ভোটের আগে বিজেপির জন্য সুখবর, সুরাট আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী মুকেশ দালাল
#lok_sabha_election_2024_
ভোট দেওয়ার আগে_বিজেপি_সুরাট_লোক_সভা_আসন
![]()
এসবি নিউজ ব্যুরো: 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফলের আগেই বিজেপি একটি আসন জিতে নিল।এই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিজেপি প্রার্থী।মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৮জন প্রার্থীই তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। এরপর বিজেপি প্রার্থী মুকেশ দালাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তাকে শংসাপত্র তুলে দেন নির্বাচন কমিশন। সুরাট লোকসভা কেন্দ্রে গত দু-তিন দিন ধরে চলছে হাইভোল্টেজ নাটক। কংগ্রেস প্রার্থী নীলেশ কুম্ভনীর ফর্ম নিয়ে বিজেপির পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছিল। জেলা নির্বাচন আধিকারিকেরা প্রাথমিকভাবে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করে। সুরাট থেকে কংগ্রেসের বিকল্প প্রার্থী, সুরেশ পাদশালার মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়েছিল, নির্বাচনী ক্ষেত্র থেকে বিরোধী দলকে বাদ দিয়ে। রিটার্নিং অফিসার সৌরভ পারধি তার আদেশে বলেছিলেন যে কুম্ভনি এবং পদসালার জমা দেওয়া চারটি মনোনয়ন ফর্ম প্রস্তাবকারীদের স্বাক্ষরে প্রাথমিকভাবে অসঙ্গতি পাওয়া যাওয়ার পরে প্রত্যাখ্যান করা হয়েছিল। তারা বলেছে এই স্বাক্ষরগুলি আসল মনে হচ্ছে না। সুরাট লোকসভা আসনের জন্য কংগ্রেস প্রার্থীর ফর্ম বাতিল হওয়ার পরে মোট 9 জন প্রার্থী মাঠে ছিলেন। এর মধ্যে স্বতন্ত্রসহ ৭ জন প্রার্থী ফরম উত্তোলন করেছেন। এখন মাত্র একজন প্রার্থী বাকি ছিল। এই বিএসপি প্রার্থী পেয়ারেলাল সুরাট কালেক্টরেট পৌঁছানোর পরে মনোনয়ন প্রত্যাহার করে নেন বিএসপি প্রার্থী প্যারে লাল ভারতী তার মনোনয়ন প্রত্যাহার করেছিলেন। সুরাট লোকসভাতিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন কারণ শুধুমাত্র মুকেশ দালাল আসন থেকে প্রার্থী ছিলেন। দালালের বিজয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে নির্বাচন কমিশন। এখন গুজরাটের ২৫টি আসনে ভোট হবে ৭ মে।


খবর কলকাতা: দক্ষিণবঙ্গে তীব্র তাপদাহে মানুষের প্রাণ যায় যায় অবস্থা। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের তাপমাত্রা ৪২°ছুই ছুঁই।এদিকে দিনরাত তাদের কাজে কর্মরত অবস্থায় রয়েছে ট্রাফিক পুলিশ। এছাড়াও গরমে নিজেদের পেটের তাগিদে হকাররা, রিক্সা চালক ভাইয়েরা কাজ করে চলেছেন।তাদের পাশে দাঁড়িয়ে তাদের এই তাপপ্রবাহ থেকে একটু নিস্তার দিতে ব্যারাকপুর পৌরসভার 2 ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদার তাদের হাতে কিছু ঠান্ডা পানীও তুলে দিলেন,এই তাপপ্রবাহ থেকে কিছুটা নিস্তার পাওয়ার জন্য।
