রাশিফল

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। তো চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Tuesday, June 18, 2024)

অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্হ্যের বিকাশ ঘটতে পারে। বড় দলে নিজেকে নিযুক্ত করা অত্যন্ত আমোদপূর্ণ হবে- কিন্তু আপনার খরচ ঊর্ধ্বমুখী প্রবণতা নেবে। অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরষ্কৃত করবে। আপনি যদি আপনার প্রেমিকাকে নির্দেশ দেন তাহলে গুরুতর সমস্যার সৃষ্টি হবে। আজ কর্মক্ষেত্রে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। সেইজন্য আজ আপনার চোখ কান খোলা রেখে কাজ করা দরকার। আপনার সময় ও উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন – কিন্তু যেখানে নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না। আপনার স্ত্রীর জরুরী কাজের জন্য আপনার দিনের পরিকল্পনা বিঘ্নিত হতে পারে, কিন্তু অবশেষে আপনি উপলদ্ধি করবেন যে এটা ভালোর জন্যই হয়েছে।

প্রতিকার :- চন্দ্র যন্ত্র পূজা ঘরে স্থাপন করে পুজা করলে আর্থিক অবস্থা উত্তম হবে।

বৃষভ রাশিফল (Tuesday, June 18, 2024)

যে অনুভূতিগুলি আপনাকে অনুপ্রাণিত করে সেগুলিকে চিহ্নিত করুন। ভয়, সন্দেহ, রাগ, লোভ ইত্যাদির মত নেতিবাচক ভাবনাগুলিকে আপনার ছাড়া উচিত। কারণ এগুলি চুম্বকের মত কাজ করে এবং আপনি যা চাইছেন ঠিক তার উল্টোটাকেই আকর্ষণ করে। আপনি দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন। মোটের উপর এক লাভজনক দিন, কিন্তু এমন কেউ যাকে আপনি বিশ্বাস করতে পারেন বলে ভাবেন সে আপনাকে নীচু দেখাবে। আপনি প্রেমের ব্যথা অনুভব করবেন। এই রাশির ছোটো ব্যাবসায়ী জাতকদের আজ ক্ষতি হতে পারে। তবে আপনাকে আতঙ্কিত হওয়ার দরকার নেই যদি আপনার পরিশ্রম সঠিক হয় তাহলে আপনি ভালো ফল পাবেন। নির্জনে সময় কাটানো ভালো কিন্তু আপনার মাথার মধ্যে যদি অন্য কিছু ঘোরে তাহলে লোকজনের থেকে দূরে সরে আপনি আরো অসুবিধায় পড়তে পারেন। এই জন্যে আপনাকে আমরা পরামর্শ দিতে চাইব যে লোকজনের থেকে দূরে সরে যাওয়ার থেকে কোনো অভিজ্ঞ লোকের সাথে নিজের অসুবিধার কথা বলুন। আপনি আপনার স্ত্রীর সাথে একটি নিরুদ্বেগ দিন কাটাবেন।

প্রতিকার :- কর্ম জীবনে ভালো ফল লাভের জন্য জীবনে ঘটে চিওলা বিষয় গুলিকে ভগবানের কৃপা বলে মনে করুন ও নিজের মনুষত্ব বোধ জাগিয়ে তুলুন।

মিথুন রাশিফল (Tuesday, June 18, 2024)

