*খেলা* *ফটো ফিচার*
*খেলা* *ফটো ফিচার*
*বাংলার মন্দিরের স্থাপত্য বৈচিত্র

বিশেষ নিবন্ধ

‘মন্দির’ শব্দটির সঙ্গে জুড়ে আছে বাংলার ধর্মপ্রাণ মানুষের ভক্তি ও ভাবাবেগ। যুগে যুগে বাংলার বহু ধনাঢ্য মানুষ কখনো স্বপ্ন দেখে কখনোবা নিজের ভক্তি থেমেই মন্দির বানিয়েছেন। বাংলায় যে অজস্র মন্দির আছে, গঠন শৈলীর দিক থেকে তার বৈচিত্র অনেক।

সেই বৈচিত্র অনুযায়ী মন্দিরকে এক এক নামে ডাকা হয়।

যেমন –

১) চালা মন্দির : বাংলার খড়ো চালের মাটির ঘরের আদলে তৈরী এই শ্রেণীর মন্দির । এই শৈলীর প্রধান বৈশিষ্ট চালার বাঁকানো শীর্ষ ও কার্নিস ।

২) দোচালা বা এক বাংলা মন্দির : সামনে পিছনে দুটি ঢালু চাল নামলে বলা হয় দোচালা বা এক বাংলা মন্দির বলে। যেমন নন্দদুলালের জগমোহন মন্দির (চন্দননগর)।

৩) জোড় বাংলা : ইমারতের অধিকতর স্থায়িত্বের জন্য দুটি দোচালা বা এক বাংলা পাশাপাশি জোড়া থাকলে বলা হয় জোড় বাংলা। যেমন – উলা বীরনগর মন্দির ( নদিয়া )।

৪) চারচালা মন্দির : চারচালা রীতি চারটি চালের সমাহার । দুচালার দুপাশ থেকে আরও দুটি চালা নামলে বলা হয় চারচালা । যেমন – শিব, দিগনগর মন্দির ( নদিয়া )।

৫) আটচালা মন্দির : আটচালা মন্দির চারচালারই পরিবর্তিত রূপ । নিচের চারটি চালার উপরে অল্পাধিক উচ্চতার চারটি দেওয়াল তুলে তার উপরে দ্বিতীয় স্তরের আরও চারটি অপেক্ষাকৃত ছোট আয়তনের চালা বিন্যস্ত হলে বলা হয় আটচালা। যেমন –

কাঞ্চনপল্লী, কল্যাণী রথতলা মন্দির ( নদিয়া )।

৬) বারচালা মন্দির : এই ভাবে আটচালার উপরে আরও ছোট চারচালা চাপালে হয় বারচালা।

যেমন – সেনহাট শিব মন্দির ( হুগলি )।

৭) রত্ন মন্দির : একটি চারচালা ছাদের উপরের মধ্যবর্তী স্থানে একটি ‘চূড়া’ বা ‘রত্ন’ বসালে হয় এক রত্ন মন্দির । বিশুদ্ধ রত্ন মন্দিরের বিশেষত্ত্ব হল চালার বাঁকানো কার্নিস। রত্ন মন্দির আবার পঞ্চ রত্ন, দ্বিতল পঞ্চ রত্ন এমন কয়েক ভাগে ভাগ করা হয়। যেমন – দ্বিতল পঞ্চরত্ন মন্দির – অন্নপূর্ণা মন্দির (নদিয়া)।এমন ভাবে সংখ্যা বাড়িয়ে ৯ ১৩, ১৭, ২১, ২৫ অবধি বাড়ানো যায় । মুর্শিদাবাদ জেলার রত্ন মন্দির গুলিতে কেন্দ্রীয় চূড়াটি হয় অতি বৃহৎ। কিন্তু কোণের রত্ন গুলি অতি ক্ষুদ্র ।

*‘রিয়াদ আন্তর্জাতিক বইমেলা,২০২৪' শুরু হচ্ছে ২৬ সেপ্টেম্বর*

বিশ্ব সংবাদ

এসবি নিউজ ব্যুরো: এবছর সৌদি আরবের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে ২৬ সেপ্টেম্বর শুরু হচ্ছে ‘রিয়াদ আন্তর্জাতিক বইমেলা ২০২৪’। মেলা চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। এবছর বইমেলার ‘সম্মানীয় অতিথি’ দেশ কাতার।

সৌদি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সূত্রের খবর , কাতারকে এবছর বইমেলার ‘সম্মানীয় অতিথি’ রাষ্ট্র করার বিষয়টি বন্ধুপ্রতিম এই দুই দেশের মধ্যকার শক্তিশালী ভ্রাতৃত্বের বন্ধনেরই প্রতিফলন। এটি সৌদি আরব ও কাতারের মধ্যে ঐতিহাসিক যোগাযোগ এবং সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করছে।

