আবর্জনা জঞ্জালের মধ্যে রয়েছে বহু প্রাচীন রথ, দূষিত হচ্ছে এলাকা হেলদোল নেই পৌর কতৃপক্ষের

এসবি নিউজ ব্যুরো: রানাঘাট পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড। পৌরসভার এই এলাকাটির নাম রথতলা। সুপ্রাচীন রথের উৎসব ঘিরে এই এলাকাটির নাম হয়েছে রথ তলা। রানাঘাট রথ তলা একটি নামকরা জায়গা রথের উৎসবের জন্য। আজ সেই রথতলার অন্যতম রথ রয়েছে জঞ্জাল এর মধ্যে। দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন এলাকার মানুষ। বারংবার পৌরসভা কে জানিও কোন নজরদারি নেই।

এলাকার মানুষের অভিযোগ স্থানীয় কাউন্সিলর প্রতিদিন বিষয়টি দেখেও নজরদারি করে না। সাধারণ মানুষের অভিযোগ,উন্নয়নের জন্য ভোট দিয়ে নির্বাচিত করেছিলাম তার বিনিময়ে আমরা বঞ্চনার শিকার। যেখানে ভগবান জগন্নাথ দেবের রথ রয়েছে জঞ্জালে সেখানে সাধারণ মানুষ কোথায় থাকবে সেই নিয়ে উঠছে প্রশ্ন।

যদিও এ প্রসঙ্গে রানাঘাট পৌরসভার পক্ষ থেকে কোন উত্তর না মিললেও পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান পার্থসারথী চট্টোপাধ্যায় বলেন, "তিনি যখন চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তখন ওই অঞ্চলটির এই পরিস্থিতি ছিল না। এর আগে তিনি একাধিকবার সংস্কার করেছিলেন রথের।এখন তিনি আর পৌরসভার চেয়ারম্যান নেই। সম্পূর্ণটি বিষয় এখন বর্তমান চেয়ারম্যানের দেখা উচিত।"

জাতীয় সড়কে দুর্ঘটনা, হাসপাতালে ভর্তি আহতরা

দীঘা-নন্দকুমার জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। ঘটনায় আহত অনেকে। আহত বাসযাত্রীদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র ও নার্সিংহোমে চিকিৎসা করা হয়। দুর্ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকাল ছটা নাগাদ। যাত্রীবাহী বাস ও ট্রাঙ্কার এর মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার নাচিন্দা বাজার সংলগ্ন খড়িকা পুকুরিয়ার কাছে।

বাসটি এগরা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। সকালে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মারিশদা থানার পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।

হাতির তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন, আতঙ্কে চোখের ঘুম উড়েছে পুরুনিয়াবাসীর

এসবি নিউজ ব্যুরো: হাতির তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন। আতঙ্কে দিন কাটাচ্ছেন পুরুনিয়াবাসির। বাঁকুড়ার বড়জোড়া রেঞ্জের জঙ্গল ঘেরা গ্রাম পুরুনিয়া। সেই গ্রামেই সাত সকালে দলছুট হয়ে ঢুকে পড়েছে কয়েকটি হাতি। যাদের ভয়ে কোথাও যাওয়া আসা করতে পারছেন না গ্রামের মানুষজন। গ্রামের মধ্যে হাতির হানায় কখনো হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতি আবার কখনো প্রাণ যাচ্ছে গ্রামবাসীর। ভয়ে আতঙ্কে দিন কাটছে গ্রামের মানুষের।

অন্যদিকে, সামনেই মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীরাও ঠিক করে পড়াশোনা করতে পারছে না। প্রতিটা মুহূর্ত আতঙ্কের মধ্যে দিন কাটছে তাদের।

এই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশেই হাতিগুলোকে ঘোরাফেরা করতে দেখেছেন অনেকে। যে কারণে গ্রামের ছাত্র-ছাত্রীরা পৌঁছাতে পারেনি স্কুলে।হাতির ভয়ে বন্ধ রয়েছে গ্রামের প্রাথমিক বিদ্যালয়।

জঙ্গল ঘেরা গ্রাম।সেখানে মাঝেমধ্যেই হাতি ঢুকে পড়ে গ্রামের মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি করে থাকে তারা। বড়জোড়া রেঞ্জ এলাকায় কয়েকদিন আগেই দুজনের প্রাণ গিয়েছিল এই হাতির হামলাতেই।

প্রশ্ন উঠছে, এই পরিস্থিতি মোকাবলা করতে প্রশাসনের তরফে কিছু কি পদক্ষেপ নেওয়া হয়েছে?