আপনার ঝগড়ুটে ব্যবহার নিয়ন্ত্রণের অধীনে রাখুন যেহেতু এটি আপনার সম্পর্ককে চিরস্থায়ীভাবে নষ্ট করতে পারে।আপনি মুক্ত মন তুলে ধরে এবং কারোর বিরুদ্ধে সব বিদ্বেষ ঝেড়ে ফেলে এটি অতিক্রম করতে পারেন। যারা দুধ শিল্পের সাথে যুক্ত তারা আজ আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা মানসিক ভরসা চাইছেন তারা হয়তো বয়স্কদেরকে তাদের সাহায্যে এগিয়ে আসতে দেখবেন। আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সব সময় অনুভব করবেন, এখন শারীরিক অস্তিত্ব কোনভাবেই বিবেচিত হবে না। বসের নজরে পড়ার আগে হাতের কাজ শেষ করুন। সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন।যদি আপনার কাছে ফাঁকা সময় থাকে তাহলে সৃজনশীল কিছু করার চেষ্টা করুন।সময় নষ্ট করা ভালো নয়। বিবাহিত জীবনে অনেক সুবিধা আসবে এবং আপনি তাদের সবকটিকে অনুভব করতে পারবেন।

প্রতিকার :- সন্যাসী দের খাদ্য দান করলে তা আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেবে।

কর্কট রাশিফল (Tuesday, June 18, 2024)

আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মত প্রস্ফুটিত হবে। জীবনের অন্ধকার সময়ে অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে। অতএব, আজ থেকে আপনার অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন, অন্যথায় সমস্যা দেখা দিতে পারে। আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। নিজের রোম্যান্টিকতা সবার সামনে দেখাবেন না। আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা কুড়োবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে। আজকে আপনি ঘরের ছোট সদস্য কে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন। দিনে একটি উত্তপ্ত তর্কের পরে, আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন।

প্রতিকার :- গরুকে ছোলার ডাল খাওয়ান, এর ফলে আপনার আর্থিক অবস্থার বৃদ্ধি হবে।

সিংহ রাশিফল (Tuesday, June 18, 2024)

আপনার শিশুসুলভ স্বভাব ভেসে উঠবে এবং আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন। যারা অদ্যাবধি অযথা অর্থ ব্যয় করছিলেন তারা বুঝবেন যে আর্থিক অভাবের মধ্যে হঠাৎ প্রয়োজনীয়তা দেখা দেবে, অর্থ উপার্জন এবং সঞ্চয় করা কতটা কঠিন। কোন বয়স্ক ব্যক্তির স্বাস্হ্য কিছু দুশ্চিন্তার সৃষ্টি করবে। প্রেমের স্মৃতি আপনার দিনটি দখল করে রাখবে। আপনি ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন। আজকে আপনি আপনার জীবনসাথীর সাথে সময় কাটানো এবং তাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করবেন কিন্তু তার শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে এটা সম্পূর্ণ হবে না। আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে আজ কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে।

প্রতিকার :- একমুখী রুদ্রাক্ষকে সাদা সুতোয় বেঁধে পরলে আর্থিক স্থিতি মজবুত হবে।

কন্যা রাশিফল (Tuesday, June 18, 2024)

স্ত্রী আপনাকে অনুপ্রাণিত করতে পারেন। দিনের শেষ ভাগে আর্থিক উন্নত হবে। আপনাকে শান্তি বজায় রাখার জন্য আপনার রাগকে দমন করতে হবে এবং পারিবারিক পরিবেশকে দূষিত হতে দেবেন না। আপনার ভালবাসা একটি নতুন উচ্চতায় পৌছবে। দিনটি আপনার ভালবাসার জনের হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্নে শেষ হবে। আজ নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে। সময়ের সাথে কাজ করার চেষ্টা করুন এর ফলে আপনি দিনের শেষে নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। দীর্ঘসূত্রতা করলে তা আপনার কাজের বোঝা বৃদ্ধি করবে। জীবন সাম্প্রতিক দিনের মধ্যে আপনার কাছে সত্যিই শক্ত হয়ে উঠবে, কিন্তু আজ আপনি আপনার স্ত্রীর নন্দনকাননের মধ্যে নিজেকে খুঁজে পাবেন।

প্রতিকার :- পরিবারে শান্তি বজায় রাখার জন্য একটি সর্পের ন্যায় আকৃতি বিশেষ আংটি পরিধান করুন।