বইমেলায় অন্যান্য দেশের পাশাপাশি কাতারেরও একটি প্যাভিলিয়ন থাকবে। বইমেলায় সংগীত পরিবেশন করবে দেশটির একটি ফোক ব্যান্ডও। আরও থাকবে সেমিনার, প্যানেল আলোচনা, কবিতা আবৃত্তি ইত্যাদি।

রিয়াদ আন্তর্জাতিক বইমেলা সাহিত্য, প্রকাশনা ও অনুবাদের সঙ্গে যুক্ত পেশাজীবীদের জন্য একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। বিশ্বের নানা প্রান্ত থেকে এখানে এসে নিজেদের চিন্তাভাবনা ও সংস্কৃতির বিনিময় করেন গুণীজনেরা।পাঠক ও উৎসুকজনের মধ্যে সাম্প্রতিকতম সাহিত্যকর্ম ও বইয়ের পরিচিতি তুলে ধরারও এক সুযোগ তৈরি করে এই বইমেলা।

প্রচুর পাঠক-দর্শকের উপস্থিতি ও নানা বৈচিত্র্যের সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য রিয়াদ বইমেলার বিশেষ পরিচিতি রয়েছে। এখানে আরবি ভাষাভাষী ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক অনেক প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করে থাকে।

ছবি সৌজন্যে: ফেসবুক

*আজ শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন লিগের খেলা*

খেলা

ফুটবল

এসবি নিউজ ব্যুরো: আজ শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন লিগের খেলা।ইউরোপের দেশগুলোর ক্লাবগুলো এই খেলায় অংশ নেয়। কিন্তু উয়েফা চ্যাম্পিয়নস লিগ মানেই ক্লাব ফুটবলেরই ‘বিশ্বকাপ’। খেলার মানে আর জনপ্রিয়তায় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতার নতুন আসর শুরু হচ্ছে আজ।

এবার ৩২ এর বদলে দল ৩৬টি দল। একটি গ্রুপের বদলে সব দলের জন্যই একক পয়েন্ট তালিকার লিগ পর্ব। দল বেড়ে যাওয়ায় ম্যাচ বেড়েছে, পরের রাউন্ডের ১৬ দল নির্ধারণে পদ্ধতিরও পরিবর্তন ঘটেছে।

২০২৪–২৫ উয়েফা চ্যাম্পিয়নস লিগে প্রথাগত ড্র হয়নি। উয়েফার র‍্যাঙ্কিং অনুসারে প্রতিটি দলকে নির্দিষ্ট জায়গায় রেখে প্রযুক্তির সাহায্যে ৮ প্রতিপক্ষ নির্বাচন করা হয়েছে। এর মধ্যে ৪ দলের সঙ্গে ম্যাচ নিজেদের মাঠে, বাকি ৪টি খেলতে হবে প্রতিপক্ষের মাঠে।

লিগ পর্বে মোট ৮ টি ‘ম্যাচ ডে’–তে খেলা হবে, অন্যভাবে যা ‘প্রথম রাউন্ড’ বা ‘প্রথম সপ্তাহ’ও বলা যায়। এর মধ্যে প্রথম সপ্তাহে খেলা টানা ৩ রাত। প্রতি রাতে ১২টি করে ৩ রাতে খেলবে ৩৬ দল। পরের ম্যাচ ডে গুলোতে অবশ্য খেলা হবে ২ রাত, প্রতি রাতে নামবে ১৮টি করে দল।

প্রথম ‘ম্যাচ ডে’ বা প্রথম সপ্তাহের প্রথম রাতে নামতে চলেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবং সাবেক ৬ চ্যাম্পিয়ন লিভারপুল, বায়ার্ন মিউনিখ, জুভেন্তাস, এসি মিলান, পিএসভি ও অ্যাস্টন ভিলা। সাবেক চ্যাম্পিয়নদের মধ্যে লিভারপুল আর এসি মিলান আবার মুখোমুখি।আজ রাতের সবচেয়ে বড় ম্যাচও এটিই।

প্রথম সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের সূচি

মঙ্গলবার

রাত ১০টা ১৫ থেকে খেলবে

জুভেন্তাস বনাম পিএসভি।

ইয়ং বয়েজ় বনাম অ্যাস্টন ভিলা।

মধ্যরাত (সাড়ে ১২টা থেকে)

