চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত নদীয়ার কৃষ্ণনগরের সদর হাসপাতাল চত্বর

নদীয়া:চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল কৃষ্ণনগরের সদর হাসপাতাল চত্বর। শারীরিক অসুস্থতা নিয়ে আজ সকালে সদর হাসপাতালে ভর্তি হন জালালখালির অন্তঃসত্ত্বা গৃহবধূ দেবিকা রায়(২৪)। অভিযোগ প্রথমে কোনো চিকিৎসক তাকে দেখেনি।

বেশ কিছুক্ষণ পর চিকিৎসক তাকে দেখেন এবং সুস্থ আছে জানিয়ে ছুটি দিয়ে দেন। এরপর পরিবারের লোকজন তাঁকে বাড়ি নিয়ে যায়। অভিযোগ সন্ধ্যায় তিনি ফের অসুস্থ হয়ে পড়েন। তাকে পুণরায় সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসাপাতালে বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর পরিবারে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালী থানার পুলিশ। এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে।

পুনর্বাসনের দাবিতে জলপাইগুড়ির সাংসদের শরনাপন্ন জলপাইগুড়ি স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা

এসবি নিউজ ব্যুরো: জলপাইগুড়ি স্টেশন আধুনিকরণ করা হচ্ছে। ইতিমধ্যেই স্টেশন সংলগ্ন দোকান সরিয়ে নিয়ে যাওয়ার নোটিশ পাঠিয়েছি রেলবোর্ড। তাই পুনর্বাসনের দাবিতে জলপাইগুড়ির সাংসদ ডা: জয়ন্ত রায়ের সাথে দেখা করলেন জলপাইগুড়ি স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা। প্রায় শতাধিক ব্যবসায়ী এদিন বিকেলে সাংসদের বাসভবনে উপস্থিত হন। ব্যবসায়ী সমিতির পাঁচ প্রতিনিধি এদিন সাংসদের সাথে আলোচনা করেন। উল্লেখ্য, জলপাইগুড়ি টাউন স্টেশন আধুনিকরণের স্বার্থে রেলের তরফে স্টেশন বাজার এলাকার ব্যবসায়ীদের একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। আগামী ২১ তারিখে কাটিহার ডিভিশনে ব্যবসায়ীদের যোগাযোগ করতে বলা হয়েছে।

জানা গিয়েছে, স্টেশন বাজার এলাকায় ৫০০ জনের বেশি স্থায়ী ব্যবসায়ী রয়েছেন যারা দীর্ঘ কয়েক দশক ধরে এখানে ব্যবসা করছেন। এখন উচ্ছেদের আশঙ্কায় তাদের ঘুম উড়েছে। এদিন সাংসদের সাথে বৈঠকের পর সন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তারা চাইছেন তাদের জন্য যেন একটি বিকল্প ব্যবস্থা করা হয়। অন্যদিকে সাংসদ বলেন, রেলের উন্নয়নের জন্য জায়গার প্রয়োজন আছে। তবে এ নিয়ে যাতে একটি সমাধান সূত্র বের করা যায় তা নিয়ে রেলের আধিকারিকদের সাথে আলোচনা করব।

তমলুকের বহিচাড় গ্ৰামে গীতা পাঠ এবং বস্ত্রদানের আয়োজন করে একটি ধর্মীয় সংগঠন

এসবি নিউজ ব্যুরো: বিজেপি ২৪ শে ডিসেম্বর কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বসছে গীতা পাঠের আসর। সেই গীতা পাঠের সফল করার জন্য আজ পূর্ব মেদিনীপুরের তমলুকের বহিচাড় গ্ৰামে গীতা পাঠ এবং বস্ত্রদানের আয়োজন করেন একটি ধর্মীয় সংগঠন।গীতা পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

গীতা পাঠ অনুষ্ঠানে এসে শুভেন্দু অধিকারী নাম না করে মহুয়া মৈত্রকে আক্রমণ করে বলেন কালি ঠাকুর সম্পর্কে বিরুপ মন্তব্য করেছিল, তাই আজকে প্রাক্তন সাংসদ হয়ে গেছেন। দিঘাতে যে জগন্নাথ মন্দির হচ্ছে, সেটা সরকারি টাকায় হচ্ছে। আর রামমন্দির নির্মান হচ্ছে জনগনের দানের টাকায়। দিঘায় হচ্ছে জগন্নাথ মন্দির ও সাংস্কৃতিক কেন্দ্র।