তুলা রাশিফল (Tuesday, June 18, 2024)

সামাজিকতার ভয় আপনাকে বলহীন করে তুলতে পারে। এটি সরাতে আপনার আত্ম-সম্মানকে উৎসাহিত করুন। বিনিয়োগের যে স্কিমগুলো আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুঁটিয়ে দেখুন- কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। বাচ্চারা আপনার সময় কঠিন করে দিতে পারে। আপনি ভালোবাসার অস্ত্রে তাদের উৎসাহিত করতে পারেন এবং অবাঞ্ছিত ঝামেলাও এড়াতে পারেন। মনে রাখবেন ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। যারা বাগদত্ত, তারা তাদের বাগদত্তাকে এক বিশাল খুশির উৎস হয়ে উঠতে দেখবেন। প্রেম ইন্দ্রিয়ের সীমা অতিক্রম করে যায়, কিন্তু আপনার ইন্দ্রিয় আজ ভালবাসার উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবে। দিনটা ভালোই কাটে,আজকে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালোর সন্ধান করুন।এটি আপনার ব্যাক্তিত্বৰ মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে। আপনার স্ত্রী আজ আপনার জন্য সত্যিই বিশেষ কিছু করবে।

প্রতিকার :- ভাল স্বাস্থ্য অর্জন করতে, যেকোন রূপে সোনা বা হলুদ সুতো পরিধান করুন।

বৃশ্চিক রাশিফল (Tuesday, June 18, 2024)

আপনার ইতিবাচক মনোভাব আপনার চারপাশের মানুষদের মুগ্ধ করবে। দিনের শুরুতে আপনি কোনও আর্থিক ক্ষতিতে ভুগতে পারেন, যা পুরো দিনটিকে লুণ্ঠন করতে পারে। সামাজিক জীবনেও অবহেলা করবেন না। আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় বের করে সপরিবারে পার্টিতে যান। এতে শুধু যে মন ভালো থাকবে তাই নয়, এতে আপনার সঙ্কোচও সরে যাবে। কাউকে তার প্রেমে সাফল্য দৃশ্যায়িত করতে সাহায্য করুন। বসের নজরে পড়ার আগে হাতের কাজ শেষ করুন। আপনার শরীর চর্চা করতে আপনি আজও অনেকবার ভাববেন তবে বাকি দিনের মতো এই পরিকল্পনাটি অসফল হয়ে যাবে। আপনার বস আজ আপনার কাজের প্রশংসা করতে পারেন।

প্রতিকার :- যেকোনো শুভ অনুষ্ঠানে যেমন বিবাহ ইত্যাদিতে নিষ্ঠার সাথে ওপরের সাহায্য করুন ও সেবা অর্পণ করুন।এর ফলে আপনার ব্যবসা বা কর্মজীবনে অনেক উন্নতি হবে।

ধনু রাশিফল (Tuesday, June 18, 2024)

আপনি পরিস্থিতি সামলানোর ফলে আপনার উদ্বেগের সৃষ্টি হবে। আপনি সম্ভবত বুঝতে পারবেন যে এটি সাবানের বুদ্বুদের মতো সবই ভিত্তিহীন যা সাহসের প্রথম স্পর্শেই ধসে গেছে। কোন নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন। আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে। আপনার জন্যে পরিবেশ প্রেমময় হয়ে উঠবে। শুধুমাত্র চারপাশে তাকান, সবকিছুই গোলাপী হয়ে উঠবে। আপনার ভালবাসার জীবন আজ সত্যি সত্যিই আপনার জন্যে অসাধারণ কিছু বয়ে আনবে। যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যাস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন। আপনার বিবাহ এই দিনে একটি সুন্দর মোড় নেবে।

প্রতিকার :- ভগবান বিষ্ণু বা দেবী দুর্গার মন্দিরের ব্রোঞ্জ এর পাত্র দান করুন এবং এর ফল স্বরূপ ভালো স্বাস্থ্য উপভোগ করুন।

