মকর সংক্রান্তির দিন ব্যারাকপুর বাসীর মঙ্গল কামনা করে ঐতিহ্যবাহী মূলাজোড় কালী বাড়িতে পুজো দিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি


উত্তর ২৪ পরগনা: আজ মকর সংক্রান্তির অত্যধিক ঠান্ডা উপেক্ষা করে মকর সংক্রান্তির পুন্যলগ্নে জগদ্দলের শ্যামনগর ননাবাবা গঙ্গার ঘাটে চলছে পুণ্য স্নান। গঙ্গাসাগরের পাশাপাশি জেলার বিভিন্ন গঙ্গার ঘাটেও পুণ্য লাভের জন্য গঙ্গাস্নানে মেতেছে সাধারণ মানুষ।

এর মধ্যেই মকর সংক্রান্তির পুন্যলগ্নে ব্যারাকপুর বাসীর মঙ্গল কামনায় শ্যামনগর কালীমন্দিরে পুজো দিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়। শ্যামনগরের ঐতিহ্যবাহী মূলাজোর কালী বাড়িতে পুজো দিয়ে বিজেপি সভাপতি বলেন, "ব্যারাকপুরবাসী সকলের মঙ্গল কামনা করে সংক্রান্তির দিনে মায়ের দর্শন করলাম।"

*আগরপাড়ায় পৌরসভার ৭ নং ওয়ার্ডে পি বি ঘাটে ঘুড়ি উৎসব*


কলকাতা: রাহুলের হাত ধরে গতকাল মণিপুর থেকে শুরু হয়েছে কংগ্রেসের দ্বিতীয় পর্যায়ের ভারত জোড়ো ন্যায় যাত্রা। তা নিয়ে তৃণমূল কংগ্রেস সংসদ সৌগত রায় বলেন, "উনি করতেই পারেন। উনি ঠিক মনে করেছেন, ওর দল ঠিক করেছে, উনি মনিপুরে গিয়েছেন। খুব ভালো কথা।" সোমবার আগরপাড়ায় পৌরসভার ৭ নং ওয়ার্ডে পিবি ঘাটে ঘুড়ি উৎসবে যোগ দিয়ে এই মন্তব্য করেন সৌগত রায়।

পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাথে আসন ভাগাভাগি নিয়ে অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে স্বাগত বলেন, "এইসব বিতর্কে আমি যাব না। বিজেপিকে হারাতে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি একাই যথেষ্ট এটা আমরা বারবার বলেছি।"

এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় বাচ্চাদের হাতে ঘুড়ি তুলে দেন।

*ফটো গ্যালারী* গঙ্গাসাগর,২০২৪ *মকর সংক্রান্তিতে পুণ্য মকরস্নানের কিছু মুহূর্ত আমাদের ক্যামেরায়* *ছবি:সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।*
সন্দেশখালি ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে রাজ্যকে সুবিচার করতে বললো কলকাতা হাইকোর্ট

কলকাতা: অবিলম্বে সন্দেশখালির শেখ শাহজাহান সহ সন্দেশখালি ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে রাজ্যকে সুবিচার করতে বললো কলকাতা হাইকোর্ট। ইডির মামলার শুনানিতে শাহজাহানের আইনজীবীর ভূমিকায় বিরক্ত বিচারপতি জয় সেনগুপ্ত এই নির্দেশে দেন। এদিন শাহজাহান হয়ে আদালতে সওয়াল করে এই মামলায় যুক্ত হওয়ার আবেদন করতে চান শাহজাহান। বিচারপতি তাঁর আইনজীবীর উদ্দেশ্যে বলেন, কেন আত্মসমর্পণ করছেন না। শুনানির সময় আপনি এজির কাছে কি বলছিলেন। আপনি কী রাজ্যকে পরিচালনা করতে চাইছেন, আপনার কথা বলা দেখে ভাবলাম আপনি রাজ্যের। কাউকে প্রভাবিত করার চেষ্টা করবেন না, শাহজাহান আইনজীবীর উদ্দেশ্যে বলেন বিচারপতি। এর পরেই শাহজাহান আইনজীবী ক্ষমা চান। বলেন, আমাকে বলার সুযোগ দিতে হবে। কিন্তু এজি বলেন, জানি না ইনি কে। এর আগের দিনও বলার চেষ্টা করছিল।

