পথ অবরোধে মিড ডে মিল কর্মী ইউনিয়ন
বাঁকুড়াঃ মাসিক ১৮ হাজার টাকা বেতন, সরকারী কর্মীর স্বীকৃতি, পি.এফ, বোনাস প্রদান সহ ১৩ দফা পেশাগত দাবিতে এবার পথ অবরোধে সামিল হলেন এ.আই.ইউ.টি.ইউ.সি সমর্থিত সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের সদস্যারা। বুধবার ওই সংগঠনের সদস্যারা সারেঙ্গার পিরলগাড়ি মোড়ে বিক্ষোভ মিছিলের পাশাপাশি বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর ওই জায়গাতেই পথ অবরোধ করেন। এদিনের এই অবরোধে সাময়িকভাবে যানচলাচল ব্যাহত হয়।
ওই সংগঠনের তরফে বলা হয়েছে, মাসিক ১৫০০ টাকা ভাতায় তাঁরা কাজ করেন। কিন্তু প্রতিনিয়ত যেভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে তাতে ওই সামান্য টাকায় সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। এই অবস্থায় নিজেদের দাবির সমর্থণে প্রশাসনিক স্তরে আবেদন নিবেদনের পাশাপাশি রাজ্য জুড়ে আন্দোলন কর্মসূচীও তাঁরা শুরু করেছেন। দাবি আদায়ের লক্ষ্যে সংগঠনের তরফে আগামী কর্মসূচীর রুপরেখা তৈরী করতে আগামী ২৯ ডিসেম্বর কলকাতায় কনভেনশনের ডাক দেওয়া হয়েছে। এমনকি দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি কর্মবিরতির পথেও তাঁরা যাবেন বলে হুঁশিয়ারী দেন।
Dec 27 2023, 17:13