মকর রাশিফল (Tuesday, June 18, 2024)

পারিবারিক চিকিৎসার খরচ বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতে পারে না। অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি কোনও ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে আপনি আজ সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে। ঘরের সৌন্দর্য্যায়নের পাশাপাশি বাচ্চাদের প্রয়োজনের দেখভাল করুন। ঘরবাড়ি ব্যবস্থিত থাকলেও বাচ্চাদের বিনা প্রাণহীন। বাচ্চারা ঘরে উদারতা এবং আনন্দ যোগ করে। প্রেমে হতাশ হতে পারেন কিন্তু মনোক্ষুণ্ণ হবেন না যেহেতু প্রেমিক প্রেমিকারা সর্বদাই চাটুকার হন। আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আজ আপনার সাথেই থাকবে। ঘরে পরে থাকা কোনো পুরোনো জিনিস আজকে আপনি পেতে পারেন তাতে আপনাকে আপনার ছোটবেলার দিনের কথা মনে করিয়ে হতাশ করতে পারে আর আপনি দুঃখের সাথে পুরো দিন একা কাটাতে পারেন। খুব বেশী প্রত্যাশা আজ আপনার বিবাহিত জীবনে দুঃখ নিয়ে আসতে পারে।

প্রতিকার :- শরীর ভালো রাখতে চাঁদের আলোয় ১৫-২০ মিনিট বসুন।

কুম্ভ রাশিফল (Tuesday, June 18, 2024)

সামাজিক জীবনের থেকে স্বাস্হ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত। যারা শেয়ার বাজারে তাদের অর্থ বিনিয়োগ করেন তারা আজ ক্ষতির মধ্যে পড়তে পারেন। আপনার বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে মনোযোগী ও সতর্ক হওয়া আপনার পক্ষে ভাল। সামাজির অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে-যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে। প্রেম হল অনুভব করার এবং আপনার ভালোবাসার মানুষটির সাথে ভাগ করে নেওয়ার অনুভূতি। আপনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনার অনুভূতি কী তা সবাইকে জানাতে ব্যস্ত হবেন না। যখন সব কলহ ভুলে আপনার জীবনে আবার আপনার স্ত্রী ফিরে আসবে এবং আপনাকে ভালবাসা দিয়ে আলিঙ্গন করবেন তখন সত্যিই উত্তেজনাপূর্ণ মুহূর্ত হবে।

প্রতিকার :- কোনো গোল ব্রোঞ্জের টুকরো সবুজ কাপড়ে মুড়ে তা আপনার পকেট এ রাখলে আপনার আর্থিক পরিস্থিতির ওপর তার ভালো প্রভাব দেখাবে। এতে আপনার আয়ের বৃদ্ধি হবে।

মীন রাশিফল (Tuesday, June 18, 2024)

আপনার সবচেয়ে বড় সম্পদ আপনার ঠাট্টা বোধ এবং আপনার অসুস্থতা নিরাময় করার জন্য এটিকে ব্যবহার করার চেষ্টা করুন। মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে। প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি। নতুন প্রেম কারো কারোর জন্য নিশ্চিত মনে হচ্ছে- আপনার প্রেমের জীবন আপনার জীবনকেও প্রস্ফুটিত করবে। সহকর্মী ও অধস্তন থেকে উদ্বেগ ও দুশ্চিন্তা আসবে। আজকে আপনার খালি সময় কোনো অবৈধ কাজের জন্য খারাপ হতে পারে। আপনার স্ত্রী আজ আপনাকে খুশি করার জন্য সমস্তরকম প্রচেষ্টা করবে।

