মুম্বই হামলার ষড়যন্ত্রী রাজারাম রেগিকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে এলো কলকাতা পুলিশ
এসবি নিউজ ব্যুরো: মুম্বাই হামলার ষড়যন্ত্রী রাজারাম রেগিকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে এলো কলকাতা পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ,তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সে রেইকিও করেছিল।সোমবার তাঁকে মুম্বই থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। এদিন বিকেলেই ট্রানজিট রিমান্ডে থেকে কলকাতায় নিয়ে আসা হলো তাঁকে।রাজারাম কেন কলকাতায় এসেছিল, ভিডিয়োগ্রাফি করে তার তদন্ত শুরু হয়েছে।

তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের সঙ্গে যোগাযোগ করেছিল রাজারাম রেগি। তার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে ঘুরে যায় সে ।কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও রাজারাম রেইকি করেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সেইসঙ্গে এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে।
বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ক্রিকেটার ইউসুফ পাঠান মনোনয়নপত্র জমা দিলেন

এসবি নিউজ ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতিতে যোগদান ক্রিকেটার ইউসুফ পাঠানের। সোমবার মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়ে প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দিলেন। বহরমপুর তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। এই শোভাযাত্রায় বহু মহিলাদের মমতা ব্যানার্জির প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের কলস হাতে নিয়ে দেখা যায়। মনোনয়নপত্র জমা দিতে আসার সময় ইউসুফ পাঠানের সঙ্গে ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, বহরমপুর পৌরসভার পৌরপিতা নাড়ুগোপাল মুখার্জি সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব।
নৈহাটিতে পার্থ ভৌমিকের পাড়ায় প্রচারে গিয়ে প্রয়াত তৃণমূল নেতা লালু দাকে স্মরণ করলেন অর্জুন সিং
এসবি নিউজ ব্যুরো: সোমবার নৈহাটিতে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের পাড়ায় প্রচার সারলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিন তিনি চিলড্রেন পার্ক থেকে প্রচার শুরু করে পাঁচ নম্বর বাজার, আনন্দ বাজার হয়ে ২ নম্বর বিজয় নগর স্কুলের কাছে প্রচার শেষ করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "নৈহাটিতে এসে পুরানো স্মৃতি মনে পড়ল। প্রয়াত তৃণমূল নেতা লালু দার কথা মনে পড়ল। ওনাকে কিভাবে পার্থ ভৌমিক শেষ করলেন আজ সেটাই মনে পড়ল। " 

পাশাপাশি, এদিন তিনি বললেন,  নৈহাটির প্রাক্তন বিধায়ক তরুণ অধিকারীর বাড়ির সামনে সারাদিন বসে থাকতেন পার্থ ভৌমিক। তাঁর অভিযোগ, মিথ্যা অভিযোগে তরুণ অধিকারীর নার্সিংহোম ভাঙচুর করা হল। ৩০ লক্ষ টাকা দিয়ে রেহাই পেতে হয়েছিল তরুণ অধিকারিকে। ছবি:প্রবীর রায়।
আজ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে জোড়া সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


এসবি নিউজ ব্যুরো: মালদার পর আজ সোমবার উত্তরদিনাজপুরের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে জোড়া সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি প্রথম সভাটি করবেন চাকুলিয়ায়, দ্বিতীয় সভা করণদিঘী কিষান মান্ডির মাঠে । ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে সেজে উঠেছে করণদিঘী ৷ সভাস্থলের কাজ প্রায় শেষ পর্যায়ে। রবিবার করণদিঘী সভাস্থল পরিদর্শন করেন ডি আই জি এন সুধীর কুমার, ডি আই জি সুমিত কুমার, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আক্তার, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল । করণদিঘী তৃণমূল কংগ্রেস বিধায়ক গৌতম পাল জানান, "এই প্রথমবার করণদিঘীতে আসছেন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই সভায় সাধারণ মানুষের বেশ উদ্দীপনা দেখা যাচ্ছে। প্রায় লক্ষাধিক মানুষ এই সভায় উপস্থিত হবেন বলে  আশা করছেন বিধায়ক।রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে ওনার তৃতীয়বার উত্তর দিনাজপুর জেলা সফর। প্রথমবার হেমতাবাদ, দ্বিতীয়বার ইসলামপুর নির্বাচনী জনসভা করে গিয়েছেন।  ভোটের দোড়গড়ায়  তৃতীয়বার করণদিঘী এবং চাকুলিয়ায় নির্বাচনী জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জে নির্বাচনী জনসভা না করলেও শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত পদযাত্রা করেছেন। এবারের নির্বাচনে শুধুমাত্র কালিয়াগঞ্জ বাদ দিয়ে ৫ টি বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Sports News
Sports /খেলা #Sports News #IPL#KOLKATA#Streetbuzz

আজ আইপিএলে ইডেনে রয়াল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে হারালো কেকেআর বি: সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।
বাংলার মালদহের সভায়,দূর্নীতির প্রসঙ্গ তুলে তৃণমূলকে আক্রমণ রাজনাথের