আগামী ২২শে জানুয়ারি রামন্দিরে প্রাণ প্রতিষ্ঠার দিন । মধ্যপ্রদেশ, ছত্তিসগড় সরকার প্রবীণ নাগরিকদের রামমন্দির দর্শণ করানোর ব্যাবস্থা করছে। রাম মন্দির উদ্বোধনের আগে ১৫ দিন ধরে রাম সৈনিকরা গ্রামে গ্রামে ঘুরে আমন্ত্রণপত্র পৌঁছে দেবে ৬ লক্ষ পরিবারের কাছে। এদিন প্রদীপ দানের কর্মসূচিও ঘোষণা করেন বিরোধী দলনেতা।

কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির

বাঁকুড়া: জাতীয় কংগ্রেস নেতা বীরেন মহান্তী ও কল্যাণী প্রসাদ সিংহ চৌধুরীর ৪০ তম প্রয়াণ দিবসে ৩৯ তম রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। রবিবার সিমলাপাল ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে লক্ষীসাগরে একটি বেসরকারী স্কুলে এই শিবিরে ২ জন মহিলা সহ ২৬ জন রক্তদান করেন।

সিমলাপাল ব্লক কংগ্রেস কমিটির তরফে জানানো হয়েছে, দলের প্রয়াত নেতা বীরেন মহান্তী ও কল্যাণী প্রসাদ সিংহ চৌধুরীর স্মৃতিতে প্রতি বছর রক্তদান শিবিরের আয়োজন করা হয়। চলতি বছরে এই শিবির ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। একই সঙ্গে এদিন সিমলাপাল ব্লক কংগ্রেস সম্মেলন অনুষ্ঠিত হয়। রক্তদান শিবির ও ব্লক কংগ্রেস সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কিষাণ কংগ্রেস কমিটির সভাপতি তপন দাস, সাধারণ সম্পাদক সৌমেন পাল, সদস্য তুষার কান্তি সন্নিগ্রহী, সিমলাপাল ব্লক কংগ্রেস কমিটির সভাপতি রণজিৎ কুমার চন্দ প্রমুখ।

বীরভূমের ভবানীপুরের বেলেড়া গ্রামে মন্দির কমিটির তরফে বলিদান প্রথা বাতিল করে রক্তদান শিবির

এসবি নিউজ ব্যুরো: বীরভূমের ভবানীপুরের বেলেড়া গ্রামে মন্দির কমিটির তরফে বলিদান প্রথা বাতিল করে রক্তদান শিবির আয়োজন করল। এখানের বেলেড়া মা দুর্গা মন্দিরে প্রতিবছর দুর্গাপূজার সময় কয়েকশো ছাগ বলিদান করা হয়। কিন্তু এবছর মন্দির কমিটির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এরপর থেকে আর কোনো বলিদান এই মন্দিরে হবে না। এই উদ্দেশ্যেই রবিবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল। ৩১জন রক্তদাতা এদিন স্বেচ্ছায় রক্তদান করলেন। যারা আজ রক্তদান করেছেন তাদের নামে সংকল্প করে মন্দিরে পুজো দেওয়া হবে বলে মন্দির কমিটির তরফে জানা গিয়েছে। প্রত্যেক রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দেওয়ার পাশাপাশি কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।

পাশাপাশি,তাদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয় উপহার হিসেবে। এদিন মন্দিরের প্রাক্তন পুরোহিত প্রয়াত রামচন্দ্র শিকদার ও বেচারাম শিকদারের আত্মার শান্তি কামনা করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি জীবন আচার্য, সমাজসেবী রানা প্রতাপ রায়, শিক্ষক মানিক চন্দ্র সাহা, শিক্ষক অগ্রদূত সাধু, আধিকারিক চন্দ্রশেখর মন্ডল, সেবাইত দেবাশীষ চক্রবর্তী ও সেবাইত অরূপ ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সন্ত্রাসবাদ রুখতে সুন্দরবনের সুরক্ষা নিয়ে নয়া পরিকল্পনা বিএসএফের

