ফের উত্তপ্ত ভাঙড়

সামনে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে শাসক-বিরোধী সব রাজনৈতিক দল। এসবের মধ্যে ফের তপ্ত ভাঙড়। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ব্যাপক ঝামেলা দেখা গেল আইএসএফ ও তৃণমূলের মধ্যে। নওশাদ শিবিরের লোকজনকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। উল্টে তৃণমূলের লোকজনদের মারধর ও গুলি করার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। এদিন ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের খড়গাছি এলাকায়। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে ভাঙড় ও চন্দনেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী। এখনও চলছে পুলিশি টহল।

সূত্রে খবর, ঘটনায় এখনও পর্যন্ত মোট ৪ জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। তাঁরা প্রত্যেকেই এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। ঘটনার পর তাঁদের উদ্ধার করে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে প্রাথমিক চিকিৎসার পর সরাসরি তাঁদের কলকাতার সরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। আহতদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গিয়েছে।

মালদহের কেন্দ্রীয় বিদ্যালয়ের মাঠে স্টেডিয়ামের কাজের ভূমি পুজো অনুষ্ঠিত হল

এসবি নিউজ ব্যুরো: বিধায়কের উদ্যোগে মালদহের কেন্দ্রীয় বিদ্যালয়ের মাঠে স্টেডিয়ামের কাজের ভূমি পুজো অনুষ্ঠিত হল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী,পূর্ব রেলের মালদা ডিভিশনের ডি আর এম বিকাশ চৌবে সহ গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা।জানা গিয়েছে,কেন্দ্রীয় বিদ্যালয়ের ১৬ একর জমির ওপরে এই স্টেডিয়াম তৈরী করা হবে। ইতিমধ্যে বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী বিধায়ক তলবিলের ৩৫ লক্ষ টাকা দিয়েছেন। আর বাকি কাজের জন্য ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিধায়ক। ইতিমধ্যে এলাকায় এই ধরনের মাঠ পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা।

ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী জানান,"বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে বীরসা মুন্ডার নামাঙ্কিত এই মাঠের স্টেডিয়ামের শিলান্যস করা হয়েছে। ৩৫ লক্ষ টাকা প্রাথমিক পর্যায়ে দেওয়া হয়েছে। বাকি কাজের টাকার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে.

স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে সিমলা স্ট্রিটে এলেন অভিষেক

আজ স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। সেই উপলক্ষে এদিন সিমলা স্ট্রিটে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বামীজির মূর্তিতে মাল্যদান করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

এদিন অভিষেক বলেন, " সবাইকে শুভেচ্ছা। প্রতিবার আমি স্বামীজীর বাড়িতে আসি। আগামী দিনে যেন সকলের ভাল কাটে। তাঁর মতাদর্শ যেন সকলে মেনে চলে। রাজনৈতিক কথা বলব না। রাজনৈতিক কথা বলা এখানে অশোভনীয়, অসমীচীন, দৃষ্টিকটু। সকলের আশার অধিকার আছে।"

সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার ২

উত্তর ২৪ পরগনা: সন্দেশখালি কাণ্ডে এখনও অধরা শেখ শাহাজাহান। তবে ইডির ওপর হামলায় ঘটনায় গ্রেফতার ২। ঘটনার ৭ দিন পর অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ২। মেহবুব মোল্লা ও সুকুমার সর্দার নামে ২ জনকে গ্রেফতার করল ন্যাজাট থানার পুলিশ।ওই দিনের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয় ২ জনকে। আজই তাদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে।

*Gangasagar Mela,2024*

Due to illness One patient airlifted Gangasagar to Howrah

Patient Name : Sumitra Devi

Age : 55 years

Sex: Female

W/O : Late Ramdev Bhandari

Address: Paktola Rampatti , P.S-Dumra, Sitamarhi, Bihar , 843302

Diagnosis: Trasient Ischemic Attack.