এসবি নিউজ ব্যুরো: আজ রবিবার মালদহের নালাগোলার সভা থেকে দূর্নীতির প্রসঙ্গ তুলে তৃণমূলকে আক্রমণ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বেলা ৩টা নাগাদ হেলিকপ্টারে করে উত্তর মালদহের বিজেপির প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে ভোট প্রচারে আসেন তিনি। তিনি তার ভাষণে বলেন,“ বাংলায় তৃণমূলের আমলে দূর্নীতি হয়েছে। তৃণমূলের অনেক নেতা মন্ত্রী দূর্নীতির দায়ে জেলে বন্দী। বাংলা মহাপ্রভু শ্রীচৈতন্য দেব, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মহাপুরুষদের পুর্ণ্য জন্মভূমি।"উত্তর ২৪ পরগনার সন্দেশখালির প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। তিনি বলেন,“মমতাদির নামই শুধু মমতা আছে। স্বভাব, কাজে তাঁর মমতা নেই।” আবাস যোজনা, প্রধানমন্ত্রী গরিব কল্যান যোজনা নিয়েও তিনি সরব হন। তৃণমূলের পাশাপাশি কংগ্রেসকেও কটাক্ষ করলেন রাজনাথ সিং।


এরপর, তিনি দার্জিলিং লোকসভা আসনে বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে সভা করতে বিশেষ হেলিকপ্টারে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।এরপর বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথ দিয়ে সোজা চলে যান শিলিগুড়িতে। বিজেপি সূত্রে জানা গিয়েছে যে এদিন শিলিগুড়ির টিকিয়াপাড়ায় দার্জিলিং লোকসভা আসনে বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে সভা করবেন। এদিনের এই সভা থেকে তিনি কি বার্তা দেন সেই দিকে তাকিয়ে রয়েছে বিজেপির নেতা কর্মী সমর্থকরা। এবারের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। তাই এবার দেশ জুড়ে প্রচারে বেশি জোর দিচ্ছে বিজেপি।

বেঙ্গল প্রো টি ২০ প্রতিযোগিতায়, রেশমী গ্রুপের 'রেশমী মেদিনীপুর উইজার্ডস" দলের লোগো উদ্বোধন

Sports News/ খেলা

খবর কলকাতা: সিএবি আয়োজিত আসন্ন বেঙ্গল "প্রো টি ২০" প্রতিযোগিতা উপলক্ষ্যে রেশমী গ্রুপ তাদের রেশমী মেদিনীপুর উইজার্ডস দলের লোগো আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করল। গতকালের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বাংলার ক্রিকেট দলের কোচ লক্ষ্মী রতন শুক্লা। এছাড়াও উপস্থিত ছিলেন রেশমী গ্রুপের চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকরা ।

ছবি: সঞ্জয় হাজরা (খবর কলকাতা)

बैरकपुर से बीजेपी उम्मीदवार अर्जुन सिंह ने भीषण गर्मी के बावजूद प्रचार किया
खबर कोलकाता: बैरकपुर लोकसभा सीट से बीजेपी उम्मीदवार अर्जुन सिंह रविवार सुबह चिलचिलाती गर्मी के बावजूद प्रचार करने निकले. इस दिन उन्होंने बैरकपुर अर्दली बाजार से घर-घर जाकर चुनाव प्रचार शुरू किया. चिलचिलाती गर्मी में प्रचार करना कैसा लगता है, इसके जवाब में उन्होंने कहा, 'भगवान भगवान का काम कर रहे हैं, हम अपना काम कर रहे हैं.' फोटो: प्रवीर रॉय.
*কবিতা*
*"অন্ধ খুড়ো"**

গোপাল মাঝি

পাড়ার মধ্যে বাস করতো
        মাঝি অনিল খুড়ো,
বয়স তার পঞ্চাশ হবে
       নয়তো আদৌ বুড়ো |
দেহের গঠন ভালই ছিল
       পরিশ্রমী অতি,
প্রতি কাজের ক্ষেত্রে তার
       ছিল খুবই গতি |
স্ত্রী -সন্তান নিয়ে ছিল
       একান্নবর্তী সংসার,
চাহিদা মেটাতে গিয়ে সে
       হতো জেরবার |
হঠাৎ রোগে চোখ দু'টি
       হয়ে যায় বন্ধ,
চিকিৎসাতে ফল মিললো না
       হতে হলো অন্ধ ।
হাঁটতে গিয়ে অবলম্বন তার
       একটি মাত্র লাঠি,
চলতে পথে বলে দিতো
        এ'টা কার বাড়ী ।
অবাক হয়ে বলতো সবাই
       কেমন করে হয়,
দেখলে চোখে সত্যিই তো
        হতে হয় বিস্ময়!
চোখ অন্ধ হওয়ায় সে
       হারিয়ে ফেলেছে দৃষ্টি,
সঠিক ভাবে বলছে কারণ
       নষ্ট হয়নি স্মৃতি ।
কংগ্রেস ক্ষমতায় আসলে একজন শ্রমিক MNREGA-তে 400 টাকার কম মজুরি পাবেন না-মালিকার্জুন খাড়গে