সুন্দরবন ম্যানগ্রোভ অঞ্চলকে সুরক্ষিত রাখতে বিএসএফের তরফ থেকে নেওয়া হল উদ্যোগ। চোরাচালান ও অনুপ্রবেশের বিরুদ্ধে ভারত-বাংলাদেশ সীমান্ত সুন্দরবনকে রক্ষা করতে বিএসএফের তরফে ১,১০০ জনেরও বেশি কর্মীকে রাখা হবে । শুধু তাই নয় সুন্দরবনকে রক্ষা করতে প্রায় ৪০ টি ড্রোনের একটি স্কোয়াড্রন এবং অল-টেরেন ভেহিকেল (এটিভি) রয়েছে। জানা গিয়েছে, কলকাতায় অবস্থিত সীমান্ত বাহিনীর ইস্টার্ন কমান্ড এই পরিকল্পনার ব্লুপ্রিন্ট তৈরি করেছে ।

তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চূড়ান্ত অনুমোদনের জন্য অপেক্ষায় রয়েছে এই ব্লুপ্রিন্ট পরিকল্পনা। সুন্দরবন ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের একটি কৌশলগত ও গুরুত্বপূর্ণ এলাকা। তাই জটিল অরণ্য ও নদীতীরবর্তী এলাকাটি সন্ত্রাসী ও অপরাধীদের আন্তঃসীমান্ত অনুপ্রবেশের জন্য ব্যবহার করতে পারে বলে মনে করা হচ্ছে। তাই ওই অঞ্চলকে নিরাপত্তা দিতে প্রস্তুত বিএসএফরা। বর্তমানে বিএসএফ প্রায় ৫০টি ছোট-বড় স্পিডবোট ও জাহাজের বহর নিয়ে সুন্দরবন এলাকায় টহল দিচ্ছে। জাহাজগুলোকে বলা হয় ভাসমান বর্ডার আউটপোস্ট (বিওপি)।

বর্তমানে সীমান্ত রক্ষী বাহিনীকে ভারতের পূর্ব দিকের ভারত-বাংলাদেশ সীমান্তের পুরো ৪,০৯৬ কিলোমিটার পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। যার মধ্যে ২,২১৬.৭ কিলোমিটার পশ্চিমবঙ্গে অবস্থিত। এই ২,২১৬.৭ কিলোমিটারের মধ্যে ৩০০ কিলোমিটার সুন্দরবনের নদী সীমানা। বিএসএফটহল দল বর্তমানে সুন্দরবনে প্রতিনিয়ত চলাচলকারী ভাসমান জাহাজগুলিতে করে পরিদর্শন করছে। একথায় সুন্দরবনকে রক্ষা করতে তৎপর বিএসএফ বাহিনীরা।

তারাপীঠ মন্দির কমিটির তরফে বিশেষ নির্দেশিকা জারি,নো সেলফি

 এসবি নিউজ ব্যুরো: পর্যটক থেকে পূজারী সকলকেই এবার থেকে তারাপীঠ মন্দিরে প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মানতে হবে।তারাপীঠ মা তারা মন্দিরে এসে মায়ের পূজো দেওয়ার পর মায়ের সাথে একটা ছবি তোলার ইচ্ছে সকলেরই থাকে। কিন্তু আগামীকাল থেকে সেই ইচ্ছায় ঘাটা পড়তে চলেছে দর্শনার্থীদের।

তারাপীঠ তারামাতা সেবাইত সংঘ এবং মন্দির কমিটির তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে মা তারার গর্ভগৃহে ছবি তোলা এবং মায়ের সঙ্গে ছবি তোলা (সেলফি) সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এছাড়াও কোন সহকারি পূজারী ও দর্শনার্থীদের স্মার্টফোন নিয়ে মন্দির চত্বরে প্রবেশ করা যাবে না।ছবি তুলতে তুলতে কোন পূজারি অথবা দর্শনার্থী গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না।