রিয়াল মাদ্রিদ বনাম ভিএফবি স্টুটগার্ট

বায়ার্ন মিউনিখ বনাম ডিনামো জ়ারগ্রিব

স্পোর্টিং পর্তুগাল ও এলওএসসি

এসি মিলান বনাম লিভারপুল

বুধবার

রাত ১০টা ১৫ থেকে

বোলোগনা বনা শাখতার দানেস্ক

স্পার্টা প্রাহা বনাম আরবি সালসবার্গ

মধ্যরাত (সাড়ে ১২টা থেকে)

পিএসজি বনাম জিরোনা।

ক্লাব বার্গি বনাম বরুসিয়া ডর্টমুন্ড।

সেল্টিক বনাম স্লোভান ব্রাতিস্লাভা।

ম্যানচেস্টার সিটি বনাম ইন্টার মিলান।

বৃহষ্পতিবার

রাত ১০টা ১৫ থেকে

ক্রিভেনা জ়েভেজ়দা বনাম বেনফিকা

ফেয়েনুর্ড বনাম বেয়ার লেভারকুসেন।

মধ্যরাত (সাড়ে ১২টা থেকে)

ব্রেস্ট বনাম এসকে স্ট্রাম গ্রাজ।

আটালান্টা বনাম আর্সেনাল।

অ্যাথলেটিকো মাদ্রিদ বনাম আরবি লেপজ়িগ।

মোনাকো বনাম বার্সেলোনা।

প্রাথমিকভাবে লিগ পর্যায় শেষ হবে ২৯ জানুয়ারি। এরপর পয়েন্টের বিচারে প্রথম ৮টি দল যাবে নক আউটে।

ছবি সৌজন্যে: এএফপি* ।

বিশ্বকর্মা পুজোর দিন থেকে ভাগ্য খুলতে পারে আপনারও

ভারতীয় জ্যোতিষীশাস্ত্র খুবই প্রাচীন এক শাস্ত্র। মহা বিশ্বের গ্রহ-নক্ষত্রের অবস্থানের প্রভাব পরে মানুষের জীবনে – এমন বিশ্বাস জ্যোতিষী করে। সেই গণনা অনুযায়ী অনেক রাশির রাশির জাতক-জাতিকারা জীবনের নতুন গতি পেতে চলেছেন বিশ্বকর্মা পুজোর দিন থেকে। জ্যোতিষী বিচারে –

কুম্ভ রাশির জাতিকারা নতুন ব্যবসা শুরু করতে পারেন। এসময় কাজের জায়গায় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। চাকরিতেও খুব ভালো সুযোগ পাবেন। তাছাড়া আপনি যদি নতুন চাকরিতে যুক্ত হতে চান হতে পারেন।

মিথুন রাশির জাতক জাতিকাদের বিশ্বকর্মা পুজো সময় থেকে অত্যন্ত শুভ সময় শুরু হবে। এই সময়ে কোনও কাজেই আপনি পিছিয়ে যাবে না। ভাগ্যের দ্বার খুলবে আপনার।

কন্যা রাশির জাতক জাতিকাদের আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। বিশ্বকর্মা পুজোর সময় থেকে আপনার মনের গুপ্ত ইচ্ছায় পূরণ হবে। এসময় কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। অত্যন্ত শুভ সময় আপনার।

বৃশ্চিক রাশির জাতিকাদের অত্যন্ত সুখের সময় শুরু হবে। কারণ এই সময়ে আপনার চাকরি থেকে ব্যবসায়ে সফলতা আসবে। শুধু তাই নয়, অর্থ লাভের সম্ভাবনা রয়েছেন। যারা বেকার হয়েছেন তারা নতুন চাকরির সুযোগ পেতে পারেন।

*সিংহ রাশির জাতক জাতিকাদের সাহস ক্রমশ বাড়তে থাকবে। ব্যবসায় লাভের মুখ দেখবেন আপনি। এই সময়ে সাহস, সাহসিকতা বাড়তে থাকবে আপনার।

অন্যান্য রাশির জাতক জাতিকারা মিশ্র ফল পাবেন। প্রসঙ্গত এ বছর ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো।

আজকের রাশিফল (Tuesday, September 17, 2024)

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Tuesday, September 17, 2024)