এ নিয়ে বড়জোড়া রেঞ্জ অফিসার ঋত্বিক দে জানান,"বারংবার হাতির হানায় চোখের ঘুম উড়েছে পুরুনিয়া গ্রাম সহ জঙ্গল লাগুয়া গ্রামের মানুষের।"

এই হাতির আতঙ্ক থেকে কবে রেহাই পাবে গ্রামের মানুষ সেদিকেই এখন তাকিয়ে রইল জঙ্গল লাগুয়া গ্রামের বাসিন্দারা।

আজ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা

এসবি নিউজ ব্যুরো: আজ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা। এই সভা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। প্রায় ১০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।জেলাপ্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় ১০০ কোটি টাকার বেশি প্রকল্পের শিলান্যাস এবং ৯৩ কোটি টাকা প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, মেডিক্যাল কলেজ নিয়ে বড় ঘোষণা করতে পারেন বলে জানা গিয়েছে। সোমবার বিকেলে বালুরঘাট স্টেডিয়ামে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, জেলাশাসক বিজিন কৃষ্ণা, জেলাপুলিস সুপার চিন্ময় মিত্তাল সহ উচ্চপদস্থ কর্তারা।

জেলাপ্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১০৫ কোটি ৫৪ লক্ষ টাকার প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। ওই টাকার ১৭৪ টি প্রকল্পের উদ্বোধন করবেন। যার মধ্যে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, পথশ্রী, সহ নানা প্রকল্প।

এদিকে ৯৩ কোটি ৫৫ লক্ষ টাকার নতুন কাজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রীর কাছে গুরুত্বপূর্ণ আত্রেয়ী ড্যাম। এছাড়াও কুশমন্ডি ব্লক এবং বালুরঘাটের আমরাইলে বিদ্যুতের সাব স্টেশন। পথশ্রীর রাস্তা সহ নানা প্রকল্প। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী বিকেল ৩টেয় হেলিকপ্টারে পুলিস লাইন মাঠে নামবেন। এরপর পুলিস লাইন থেকে প্রায় ৩০০ মিটার পায়ে হেঁটে স্টেডিয়ামে প্রবেশ করবেন। স্টেডিয়ামে বৈঠকের পরে তিনি বালুরঘাটের সার্কিট হাউসে যাবেন। সেখানেই রাত্রীবাস করবেন। এই সার্কিট হাউসে জেলার শীর্ষ নেতৃত্বদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

গান্ধীঘাটে বিশেষ প্রার্থনা সভা

নিজস্ব প্রতিনিধি: আজ মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস উপলক্ষ্যে ব্যারাকপুর গান্ধীঘাটে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল। এদিনের এই প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, সেচ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী পার্থ ভৌমিক,ব্যারাকপু্রের সাংসদ অর্জুন সিং, উত্তর ২৪ পরগনা জেলার জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী প্রমুখ।

*আজকের রাশিফল ৩০শে জানুয়ারি ( মঙ্গলবার) *


মেষ রাশিফল (Tuesday, January 30, 2024)

বাইরের ক্রিয়াকলাপ আজ ক্লান্তিকর এবং ধকলসাধ্য হবে। ব্যবসায়ের লাভ আজ অনেক ব্যবসায়ী ও ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে। আপনার স্ত্রীর সাথে পিকনিকে যাওয়ার পক্ষে দিনটি অত্যন্ত ভালো। এটি যে শুধু আপনার মেজাজ পরিবর্তন করবে তাই নয় বরং আপনাদের ভুল বোঝাবুঝিও মেটাতে সাহায্য করবে। নিজেকে ঠিক সঠিক প্রমাণ করার জন্য আপনি এই দিন আপনার সঙ্গীর সাথে ঝগড়া করতে পারেন। তবে আপনার সঙ্গী আপনাকে আরও ভাল বোঝার সাথে শান্ত করবে। ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন। ভ্রমণ-বিনোদন এবং সামাজিকতা আজ আপনার কার্যসূচীতে থাকবে। কর্মক্ষেত্রে আপনার সিনিয়াররাই আজ দেবদূতোপম অভিনয় করবে বলে মনে হয়।