এরপরেই রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি বলেন, মিস্টার এজি অভিযুক্তকে গ্রেফতার করে বিচার দেওয়ার চেষ্টা করুন। এদিকে, এদিনের শুনানিতে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তদন্তের কেস ডায়েরি পুলিশ হাজির না করায় বিরক্তি প্রকাশ করেন বিচারপতি। তিনি বলেন, এমন মামলায় কেস ডায়েরি না দেখে কোনো অর্ডার দেওয়া যায় না। পুলিশ এতদিন ধরে কি করেছে সেটা কেস ডায়েরি দেখেই বোঝা সম্ভব। তিনি আজ, মঙ্গলবার কেস ডায়েরি ফের আনতে নির্দেশ দেন পুলিশকে। ইডির আইনজীবী বলেন, রেশন দুর্নীতির আর্থিক নয়ছয়ের তদন্ত করতে গিয়ে শঙ্কর আঢ্য ও শেখ শাহজাহানের নাম পাওয়া যায় ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সূত্রে। সেখানে তাল্লাশিতে গেলে হামলা হয় ইডি অফিসারদের বিরুদ্ধে। উল্টে ইডি অফিসারদের বিরুদ্ধে এফআইআর হয়েছে। তাই এই গোটা ঘটনার তদন্ত সিবিআইকে দেওয়ার জন্যে আবেদন করে ইডি।

প্রথমে রেশন দুর্নীতি নিয়ে রাজ্যের বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়। পরে সেই তদন্ত হাতে নেয় ইডি। কিন্তু পুলিশ নথি না দিয়ে অসহযোগিতা করে বলে অভিযোগ জানায় ইডি। এজি জানান, মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিচারপতি জানতে চান, এখন কে তদন্ত করছেন।এজি জানান, ডিএসপির নেতৃত্বে লোকাল পুলিশ করছে। এরপরেই বিচারপতি বলেন, তিন হাজার অভিযুক্ত আর মাত্র চার জন গ্রেপ্তার হয়েছে। ফের এজি বলেন, তিন হাজার নয়। ৮০০ থেকে ১০০০ লোক, ইডির অভিযোগ অনুযায়ী। ইতিমধ্যে প্রথম দায়ের এফআইআর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ। এরপরেই বিচারপতি ফের কেস ডায়ারি হাজির করতে বলেন।

ছুটি নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন শুভেন্দু

ছুটি নিয়ে ফের একবার রাজ্য সরকারকে তুলোধনা করলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি আজ এক টুইট বার্তায় বড় ব্যাপার তুলে ধরেন। চলতি বছরে রাজ্যের ক্যালেন্ডার অনুযায়ী, ১৫ জানুয়ারি সোমবার মকর সংক্রান্তি থেকে শুরু করে ১৭ এপ্রিল রামনবমীর কোনও ছুটি ঘোষণা করা হয়নি। অথচ ২৬ ফেব্রুয়ারি শবে বরাত ও তারপরের দিন ছুটি ঘোষণা করা হয়েছে।

শুভেন্দু লেখেন, ‘তুষ্টকরণের রাজনীতির রানী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও আক্রমণ করলেন। ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানে শবে বরাতের জন্য কোনও সরকারী ছুটি নেই। এদিকে বাংলার সরকার উৎসবটি ঐচ্ছিক ছুটির তালিকায় শ্রেণিবদ্ধ করা হয়েছে। আর সোমবার ছুটি বেছে নেওয়ার বাড়তি কোনো বিকল্প নেই, কারণ এবার শবে বরাত রবিবার উদযাপিত হতে যাচ্ছে। পশ্চিমবঙ্গে মকর সংক্রান্তি এবং শ্রী রাম নবমীর জন্য কোনও সরকারী ছুটি নেই, তবে শবে বরাতের পরের দিন অতিরিক্ত ছুটির বিধান রয়েছে।‘ এদিন পাকিস্তানের একটি ক্যালেন্ডারও তুলে ধরেন শুভেন্দু।