আপনার ক্ষমতা শক্তি বেশী থাকবে এবং আপনার অমীমাংসিত কাজ সম্পন্ন করার জন্য এই সময়কে ব্যবহার করা উচিত। আপনার সময় এবং অর্থকে মূল্য দেওয়া উচিত অন্যথায় আসন্ন সময়টি ঝামেলা এবং চ্যালেঞ্জ দ্বারা পূর্ণ। কোন পুরনো বন্ধুর অপ্রত্যাশিত সাক্ষাৎ সুখপ্রদ স্মৃতি ফিরিয়ে আনবে। আপনার প্রণয়ীকে বোঝার চেষ্টা করুন। যারা কর্মরত তাঁরা সাম্প্রতিক কৃতিত্বের জন্য তাদের সহকর্মীদের দ্বারা প্রশংসিত এবং সমর্থিত হবেন। কোনো খবর না দিয়েই আজকে আপনার কোনো আত্বিয় আপনার বাড়িতে আসতে পারে আর তার আপ্যায়নে আপনার মূল্যবান সময় বায় হতে পারে। আজ আপনি বিয়ের সত্য ভাবাবেশ জানতে পারবেন।

প্রতিকার :- লকারে অল্প বাসমতি চাল ও রুপো রেখে দিলে আপনার আর্থিক উন্নতি ঘটবে।

বৃষভ রাশিফল (Tuesday, September 17, 2024)

রক্তচাপের রোগীরা ভিড় বাসে চাপার সময় তাঁদের স্বাস্হ্যের ব্যাপারে অতিরিক্ত যত্নশীল থাকবেন। আপনি অর্থের গুরুত্বটি খুব ভালভাবেই জানেন, যে কারণে আপনি আজ যে অর্থ সঞ্চয় করছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনও বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে। বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করে। প্রেম এবং ভালোবাসা আপনাকে এক খুশির মেজাজে রাখবে। নিজের কাজের ব্যাপারে মনোযোগী হন এবং আবেগের সংঘাত থেকে বেরিয়ে আসুন। নির্জনে সময় কাটানো ভালো কিন্তু আপনার মাথার মধ্যে যদি অন্য কিছু ঘোরে তাহলে লোকজনের থেকে দূরে সরে আপনি আরো অসুবিধায় পড়তে পারেন। এই জন্যে আপনাকে আমরা পরামর্শ দিতে চাইব যে লোকজনের থেকে দূরে সরে যাওয়ার থেকে কোনো অভিজ্ঞ লোকের সাথে নিজের অসুবিধার কথা বলুন। আপনার স্ত্রী আজ বেশ রোমান্টিক মনে হচ্ছে

প্রতিকার :- তামার পাত্রে সারা রাত জল রেখে পান করলে সুন্দর ও রোগ মুক্ত স্বাস্থ্য পাবেন।

মিথুন রাশিফল (Tuesday, September 17, 2024)

আপনার প্রবল সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি করবে। এই গতি ধরে রাখুন যাতে যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপনাকে উৎসাহিত করে। আজ, আপনি একটি দলের কোনও ব্যক্তির মুখোমুখি হতে পারেন যিনি আপনাকে আপনার অর্থনৈতিক দিকটি শক্তিশালী করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন। আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে। মানসিক ঝঞ্ঝাট এবং ডামাডোল, যেহেতু কাজের চাপ বেড়ে উঠছে। দিনের পরের ভাগে আরাম করুন। অভিজ্ঞ ব্যক্তির সাথে সংযুক্ত হোন এবং তাঁরা কি বলতে চাইছেন তা থেকে শিখুন। সময়ের চাকা খুব দ্রুত চলে সেইজন্য আজকে থেকেই সময়ের সঠিক ব্যাবহার করতে শিখে নিন। আপনার স্ত্রী আপনার স্বাস্থ্যর দিকে আজ অসংবেদী হতে পারেন।

প্রতিকার :- মঙ্গল বার কলা গাছের সামনে প্রদীপ জ্বালালে ও তার আরাধনা করলে আপনার খুবই সন্তোষজনক প্রেমের জীবন হবে।

কর্কট রাশিফল (Tuesday, September 17, 2024)

যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাঁদের জন্য নিছকই আনন্দ এবং উপভোগ। অর্থ যে কোনও সময় প্রয়োজন হতে পারে, তাই আপনার আর্থিক পরিকল্পনা করুন এবং এখনই যতটা সম্ভব সঞ্চয় করা শুরু করুন। আত্মীয়দের সাথে কাটানো সময় আপনার উপকারে আসবে। আজ আপনি জানতে পারবেন যে আপনার সঙ্গীর ভালবাসা আপনার জন্য সত্যিই গভীর ভাবপূর্ণ। বসের ভাল মেজাজ কর্মক্ষেত্রের সমগ্র পরিবেশকে বেশ সুন্দর করে দিতে পারে। যাদের সাথে আপনার খারাপ সময় কাটে তাদের সাথে যোগাযোগ বাড়ানো থেকে বিরত থাকুন। স্পর্শ, চুম্বন, আলিঙ্গন বিবাহিত জীবনে একটি খুব বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি আজ তা অনুভব করতে যাচ্ছেন।