প্রতিকার :- দরকারি ব্যক্তিদের রক্ত দান করলে ব্যবসা বা কর্ম জীবনে ভালো ফল পাবেন।

(Courtesy-AstroSage)
কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির উদ্যোগে বিশিষ্টজনদের সম্বর্ধনা
নিজস্ব প্রতিনিধি: আজ কলকাতার একটি পাঁচ তারা হোটেলে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির উদ্দ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।এই অনুষ্ঠানে বিশিষ্টজনদের সম্বর্ধনা দেওয়া হল।অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা সিএবির বর্তমান সভাপতি স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় এবং প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি আই আই ইন্ডিয়ান উইমেন নেটওয়ার্ক পশ্চিমবঙ্গ শাখার চেয়ারপার্সন সুজাতা গুইন সহ একাধিক বিশিষ্ঠ ব্যক্তিবর্গ।স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় এবং ঝুলন গোস্বামী তাদের সফলতার জীবন সফরের কথা তুলে ধরেন নিজেদের ব্যক্তব্যের মধ্যে ।

*ছবি: সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।*
দুর্ঘটনাস্থলের পথে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের
এসবি নিউজ ব্যুরো: দুর্ঘটনাস্থলে যাওয়ার জন্য রেলমন্ত্রী ইতিমধ্যেই শিলিগুড়ি পৌঁছেন।  রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দুর্ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা দিলেন। অন্যদিকে, প্রথমে একই বিমানে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস ও উত্তর পূর্বাঞ্চল প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ঘটনাচক্রে রাজ্যপাল, সুকান্ত মজুমদারের ওই বিমানে যাওয়ার বিষয়টি নিশ্চিত হ‌ওয়ার পর মুখ্যমন্ত্রীর বিমানে হয় বদল। 3C গেটের পরিবর্তে 1B গেটে চলে যান মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা। এরপর‌ই জানা যায় স্পাইস জেট নয়। পনেরো মিনিট পরের ইন্ডিগোর বিমানে বাগডোগরা যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা আমাদের বালাসোর ট্রেন দুর্ঘটনার কথা মনে করিয়ে দিয়েছে, গত এক বছর আগে ঘটে যাওয়া রেল দুর্ঘটনার কথা
#biggest_train_accident_in_india


এসবি নিউজ ব্যুরো: সোমবার সকালে শিলিগুড়ির কাছে কাঞ্চনগঙ্গা এক্সপ্রেস এবং পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বহু মানুষ। দুর্ঘটনাটি আমাদের ঠিক এক বছর আগে ওড়িশার বালাসোরে ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনার কথা মনে করিয়ে দেয়। এই দুর্ঘটনাটি ঘটে 2 জুন 2023 বালাসোরে।সন্ধ্যা সাতটায় ব্রাহ্মণ বাজার রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় তিনটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় মোট 296 জন মারা যান এবং 1,200 জনের বেশি আহত হন। এর আগেও বহু দুর্ঘটনা ঘটেছে যাতে ব্যাপক জানমালের ক্ষতি হয়েছে। গত এক বছরে দেশটি কয়েক ডজন রেল দুর্ঘটনা দেখেছে যাতে বহু মানুষ প্রাণ হারিয়েছে।
গত বছর থেকে প্রায় 19টি রেল দুর্ঘটনা ঘটেছে আসো,চলুন জেনে নিই গত এক বছরে ঘটে যাওয়া কয়েকটি বড় ট্রেন দুর্ঘটনা সম্পর্কে-

*বালাসোরে ট্রেন দুর্ঘটনা*

গত বছর, ২ জুন সন্ধ্যায়, ওড়িশার বালাসোরে একটি বড় ট্রেন দুর্ঘটনা ঘটে, যখন তিনটি ট্রেন একে অপরের সাথে সংঘর্ষে পড়ে। বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, শালিমার-চেন্নাই সেন্ট্রাল করোমন্ডেল এক্সপ্রেস এবং একটি পণ্য ট্রেনের মধ্যে ট্রেন দুর্ঘটনাটি ঘটে। করোমন্ডেল এক্সপ্রেসের গতি বেশি থাকায় ট্রেনের 21টি বগি লাইনচ্যুত হয়। এগুলোর মধ্যেকাছাকাছি ট্র্যাকে আসা SMVT বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের (12864) সঙ্গে 3টি কোচের সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় অন্তত 233 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 900 জনের বেশি। এই দুর্ঘটনাকে স্বাধীনতার পরের সবচেয়ে মারাত্মক দুর্ঘটনা বলা হয়।