প্রতিকার :- সুন্দর স্বাস্থ্যের জন্য খাবার সময় তামার চামচ বা যদি সম্ভব হয় তো সোনার চামচ ব্যবহার করুন।

বৃষভ রাশিফল (Tuesday, January 30, 2024)

শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন। যে সমস্ত লোকেরা ঋণ নিয়েছিল তারা আজ এই অর্থ ফেরত দিতে সমস্যায় পড়তে পারে। আপনার ঘরে অতিথি সমাগম একটি আনন্দময় এবং চমৎকার দিনে পরিণত করবে। আপনার সব সময়ের ভালবাসা আপনার প্রিয়জনের জন্য ফল্গুধারার মত প্রবাহিত হবে। যারা প্রতিযোগীতামূলক পরীক্ষায় বসছেন তাদের শান্ত থাকা প্রয়োজন। পরীক্ষার ভয়কে আপনাকে বিচলিত করতে দেবেন না। আপনার উদ্যম নিশ্চয়ই ইতিবাচক ফল আনবে। আপনার সঙ্গী আপনার থেকে শুধু কিছু সময় পেতে চাই কিন্তু আপনি তাকে সময় দিতে পারেন না সেই কারণে সে হতাশ হয়ে পরে।আজকে তার হতাশা স্পষ্টতার সাথে সামনে আসতে পারে। আজ, আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন।

প্রতিকার :- একটি কালচে নীল কাপড়ের মধ্যে গোল মরিচ, কালো ছোলা এবং একটি কাঁচা কয়লার টুকরো বেঁধে তা বহমান জলে নিক্ষেপ করলে তা আপনার আর্থিক সমৃদ্ধির পথ প্রসস্থ করবে।

মিথুন রাশিফল (Tuesday, January 30, 2024)

আপনার অন্য মানুষদের প্রশংসা করে সাফল্য ভোগ করতে পারেন। আজ, আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আপনার আগ্রাসী প্রকৃতির কারণে আপনি প্রত্যাশার মতো উপার্জন করতে পারবেন না। আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ করবেন না। যারা শিল্প এবং নাটকের সঙ্গে জড়িত আছেন তারা তাদের সৃষ্টিশীলতা সেরা স্তরে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু নতুন সুযোগ পাবেন। কারো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর এবং চাপপূর্ণ প্রমাণিত হবে। আপনার বৈবাহিক জীবনকে ভাল করার প্রচেষ্টা আপনাকে আজ প্রত্যাশার চেয়ে বেশী ভালো রং প্রদর্শন করবে।

প্রতিকার :- ভগবানে বিশ্বাস করুন এবং সব রকম মানুষিক সংঘাত থেকে বিরত থাকুন, এর ফলে আপনার জীবনে ভালো হবে।

কর্কট রাশিফল (Tuesday, January 30, 2024)

বন্ধুরা আপনাকে কোন বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তায় লক্ষ্যণীয় প্রভাব ফেলবেন। আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে। এটাই আপনার জন্য বুঝতে পারার সঠিক সময় যে রাগ হল স্বল্প পাগলামির রূপান্তর এবং এটি আপনাকে গরম জলের মধ্যে ফেলতে পারে। বান্ধবী আপনাকে প্রতারিত করতে পারে। আজ আপনি অফিসে যে কাজ করছেন তা আগামী সময়ে ভিন্ন ভাবে আপনার উপকারে লাগবে। ব্যাস্ত রুটিন তবুও আজকে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন।ফাঁকা সময়ে আজকে আপনি কিছু সৃজনী করতে পারেন। আপনার বিবাহিত জীবন দৈনন্দিন চাহিদা পূরণের অভাবের কারণে আজ চাপে থাকবে। সেটা যেকন জিনিস সম্পর্কিত হতে পারে যেমন খাদ্য, পরিস্কার, অনান্য ঘরোয়া কাজ, ইত্যাদি।

প্রতিকার :- প্রেম জীবনে খুশি এবং সুখ বজায় রাখতে একদিন নুন ছাড়া খাবার খান।

সিংহ রাশিফল (Tuesday, January 30, 2024)

