*কবিতা*

হ্যাবা -গোবা

গোপাল মাঝি

সকাল -সন্ধ্যে কতো ঘটনা

যাহা কিছু ঘটে,

সরল -সাদা হ্যাবা -গোবা

তারাই শুধু ঠকে |

গাধার পিঠে বোঝা যেমন

চাপায় অন্য জন,

দেশের স্বার্থে একটা শ্রেণী

বইছে যে তেমন |

ভাবছি কি আদৌ আমরা

দেশের সেনা যারা,

দেশ রক্ষায় আত্ম -বলিদান

দিচ্ছে কেমন তারা?

দেশের যেসব নেতা -আমলা

পদ পাওয়ার পর,

ভাবনা তাদের ধন -সম্পদ

বাড়াচ্ছে তর -তর |

দেশটা যাঁরা স্বাধীন করে

হয়েছেন স্মরনীয়,

আমরা কি পারছি বুঝতে

কি যে করণীয়?

প্রতিবাদের মুখে কুলুপ এঁটে

থাকতে হবে ঠান্ডা,

বাড়াবাড়ি করতে গেলে খাবে

পুলিশের সপাট ডান্ডা |

চোখ দু'টি বন্ধ রেখে

কানে ঝোলাও তালা,

শোষণ -তোষণ চলছে চলুক

থাকো হ্যাবা -গোবা |

Premiere of *Sada Ronger Prithibi*

KKNB: The Grand Premiere of Tollywood Movie Sada Ronger Prithibi with the cast and crew of the film held on yesterday at Inox, South City Mall, Kolkata.In the Presence of Aroop Biswas,(Minister in Charge for Power, Youth Affairs and Sports), Bratya Basu(Minister in Charge for Education),Debasish Kumar (MLA) with Starcast to attend

Srabanti Chatterjee, Sauraseni Maitra, Arindam Sil, Rwitobrata Mukherjee, Sneha Chatterjee, Mallika Banerjee, Devlina Kumar, Ananya Banerjee, Richa Sharma, Sohini Guha Roy, Deboshree Ganguly, Oindrilla Bose, Arunava Dery, Ishaan Mazumdar, Monalisha Banerjee, Anuradha Choudhrury, Subhrajit Mitra and others.

Pic: Sanjay Hazra (Khabar kolkata).

বর্ধিত মজুরি না দেওয়ায় ক্ষোভে শ্রমিকদের কর্মবিরতি পালন ঘিরে উত্তেজনা শ্যামনগর গৌরীশঙ্কর জুটমিলে

উত্তর ২৪ পরগনা: বর্ধিত মজুরি না দেওয়ায় ক্ষোভে শ্রমিকদের কর্মবিরতি পালন ঘিরে শুক্রবার তীব্র উত্তেজনা ছড়ালো গারুলিয়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের গৌরীশঙ্কর জুটমিলে। জানা গিয়েছে, চলতি বছরের তিন মার্চ ত্রিপাক্ষিক চুক্তি মোতাবেক মজুরি বৃদ্ধির কথা ছিল । কিন্তু মিল কর্তৃপক্ষ আজ নোটিশ দিয়ে জানায় বর্ধিত মজুরি দিতে পারবে না। এতেই ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা কাজ বন্ধ রেখে আন্দোলনে সামিল হয়েছেন।

.

উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর পঙ্কজ দাস ও নোয়াপাড়া থানার পুলিশ । স্থানীয় কাউন্সিলর জানান, মিল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী ২৯ ফেব্রুয়ারি বর্ধিত মজুরি-সহ বেতন প্রদানের নোটিশ দেবে মিল কর্তৃপক্ষ। যদি ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী কর্তৃপক্ষ বর্ধিত মজুরি না দেয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।

কেশপুররে ফসল নষ্ট করলো হাতির পাল, মাথায় হাত চাষীদের, বনদপ্তরের ভূমিকায় ক্ষুব্ধ চাষীরা