*মাদুরাই দুর্ঘটনা*
26শে অগাস্ট, 2023, সকাল 5:15 টায়, মাদুরাই জংশনের কাছে পার্ক করা লখনউ-রামেশ্বরম ভারত গৌরব ট্রেনে হঠাৎ আগুন লেগে যায়। দুর্ঘটনায় 10মানুষ প্রাণ হারিয়েছে, আহত হয়েছে ২০ জন। দুর্ঘটনার বিষয়ে জানা গেছে, ভক্তরা ট্রেনে গ্যাস সিলিন্ডার নিয়ে কোচে খাবার রান্না করছিলেন, তখন আগুন লাগে।

*যখন ট্রেন চালকের গাফিলতির কারণে 14 জন প্রাণ হারিয়েছিল*

29 অক্টোবর, 2023-এ, অন্ধ্র প্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে 14 জন যাত্রী নিহত হয়েছিল। অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরম জেলার কান্তকাপল্লীতে হাওড়া-চেন্নাই লাইনে রায়গড়া যাত্রীট্রেনটি পেছন থেকে বিশাখাপত্তনম পলাসা ট্রেনকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী। দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছিলেন যে ট্রেনের চালক ও সহকারী চালক ফোনে ক্রিকেট ম্যাচ দেখছিলেন।

*বিহারে কোচ লাইনচ্যুত, ৪ জন নিহত*

2023 সালের 11 অক্টোবর রাতে, একটি ট্রেন দুর্ঘটনায় 4 জন মারা যায় এবং 70 জনেরও বেশি আহত হয়। রাত 9.50দিল্লি-কামাখ্যা নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেনটি যখন বিহারের বক্সারের রঘুনাথপুর স্টেশনে পৌঁছায়, তখন এর 6টি বগি লাইনচ্যুত হয়, যার ফলে একটি বড় দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুত হওয়ার ফলে কমপক্ষে 2টি এসি III টায়ার কোচ উল্টে যায়, এবং 4টি অন্য কোচ লাইনচ্যুত হয়।

*কুয়াশা যখন সময় হয়ে যায়*

18 জানুয়ারী, 2024, ঝাড়খণ্ডের গামহারিয়া রেলওয়ে স্টেশনে একটি ট্রেনের ধাক্কায় 4 জন মারা যায়গামহারিয়া রেলওয়ে স্টেশনের কাছে টাটানগর স্টেশনে যাচ্ছিল উৎকল এক্সপ্রেসের ধাক্কায় চারজন ঘটনাস্থলেই মারা যান। এ সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় চারজন নিহত হন।

ব্যবসায়ী অজয় মন্ডলের সুরক্ষায় নিযুক্ত হল দুজন পুলিশ কর্মী

খবর কলকাতা: শনিবার ভরদুপুরে বেলঘড়িয়ার  জনবহুল রথতলা মোড়ে প্রতিষ্ঠিত ব্যবসায়ী অজয় মন্ডলের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুই দুষ্কৃতী। ব্যবসায়ীর অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে ৮ রাউন্ড গুলি চালানো হয়। ঘটনার পর থেকেই নিরাপত্তার অভাব বোধ করেছিলেন ব্যবসায়ী অজয় মন্ডল।


রবিবার তাঁর বাড়িতে যান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক এবং প্রাক্তন সাংসদ অর্জুন সিং । তবে রবিবার রাতেই ব্যবসায়ীর সুরক্ষায় দুইজন পুলিশ কর্মীকে নিয়োগ করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। নিরাপত্তারক্ষী পেয়ে কিছুটা স্বস্তিতে ব্যারাকপুর নোনা চন্দনপুকুর বাজার এলাকার বাসিন্দা মোটর গাড়ি ব্যবসায়ী অজয় মন্ডল।

