাকবেন। যদি আপনি একদিনের ছুটিতে যেতে চান তাহলে চিন্তা করবেন না- কারণ আপনার অনুপস্থিতিতেও সবকিছু মসৃণভাবেই চলবে-যদি-কোন অজানা কারণে-কোন সমস্যা দেখা দেয়- তাহলে আপনি ঘুরে এসে এটি সহজেই ঠিক করবেন। এই রাশির জাতকেরা আজকে নিজের ভাই -বোন এর সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগীতা দেখতে পারেন।এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যিই একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন।

প্রতিকার :- সাধু বা প্রতিবন্ধীদের খাটিয়া দান করলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে।

কুম্ভ রাশিফল (Wednesday, September 18, 2024)

আনন্দদায়র সফর এবং সামাজিক জমায়োত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে। কর্মক্ষেত্র বা ব্যবসায়ের যে কোনও অবহেলা আজ আপনাকে আর্থিক ক্ষতির কারণ হতে পারে। যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সবথেকে ভাল বন্ধুদের আমন্ত্রণ জানান- সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে। প্রেমের জীবন আশা আনবে। এই রাশিচক্রের অধীনে ব্যবসায়ীদের অযাচিত কাজের সাথে সম্পর্কিত ভ্রমনে যেতে হতে পারে। এটি আপনাকে মানসিকভাবে চাপ দিতে পারে। কর্মরত নেটিভদের অবশ্যই অফিসে গসিপিং এড়ানো উচিত। আপনাকে আপনার ঘরের ছোট সদস্যের সাথে সময় কাটানো শেখা দরকার। যদি আপনি সেটা না করেন তাহলে আপনি ঘরে সাদৃশ্য করতে অসফল হবেন। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে অনেক টাকা ব্যয় করবেন বলে মনে হচ্ছে কিন্তু একটি ফাটাফাটি সময় কাটাবেন। থাকবে মনে হচ্ছে

প্রতিকার :- আপনার নিত্য নৈমিত্যিক কাজে ও কর্মে সাদা চন্দন এবং গোপী চন্দনের ব্যবহার এবং সিঁদুরের ব্যবহার বৃদ্ধি করলে তা আপনার আর্থিক সংষ্থানের জন্য অনুকূল হবে।

মীন রাশিফল (Wednesday, September 18, 2024)

বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাযাপন সুখকর হবে কিন্তু অতিরিক্ত খাওয়া এবং মদ সম্পর্কে যত্নশীল হোন। এই রাশিচক্রের কিছু স্থানীয় নেত্রিকে আজ জমি সংক্রান্ত যে কোনও বিষয়ে অর্থ ব্যয় করতে হতে পারে। আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত। আপনি প্রেমে ধীরে ধীরে কিন্তু নিয়মিতভাবে পুড়তে থাকবেন। যারা এখনও বেকার তাদের ভাল কাজ পাওয়ার জন্য আজ আরও বেশি পরিশ্রম করা দরকার। কেবলমাত্র পরিশ্রম করেই আপনি পছন্দসই ফলাফল পাবেন। রাতের সময় আজ আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাটাহাটি করতে পছন্দ করবেন। আপনার বিবাহিত জীবনে এই দিনগুলিতে কোন আনন্দ নেই; আপনার সঙ্গীর সাথে কথা বলুন এবং সত্যিই দারুন কিছু পরিকল্পনা করুন।

প্রতিকার :- ভালো স্বাস্থ্য অর্জনের জন্য বাড়ির মাঝখানের অংশ টিকে পরিষ্কার ও পরিছন্ন রাখুন।

(Courtesy-AstroSage)
বনদপ্তরের পক্ষ থেকে আয়োজন করা হয় হাতি পুজো

ডেস্ক : ডুয়ার্সে বিশ্বকর্মা পুজোর দিন বনদপ্তরের পক্ষ থেকে আয়োজন করা হয় হাতি পুজোর।এই পুজোয় সামিল হলেন বনকর্মীদের পাশাপাশি বনবস্তির বাসিন্দা সহ পর্যটকরা। এদিন গরুমারা বন্যপ্রাণ বিভাগের মোট তিনটি বিটে ২৮ টি হাতির পুজো হয়।প্রতিবছরই বিশ্বকর্মা পুজোর দিন ডুয়ার্সের গরুমারা, ধূপঝোড়া,বুধরাম বিটে হাতি পুজো হয়। পাশাপাশি পুজো উপলক্ষ্যে কুনকি হাতিদের জন্য আয়োজন করা হয়েছিল স্পেশ্যাল মেনুরও।