আপনার সমস্যা নিয়ে চিন্তাভাবনা করার অভ্যাস এবং তাদের অতিরঞ্জিত করে দেখার ফলে আপনার নীতিবোধ দুর্বল হতে পারে। যদিও কেউ কাউকে তাদের ঋণ দেওয়ার বা দেওয়ার বিষয়ে পছন্দ করেন না, তবে অভাবী ব্যক্তিকে আপনার অর্থ ঋণ দিয়ে আপনি স্বস্তি বোধ করবেন। প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি। আপনার ভালোবাসার মানুষটির সাথে আজ শিষ্ট আচরণ করুন। ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন। ভ্রমণ লাভদায়ক হলেও খরচসাপেক্ষ হবে। আপনার স্ত্রী আজ তার নিজের কাজ নিয়ে খুব বেশী নিবিষ্ট থাকবেন, যা আপনাকে সত্যিই খুব হতাশ বোধ করাবে।

প্রতিকার :- অভাবী হিজড়ে বর্গের মানুষদের সাহায্য করলে আপনার প্রেম জীবনে উন্নতি হবে।

কন্যা রাশিফল (Tuesday, January 30, 2024)

বাচ্চারা আপনার সন্ধ্যেটা উজ্জ্বল করবে। নিষ্প্রাণ আর কর্মব্যস্ত দিনকে বিদায় জানাতে একটি সুন্দর ডিনারের পরিকল্পনা করুন। ওদের সঙ্গ আপনার শরীরকে চাঙ্গা করে দেবে। আপনি যদি ভবিষ্যতে আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠতে চান তবে আপনাকে আজ থেকে অর্থ সাশ্রয় করতে হবে। আপনার সন্তানদের আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। আপনার ভালবাসার জীবন আজ সত্যি সত্যিই আপনার জন্যে অসাধারণ কিছু বয়ে আনবে। এই রাশিচক্রের অধীনে ব্যবসায়ীদের অযাচিত কাজের সাথে সম্পর্কিত ভ্রমনে যেতে হতে পারে। এটি আপনাকে মানসিকভাবে চাপ দিতে পারে। কর্মরত নেটিভদের অবশ্যই অফিসে গসিপিং এড়ানো উচিত। আপনার অনুভূতি কী তা সবাইকে জানাতে ব্যস্ত হবেন না। আজ, আপনার স্ত্রী আপনাকে তার জীবনে আপনি বিশ্বের একমাত্র ব্যক্তি বলে মনে করাবে।

প্রতিকার :- সংসারে সুখ বজায় রাখতে হনুমান মন্দিরে বুঁদি এবং লাড্ডু নিবেদন করুন।

তুলা রাশিফল (Tuesday, January 30, 2024)

আপনার স্বাস্হ্য ভালো করার খাতিরে লম্বা পায়চারীতে বেরোন। আজ, আপনি অর্থ-সম্পর্কিত সমস্যার মুখোমুখি হতে পারেন, এবং পরামর্শের জন্য আপনার পিতাকে বা পিতার মতো ব্যক্তিকে জিজ্ঞাসা করতে পারেন। পরিবারে কোন মহিলা সদস্যের স্বাস্হ্য দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে। আপনি আপনার সঙ্গী কাছ থেকে মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলুন। আপনার আজ কর্মক্ষেত্রে একজন অসাধারণ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। এই রাশির লোকেরা খুব কৌতূহলোদ্দীপক হয়.এরা কখনো লোকেদের মাঝখানে থেকে খুশি হয় তো কখনো একা থেকে যদিও একা থাকা এতটা সহজ নয় তবুও আজকে আপনি নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন। আজ আত্মীয় আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারেন।

প্রতিকার :- ঘরে লাল গোলাপ গাছ লাগিয়ে সেটির যত্ন করলে পরিবারে খুশি বাড়বে।

বৃশ্চিক রাশিফল (Tuesday, January 30, 2024)