প্রতিকার :- নিজের ঘরে নিজের ইষ্টদেবের রুপার মূর্তি স্থাপন করে নিয়মিত পূজা করলে ধন বৃদ্ধি হবে।

সিংহ রাশিফল (Tuesday, September 17, 2024)

আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হল হাসি। অপরিকল্পিত উত্স থেকে টাকাপয়সা লাভ আপনার দিন উজ্জ্বলতর করতে তুলবে। বাচ্চারা তাদের স্কুল প্রোজেক্ট শেষ করতে আপনার সাহায্য নিতে পারে। প্রেমের অনুভূতিগুলি আজ পরিশোধিত হবে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতার সময় আপনার চোখ কান খোলা রাখুন-যেহেতু আপনি কোন মূল্যবান উপদেশ বেছে নিতে পারেন। এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা আজকে নিজের পুরোনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে। আপনার সঙ্গী অজানতেই কল্পিত কিছু করতে পারে যা সত্যিই অবিস্মরণীয় হবে।

প্রতিকার :- ফল ও রুটি রাখার জন্য বাঁশের বা বেঁতের বা খাগড়া দিয়ে তৈরি ঝুড়ি বা ট্রে ব্যবহার করুন। এই প্রতিকার ব্যবহার করলে আপনার পারিবারিক জীবনে বাধা বিঘ্ন কমতে থাকবে।

কন্যা রাশিফল (Tuesday, September 17, 2024)

অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহদান করবে। যাঁরা এখনও বেতন পাননি তারা অর্থ সম্পর্কিত বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে পারেন এবং তাদের বন্ধুদের কাছে loanণের জন্য জিজ্ঞাসা করতে পারেন। দেখা করতে আসা অতিথিরা আপনার সন্ধ্যাটি দখল করে রাখবে। আপনার ভালবাসা একটি নতুন উচ্চতায় পৌছবে। দিনটি আপনার ভালবাসার জনের হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্নে শেষ হবে। আপনি একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলি এবং বিনোদন প্রকল্পে অনেক মানুষের সমন্বয় সাধন করতে একটি অবস্থানে আছেন। ব্যাস্ত রুটিন তবুও আজকে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন।ফাঁকা সময়ে আজকে আপনি কিছু সৃজনী করতে পারেন। কিছু জিনিস আপনার বিবাহিত জীবনে আজ সত্যিই সুন্দর হবে। আপনার স্ত্রীর জন্য একটি চমৎকার সন্ধ্যার পরিকল্পনা করুন।

প্রতিকার :- রুপার বালা ধারণ করলে আর্থিক স্থিতি খুব ভালো হবে।

তুলা রাশিফল (Tuesday, September 17, 2024)

আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন। আপনার ভাইবোনদের সহায়তায় আজ আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারবেন। আপনার ভাইবোনদের কাছ থেকে পরামর্শ নিন। যদি আপনি অত্যধিক উদারতা দেখান- তাহলে ঘনিষ্ঠ মানুষরা অন্যায়ভাবে আপনার সুযোগ নিতে পারে। সতর্ক থাকুন কারণ আজকের দিনে প্রেমে পড়া আপনার জন্য ভ্রাষ্টাচার হতে পারে। বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে। আজকে আপনি সব কাজ ছেড়ে সেইসব কাজ করতে পছন্দ করবেন যেগুলো আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন। আজ একজন ব্যক্তি আপনার স্ত্রীর প্রতি খুব বেশী আগ্রহ দেখাতে পারেন, কিন্তু দিনের শেষে আপনি উপলদ্ধি করবেন কোনকিছু গোলমাল চলছে না।

প্রতিকার :- পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য নীল রঙের পর্দা টাঙান ঘরে।

বৃশ্চিক রাশিফল (Tuesday, September 17, 2024)