বিধানসভার উপনির্বাচন বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ
এসবি নিউজ ব্যুরো: পশ্চিমবঙ্গের বিধানসভার ৪ কেন্দ্রে উপনির্বাচন হবে আগামী ১০ জুলাই ।নির্বাচনের ফল ঘোষণা করা হবে ১৪ জুলাই। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।আজ  বিজেপি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করল।
পূর্বতন ও বর্তমান কাউন্সিলারের বাকবিতণ্ডায় তপ্ত ভাটপাড়ার ২০ নম্বর ওয়ার্ড
প্রবীর রায়: শাসকদলের গোষ্ঠী কোন্দলের জেরে সোমবার তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের আতপুর ফাঁড়ি সংলগ্ন এলাকা। বর্তমান কাউন্সিলর অভিমুন্য তেওয়ারি ও পূর্বতন কাউন্সিলর সৌরভ সিংয়ের সঙ্গে তুমুল বাকবিতন্ডা বেধে যায়। একে অপরের দিকে মারতে তেড়ে যায়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সঙ্গে নিয়ে জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে সরিয়ে দেয়।


বর্তমান কাউন্সিলর অভিমুন্য তেওয়ারির অভিযোগ, বহিরাগতদের সঙ্গে নিয়ে সৌরভ সিং দলের দুই কর্মী প্ৰদ্যুৎ পাল ও রাহুল সিংয়ের বাড়িতে এসে গালিগালাজ করে। ওদের কাছ থেকে ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। তখন সৌরভ সিং তাঁকে গালিগালাজ করে এবং তাঁকে গুলি করার হুমকি দেয়। পুলিশ এসে ওকে সরিয়ে দেয়। পূর্বতন কাউন্সিলর সৌরভ সিংয়ের পাল্টা অভিযোগ, গাড়ি নিয়ে যাবার সময় স্থানীয় কাউন্সিলর অভিমুন্য তেওয়ারি তাঁকে গালিগালাজ করে।

তাঁর দাবি, হুমকি দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। সৌরভের আরও অভিযোগ, ৫০৭ সেনা ব্যারাকে সিন্ডিকেটরাজ চালাচ্ছে স্থানীয় কাউন্সিলর অভিমুন্য তেওয়ারি ও ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিনাকী দাস। ইমারত দ্রব্যের গাড়ি পিছু অভিমুন্য তেওয়ারি পাঁচ হাজার টাকা করে নিচ্ছেন। সেনা ব্যারাকে কাজে নিযুক্ত ঠিকাদারেরা তাঁর কাছে অভিযোগ জানান। তিনি বিষয়টি সাংসদ পার্থ ভৌমিককে জানিয়েছেন। তাঁর দাবি, এটা কোনও গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় নয়।ঠিকাদারদের অসুবিধা হলে পূর্বতন কাউন্সিলর হিসেবে তো তিনি পাশে দাঁড়াবেন।