আপনি ভ্রমণ করার পক্ষে খুবই দুর্বল তাই দীর্ঘ যাত্রা এড়ানোর চেষ্টা করুন। বিপরীত লিঙ্গের কোনও নেটিভের সহায়তায় আজ আপনি ব্যবসা বা চাকরিতে আর্থিক সুবিধা পেতে পারেন। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন। তাঁদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তাঁরা বুঝতে পারেন যে আপনি তাঁদের জন্য পরোয়া করেন। উদ্যম হারাবেন না- ব্যর্থতা একদম স্বাভাবিক, এগুলোই তো জীবনের সৌন্দর্য্য। কর্মক্ষেত্রে শত্রুরা শুধুমাত্র একটি ভাল কাজের কারণে আজকে আপনার সাথে বন্ধুত্ব করতে পারে। আজকে আপনি অযথা জটিলতার থেকে দূর হয়ে কোনো মন্দির,গুরুদুয়ারা বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন। আপনার স্ত্রী আজ তার বন্ধুর সাথে খুব বেশী ব্যস্ত হতে পারেন, যা আপনাকে হতাশ করতে পারে।

প্রতিকার :- প্রেম জীবন সুন্দর করতে শিবলিঙ্গের মাথায় জল ঢালুন।

ধনু রাশিফল (Tuesday, January 30, 2024)

অত্যধিক দুশ্চিন্তা এবং চাপ উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উত্স সৃষ্টি হবে। অবিলম্বে প্রয়োজন নেই এমন জিনিসে অর্থ ব্যয় করার জন্য আপনি আপনার স্ত্রীর প্রতি বিচলিত হবেন। আপনার চোখের তারা খুব উজ্জ্বল যা আপনার প্রেমিকার একটি অন্ধকার রাত প্রজ্বালিত করতে পারে। পর্যটনের ক্ষেত্র আপনাকে লোভনীয় পেশা দিতে পারে। এখন আপনার উচ্চাশা উপলব্ধি করা এবং তার জন্য কঠোর পরিশ্রম করার সময়। সাফল্য আপনার জন্য ব্যগ্র হয়ে প্রতীক্ষা করছে। কোনো খবর না দিয়েই আজকে আপনার কোনো আত্বিয় আপনার বাড়িতে আসতে পারে আর তার আপ্যায়নে আপনার মূল্যবান সময় বায় হতে পারে। আপনার স্ত্রী আজ আপনাকে খুশি করার জন্য সমস্তরকম প্রচেষ্টা করবে।

প্রতিকার :- দরিদ্র ব্যক্তিকে বার্লি, কালো সর্ষের বীজ এবং মূল দান করলে স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পরবে।

মকর রাশিফল (Tuesday, January 30, 2024)

হতাশার মনোভাব আপনার নাগালে আসতে দেবেন না। আপনার ভাইবোনদের সহায়তায় আজ আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারবেন। আপনার ভাইবোনদের কাছ থেকে পরামর্শ নিন। আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। প্রেম সংক্রান্ত পদক্ষেপ পুরস্কৃত হবে না। সহকর্মীদের সামলানোর সময় কৌশলের প্রয়োজন। আজ নিজের কাজ থেকে বিরত থেকে আপনি কিছু সময় নিজের জীবন সঙ্গীর সাথে কাটাতে পারেন। যদি আজ আপনি আপনার জীবন সঙ্গিনীর ছোট চাহিদা যেমন খাবারের প্রতি লোভ বা শুধুমাত্র একটু আলিঙ্গন উপেক্ষা করেন, সে/তিনি আঘাত পেতে পারেন।

প্রতিকার :- সাদা ফুল ও কিছু অর্থ জলে নিক্ষেপ করলে আপনি খুবই ভালো স্বাস্থ্যের অধিকারী হতে পারবেন।

কুম্ভ রাশিফল (Tuesday, January 30, 2024)

আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে। আপনার সন্তানদের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন। এটি আপনাকে খুব আনন্দিত করবে। আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে। ভালবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা আজ মিশে যাবে। আজ আপনি উপলব্ধি করবেন যে আপনার কর্মক্ষেত্রে ভাল করার পিছনে আপনার পরিবারের সহায়তা রয়েছে। জীবনের জটিলতা বোঝার জন্য আজকে আপনি আপনার বাড়ির কোনো বড়ো সদস্যের সাথে সময় কাটাতে পারেন। আজ, আপনি সকালে কিছু পেতে পারেন যা আপনার সম্পূর্ণ দিন চমকপ্রদ করে দেবে।