জমি বিবাদের জেরে জমির পাকা ফসল ট্রাকটার দিয়ে কেটে নষ্ট করে দিল প্রতিবেশী

উত্তর ২৪ পরগনা: জমি বিবাদের জেরে জমির পাকা ফসল ট্রাকটার দিয়ে কেটে নষ্ট করে দিল প্রতিবেশী ।

স্বরূপনগরের গুনরাজপুর গ্রামে প্রায় ২০ বিঘা জমির সরষে , পটল ও লাউ গাছ কেটে নষ্ট করে দিল । কৃষক হারুন বিশ্বাসের দাবি, এই ফসল নষ্ট করেছে ফজলে বিশ্বাস ও গফফার বিশ্বাস ।

তৃণমূল নেতৃত্বের সহযোগিতায় এই কাজ করেছে তারা । প্রায় চার লক্ষ টাকার ক্ষতি । এই বিষয়ে হারুন বিশ্বাসের তরফ থেকে স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।যদিও ফজলে বিশ্বাস ও গফফার বিশ্বাসের পরিবারের দাবি এই জমি তাদের । এমনকি ফসলের দাম দিয়ে দেওয়া হয়েছে বলে দাবি তাদের ।

*পৌষসংক্রান্তি উপলক্ষ্যে মালদহে অনুষ্ঠিত হল পৌষ বড়া উৎসব*

এসবি নিউজ ব্যুরো: পৌষসংক্রান্তি উপলক্ষ্যে মালদহে অনুষ্ঠিত হল পৌষ বড়া উৎসব।মুলত এই দিনে তেল পুরালে কল্যাণ হয়। ৮ রকমের ভাজা দিয়ে পালিত হয় পৌষ বড়া উৎসব। মালদহের বালুরচর বাঁধরোড এলাকার শনি মন্দিরে এই উৎসব অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের তেল পুরা উৎসব বলে পরিচিত। মালদহে পৌষ বড়া উৎসব বলে। গত ১০ বছর ধরে মালদহে এই উৎসব পালিত হচ্ছে।এই পূজো হয়ে থাকে পৌষসংক্রান্তির দিন । মূল উদ্দেশ্য বড়া।৮ রকমের বড়া থাকে। তার মধ্যে ৪ রকম মিষ্টি বড়া ও ৪ রকম নোনতা বা ঝা বড়া থাকে।

যেমন,লঙ্কা,ফুলকপি,ধনেপাতা,আলু, মিষ্টি হল গাজর,লাল আলু সহযোগে বেশন দিয়ে বড়া তৈরী হয়। এরপর শনি মহারাজ ও সূর্য দেবতার কাছে নিবেদন করা হয়। চলে ধূমধাম কর পুজোআর্চনা। এরপর এই বড়া প্রসাদ হিসাবে বিতরন করা হয়। যা নিতে উৎসুকীরা প্রতিবছর এই দিনে ভীড় জমান মন্দির প্রাঙ্গনে।

মন্দিরের পূজারী ওম প্রকাশ শর্মা জানান,"এই পুজো মুলত গুজরাতে তেল পুরা উৎসব বলা হয়। এই দিনে তে পুরালে কল্যাণ হয়। সমাজে উন্নতি হয়।এখানে পৌষ সংক্রন্তিতে পৌষ বড়া উৎসব বলে পরিচিত। ৮ রকমের মিষ্টি ও ঝাল, নোনতা বড়া দিয়ে পুজো করি। ১০ বছর থেকে এখানে এই উৎসব হয়ে আসছে। এদিন মানুষের ভীড়ও ভালো হয়।"

