WestBengalBangla

Feb 03 2024, 17:05

*ব্রেকিং* : *২১ ফেব্রুয়ারির মধ্যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ২১ লক্ষ ১০০ দিনের কাজের শ্রমিকের বকেয়া টাকা দিয়ে দেবে*

শনিবার MGNREGA ধরনা থেকে বঙ্গ-বিরোধী বিজেপির নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "রাজ্য সরকার ২১ লক্ষ ১০০ দিনের কাজের শ্রমিকদের বকেয়া পরিশোধ করবে, যাদের মজুরি গত দু’বছর ধরে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। ২১ ফেব্রুয়ারির মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের মজুরি পাঠিয়ে দেওয়া হবে।"

WestBengalBangla

Feb 03 2024, 15:10

ইডেন গার্ডেনে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ( সিএবি) ৯৬ তম প্রতিষ্ঠা দিবস পালন

খেলা

খবর কলকাতা: ৯৬ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে, সিএবি'র সভাপতি স্নেহাশীষ গাঙ্গুলির উপস্থিতিতে অ্যাসোসিয়েশনের পতাকা উত্তোলন করেন সহ-সভাপতি অমলেন্দু বিশ্বাস, সম্পাদক নরেশ ওঝা, যুগ্ম সম্পাদক দেবব্রত দাস, কোষাধক্ষ্য প্রবীর চক্রবর্তী, ভারতীয় কিংবদন্তি মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী সহ প্রাক্তন বাংলা প্রধান কোচ অরুণ লাল এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সি এ বি - র সভাপতি স্নেহাশীষ গাঙ্গুলী প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ডঃ বি সি রায়ের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। ভারতের প্রবীণ ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে যিনি মুম্বাই রঞ্জি ট্রফি দলের সাথে ইডেন গার্ডেনে রয়েছেন, তিনিও ডঃ বি সি রায়ের আবক্ষ মূর্তিটি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

এদিন ফাউন্ডেশন দিবসের পাশাপাশি, ফ্রাঙ্ক ওয়ারেল দিবসটিও এখানে যথাযথ গুরুত্বের সাথে পালিত হয় । সকাল থেকেই অগণিত মানুষ রক্তদানের জন্য এখানে এই মহৎ উৎসবের সামিল হন। স্নেহাশীষ গাঙ্গুলি, অজিঙ্কা রাহানে, অভিষেক ডালমিয়া এবং সি এ বি র অন্যান্য কর্মকর্তারা রক্ত দাতাদের সাথে দেখা করেন এবং তাদের মঙ্গল কামনা করেন।

ছবি: সঞ্জয় হাজরা ( খবর কলকাতা)।

WestBengalBangla

Feb 03 2024, 14:34

গাড়ির নিচ থেকে ৬টি তাজা বোমা উদ্ধার ভাটপাড়ায়

উত্তর ২৪ পরগনা: গাড়ির নিচ থেকে ৬টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লীর ঘটনা। শনিবার সকালে পুরসভার সাফাই কর্মীরা গাড়ির নিচে ব্যাগের মধ্যে বোমাগুলো দেখতে পান। ভাটপাড়া থানার পুলিশ এসে বোমাগুলো উদ্ধার করে নিয়ে যায়। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাপ্পা বড়াল নামে স্থানীয় এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। ওয়ার্ড অফিস ও কালিমন্দিরের ঠিক উল্টোদিকে রাস্তার ধারে গাড়ির নীচে বোমা লুকিয়ে রাখার ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা।

WestBengalBangla

Feb 03 2024, 14:33

বসিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ডিএম অফিসের এক কর্মীর বাড়িতে সিবিআই হানা

উত্তর ২৪ পরগনা: বসিরহাট থানার অন্তর্গত বসিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নৈহাটি এলাকার ডিএম অফিসের কর্মী রজত মন্ডলের বাড়িতে সিবিআই তল্লাশি করার জন্য আগাম লিখিতভাবে নোটিশ দিয়ে গেলেন বসিরহাট থানায়। জানা যায় নিয়োগ দুর্নীতি মামলায় এসি ওবিসি সার্টিফিকেট সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে এই রজত মন্ডলের বিরুদ্ধে। আজ সাত সকালে তার বাড়িতে ৪ সদস্যদের এক সিবিআই দল তল্লাশি শুরু করল প্রথমে বাড়ির কলিংবেলে বাজিয়ে বাড়ির লোকেদের ডাকে তারপর ভেতরে ঢুকে পড়ে। বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী ও বসিরহাট থানার পুলিশ।

এলাকায় সীমান্ত থেকে ৭টি পঞ্চায়েত একটি ব্লক রয়েছে। যেকোনো সময় কেন্দ্রীয় বাহিনীর জ ওয়ানদের নিয়ে তল্লাশি চালাতে পারে, তার আগাম রাজ্য পুলিশকে জানিয়ে দিলেন সিবিআই আধিকারিকরা। আজ সকাল দশটা নাগাদ বসিরহাট থানায় কর্মরত ডিউটি অফিসারদের কাছে তাদের তরফ থেকে নোটিশ দেওয়া হয়। সেখানে জানানো হয় খুব তাড়াতাড়ি বসিরহাট থানা এলাকায় তল্লাশি করবে।