প্রতিকার :- ব্যবসা বাণিজ্য ও কর্ম জীবনে উন্নতির জন্য স্কুল, হোস্টেলস, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বা অনাথালয়ে বই পত্র ও অন্যান্য শিক্ষার সামগ্রী দান করুন।

মীন রাশিফল (Tuesday, January 30, 2024)

প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশির ভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে। এই চিহ্নের কিছু নেটিভ তাদের বাচ্চাদের মাধ্যমে আজ আর্থিক সুবিধা অর্জন করবে বলে আশা করা হচ্ছে। আজ, আপনি আপনার সন্তানের জন্য গর্বিত হবেন। আপনার বাবা মায়ের কাছে উচ্চাকাঙ্খা প্রকাশ করার সঠিক সময়। তাঁরা আপনাকে পূর্ণ সহায়তা করবেন। আপনাকেও মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে এবং এটির অর্জন নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করতে হবে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে আজ হৃদস্পন্দন মেলাতে পারবেন। হ্যাঁ, এটাই নিদর্শন যে আপনি প্রেমে পড়েছেন। আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব আপনার সহকর্মীদের সমালোচনা বিষয় হতে পারে। সময়ের সাথে-সাথে চলার সাথে আপনজনদের সময় দেওয়াও দরকার।এই কথাটা আজকে আপনি বুঝতে পারবেন কিন্তু তবুও আপনি আপনার বাড়ির লোকেদের যথেষ্ট সময় দিতে পারবেন না। আজ আপনি জানতে পারবেন যে কেন বিয়ে স্বর্গে তৈরি হয়।

প্রতিকার :- আপনার কাজের টেবিল পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সফল কর্মজীবন পেতে।

*বৃষ্টির আশঙ্কা, বাড়বে তাপমাত্রা, জেনে নিন আজকের আবহাওয়া*


উত্তর থেকে দক্ষিণ বজায় রয়েছে শীতের আমেজ। এরই মাঝে তবে এবার ফের একবার চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। আর এর জেরে ফের আবহাওয়া বদলের সম্ভাবনা। আগামীকাল থেকেই বদলে যাবে আবহাওয়া। চলবে ঝড়-বৃষ্টি, পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিস জানিয়েছে, ফের একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে। যার জেরে বড় সড় বৃবদল আসবে আবহাওয়ায়। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তোলপাড় চালাবে বৃষ্টি। আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মঙ্গলবার থেকেই বদলে যাবে আবহাওয়া। হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রা।

কলকাতা এবং সংলগ্ন এলাকায় আবার শুরু হবে বৃষ্টি। জানুয়ারির শেষে এবং ফেব্রুয়ারীর শুরুতে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা। তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া , হুগলি , উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধ ও বৃহস্পতিবার রাজ্যের বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু জায়গা। বৃষ্টির পাশাপাশি তাপমাত্রাও বেশ কিছুটা বাড়তে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রা বাড়বে ২-৩ ডিগ্রি।

আগামী ২৪ ঘন্টায় সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিং ও সিকিমে এই দুই জায়গাতেই তুষারপাতের সম্ভাবনা রয়েছে। 

*59th Annual General Meeting organized by West Bengal Cold Storage Association*

Kolkata : West Bengal Cold Storage Association is the only active Association of Cold Storages in West Bengal. The 59th Annual General Meeting was held today at The Almond (Salt Lake), Kolkata which was inaugurated by the Chief Guest Becharam Manna, Hon'ble MIC Department of Agricultural Marketing Govt of WB, Dr. Pradip Kumar Mazumdar, Hon'ble MIC Department of Panchayat & Rural Development, Govt of WB and was attended by Ashok Kumar Das, Special Secretary, Agricultural Marketing Govt. of WB,Rajesh Kumar Bansal, President of West Bengal Cold Storage Association,Sri. Sunil Kumar Rana, Vice President of West Bengal Cold Storage Association,Patit Paban De, Past President of WBCSA & many other eminent personalities.