এদিন ডুয়ার্সের মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোড়ার এলিফ্যান্ট ক্যাম্প গাছবাড়িতে হিলারি, জেনি, বসন্ত, ডায়না, কাবেরী, হিরালি, ফাল্গুনী, ফুলমতি, মাধুরী, বিজয়া সহ বন দফতরের মোট ৯ টি পোষ্য কুনকি হাতিদের মালা পরিয়ে, সাজিয়ে পুজো করলেন মাহুত ও বনকর্মীরা।

পুজো উপলক্ষ্যে এদিন সকাল থেকেই ধূপঝোড়া, রামশাই, গরুমারা ও মেদলার কুনকি হাতিদের নিয়ে মাহুতদের ব্যস্ততা ছিল চরমে। কুনকি হাতিগুলিকে প্রথমে মূর্তি নদীতে ভালো করে স্নান করিয়ে হাতিদের গায়ে নকশা এঁকে সাজানো হয়। এরপর প্রতিটি হাতির গায়ে লিখে দেওয়া হয় তাদের নাম। এরপর নিয়ে আসা হয় পুজো মণ্ডপে। শাঁখ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে চলে পুজো। পুরোহিত সমস্ত নিয়মনীতি মেনে, মন্ত্রোচ্চারণ করে পুজোর কাজ সারেন।আর এই হাতি পুজো দেখতে পর্যটকদের ভিড় জমেছিল গরুমারা, ধূপঝোড়ায় পর্যটকদের পাশাপাশি আশেপাশে গ্রামের মানুষজনও প্রতিবছর এই বিশেষ দিনটিতে হাতি পুজো দেখতে চলে আসেন পিলখানায়। পুজো উপলক্ষে খিচুড়ি প্রসাদও বিতরণ করা হয়। বিশ্বকর্মা পুজোর দিন এভাবে হাতি পুজো দেখে রীতিমতো খুশি ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকরা।

তৃতীয় মোদী সরকারের মঙ্গলবার ১০০ দিন পূর্ণ হল,আজ প্রধানমন্ত্রীর জন্মদিন

ডেস্ক: তৃতীয় মোদী সরকারের মঙ্গলবার ১০০ দিন পূর্ণ হল। গত ১০০ দিনে তৃতীয় মোদী সরকারের কাজের সাফল্যের খতিয়ান তুলে ধরে কেন্দ্রের তরফে সাংবাদিক সম্মেলন করবেন অশ্বিনী বৈষ্ণব। ১০০ দিনের কাজের সাফল্যের পাশাপাশি কোনও নতুন ঘোষণা হয় কি না নজর থাকবে সেদিকেও। উল্লেখযোগ্য, আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনও।একেবারে তরুণ বয়স থেকেই জনসেবায় কাজ করেছেন নরেন্দ্র মোদী। শুরুটা স্বয়ংসেবক হিসাবে। এরপর দলের সাধারণ কর্মী, গুজরাটের মুখ্যমন্ত্রী এবং এখন দেশের প্রধানমন্ত্রী তিনি। দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন তিনি। তাঁর কার্যপথেও গরিব, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য নানা প্রকল্প, প্রতিশ্রুতির কথা শোনা গিয়েছে। ‘মোদী ৩.০’ সরকারেও তার ছাপ রেখেছেন।বয়স্কদের জন্য পেনশন স্কিম হোক বা কৃষকদের জন্য প্রকল্প, শিল্পায়ন, পিএম আবাস যোজনা হোক বা গ্রিন এনার্জির জন্য বরাদ্দ, গত ১০০ দিনের কার্যকালে গতি পেয়েছে সমস্ত কিছুই। ২০৪৭ সালের মধ্যে ভারতকে সাফল্যের নয়া শিখরে পৌঁছতে উদ্যোগী তাঁর সরকার।প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা থেকে বিভিন্ন বিমানবন্দর। একের পর এক নয়া রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন, দেশের পরিবহণে এক নয়া গতি যুক্ত করেছে গত ১০০ দিনে। ১১৩টি নতুন মেডিক্যাল কলেজ হবে দেশে। মোদী সরকারের এই মেয়াদে ‘এক দেশ এক নির্বাচন’-এর প্রস্তাবও নতুন অভিমুখ পাবে বলে জানা গিয়েছে।

রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে

নিজস্ব সংবাদদাতা: রোগীর মৃত্যুকে ঘিরে মঙ্গলবার সকালে তীব্র উত্তেজনা ছড়ালো কামারহাটির সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। মৃতের পরিবারের অভিযোগ, জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মদ্যপ অবস্থায় ছিলেন। তাই রোগীর ঠিকমতো চিকিৎসা হয়নি। জানা গিয়েছে, টিটাগড় কেলভিন গেটের বসিন্দা ৪৯ বছরের প্রশান্ত কুমার সাউ সুগার ও জ্বর নিয়ে সোমবার ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কামারহাটি সাগরদত্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। এদিন সকালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় কামারহাটি সাগরদত্ত হাসপাতালে। যদিও হাসপাতাল সুপার সুজয় মিস্ত্রি জানান ,"চিকিৎসায় গাফিলতির অভিযোগ ঠিক নয়। তবুও বিষয়টি খতিয়ে দেখা হবে।"

ছবি ও লেখা:প্রবীর রায়

*খেলা* *ফটো ফিচার*
*খেলা* *ফটো ফিচার*
*বাংলার মন্দিরের স্থাপত্য বৈচিত্র

বিশেষ নিবন্ধ

‘মন্দির’ শব্দটির সঙ্গে জুড়ে আছে বাংলার ধর্মপ্রাণ মানুষের ভক্তি ও ভাবাবেগ। যুগে যুগে বাংলার বহু ধনাঢ্য মানুষ কখনো স্বপ্ন দেখে কখনোবা নিজের ভক্তি থেমেই মন্দির বানিয়েছেন। বাংলায় যে অজস্র মন্দির আছে, গঠন শৈলীর দিক থেকে তার বৈচিত্র অনেক।

সেই বৈচিত্র অনুযায়ী মন্দিরকে এক এক নামে ডাকা হয়।

যেমন –

১) চালা মন্দির : বাংলার খড়ো চালের মাটির ঘরের আদলে তৈরী এই শ্রেণীর মন্দির । এই শৈলীর প্রধান বৈশিষ্ট চালার বাঁকানো শীর্ষ ও কার্নিস ।

২) দোচালা বা এক বাংলা মন্দির : সামনে পিছনে দুটি ঢালু চাল নামলে বলা হয় দোচালা বা এক বাংলা মন্দির বলে। যেমন নন্দদুলালের জগমোহন মন্দির (চন্দননগর)।

৩) জোড় বাংলা : ইমারতের অধিকতর স্থায়িত্বের জন্য দুটি দোচালা বা এক বাংলা পাশাপাশি জোড়া থাকলে বলা হয় জোড় বাংলা। যেমন – উলা বীরনগর মন্দির ( নদিয়া )।

৪) চারচালা মন্দির : চারচালা রীতি চারটি চালের সমাহার । দুচালার দুপাশ থেকে আরও দুটি চালা নামলে বলা হয় চারচালা । যেমন – শিব, দিগনগর মন্দির ( নদিয়া )।

৫) আটচালা মন্দির : আটচালা মন্দির চারচালারই পরিবর্তিত রূপ । নিচের চারটি চালার উপরে অল্পাধিক উচ্চতার চারটি দেওয়াল তুলে তার উপরে দ্বিতীয় স্তরের আরও চারটি অপেক্ষাকৃত ছোট আয়তনের চালা বিন্যস্ত হলে বলা হয় আটচালা। যেমন –

কাঞ্চনপল্লী, কল্যাণী রথতলা মন্দির ( নদিয়া )।

৬) বারচালা মন্দির : এই ভাবে আটচালার উপরে আরও ছোট চারচালা চাপালে হয় বারচালা।

যেমন – সেনহাট শিব মন্দির ( হুগলি )।

৭) রত্ন মন্দির : একটি চারচালা ছাদের উপরের মধ্যবর্তী স্থানে একটি ‘চূড়া’ বা ‘রত্ন’ বসালে হয় এক রত্ন মন্দির । বিশুদ্ধ রত্ন মন্দিরের বিশেষত্ত্ব হল চালার বাঁকানো কার্নিস। রত্ন মন্দির আবার পঞ্চ রত্ন, দ্বিতল পঞ্চ রত্ন এমন কয়েক ভাগে ভাগ করা হয়। যেমন – দ্বিতল পঞ্চরত্ন মন্দির – অন্নপূর্ণা মন্দির (নদিয়া)।এমন ভাবে সংখ্যা বাড়িয়ে ৯ ১৩, ১৭, ২১, ২৫ অবধি বাড়ানো যায় । মুর্শিদাবাদ জেলার রত্ন মন্দির গুলিতে কেন্দ্রীয় চূড়াটি হয় অতি বৃহৎ। কিন্তু কোণের রত্ন গুলি অতি ক্ষুদ্র ।