Refer to : MR Bangur

DOA : 11/01/2024 at 11:15 PM

*গঙ্গাসাগর ,২০২৪*


খবর কলকাতা: পুণ্য লাভের আশায় লক্ষাধিক পূর্ণযাত্রী ইতিমধ্যেই মধ্যে সাগরে চলে এসেছেন। এদিন গঙ্গাসাগর মেলা মাঠের অস্থায়ী হসপিটাল পরিদর্শণ করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা,জেলা স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্য আধিকারিকেরা।লট নম্বর ৮ এ লক্ষাধিক মানুষ লঞ্চ ও ভেসেলে করে পূর্ণ লাভের আশায় পাড়ি দিচ্ছেন গঙ্গাসাগর।

ছবি: সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।

ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, বাড়ি ছেড়ে পলাতক অভিযুক্ত স্বামী

এসবি নিউজ ব্যুরো: ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের ধারা পাড়া গ্রামের। স্বামীর ধারালো অস্ত্রের কোপে খুন হল স্ত্রী। ঘটনায় তীব্র চাঞ্চল্য গোটা গ্রামজুড়ে। ঘটনাস্থলে রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। জানা যায় মৃত গৃহবধুর নাম বন্দনা মুদি।স্বামী মুক্তি মুদি। শুক্রবার সকালে ওই গ্রামের একটি চাষের জমির পাশেই ক্ষত-বিক্ষত অবস্থায় মহিলার মৃতদেহ দেখতে পায় চাষিরা। এরপর খবর ছড়াতেই ঘটনাস্থলে প্রচুর মানুষের জমায়েত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী।এছাড়াও উপস্থিত হন রানাঘাট পুলিশ জেলার এসডিপিও প্রবীর মন্ডল। অভিযুক্ত মুক্তি মুদির ভাই বিদ্যুৎ মুদির দাবী, তার দাদা ও বৌদির সাথে সাংসারিক কারণে কোন সম্পর্ক নেই তাদের।কিন্তু একই বাড়িতে তারা বসবাস করেন। গতকাল রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলেন তারা। সকালে ঘুম থেকে উঠে দেখে দাদার ঘরে দরজা দেওয়া, ভেতরে ঢুকে দেখে দাদা বৌদি কেউ নেই। এরপরেই তাদের কাছে খবর আসে, রক্তাক্ত অবস্থায় বৌদি বন্দনা মুদির মৃতদেহ উদ্ধার হয়েছে একটি চাষের জমি থেকে। বন্দনা মুদির দাদা চাদু ধারা অভিযোগ দায়ের করেন।অভিযুক্ত মুক্তি মুদি কাজকর্ম না করে অহেতুক তার স্ত্রীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার করত। এই অশান্তি মাঝেমধ্যেই তীব্র হওয়ায় শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে গিয়ে আশ্রয় নিত বন্দনা। এর আগেও তার স্বামী একাধিকবার প্রাণে মারার চেষ্টা করেছে তাকে। এই খুনের পেছনে তার স্বামীর হাত রয়েছে বলে দাবি করেন তিনি। যদিও বাড়ি ছেড়ে পলাতক অভিযুক্ত স্বামী মুক্তি মুদি। পরিবারের দাবি, যেভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে অভিযুক্তর যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে থমথমে গোটা গ্রাম। এছাড়াও রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে গ্রাম জুড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট পুলিশ জেলার উচ্চ পুলিশ আধিকারিকরা।

যুব দিবস উপলক্ষ্যে খড়দহের রহড়া রামকৃষ্ণ মিশনে উপস্থিত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী

উত্তর ২৪ পরগনা: যুব দিবস উপলক্ষ্যে শুক্রবার উত্তর ২৪ পরগনা খড়দহের রহড়া রামকৃষ্ণ মিশনে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী।বিভিন্ন সময়ে রাজনৈতিক মন্তব্য করে এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিচারপতি অভিজিৎ গাঙ্গুল। এদিন তিনি স্বীকারও করেছেন। নিজের মুখেই বললেন 'বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক প্রশ্নের উত্তর দিয়ে থাকি, তবে আজকের দিনে সেই সব রাজনীতিকে দূরে সরিয়ে রাখাই ভালো।' স্বামীজীর চিন্তাভাবনা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক তা নিয়ে তিনি বলেন 'স্বামীজি যে সময় এসব চিন্তা-ভাবনা করতেন সেটা আজকের নয়, তখন ভারত স্বাধীন হয়নি কিন্তু আজ ভারত স্বাধীন হয়েছে। ভারতবর্ষ বেশ কিছুটা এগিয়ে গিয়েছে কিন্তু এই সময়ের মধ্যে আরও কিছুটা অগ্রসর হওয়ার উচিত ছিল। সেটা হয়তো আগামী দিনে অ্যাচিভ করবে, এটা আমাদের বিশ্বাস।'

তবে এদিন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এবং বিধায়ক তাপস রায় সহ একাধিক জায়গায় ইডির অভিযান নিয়ে কোন মন্তব্য করতে চাইলেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী। এ ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে বিচারপতি বলেন 'আমি জানিনা। আজকে এ সম্পর্কে কোন মন্তব্য করব না। দয়া করে আমাকে এসব প্রশ্ন করবেন না।' যদিও তিনি বলেন বিবেকানন্দের চিন্তা, ভাবনা, দর্শন আজকের দিনে যথেষ্ট প্রাসঙ্গিক।'

যুব সমাজদের প্রতি তার বার্তা আপনারা ভালো থেকে মন্দের পার্থক্য করার কাজটা ভালো করে করুন। অর্থাৎ ভালো টাকে ভালো এবং মন্দ টাকে মন্দ এইটা বাছাই করা শিখুন।'

স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করলেন অভিষেক

স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে টুইট করে শ্রদ্ধা নিবেদন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। তিনি টুইটে লেখেন,

স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে, আমি মহান আইকনকে শ্রদ্ধা জানাই। তার ভ্রাতৃত্ব ও ঐক্যের নিরন্তর বার্তা কঠিন সময়ে গভীর প্রাসঙ্গিকতার সাথে অনুরণিত হয়।"

তিনি আরও লেখেন,"স্বামীজির দীর্ঘস্থায়ী দৃষ্টিভঙ্গি যুবসমাজকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। " আজ স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে নানান অনুষ্ঠান।

ইডি অভিযান নিয়ে টুইট করলেন শুভেন্দু

আজ ১২ জানুয়ারি। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী তথা জাতীয় যুব দিবস। আজ বিভিন্ন জায়গায় স্মরণ করা হচ্ছে বিবেকানন্দকে। আর আজকের দিনেই গুরুত্বপূর্ণ অভিযানে নেমে পড়েছে ইডি। মন্ত্রী, বিধায়ক ও কাউন্সিলর, একযোগে তিন হেভিওয়েটের ঠিকানায় চলছে ইডির তল্লাশি অভিযান।

আর এই ইডির অভিযানের মধ্যেই কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি কটাক্ষ করে বললেন, “ব্যাগ গুছিয়ে রাখুন, শীতের পোশাকও নিয়ে রাখবেন”।

শুভেন্দুর কথায়, পুর নিয়োগ দুর্নীতিতে সুজিত বসুর প্রত্যক্ষ যোগ ছিল। আর এর একাধিক প্রমাণ পেয়েছে ইডির আধিকারিকরা। “বিনা প্রমাণে তো আর ইডি অভিযান করছে না। তথ্য পেয়েছে বলেই, আজকের পুণ্য দিনে ভোর ভোর বেরিয়ে পড়েছে ইডি। শুভ দিনে শুভ কাজ করছে ইডি। সুজিত বসু, দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত। একাধিকবার আমি বা অন্যরা বলেছেন। এবার নজরে এসেছেন তিনি”।