প্রসঙ্গত,উত্তর ২৪ পরগনা জেলা শাসকের দপ্তরের sc, st ,ওবিসি সেলের ইন্সপেক্টর ছিলেন রজত কান্তি মন্ডল। গত চার মাস আগে তিনি সাসপেন্ড হয়ে ছিলেন।

WestBengalBangla

Feb 03 2024, 14:20

সেনাবাহিনীর পক্ষ থেকে অস্ত্র প্রদর্শনী

এসবি নিউজ ব্যুরো: শনিবার ডুয়ার্সের বানারহাট থানার অন্তর্গত তেলিপাড়ায় এশিয়ান হাইওয়ে ৪৮ এর পাশে সেনাবাহিনীর পক্ষ থেকে অস্ত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছিল। এদিন সকাল থেকে সেই অস্ত্র প্রদর্শনী দেখতে স্থানীয় বাসিন্দারা ও শিশুরা ভিড় জমান।

পাশাপাশি,বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা আসে। সেনাবাহিনীর কর্মীরা ছাত্র ছাত্রীদের অস্ত্র সম্পর্কে বুঝিয়ে দেন। যারা দেশের নিরাপত্তা দিচ্ছেন তাদের অস্ত্র দেখতে পেয়ে খুশি স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ছাত্র ছাত্রীরা। কেননা তারা প্রথমবার এই ধরনের অস্ত্র দেখতে পেলেন।

সেনাবাহিনীর অস্ত্র দেখে ছাত্র ছাত্রীরা ও স্থানীয় বাসিন্দারা জানান, এই ধরনের অস্ত্র প্রদর্শনী দেখে তারা খুশি। দেশের জন্য আগামী দিনে প্রয়োজনে তারা সেনাবাহিনীতে কাজ করতে ইচ্ছুক।

সেনাবাহিনীর পক্ষ জানা গেছে, মূলত আগামী প্রজন্মকে সেনাবাহিনী কাজে উৎসাহিত করতেই এই ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

WestBengalBangla

Feb 03 2024, 14:19

*দ্বিতীয় দিন: MGNREGA ধর্ণা*

এসবি নিউজ ব্যুরো: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার সকালে ১০০ দিনের কাজের বঞ্চিত শ্রমিক এবং আবাস যোজনার বঞ্চিত উপভোক্তাদের কলকাতার রেড রোড সংলগ্ন ধরনাস্থলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, "আমি আপনাদের সকলকে অনুরোধ করব, অনেক দূর-দূরান্ত থেকে আপনারা এসেছেন। ১০০ দিনের বিশেষ করে কর্মীরা যাঁরা কাজ করেছেন কিন্তু টাকা পাননি, যাঁরা ঘর পাননি, আমি অনুরোধ করব, আপনারা বসুন। আপনারা আমাদের নিজেদের ভাইবোনেরা একটু বসে বিশ্রাম নিন।"

WestBengalBangla

Feb 03 2024, 14:18

দিল্লি থেকে কলকাতায় ফিরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

কলকাতা: দিল্লি থেকে কলকাতায় ফিরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । এদিন বিমানবন্দরে সাংবাদিকদের তার দিল্লি সফর প্রসঙ্গে বলেন,"আমি বিস্তারিত আলোচনা করেছি উপরাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী প্রধান সচিবের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের উন্নয়ন নিয়ে।রাজ্যপাল হিসেবে আমার দায়িত্ব বাংলার মানুষের উন্নতি দেখা।কেন্দ্রীয় সরকারের সঙ্গে অল্প কিছুদিনের মধ্যে এটা আমার দ্বিতীয় সাক্ষাৎ।সাক্ষাতের মূল কারণ পশ্চিমবঙ্গের মানুষের উন্নতি প্রকল্পের তহবিল পাওয়া।যেখানে এই নিয়ে আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রী খুবই আগ্রহী বাংলার মানুষের কল্যাণের যা যা করার উচিত তা করার জন্য কোন বিলম্ব না করে।বিভিন্ন প্রকল্পের জন্য তহবিল দেওয়া হবে। বিভিন্ন থেমে থাকা প্রকল্পের তহবিল ছাড়া হবে কঠোর নিয়ম এবং রেগুলেশানের মাধ্যমে।

রাজ্যপাল হিসেবে আমার ভূমিকা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে সেতুবন্ধন করা।সেই উদ্দেশ্যেই আমি সেখানে গিয়েছিলাম এবং ফলাফল খুবই ইতিবাচক।আমি শুধুমাত্র সংযোগকারী।জল জীবন মিশনে রাজ্যকে কেন্দ্রের তহবিল দেওয়া প্রসঙ্গে,আগামী দিনে আরো ইতিবাচক কিছু শুনতে পারবেন আপনারা।

শুভেন্দু অধিকারীর সমালোচনা নিয়ে বলেন,"তিনি ঠিক। আমি পশ্চিমবঙ্গের জনগণের পক্ষে, কোন সরকার নই। সরকারের সাথে আমার সম্পর্ক অনুযায়ী সরকার যা করুক না কেন আমি সমর্থন করব"।