আপনার মানসিক স্বাস্হ্য রক্ষা করুন যা আধ্যাত্মিক জীবনের পূর্বশর্ত। মন হল জীবনের প্রবেশদ্বার কারণ ভালো/মন্দ যাই হোক না কেন মনের মাধ্যমেই আসে। এটি জীবনের সমস্যাগুলি সমাধানে সাহায্য করে এবং কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করে। আজ শুধু বসে থাকার পরিবর্তে- কেন এমন কিছুতে নিযুক্ত হচ্ছেন না- যা আপনার উপার্জন ক্ষমতা উন্নত করবে। আপনার উদ্বেগহীন মনোভাব পিতামাতার চিন্তার কারণ হবে। তাই আপনার কোন নতুন প্রকল্প শুরু করার আগে তাদের আত্মবিশ্বাস থাকা প্রয়োজন। ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে। আজ নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে। অনেক সময় মোবাইল দেখতে-দেখতে আপনি অনেক সময় পেরিয়ে ফেলেন আর তারপর যখন আপনি আপনার সময় খারাপ করে ফেলেন তখন আপনি পচ্ছতান। আজ, আপনার জীবন সঙ্গী আপনার সঙ্গে তার সাম্প্রতিককালে ঘটা সব মতভেদ সত্ত্বেও আপনার জন্য সুন্দর অনুভূতি প্রদর্শন করবেন।

প্রতিকার :- কুকুরকে রুটি, পাউরুটি এবং অন্যান্য কুকুরের খাবার খাওয়ালে পরিবারের সুখ বৃদ্ধি পাবে।

ধনু রাশিফল (Tuesday, September 17, 2024)

আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হল হাসি। যদি আপনার মনে হয় যে আপনার পর্যাপ্ত অর্থ নেই, তবে অর্থ পরিচালন এবং সঞ্চয় সম্পর্কে কোনও প্রবীণের পরামর্শ নিন। আপনার সমবেদনা ও সহানুভূতি পুরস্কৃত হবে। আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনের মসৃণ গতি অস্থির এবং শান্তি বিঘ্নিত করতে পারে। আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা কুড়োবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে। আজ আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন করার জন্য কিন্তু করতে সক্ষম হন নি। আজ আত্মীয় আপনার স্ত্রীর সাথে বিতর্কের একটি কারণ হতে পারে।

প্রতিকার :- আপনার ভালোবাসার মানুষকে নকল ক্রিস্টাল বা সাদা হাঁস উপহার দিলে তা আপনার প্রেমের জীবন কে সুন্দর করে তুলবে।

মকর রাশিফল (Tuesday, September 17, 2024)

রক্তচাপের রোগীরা ভিড় বাসে চাপার সময় তাঁদের স্বাস্হ্যের ব্যাপারে অতিরিক্ত যত্নশীল থাকবেন। অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি কোনও ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে আপনি আজ সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে। আপনার বাড়তি সময় সামাজিক কাজে ব্যয় করুন। এতে আপনার ও আপনার পরিবারে সুখশান্তি বিরাজ করবে। প্রেমের মানুষটির সাথে ক্যান্ডিফ্লস এবং টফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে। আজ, কর্মক্ষেত্রে আপনার কোনও পুরানো কাজের প্রশংসা করা যেতে পারে। আপনার পারফরম্যান্সটি দেখে আপনি সম্ভবত পদোন্নতি পাবেন। ব্যবসায়ীরা আজ তাদের ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দরকারী পরামর্শ নিতে পারেন। আজ আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে। আপনার জীবন সঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না।

প্রতিকার :- কোনো বিধবার প্রতি সহানুভুতিশীল হলে বা তাকে সাহায্য করলে তা আপনার স্বাস্থ্যের ওপর সুপ্রভাব দেখাবে।

কুম্ভ রাশিফল (Tuesday, September 17, 2024)

আপনি ভ্রমণ করার পক্ষে খুবই দুর্বল তাই দীর্ঘ যাত্রা এড়ানোর চেষ্টা করুন। সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন। পরিবারের সদস্যদের সাথে দূরত্ব অতিক্রম করার মাধ্যমে- আপনি সহজেই আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন। আজ নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে। আপনি আজকে আপনার সহকর্মীর সাথে সন্ধে বেলায় সময় কাটাতে পারেন যদিও শেষে আপনার মনে হবে আপনি তার সাথে নিজের সময় নষ্ট করলেন আর কিছুই না। আপনার সঙ্গী অজানতেই কল্পিত কিছু করতে পারে যা সত্যিই অবিস্মরণীয় হবে।

প্রতিকার :- আর্থিক অবস্থা ভালো রাখতে সূর্যোদয়ের সময় ‘ওম ঘৃণী সূর্যায় নমঃ’ মন্ত্র জপ করুন।

মীন রাশিফল (Tuesday, September 17, 2024)