এসবি নিউজ ব্যুরো: বছরের পর বছর ধরে হাতির পাল এসে আলুর সময় ফসল নষ্ট করে যাচ্ছে, বিন্দুমাত্র হুঁশ নেই বনদপ্তরের। বনদপ্তরের উপর ক্ষুব্ধ এলাকার চাষীরা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ২ নম্বর অঞ্চলের অন্তর্গত রাজ্যগ্রাম, খড়িগাড়িয়া হাতবান্দী ও মহাডিয়া এলাকায়। বিগত ৪-৫ বছর ধরে আলুর সময় হাতি এসে বিঘের পর বিঘে আলু চাষ নষ্ট করে যাচ্ছে। অথচ বনদপ্তর হাত গুটিয়ে বসে রয়েছে এমনই অভিযোগ চাষীদের। বৃহস্পতিবার রাত্রে গড়বেতা ব্লকের মর্চির জঙ্গল থেকে একটি হাতির দল কেশপুর ব্লকের রাজ্যগ্রাম, খড়িগাড়িয়া হাতবান্দী ও মহাডিয়া এলাকায় প্রায় ১৫০ থেকে ২০০ বিঘা জমির উপর রাতের অন্ধকারে ঘুরে বেড়াতে থাকে। যার ফলে নষ্ট হয়েছে চাষের জমির ফসল আলু ও সদ্য রোপন করা ধান। কৃষকরা জানান, বনদপ্তর শুধুমাত্র এসে গাড়িতে বসে বসে চলে গিয়েছে। হাতি সরিয়ে নিয়ে যাওয়ার কোন ব্যবস্থাই করেনি। সরকারের কাছে ফসল নষ্টের ক্ষতিপূরণ দাবি করছি আমরা। আরও এক কৃষক সমর ঘোষ বিস্ফোরক অভিযোগ করেন বনদপ্তরের বিরুদ্ধে। তাঁরা বলেন, বনদপ্তরের আধিকারিকদেরকে বলতে গেলে তারা জানায়, যত বেশি দিন হাতি নামবে ও ক্ষতি করবে তত তাদের বেতন বৃদ্ধি হবে। তাই তারা কোন পদক্ষেপ গ্রহণ করছেন না। চাষীরা এক প্রকার ক্ষুব্ধ হয়ে রয়েছেন বনদপ্তরের ভূমিকাতে। তবে কয়েকশ বীঘা আলু চাষে জমি ক্ষতি হয়ে গেলেও কোনভাবেই দেখা মেলেনি বনদপ্তরের আধিকারিকদের। এলাকার চাষিরা ক্ষোভে ফুঁসছে বনদপ্তরের উপর।

বাস স্ট্যান্ড সংস্কারে উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার, পরিদর্শনে পূর্ত দপ্তরের আধিকারিক সহ বিধায়ক



এসবি নিউজ ব্যুরো: নদীয়ার শান্তিপুরের নৃসিংহপুর ঘাটের বাসস্ট্যান্ড সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার। দুই জেলার মধ্যে সংযোগকারী ফেরিঘাটের পাশেই অবস্থিত এই বাস স্ট্যান্ড যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রতিদিন বহু মানুষ চলাচল করেন এখান দিয়ে। পূর্ব বর্ধমানের কালনা ঘাট থেকে এপারের শান্তিপুর নৃসিংহপুর ঘাটের মধ্যে ফেরি চলাচল হয় এখানে। তার পাশে বাস স্ট্যান্ড। কৃষ্ণনগর, রানাঘাট, দত্তপুলিয়ার মত বিভিন্ন জায়গার বাস যায় এখান থেকে। পাশাপাশি,চলাচল করে আশপাশের বিভিন্ন এলাকায় যাতায়াতকারী অটো, টোটো। অফিস যাত্রী থেকে শুরু করে পড়ুয়া, ব্যবসায়ী সকলেই এই ফেরিঘাট হয়ে দুই জেলার মধ্যে চলাচলের সময় বাসস্ট্যান্ড থেকে বাস বা অটো টোটো ধরেন। সেই বাসস্ট্যান্ডে যাত্রীদের প্রতীক্ষালয় আছে। রয়েছে শৌচাগার। যদিও তা অনেকাংশে ব্যবহৃত হয় না। সেগুলোকে নতুন করে সাজিয়ে নতুন রূপ দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এছাড়াও বসানো হবে আলো। জোর দেওয়া হবে সৌন্দর্যায়নে। তবে এই গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডে এখনও নেই সিসি ক্যামেরা। তার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও বাস অটো টোটো দাঁড়ানোর জন্য আলাদা জায়গার ব্যবস্থা করা হবে। এদিন এই বাস স্ট্যান্ড ঘুরে দেখেন পূর্ত দপ্তরের আধিকারিকেরা এবং শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। জায়গাটি ঘুরে দেখে যাবতীয় পরিকল্পনা করে দ্রুত কাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে বলে আধিকারিকরা জানিয়েছেন। বিধায়ক জানান, এর আগেই পরিবহন মন্ত্রীর সঙ্গে দেখা করে এই বাসস্ট্যান্ডের বিষয়ে আবেদন জানানো হয়েছিল।

লোকসভা নির্বাচনের আগে চাঞ্চল্যকর ঘটনা, ঝোপের মধ্যে থেকে উদ্ধার কয়েক ব্যাগ ভোটার কার্ড

এসবি নিউজ ব্যুরো: নদীয়ায় ঝোপের মধ্যে থেকে উদ্ধার শয়ে শয়ে ভোটার কার্ড। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটি বৃহস্পতিবার রাতে নদীয়ার চাকদহ থানার অন্তর্গত তাতলা গ্রাম পঞ্চায়েতের মিত্রপুকুর রাজ্য সরকারের একদম পাশে রয়েছে ঝোপঝাড়, তার মধ্যে থেকে উদ্ধার হয় কয়েক ব্যাগ ভোটার কার্ড।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাকদহ থানার বিশাল পুলিশ বাহিনী।এরপর এই ভোটার কার্ডগুলি কোথা থেকে কিভাবে এলো তা নিয়ে জিজ্ঞাসাবাদ করে স্থানীয়দের কাছ থেকে। স্বাভাবিকভাবে এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

