*ফটো গ্যালারী* *গঙ্গাসাগর মেলা,২০২৪* *সন্ধ্যা আরতির কিছু মুহূর্ত* *ছবি: সঞ্জয় হাজরা ( খবর কলকাতা)।*
ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে সাড়ম্বরে যুব উৎসব পালিত হল বীরভূমের রাজনগরে, উপস্থিত ছিলেন সাংসদ
এসবি নিউজ ব্যুরো: ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে সাড়ম্বরে যুব উৎসব পালিত হল বীরভূমের রাজনগরে। রাজনগর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনটিকে যুবউৎসব হিসাবে পালন করা হল । এই উপলক্ষ্যে রাজনগরের লাউজোড় গ্রাম থেকে চন্দ্রপুর পর্যন্ত একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর চন্দ্রপুরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় এবং চন্দ্রপুর কমিউনিটি হলে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে এবং সদ্য প্রয়াত তাঁতিপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিদ্যুৎ ব্যানার্জির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠান শুরু হয়। নাচ, গান, কবিতা আবৃতি, বসে আঁকো প্রতিযোগিতা, ভলিবল প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি সাড়ম্বরে পালিত হল।
সাংসদ শতাব্দী রায় বলেন," স্বামী বিবেকানন্দের আদর্শ ও ভাব ধারাকে অনুশরন করে যাতে এগিয়ে চলতে পারি, সেই শপথ আমরা করছি"। পাশাপাশি তিনি বলেন, তৃণমূল কর্মীরা সব সময় সাধারণ মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।
যুব উৎসবে শিশুদের অংশ নিতে দেখে সাংসদ বলেন, এই মোবাইল কম্পিউটারের যুগেও এদেরকে একত্রিত করে এখানে এনে উৎসাহিত করতে পেরেছেন উদ্যোক্তারা, এটাই অনেক বড় কথা।
ব্লক সভাপতি সুকুমার সাধু জানান, এই যুব উৎসব এবারে পালন করা হলেও সহকর্মী বিদ্যুৎ ব্যানার্জিকে হারানোয় কোথাও যেন একটু শূন্যতা থেকে গেছে।
ফের উত্তপ্ত ভাঙড়
সামনে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে শাসক-বিরোধী সব রাজনৈতিক দল। এসবের মধ্যে ফের তপ্ত ভাঙড়। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ব্যাপক ঝামেলা দেখা গেল আইএসএফ ও তৃণমূলের মধ্যে। নওশাদ শিবিরের লোকজনকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। উল্টে তৃণমূলের লোকজনদের মারধর ও গুলি করার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। এদিন ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের খড়গাছি এলাকায়। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে ভাঙড় ও চন্দনেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী। এখনও চলছে পুলিশি টহল।
সূত্রে খবর, ঘটনায় এখনও পর্যন্ত মোট ৪ জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। তাঁরা প্রত্যেকেই এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। ঘটনার পর তাঁদের উদ্ধার করে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে প্রাথমিক চিকিৎসার পর সরাসরি তাঁদের কলকাতার সরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। আহতদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গিয়েছে।
মালদহের কেন্দ্রীয় বিদ্যালয়ের মাঠে স্টেডিয়ামের কাজের ভূমি পুজো অনুষ্ঠিত হল
এসবি নিউজ ব্যুরো: বিধায়কের উদ্যোগে মালদহের কেন্দ্রীয় বিদ্যালয়ের মাঠে স্টেডিয়ামের কাজের ভূমি পুজো অনুষ্ঠিত হল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী,পূর্ব রেলের মালদা ডিভিশনের ডি আর এম বিকাশ চৌবে সহ গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা।জানা গিয়েছে,কেন্দ্রীয় বিদ্যালয়ের ১৬ একর জমির ওপরে এই স্টেডিয়াম তৈরী করা হবে। ইতিমধ্যে বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী বিধায়ক তলবিলের ৩৫ লক্ষ টাকা দিয়েছেন। আর বাকি কাজের জন্য ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিধায়ক। ইতিমধ্যে এলাকায় এই ধরনের মাঠ পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা।
ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী জানান,"বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে বীরসা মুন্ডার নামাঙ্কিত এই মাঠের স্টেডিয়ামের শিলান্যস করা হয়েছে। ৩৫ লক্ষ টাকা প্রাথমিক পর্যায়ে দেওয়া হয়েছে। বাকি কাজের টাকার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে.