স্বাস্হ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তির কারণ হতে পারে। আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন- যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে। কোন পুরনো বন্ধু আপনাকে সন্ধ্যায় কল করে মধুর স্মৃতি ফিরিয়ে আনবে। একটি বিশেষ দিনে পরিণত করতে সামান্য উদারতা এবং ভালোবাসা প্রদান করুন। খুচরো এবং পাইকারী বিক্রেতাদের জন্য দিনটি ভালো। টাকা,ভালোবাসা,পরিবার থেকে দূরে গিয়ে আজকে আপনি আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন। আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবন সঙ্গী আপনার প্রেমে পড়ে যায়।

প্রতিকার :- কাঁচা হলুদ,কেশর, হলুদ চন্দন, হলুদ শস্য এই সব দ্রব্য অগ্রাধিকারের সাথে ব্যবহার করলে তা আপনার স্বাস্থ্যকে বাড়িয়ে তুলবে।

(Courtesy-AstroSage)

বামনেতা কলতান দাশগুপ্তকে গ্রেপ্তারের প্রতিবাদে জগদ্দল থানা ঘেরাও বামেদের, স্মারকলিপি জমা*

খবর কলকাতা: যুব আন্দোলনের সর্বভারতীয় বাম নেতৃত্ব কলতান দাশগুপ্তকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার বিকেলে জগদ্দল থানা ঘেরাওয়ের ডাক দিয়েছিল বামেরা। এদিন সিপিএমের ভাটপাড়া-জগদ্দল ও শ্যামনগর লোকাল কমিটির উদ্যোগে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। আতপুর বাজার থেকে জগদ্দল পর্যন্ত মিছিল করেন বাম ছাত্র-যুব-মহিলারা। মিছিল শেষে থানা ঘেরাও করে কিছুক্ষণ তারা বিক্ষোভ প্রদর্শন করেন। তারপর তাঁরা থানায় স্মারকলিপি জমা দেন। এদিনের কর্মসূচিতে যোগ দিয়ে বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন, "যুব ফেডারেশনের সর্বভারতীয় নেতা কলতান দাশগুপ্তকে অন্যায়ভাবে এবং ষড়যন্ত্র করে গ্রেপ্তার করা হয়েছে। তারই প্রতিবাদে থানা ঘেরাও অভিযান।" তাঁর দাবি, বাংলায় জঙ্গলের রাজত্ব চলছে। বাংলার মানুষ ঝাঁটা হাতে প্রস্তুত আছেন। তৃণমূলকে বাংলা থেকে ঝেটিয়ে বিদায় করা হবে।

লেখা ও ছবি: প্রবীর রায়

কলকাতায় শেষ হল বিলিয়ার্ড অ্যাসোসিয়েশনের বিলিয়ার্ড ও স্নুকার প্রতিযোগিতার ফাইনাল

খেলা

খবর কলকাতা: গতকাল কলকাতার স্যাটার্ডে ক্লাবে শেষ হল পশ্চিমবঙ্গ বিলিয়ার্ড অ্যাসোসিয়েশনের আয়োজিত বিলিয়ার্ড ও স্নুকার প্রতিযোগিতা। প্রসঙ্গত,এই প্রতিযোগিতায় আমাদের রাজ্য তথা জাতীয় স্তরের দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিউ স্পোর্টসে প্রথম সারির খেলোয়াড়দের পাশাপাশি অংশগ্রহণ করেছিলেন একসময়ের বিশ্ব রাঙ্কিং এ পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যের স্টিফেন লি এবং থাইল্যান্ডের বিখ্যাত কিউ স্পোর্টস খেলোয়াড় দেচাওয়াত পুমজান। প্রতিযোগিতায় প্রো এম বিভাগে বিজয়ী হন মুদিত পোদ্দার এবং দেচাওয়াত পুমজান। পাশাপাশি, বেঙ্গল স্নোকাল লীগের জয়ী হন ম্যাজিক ক্যানন্স। এই দলে ছিলেন উপেন্দ্র সিং, মার্কেট সিং, দ্বিগবিজয় কাদিয়ান, অদ্রেস বর্মা, নিরাজ শর্মা এবং ধ্রুব আগরওয়াল। এদিন পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিলিয়ার্ড অ্যাসোসিয়েশনের সভাপতি অনিল পোদ্দার, বিলিয়ার্ড এন্ড স্নুকার ফেডারেশন অফ ইন্ডিয়ার সহ-সভাপতি সুনীল বাজাজ এবং প্রদীপ সারোগী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিলিয়ার্ড সুপার লিগ চ্যাম্পিয়নস দের হাতে এদিন ট্রফি সহ চার লক্ষ টাকার পুরস্কার মূল্য তুলে দেওয়া হয়। অন্যদিকে, প্রো এম এর বিজয়ী দলকে ট্রফি এবং নগদ এক লক্ষ টাকার পুরস্কার মূল্য তুলে দেওয়া হয়। বেঙ্গল বিলিয়ার্ড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ধ্রুব আগরওয়াল এদিন জানালেন সকল দিক থেকে এই প্রতিযোগিতা সকলের সহযোগিতায় সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।