দিল্লিতে শুরু হয়েছে আম মেলা
এসবি নিউজ ব্যুরো: তীব্র তাপ দাহের মধ্যেই দিল্লিতে শুরু হয়েছে আম মেলা। চলবে আগামী ৩০ শে জুন পর্যন্ত। দিল্লির সেই আম মেলায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে খোলা হয়েছে মালদহের আমের স্টল। মালদহ জেলা বরাবরই আমের জন্য জগৎ বিখ্যাত। এই স্টলে পাওয়া যাচ্ছে মালদহের জগৎ বিখ্যাত ফজলি, ল্যাংড়া, হিমসাগর,লক্ষণভোগ, আম্রপালি,  সহ বিভিন্ন প্রজাতির আম। দিল্লির হ্যান্ডলুম হাটে এই আম মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির কমিশনার উজ্জয়িনী দত্ত , মালদহ মাংগো মার্চেন্ট চেম্বার অফ অ্যাসোসিয়েশনের এর সভাপতি উজ্জ্বল সাহা সহ, আম ব্যবসায়ী ও অন্যান্য বিশিষ্টজনেরা। এ বিষয়ে মালদহ ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান ,"পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদহের আম বাজারজাত করার জন্য এবং পশ্চিমবঙ্গের যারা হস্তশিল্পী আছেন তাদের উৎপাদিত জিনিসপত্র মার্কেটিং করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মালদহের জগৎ বিখ্যাত প্রজাতির আম এখানে রয়েছে। প্রথম দিনই ব্যাপক সাড়া পাওয়া গেছে। প্রতি বছরের সাথে সাথে এ বছর  এই আম মেলার আয়োজন করা হয়েছে। এবং এর ফলে ভালো সাড়া পাওয়া যাচ্ছে তাছাড়াও ব্যবসায়ীরাও লাভের মুখ দেখতে পাচ্ছেন।"
পূর্ব বর্ধমানের কালনাতে বিজেপিতে বড়সড়ো ভাঙ্গন, তৃণমূলে যোগদান
এসবি নিউজ ব্যুরো: পঞ্চায়েত ভোটে পূর্ব বর্ধমানের কালনা পঞ্চায়েতের নিউ মধুবন এলাকার ১০৭ নম্বর বুথের বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ মন্ডল সহ বিজেপির ৫০ জনের উপর কার্য কর্তা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। কালনা নিউ মধুবন এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি সভা থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন বিজেপির কার্যকর্তারা। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন, কালনা বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র দেবপ্রসাদ বাগ, এছাড়াও উপস্থিত ছিলেন কালনা এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শান্তি চাল সহ বিভিন্ন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।  উল্লেখ্য, পঞ্চায়েত ভোট সহ গত কয়েকদিন আগেই সম্পন্ন হওয়ার লোকসভা ভোটেও এই ১০৭ নম্বর বুথে বিজেপি জয়লাভ করেছে বেশ কিছু ভোটে। তারপরও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করে বিশ্বজিৎবাবু বলেন, "বিজেপির সদস্য হয়ে এলাকার উন্নয়ন সম্ভব হচ্ছিল না। তৃণমূলের যোগদান করার পর নিশ্চয়ই মানুষের স্বার্থে, উন্নয়নের কাজ করতে পারব। এই আশা রেখেই তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম"। এ প্রসঙ্গে দেবপ্রসাদ বাবু তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর উন্নয়ন যজ্ঞে সামিল হতেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন তারা"। অন্যদিকে ,বিজেপি জেলা সহ সভাপতি সুভাষ পাল জানান," বিশ্বজিৎ মন্ডল পোস্ট পোল ভায়োলেন্সের শিকার। তাকে জোর করে  তৃণমূলে যোগদান করিয়েছে। কিন্তু ভবিষ্যতে সে বিজেপিতেই ফিরে আসবে"।
দুর্ঘটনার মুখে শিয়ালদহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

এসবি নিউজ ব্যুরো: দুর্ঘটনায় শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে উল্টে গিয়েছে দুটি কামরা। একাধিক জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পরেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে একটি মালগাড়ি।আর তাতেই ঘটে এই দুর্ঘটনা।শিলিগুড়ি মহকুমার নির্মলজোত এলাকায়  ঘটনা ঘটে


কাঞ্চনজঙ্ঘা ও মাল গাড়ির সংঘর্ষের ঘটনায় আহত বেশ কয়েকজন। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই মুহূর্তে উদ্ধার কাজে নেমেছে আরপিএফ,জিআরপি ও ফাঁসিদেওয়া থানার পুলিশ। উদ্ধার কাজ চলছে জোরকদমে।