WestBengalBangla

Feb 02 2024, 19:27

ইডেনে রঞ্জি ক্রিকেট বাংলা বনাম মুম্বাই ম্যাচের প্রথম দিনের খেলা জমে উঠল

খেলা

খবর কলকাতা : আজ ইডেনে রঞ্জি ট্রফির প্রথম দিনে মুম্বাই বাংলার বিরুদ্ধে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৩০ রান তোলে।

বাংলার বোলার সুরজ সিন্ধু জয়সওয়াল ৯৫ রানে ৩ টি উইকেট নিয়ে মূলত মুম্বাইয়ের ব্যাটিং বিপর্যয় ডেকে আনেন। সুরজ ছাড়াও বাংলার হয়ে মোহাম্মদ কাইফ ( ১-৪৯ ), অঙ্কিত মিশ্র (১-৫১) এবং ইশান পোড়েল (২-৭৪) উইকেট নেন। প্রথম দিন স্টাম্পে, মুম্বাই তাদের রঞ্জি ট্রফি এলিট গ্রুপ বি ম্যাচে ৭৫ ওভারে ৩৩০/৬ করতে সক্ষম হয়। মুম্বাইয়ের হয়ে শিবম দুবে (৭২), সারাংশ সেডগে (৭১) এবং তানুশ কোতিয়ান (অপরাজিত ৫৫) রান করেন।

বাংলার কোচ লক্ষ্মী রতন শুক্লা আজ খেলার শেষে বললেন, "আমরা আমাদের সেরাটা দেব যাতে তারা আরও শক্তিশালী হয়ে ফিরে আসে এবং দ্বিতীয় দিনে তাদের আউট করে দেয়। আমাদের বোলাররা তাদের সেরাটা দিয়েছিল, কিন্তু আজ আমাদের দিন ছিল না। আমি আশা করি আমাদের বোলাররা আগামীকাল তাড়াতাড়ি তাদের আউট করে তাদের উপর চাপ সৃষ্টি করবে।"

আজ সকালে ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরু হতে এক ঘন্টা দেরি হওয়ার পরে ব্যাট করতে নেমে পৃথ্বী (৩৫) এবং ভূপেন লালওয়ানি (১৮) দিয়ে ইনিংস শুরু করেছিলেন।

দুজনের মধ্যে হাফ সেঞ্চুরি রানের জুটির পর, বাঁহাতি স্পিনার মিশ্র ১৬ তম ওভারে ভূপেনকে আউট করে অত্যন্ত প্রয়োজনীয় সাফল্য এনে দেন।হোম সাইড দ্বিতীয়বার আঘাত করেছিল যখন সুরজ, ফাস্ট বোলিংয়ের জাদুকরী স্পেল প্রদর্শন করে, পৃথ্বীকে আউট করে মুম্বাইকে ৫৮/২ এ কমিয়ে দেয়। হার্দিক টাম্পোরে (১৯) রান এবং প্রসাদ পাওয়ার (৯) রানের মধ্যে মাত্র দুই ওভারের ব্যবধানে ২৬ তম ওভারে ৮৭/৪-এ মুম্বাইকে সমস্যায় ফেলে দেয়। সেখান থেকে অধিনায়ক দুবে এবং সারাংশ ইতিবাচকভাবে খেলে পঞ্চম উইকেটে ১৪৪ রান যোগ করে দলকে বিপদ থেকে মুক্তি দেয়। এরপরে কাইফ ফিরে এসে দুবেকে আউট করে বাংলার শিবিরে স্বস্তির দীর্ঘশ্বাস দেন। ব্যাটস কোটিয়ান এবং অথর্ব আঙ্কোলেকার (অপরাজিত ৪১) বুদ্ধিমানভাবে খেলে সপ্তম উইকেটে আরেকটি গুরুত্বপূর্ণ অপরাজিত ৯৯ রানের জুটি যোগ করে দিন শেষে দলকে ৩০০ রানের সীমা ছাড়িয়ে নিয়ে যেতে সক্ষম হন। হ্যামস্ট্রিং এর টানের জন্যে ম্যাচ থেকে সরে দাঁড়ান মুম্বইয়ের অভিজ্ঞ অজিঙ্কা রাহানে। দলকে নেতৃত্ব দিতে আসেন দুবে।

ছবি:সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।

WestBengalBangla

Feb 02 2024, 17:09

হালিশহর পৌরসভার উদ্যোগে নতুন জল প্রকল্পের উদ্বোধন

উত্তর ২৪ পরগনা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় হালিশহর পৌরসভার উদ্যোগে নতুন জল প্রকল্পের উদ্বোধন হল। আজ ভার্চুয়াল মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী। এরপর ফিতে কেটে নারকেল ফাটিয়ে এই প্রকল্পে উদ্বোধন করা হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ হালিশহর পৌরসভার একাধিক কাউন্সিলর।

WestBengalBangla

Feb 02 2024, 17:07

*বিনোদন*

টেলর লঞ্চ ,"সাদা রঙের পৃথিবী" ছবির

ছবি: প্রসেনজিৎ বিশ্বাস