ছবি:সঞ্জয় হাজরা।

*"ডাক্তারদের সাথে আলোচনায় বসে মুখ্যমন্ত্রী এই সমস্যার সমাধান করে নিন, আমরা এটাই চাই,'- তিলোত্তমার বাবা-মা*

প্রবীর রায়: সোমবার সাংবাদিকদের তিলোত্তমার বাবা-মা জানালেন, ডাক্তারদের সাথে আলোচনায় বসে মুখ্যমন্ত্রী এই সমস্যার সমাধান করে নিন, আমরা এটাই চাই। এদিন তাঁরা আরোও জানান,"চেয়েছিলাম মেয়ের দেহ সংরক্ষণ করতে কিন্তু পুলিশ তা হতে দেয়নি। এছাড়াও তারা চেয়েছিলেন, তার মেয়ের মরদেহ সংরক্ষণ করা হোক। তারা চেয়েছিলেন যেন না পোড়ানো হয়। কিন্তু পুলিশের চাপের মুখে শেষ পর্যন্ত নতি স্বীকার করতে হয় তাদের। তাদের বক্তব্য প্রায় ২০০-৩০০ পুলিশ ছিল তার বিপরীতে আমরা ছিলাম সংখ্যায় ৩-৪ জন। কিন্তু পোড়ানোর ব্যাপারে এই তাড়ানোর পিছনে কি উদ্দেশ্য ছিল সেটা তারাই বলতে পারবেন। এই উদ্দেশ্য এখনো পরিষ্কার হয়নি।

মা বলেন 'আমরা ক্রাইম সিন বদলানো হয়েছে, ওখানে এই ঘটনা ঘটেনি। কলেজ কর্তৃপক্ষ, পুলিশ, প্রশাসন সকলেরই ভূমিকা ছিল। পুলিশ বেশি মাত্রায় সক্রিয় ছিল। বাবার প্রশ্ন পুলিশ বলছে আমার মেয়েকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া গিয়েছে।যদি তাই হয় তবে আমাদের ৩ ঘন্টা অপেক্ষা করতে হলো কেন?

আজ বিকেলে আন্দোলনকারী চিকিৎসক এবং মুখ্যমন্ত্রীর মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে বাবা মা বলেন, প্রত্যেকেরই শুভ বুদ্ধির উদয় হোক। সুপ্রিম কোর্টের উপর আমাদের ভরসা আছে। সিবিআই এর উপরে ভরসা আছে। আশা করি ন্যায়বিচার পাব।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পকে ফের হত্যার চেষ্টা

নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো গল্ফ মাঠের কাছে তাঁকে ফের হত্যা চেষ্টার ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীর নাম জানিয়েছে ওই দেশের

সংবাদমাধ্যমগুলো।যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনোও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।মার্কিন সংবাদসংস্থার সিবিএস নিউজের সূত্রে বিবিসি বলছে, সন্দেহভাজন বন্দুকধারীর নাম রায়ান ওয়েসলি রুথ। তাঁর বয়স ৫০। সূত্রের খবর,রায়ানকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কেন একে-৪৭ ঘরানার বন্দুক নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন, তা এখনো জানা যায়নি।স্থানীয় সময় গতকাল বেলা ১.৩০ টার দিকে গল্ফ মাঠের কাছে গুলির শব্দ শোনা যায়। এ সময় ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় নিজের মালিকানাধীন গল্ফ মাঠে খেলছিলেন ট্রাম্প।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, গল্ফ মাঠের কাছে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে ছিলেন বন্দুকধারী। ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা ঝোপের ভেতরে তাঁর বন্দুকের নল দেখতে পান। এরপর তাঁরা অন্তত ৪ টি গুলি চালান। তখন ওই ব্যক্তি বন্দুক ফেলে গাড়িতে করে পালিয়ে যান।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি ওই বন্দুকধারীর গাড়ি ও লাইসেন্স প্লেটের ছবি তুলে রাখেন। এরপর ফ্লোরিডার বিভিন্ন সংস্থার কাছে গাড়ির তথ্য পাঠিয়ে দেওয়া হয়। সে তথ্যের ভিত্তিতে পাশের মার্টিন এলাকায় গাড়িটি থামানো হয়। তাঁকে গ্রেপ্তার করা হয়।

ছবি সৌজন্যে: রয়টার্স।