পুলিশের প্রাথমিক অনুমান, এই ভোটার কার্ড গুলি এ রাজ্যের নয়, ভিন্ন রাজ্যের। তবে কিভাবে এই ভোটার কার্ড গুলি ঝোপের মধ্যে এলো তা নিয়ে তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ।

নন্দীগ্রামে তৃণমূল নেতার উপর হামলা,মারধর বাইক ভাঙচুরের অভিযোগ

এসবি নিউজ ব্যুরো: লোকসভা নির্বাচন যত এগিয়ে আসতে শুরু করেছে পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক হটস্পট নন্দীগ্রাম উত্তপ্ত হতে শুরু করেছে।নন্দীগ্রামে তৃণমূল নেতার উপর হামলা গাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।নন্দীগ্রাম ১নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূলের অঞ্চলের সহ-সভাপতি রাখোহরি ঘড়া।তৃণমূল নেতার মহম্মদপুর বাজারে একটি গ্রিলের দোকান রয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়,দোকান বন্ধ করে বাড়ি আসার পথে মহম্মদপুর বাজার লাগোয়া ব্রিজের উপর অতর্কিতে তার ওপর হামলা চালায় বিজেপি কর্মীরা বলে অভিযোগ। তাকে মারধর করা হয় এবং তার গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের।তিনি কোন রকম ঘটনাস্থল থেকে পালিয়ে নিজের প্রাণ বাঁচান।

ঘটনাস্থলে প্রায় ঘন্টা দুই পর্যন্ত পড়ে ছিল তৃণমূল নেতার ভাঙাচোরা বাইক।তৃণমূলের অঞ্চল সভাপতি রাখোহরি ঘড়ার বাড়ি ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার জেলেমারা গ্রামের ৩৫ নম্বর বুথে বলে জানা গেছে

যদিও বিজেপির দিকে ওঠা তৃণমূলের অঞ্চল সহ-সভাপতি কে মারধরের অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবিরের।

*আইপিএল শুরু ২২ মার্চ*

খেলা

কেকেএনবি : ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আইপিএলের দিন এগিয়ে আনার ভাবনায় । আগে ঠিক ছিল ২৩ মার্চ শুরু হবে কোটিপতি লিগ। এবার বিসিসিআই-র একটি সূত্র জানিয়েছে, তার আগেরদিনই মুম্বই ও চেন্নাই ম্যাচ দিয়ে আইপিএল শুরু হবে ২২ মার্চ। তবে বোর্ড সূত্রে খবর, পুরো আইপিএলের খেলা হবে ভারতেই। বরং লোকসভা নির্বাচনের দিনগুলিতে এই খেলা হবে না।

সাত দফায় ভোট হবে। যে রাজ্যগুলিতে ভোটের দিন রয়েছে, সেই কেন্দ্রে খেলা দেওয়া হবে না।এর আগে ২০০৯ সালে নির্বাচনের জন্য আইপিএল দক্ষিণ আফ্রিকায় হয়। ২০১৪ সালে নির্বাচনের কারণে আইপিএলের একটা পর্ব আরব আমিরশাহীতে হয়েছিল। ২০১৯ সালে অবশ্য ভারতে নির্বাচন থাকার সত্ত্বেও দেশেই আইপিএল হয়েছিল। ২৬ মে ফাইনাল।

*ঘাটালে সেচমন্ত্রী পার্থ ভৌমিক*

এসবি নিউজ ব্যুরো: কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং বিজেপির রাজনীতি নিয়ে মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান ও প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দীর্ঘদিনের দাবি কে মান্যতা দিয়ে ঘাটাল মাষ্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা করেছিলেন।

আজ বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রী তথা সেচমন্ত্রী পার্থ ভৌমিক ঘাটালে আসেন ।এবং ঘাটাল মাস্টার প্ল্যান বিষয়ে নিয়ে ঘাটালের বিভিন্ন এলাকায় পরিদর্শনে যান। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশেদ আলি কাদরী, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশীষ হুদাইত দিলীপ মাঝি সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যাক্তি বর্গ।

আগামী ২৪ শে ফেব্রুয়ারি ভুবনেশ্বরে আই এস এল এর ম্যাচে ওড়িষ্যা এফ সি র মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট

খেলা

খবর কলকাতা: আজ মোহনবাগান ক্লাবের প্রেস কর্নারে এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ আন্তনীয় লোপেজ হাবাস। তার সঙ্গে ছিলেন সহকারি কোচ এবং দলের নির্ভরযোগ্য খেলোয়াড় মানবীর সিং। হাবাস জানালেন, তার দলের সকল খেলোয়াড়ই বর্তমানে চোটমুক্ত এবং ওড়িষ্যার মুখোমুখি তে সম্পূর্ণভাবে প্রস্তুত। তারা এই ম্যাচে জেতার জন্য সর্বশক্তি দিয়ে খেলবেন।

মানবীর সিং জানালেন," ওড়িশার নির্ভরযোগ্য খেলোয়াড় রয়কৃষ্ণা অত্যন্ত ভালো এবং বড়ো মাপের খেলোয়াড় হলেও এটা দলগত খেলা আর সেখানে আমরা জেতার জন্যই নামবো মাঠে।"

ছবি: সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।