*ব্যারাকপুরে বিজেপির আইন অমান্য কর্মসুচি ঘিরে ধুন্ধুমার*

উত্তর ২৪ পরগনা: আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে সোমবার বিজেপির ব্যারাকপুর জেলা আইন অমান্য কর্মসূচির ডাক দিয়েছিল। এদিন দুপুরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে ব্যারাকপুর লালকুঠি মোড় থেকে মিছিল শুরু হয়। যদিও চিড়িয়ামোড় সংলগ্ন বিটি রোডে পুলিশ তিনটি বাঁশের ব্যারিকেড করেছিল। প্রথম ব্যারিকেড ভেঙে বিজেপির সেই মিছিল পুলিশ কমিশনারের কার্যালয়ের দিকে এগোতে থাকে। দ্বিতীয় ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তারপর দু'পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়।

অভিযোগ, জমায়েত বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ছোড়ে। বাধা পেয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এমনকি পুলিশের বিরুদ্ধেও ইঁট-পাটকেল ছোড়ার অভিযোগ উঠেছে। সংঘর্ষে দু'পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। তাছাড়া গন্ডগোল পাকানোর অভিযোগে পুলিশ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটকও করেছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন ক্ষোভের সঙ্গে বলেন, পুলিশ দলীয় কর্মীদের ভীত-সন্ত্রস্ত করার চেষ্টা করছে। কিন্তু চোখে চোখ রেখে লড়াই করা হবে। অত্যাচারী পুলিশকে আদালতে টেনে নিয়ে গিয়ে উচিত শিক্ষা দেওয়া হবে।

সুকান্ত মজুমদারের অভিযোগ, পুরুষ পুলিশ মহিলা কর্মীদের মারধোর করেছে। তাই পুলিশের বিরুদ্ধে নালিশ জানাতে তারা মহিলা কমিশনের দ্বারস্থ হবেন। এদিনের আইন অমান্য কর্মসূচিতে হাজির ছিলেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ ব্যানার্জি, যুব মোর্চার রাজ্য সম্পাদক উত্তম অধিকারী, ব্যারাকপুর জেলার যুব মোর্চার সভাপতি বিমলেশ তেওয়ারি প্রমুখ।

২৭ শে ফেব্রুয়ারি রাজ্যসভার ৫৬টি আসনে হবে নির্বাচন

লোকসভার আগেই ঘোষণা হল রাজ্যসভা নির্বাচনের। ২৭ শে ফেব্রুয়ারি রাজ্যসভার ৫৬টি আসনে হবে নির্বাচন। সোমবার নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যসভার ১৫টি রাজ্যের ৫৬টি আসন পূরণের জন্য নির্বাচন হবে ২৭ ফেব্রুয়ারি। সেখানে বাংলার রয়েছে ৫ টি আসন।

নির্বাচন কমিশন জানিয়েছে, ২ এপ্রিল ৫০ জন এবং ৩ এপ্রিল ৬ জন সদস্য অবসর নেবেন। যে রাজ্যগুলি থেকে সদস্যরা অবসর নিচ্ছেন সেগুলি হল অন্ধ্রপ্রদেশের ৩ জন , বিহারের ৬জন , ছত্তিশগড়ের ১ জন , গুজরাটের ৪ জন , হরিয়ানার ১ জন , হিমাচল প্রদেশের ১ জন , কর্ণাটকের ৪ জন , মধ্যপ্রদেশের জন , মহারাষ্ট্রের ৬ জন , তেলেঙ্গানায় ৩জন , উত্তরপ্রদেশের ১০জন , উত্তরাখণ্ডের ১ জন , পশ্চিমবঙ্গের ৫জন , ওড়িশার ৩ জন এবং রাজস্থানের ৩ জন।

উল্লেখ্য, জানা গিয়েছে বাংলার ৫ টি আসনের জন্য কারা লড়বেন তা ফেব্রুয়ারি মাসের শুরুর দিকেই ঠিক হবে বলা তৃণমূল সূত্রে খবর। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি রাজ্যসভার এই ৫৬ ফাঁকা আসনের ভোটগ্রহণের নোটিফিকেশন জারি করবে। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি এবং মনোনয়ন বিচার হবে ১৬ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ২০ ফেব্রুয়ারি এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ ফেব্রুয়ারি। সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ হবে। ভোটগণনার ফলাফল ঘোষণা ২৭ ফেব্রুয়ারি, বিকেল ৫টা থেকে।