*কমরেড বাসুদেব আচারিয়ার স্মরণ সভা*

এসবি নিউজ ব্যুরো: প্রয়াত কমরেড বাসুদেব আচারিয়ার স্মরণ সভা অনুষ্ঠিত হল পুরুলিয়ায়। এদিন এই সভায় বক্তব্য রাখেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্র ও সিপিএমের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সীতারাম ইয়েচুরি । সাংবাদিক সম্মেলনে সীতারাম ইয়েচুরি বলেন , "INDIA জোটে তারা আছেন । কিন্তু রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা জোট হবে ।আবার পশ্চিমবঙ্গে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করবে বামফ্রন্ট। সঙ্গে সঙ্গে সংসদ হামলার ঘটনায় বিজেপিকে তীব্র নিশানা করে বলেন, '' যার অনুমতি পত্র নিয়ে সংসদ ভবনে যে সকল ব্যক্তি ঢুকে গ্যালারি থেকে ঝাঁপ দিয়ে রঙ্গিন গ্যাস ফাঠানো হয়েছিল ।সেই সংসদ বিজেপির হওয়ায়‌ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু যারা প্রশ্ন তুলেছিল তাদেরকেই সাসপেন্ড করে দেওয়া হয়েছে।"

তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলায় ভাঙলো বুকের পাঁজর বিজেপি কর্মীর

 এসবি নিউজ ব্যুরো: ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের অন্তর্গত মাগুরমারি ১ নং গ্রাম পঞ্চায়েতের ঝাড় মাগুরমাড়ির পাইকার পাড়া এলাকায়। অভিযোগ এদিন বিজেপি কর্মী এফাজুদ্দিন বাড়ির কাজের জন্য শ্রমিক ডাকতে যায় বাড়ির পাশেই কিছুটা দূরে। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী মহম্মদ আজাদ ও মহম্মদ রাজু ,দুই ব্যাক্তি অতর্কিত বিজেপি কর্মীর উপর হামলা চালায় বলে অভিযোগ। মাটিতে ফেলে চলে বেধড়ক মারধর। চলে লাথি, চর, ঘুসি, এতেই গুরুতর আহত হন বিজেপি কর্মী।

খবর পেয়ে আহত ব্যক্তির পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষার পর রেফার করা হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকের প্রাথমিক অনুমান বুকের পাঁজর ভেঙে থাকতে পারে। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ জানাবেন বলে পরিবারের সদস্যরা জানান।

পাস দেওয়া বিজেপি সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নিক কেন্দ্রীয় সরকার, সংসদ ভবনে হামলার প্রসঙ্গে কেন্দ্রকে তোপ অরূপ রায়ের

 এসবি নিউজ ব্যুরো: সংসদ ভবনে আক্রমণের ২২ বছর পূর্তির দিনেই ফের লোকসভা চলাকালীন হামলার ঘটনা ঘটে। আর এই হামলার দায় কেন্দ্রীয় সরকার তথা বিজেপির বলেই দাবি করলেন বাণিজ্যিক খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী অরূপ রায় বলেন,' যে বিজেপি সাংসদ এদেরকে সাংসদ ভবনে ঢোকার জন্য পাস দিয়েছিলো, তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কড়া ব্যবস্থা নিক।

আমরা এই ঘটনাতে সরাসরি বিজেপিকেই দায়ী করছি। ওই সাংসদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক।" এছাড়াও মহুয়া মৈত্র এমন কোন কাজ করেন নি যার জন্য তার সাংসদ পদ খারিজ করে দেওয়া হল। আসলে মহুয়া স্পষ্টবাদী তাই তাকে কেন্দ্রীয় সরকার ভয় পায়। সে আবার তার লোকসভা কেন্দ্র থেকে দ্বিগুন ভোটে জয়ী হয়ে আসবে।'

এছাড়াও তৃণমূল নেতৃত্বের সঙ্গে সাংসদ ভবন কাণ্ডের মূল চক্রান্তকারী ললিতের ছবি প্রসঙ্গে মন্ত্রী দাবি করেন,' এখন সবার হাতেই ক্যামেরাযুক্ত মোবাইল ফোন থাকে। কেউ যখন খুশি ছবি তুলতেই পারে, এটা বলা যায় না। যদিও সাংসদ ভবনের নিরাপত্তা আরও শক্তপোক্ত হওয়া উচিৎ ছিল। যে কেউ হাতে স্মোক বোম্ব নিয়ে ঢুকে পড়ছে। আমি তো এটাও শুনেছি তাদের নিজেদের গায়ে আগুন জ্বালানোর পরিকল্পনাও ছিল।' পাশাপাশি, বিজেপি শিবিরের তোলা তৃণমূল মানেই চোর স্লোগানকে কটাক্ষ করে মন্ত্রী বলেন,' দেশবাসী জানে কারা চোর।'