এসবি নিউজ ব্যুরো: মোদির গ্যারান্টি নিয়ে তীব্র আক্রমণ  কংগ্রেসের জাতীয় সভাপতি মালিকার্জুন খাড়গে। এদিন বিহারের কিশানগঞ্জ জেলার বাহাদুরগঞ্জের লোহাগাড়া হাটে খাড়গে বলেন, লোকসভা নির্বাচন 2024 একটি সাধারণ নির্বাচন নয়। এই নির্বাচন দেশ ও সংবিধান বাঁচানোর নির্বাচন। এতে কোনো ভুল থাকলে তা নষ্ট হয়ে যাবে। কেউ জাতপাতের নামে উস্কানি দেবে আবার কেউ ধর্মের নামে উস্কানি দেবে। তিনি বলেছিলেন যে আপনাকে দেখতে হবে নরেন্দ্র মোদীজি কত প্রতিশ্রুতি দিয়েছেন এবং কোনও প্রতিশ্রুতি পূরণ করেছেন কিনা। তিনি প্রশ্ন করেছিলেন মোদীজি কি ২০ কোটি চাকরি দিয়েছেন? মোদীজিকে মিথ্যার ওস্তাদ বললে কি ভুল হবে? খড়গে তার বক্তৃতায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অনেক প্রশংসা করেন। খড়গে বলেন, 2014 সালে পেট্রোলের দাম ছিল 66 টাকা। এটি 2024 সালে 110 টাকা হয়ে যাবে। ইউপিএ-তে ডিজেল ছিল 52 টাকা।এলপিজি ছিল ৪১৪টি। এটা এখন 1000. 10 কেজি আটার দাম ছিল 210 টাকা। আজ এটি 447। দেশি ঘি পাওয়া যেত প্রতি কেজি ৩০০ টাকায়। এখন ছিল 700। ডাল ছিল 80 টাকা। আজ তা সাধারণ মানুষের নাগালের বাইরে হয়ে গেছে। মূল্যস্ফীতি এত বেড়েছে। প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে তিনি বলেন, আপনার স্লোগান সবকা সাথ নয়, সবকা বিকাশ। তুমি সবাইকে ধ্বংসের মুখে ফেলে দেবে। 33 কোটি দেব-দেবীর আরাধনাকারী মোদি ১৪০ কোটি মানুষের যত্ন নিতে পারছেন না।হয়। ঐক্যবদ্ধ হলে মোদী সাহেব পালিয়ে যাবে। তিনি বলেন, ইউপিএ সরকারের আমলে এএমইউ কেন্দ্রের উদ্বোধন করেছিলেন সোনিয়া গান্ধী। আপনি 10 বছর অতিবাহিত করেছেন কিন্তু টাকা মুক্তি পায়নি। তিনি বলেন, ১০ বছরে ১ লাখ শিশু আত্মহত্যা করেছে। মঞ্চ থেকে লালুপ্রসাদ যাদবকে নিয়ে আলোচনা করেন খড়গে। তিনি বলেন, মোদি সরকার রেল বিক্রি করেছে, বিমানবন্দর বিক্রি করেছে। মোদীজির শিষ্যরাও আসবেন। কারো কাছে কিছুদিতে হবে না- এটাই মোদির গ্যারান্টি। তিনি বলেছিলেন যে মোদীজি বলেছিলেন যে তিনি 1 লাখ 25 হাজার কোটি টাকার প্যাকেজ দেবেন। অখিলেশ জি অনুগ্রহ করে এটি খুঁজে বের করুন এবং নিয়ে আসুন। আসলে তিনি বলেছিলেন যে এটি বিহারকে দেওয়ার পরিবর্তে আদানিকে দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে লক্ষ্য করে বলেন, তেজস্বী যাদব, তাকে বারবার কাকা বলবেন না।তিনি বলেন, আমরা এই গ্যারান্টি দিচ্ছি। ভারত জোড়ো যাত্রা বের করলেন রাহুল গান্ধী। বিদ্বেষের বাজারে প্রেমের দোকান খুলছেরাহুল বলেছিলেন। মল্লিকার্জুন খড়গে বলেছেন যে কেন্দ্রে ভারত জোট সরকার গঠিত হলে যুবকদের 1 লক্ষ টাকা দেওয়া হবে। দরিদ্র মহিলাদের জন্য প্রতি বছর এক লাখ টাকা দেবে। সাবিত্রীবাই ফুলে প্রতিটি জেলায় মহিলা হোস্টেল খুলবেন, কৃষকদের জন্য একটি স্কিম আনবেন, একটি ঋণ মকুব স্কিম আনবেন, একজন শ্রমিক MNREGA-তে 400 টাকার কম মজুরি পাবেন না, চুক্তির জন্য একটি স্কিম আনবেন, জাতিশুমারি আপনার জন্য সমৃদ্ধি।