খবর কলকাতা:বারাসাত পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের সরোজ পার্কের এক বাড়ী থেকে দরজার তালা ভেঙে আশঙ্কাজনক অবস্থায় বছর পঞ্চাশের শারীরিকভাবে বিশেষ সক্ষম ব্যক্তি কে উদ্ধার করল বারাসাত থানার পুলিশ। আশঙ্কা জনক অবস্থায় তাকে বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে মুখ ও বধির ওই ব্যক্তির নাম শ্যামল ভৌমিক। তার পরিবারের বাকি সদস্যরা বেহালায় থাকেন। গত ৩দিন ধরে তার কোন দেখা ও সাড়াশব্দ মিল ছিল না। প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় মঙ্গলবার সকালে বারাসাত থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারাসাত থানার পুলিশ তারাই সিভিল ডিফেন্সের কর্মীদের ডেকে দোতালায় উঠে দরজার তালা ভেঙে শ্যামল বাবুকে উদ্ধার করেন। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান বেশ কিছুদিন অভুক্ত অবস্থায় রয়েছেন তিনি। কোন কারণে তার স্মৃতিশক্তি ও বিকল হয়। যার ফলে তার হাঁটা চলার ক্ষমতা ছিল না। তবে স্থানীয় প্রতিবেশী নাগরিকদের এই সচেতনতার জন্য ধন্যবাদ জানানো হয় বারাসাত থানার পক্ষ থেকে। পাশাপাশি বেহালায় শ্যামল বাবুর দাদাকেও খবর দেওয়া হয় তার ভাইয়ের এই গুরুতর অসুস্থতার কথা বলে। স্থানীয়দের দাবি হয়তো এভাবে আর একদিন পড়ে থাকলে শ্যামলবাবু মারাই যেতেন।
*Knight Golf in Kolkata*
*Pic :Sanjay Hazra (khabar kolkata).*
प्रवीर रॉय: बैरकपुर लोकसभा क्षेत्र से भाजपा प्रत्याशी अर्जुन सिंह ने आज बीजपुर विधानसभा के हाजीनगर चांदनी घाट स्थित जगन्नाथ मंदिर में नीलाद्रि बिहारी सेवा समिति द्वारा आयोजित पूर्णिमा पूजा की.
এসবি নিউজ ব্যুরো: আজ হাই ভোল্টেজ দক্ষিণ মালদহ কেন্দ্র। একদিকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের রোড শো। অন্যদিকে, অভিষেক ব্যানার্জীর জনসভা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, দুপুর ১২টা নাগাদ মালদহ এয়ারপোর্টে নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর সেখান থেকে সড়কপথে মালদহ শহরের ফোয়ারা মোড় আসবেন। সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করবেন। এরপর দক্ষিণ মালদহ কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে ফোয়ারা মোড় থেকে রবীন্দ্র এভিনিউ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রোড শো করবেন। রোড শো শেষে রবীন্দ্র এভিনিউ এলাকায় ১০ মিনিটের জন্য বক্তব্য রাখবেন তিনি।
प्रबीर रॉय: बैरकपुर लोकसभा क्षेत्र से भाजपा उम्मीदवार अर्जुन सिंह ने बैरकपुर विधानसभा क्षेत्र में बैरकपुर स्टेशन से टीटागढ़ पुलिस स्टेशन तक एक भव्य मार्च में भाग लिया। उनके साथ बैरकपुर संगठनात्मक जिला अध्यक्ष मनोज बनर्जी और अन्य नेता भी थे।
এসবি নিউজ ব্যুরো: আগামীকাল মঙ্গলবার দক্ষিণ মালদহ লোকসভার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সর্মথনে মালদহে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি প্রায় এক কিলোমিটার রোড শো করবেন।আজ সেই মত সি আর পি এফের একটি বিশেষ দল জায়গা পরিদর্শন করেন।বিজেপি সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ মালদহের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সর্মথনে নির্বাচনী প্রচারে আসছেন অমিতজি। আর সেই কারণেই এলাকা পরিদর্শন করেন সি আর পি এফের বিশেষ দল। বিজেপি নেতা নীলাঞ্জন দাস বলেন,'সকাল ৯টা৩০ মালদহ বিমানবন্দরে নেমে সেখান থেকে শহরের প্রাণ কেন্দ্র পোস্ট অফিস মোড়ে শ্যামাপ্রসাদ মুর্খাজীর মূর্তিতে মাল্যদান করবেন। এরপর রোড শো করে শহরের রবীন্দ্র অ্যাভিনিউতে আসবেন। এখানে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে বিমনে করে ফিরে যাবেন। সেই কারণেই জায়গা পরিদর্শন করা হয় এদিন।
Apr 23 2024, 15:04
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
4.4k