ঘন কুয়াশার জেরে কলকাতায় ব্যাহত বিমান পরিষেবা

ঘন কুয়াশায় বিপর্যস্ত বিমান পরিষেবা। দৃশ্যমান্যতার পরিমাণ ২৫০ মিটারেরও কম। ফলে স্বাভাবিক ভাবেই সকাল থেকে বাতিল একাধিক বিমান। আর বহু বিমান দেরিতে চলছে। এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, ৪১টি উড়ান ইতিমধ্যেই বাতিল করা হয়েছে।

দৃশ্যমান্যতা কমে যাওয়ায় আজ সকালে কলকাতা বিমানবন্দরে নামতে পারেনি কোনও বিমান। হাতে গোনা কয়েকটি বিমান উড়ছে। স্বাভাবিকভাবেই চরম হয়রানির শিকার হতে হচ্ছে বিমানযাত্রীদের। কতক্ষণে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হবে তা নিয়ে সংশয়ে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।

*মকর সংক্রান্তির পুণ্য লগ্নে গঙ্গাসাগর ও জয়দেব কেন্দুলীতে পুণ্যস্নানে লক্ষ লক্ষ মানুষের ভিড় *


এসবি নিউজ ব্যুরো: রবিবার রাত থেকে গঙ্গাসাগরে চলছে পুণ্য স্নান ৷ মোক্ষলাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে গঙ্গাসাগরে ভিড় জমিয়েছে মানুষজন। কার্যত গঙ্গাসাগর এখনও হয়ে উঠেছে মিনি ভারতে ৷ আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করছেন ৷ আলো ফুটতে না-ফুটতেই ক্রমশ ভিড় বাড়তে লাগল ৷ সবারই লক্ষ্য, সাগরসঙ্গমে ডুব দিয়ে পুণ্যঅর্জন ৷সংক্রান্তির শাহী স্নানের রবিবার রাত থেকে তিথি শুরু হয়েছে ৷ শাহী যোগ থাকবে সোমবার রাত পর্যন্ত ৷ গঙ্গাসাগরের স্নান ঘাটে ৩, ৪ ,৫ নম্বর সব রাস্তাতেই পুণ্যার্থীর ঢল চলেছে সাগর স্নানে ৷ ভিড়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নজরদারির দায়িত্বে থাকা কর্মীদের গলার স্বর ৷ তাঁদের মুখে অবিরত শোনা গিয়েছে, 'আগে চলিয়ে, আগে চলিয়ে' নির্দেশ ৷ মেলা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যেতে পারে তা নিশ্চিত করতে সমস্ত রকমের ব্যবস্থা নিয়ে রেখছে প্রশাসন।

অন্যদিকে,পুণ্য মকরস্নানের মধ্য দিয়ে বীরভূমের জয়দেব কেনদুলিতে শুরু হল ঐতিহ্যবাহী জয়দেব কেন্দুলী মেলা। কাকভোর থেকেই শুরু হয়েছে অজয় নদে মকর স্নান। অপ্রীতিকর ঘটনা এড়াতে বীরভূম জেলা প্রশাসন সমস্ত বন্দোবস্ত করেছে।

*আরও নামল তাপমাত্রা! জেনে নিন আজকের আবহাওয়া*


হাড় কাঁপানো শীতে জুবুথুবু রাজ্যের মানুষ। পৌষ সংক্রান্তিতে তাপমাত্রার বিরাট পতন। জারি হল শৈত্যপ্রবাহের সতর্কতাও৷ ঘন কুয়াশার জন্য সতর্কতা জারি হল উত্তরবঙ্গের অধিকাংশ জেলায়।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একাংশে শৈত্যপ্রবাহ চলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে একধাক্কায় ৫ ডিগ্রি মত কমেছে তাপমাত্রা।আগামী দুদিনে পশ্চিমের জেলা গুলিতে ১০ ডিগ্রির নীচে তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকেই বৃষ্টির সম্ভাবনা।

ওদিকে উত্তরবঙ্গের, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘন কুয়াশা থাকতে পারে। জারি হয়েছে সতর্কতা। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রী সেলসিয়াস।