স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে সিমলা স্ট্রিটে এলেন অভিষেক
আজ স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। সেই উপলক্ষে এদিন সিমলা স্ট্রিটে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বামীজির মূর্তিতে মাল্যদান করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।
এদিন অভিষেক বলেন, " সবাইকে শুভেচ্ছা। প্রতিবার আমি স্বামীজীর বাড়িতে আসি। আগামী দিনে যেন সকলের ভাল কাটে। তাঁর মতাদর্শ যেন সকলে মেনে চলে। রাজনৈতিক কথা বলব না। রাজনৈতিক কথা বলা এখানে অশোভনীয়, অসমীচীন, দৃষ্টিকটু। সকলের আশার অধিকার আছে।"
সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার ২
উত্তর ২৪ পরগনা: সন্দেশখালি কাণ্ডে এখনও অধরা শেখ শাহাজাহান। তবে ইডির ওপর হামলায় ঘটনায় গ্রেফতার ২। ঘটনার ৭ দিন পর অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ২। মেহবুব মোল্লা ও সুকুমার সর্দার নামে ২ জনকে গ্রেফতার করল ন্যাজাট থানার পুলিশ।ওই দিনের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয় ২ জনকে। আজই তাদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে।
*Gangasagar Mela,2024*
Due to illness One patient airlifted Gangasagar to Howrah
Patient Name : Sumitra Devi
Age : 55 years
Sex: Female
W/O : Late Ramdev Bhandari
Address: Paktola Rampatti , P.S-Dumra, Sitamarhi, Bihar , 843302
Diagnosis: Trasient Ischemic Attack.
Refer to : MR Bangur
DOA : 11/01/2024 at 11:15 PM
*গঙ্গাসাগর ,২০২৪*
খবর কলকাতা: পুণ্য লাভের আশায় লক্ষাধিক পূর্ণযাত্রী ইতিমধ্যেই মধ্যে সাগরে চলে এসেছেন। এদিন গঙ্গাসাগর মেলা মাঠের অস্থায়ী হসপিটাল পরিদর্শণ করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা,জেলা স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্য আধিকারিকেরা।লট নম্বর ৮ এ লক্ষাধিক মানুষ লঞ্চ ও ভেসেলে করে পূর্ণ লাভের আশায় পাড়ি দিচ্ছেন গঙ্গাসাগর।
ছবি: সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।
ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, বাড়ি ছেড়ে পলাতক অভিযুক্ত স্বামী
এসবি নিউজ ব্যুরো: ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের ধারা পাড়া গ্রামের। স্বামীর ধারালো অস্ত্রের কোপে খুন হল স্ত্রী। ঘটনায় তীব্র চাঞ্চল্য গোটা গ্রামজুড়ে। ঘটনাস্থলে রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। জানা যায় মৃত গৃহবধুর নাম বন্দনা মুদি।স্বামী মুক্তি মুদি। শুক্রবার সকালে ওই গ্রামের একটি চাষের জমির পাশেই ক্ষত-বিক্ষত অবস্থায় মহিলার মৃতদেহ দেখতে পায় চাষিরা। এরপর খবর ছড়াতেই ঘটনাস্থলে প্রচুর মানুষের জমায়েত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী।এছাড়াও উপস্থিত হন রানাঘাট পুলিশ জেলার এসডিপিও প্রবীর মন্ডল। অভিযুক্ত মুক্তি মুদির ভাই বিদ্যুৎ মুদির দাবী, তার দাদা ও বৌদির সাথে সাংসারিক কারণে কোন সম্পর্ক নেই তাদের।কিন্তু একই বাড়িতে তারা বসবাস করেন। গতকাল রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলেন তারা। সকালে ঘুম থেকে উঠে দেখে দাদার ঘরে দরজা দেওয়া, ভেতরে ঢুকে দেখে দাদা বৌদি কেউ নেই। এরপরেই তাদের কাছে খবর আসে, রক্তাক্ত অবস্থায় বৌদি বন্দনা মুদির মৃতদেহ উদ্ধার হয়েছে একটি চাষের জমি থেকে। বন্দনা মুদির দাদা চাদু ধারা অভিযোগ দায়ের করেন।অভিযুক্ত মুক্তি মুদি কাজকর্ম না করে অহেতুক তার স্ত্রীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার করত। এই অশান্তি মাঝেমধ্যেই তীব্র হওয়ায় শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে গিয়ে আশ্রয় নিত বন্দনা। এর আগেও তার স্বামী একাধিকবার প্রাণে মারার চেষ্টা করেছে তাকে। এই খুনের পেছনে তার স্বামীর হাত রয়েছে বলে দাবি করেন তিনি। যদিও বাড়ি ছেড়ে পলাতক অভিযুক্ত স্বামী মুক্তি মুদি। পরিবারের দাবি, যেভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে অভিযুক্তর যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে থমথমে গোটা গ্রাম। এছাড়াও রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে গ্রাম জুড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট পুলিশ জেলার উচ্চ পুলিশ আধিকারিকরা।
Jan 13 2024, 07:36