*কোলাঘাটে সুন্দরী প্রতিযোগিতা,মহিলাদের উন্মাদনা*

কোলাঘাট: রাজ্যের আটটি জেলার প্রায় শতাধিক মেকআপ আর্টিস্ট তাদের সাজানো মডেলদের মঞ্চে উপস্থাপিত করেন।

প্রতিযোগিতা হয় ব্রাইডাল, ক্রিয়েটিভ এবং রেট্রো লুক এই তিনটি বিভাগে। সব বিভাগ মিলে মোট ষোলোজনকে স্বর্ণ ও রৌপ্য অলঙ্কার, শাড়ি, স্মারক এবং ট্রফি প্রদান করে পুরস্কৃত করা হয়। মেকআপ আর্টিস্টদের শিল্প ভাবনায়, সাজস্বজ্জার বৈচিত্র্যে এবং ঝলমলে উপস্থাপনায় উপস্থিত দর্শকবৃন্দ মুগ্ধ হন

উৎসব কমিটির পক্ষে বিউটিসিয়ান সোমা বেরা জানান রূপচর্চা এখন বৃহৎ শীল্পে পরিণত হয়েছে। সেই শিল্প এবং শিল্পীদের সম্মান জানাতে এই আয়োজন। এই আয়োজন ঘিরে আগ্রহী দর্শকদের ভিড় হয়েছিল উল্লেখযোগ্য।

উল্লেখ্য , হরেকরকম অনুষ্ঠান, প্রতিযোগিতা, প্রর্দশনী এবং গ্রামীণ মেলার আয়োজন সমৃদ্ধ কোলাঘাট উৎসবের আজ ই ছিল উৎসবের সমাপ্তি দিন।

খাস কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নোনাপুকুর এলাকার একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করে ভয়াবহ আগুন লেগে যায়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশে। বাড়ি থেকে গলগল করে বের হচ্ছে কালো ধোঁয়া। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা।

মনে করা হচ্ছে আগুন লাগার জেরে এখনও বেশ কয়েকজন ওখানে আটকে পড়েছে। তবে এখনও পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায় নি। কী করে এই আগুন লাগলো তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

কলকাতায় ১১ তম টাটা স্টিল কলকাতা 25k ম্যারাথন

খেলা

কলকাতা: রবিবার সকালেই শুরু হয় ১১ তম টাটা ম্যারাথন । ভোর রাত থেকে রেড রোডে জমায়েত হন মানুষজন। এদিনের অনুষ্ঠানে শুরুতে উপস্থিত ছিলেন সস্ত্রীক রাজ্যপাল সি ভি আনন্দ বোস, দমকল মন্ত্রী সুজিত বসু, কলকাতা পুর পারিষদ তথা বিধায়ক দেবাশীস কুমার। সকলের মত স্বাস্থ্য সচেতনতা সবসময় প্রয়োজন, আগামী দিনে এই কর্মসূচি আরও বেশি হোক বলেই মনে করছেন তারা।এদিন, সাংবাদিকদের সামনে রাজ্যপাল বোস বলেছেন, “ভারত দৌড়চ্ছে, কলকাতা দৌড়চ্ছে, বাংলা দৌড়চ্ছে, পুরো পৃথিবী দৌড়চ্ছে। আমরা সকলে দৌড়চ্ছি একতা, শান্তি,সম্প্রিতীর জন্য।” রাজ্যপালের কথায়, রাজনীতি খেলাধুলার মধ্যে প্রবেশ করলে গন্ডগোল বাধে। তাই সকলের মধ্যে ‘স্পোর্টসম্যান’ স্পিরিট থাকা প্রয়োজনীয়। দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, “শরীর স্বাস্থ্য ভাল না থাকলে কোনও কাজ ভাল হয় না। এখানে যাঁরা প্রতিযোগী তাঁরা সবাই প্রথম হবেন এমন কোনও ব্যাপার নেই। কিন্তু অংশ গ্রহণ করাই বড় ব্যাপার। একদিন দৌড়লে হবে না, রোজ দৌড়তে হবে।" প্রচুর সাধারণ মানুষ এদিনের এই ম্যারাথনে যোগদান করেন। ভারতীয় দের মধ্যে ছেলে ও মেয়েদের বিভাগে জয়ী হন

আজ রবিবার ছুটির দিনে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আয়োজিত হয় ছাত্র-ছাত্রীদের মেধা অন্বেষণ পরীক্ষা ।

 নদীয়া:অতিতে বিভিন্ন সংগঠনের এবং স্কুলের পক্ষ থেকে মেধা পরিষার ব্যবস্থা করা হলেও এখন আর সেই সব দেখা যায় না । কিন্তু পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে সেই মেধা পরিক্ষা গুরুত্ব বুঝে তারা তাদের মতো করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আজও আয়োজন করে এই মেধা পরিক্ষার । আজ নদিয়ার শান্তিপুরে আয়োজন করা হয় এই মেধা পরিক্ষার । পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে শান্তিপুরের বিভিন্ন স্কুলকে সঙ্গে নিয়ে একটি বিজ্ঞান মেধা পরিক্ষার আয়োজন করা হয় । পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের শান্তিপুর শাখার এক সদস্য জানান বিভিন্ন স্কুলকে সঙ্গে নিয়ে এই মেধা পরিক্ষার আয়োজন করা হয়েছে ।

এই পরিক্ষা হয় পঞ্চম শ্রেনি থেকে অষ্টম শ্রেনি পর্যন্ত ছাত্র ছাত্রীদের নিয়ে বিজ্ঞান এবং অংক এই দুইয়ের পরিক্ষা নেওয়া হচ্ছে । মোট ১ ঘন্টার পরিক্ষা । এই পরিক্ষা নিয়ে ছাত্র ছাত্রীর অভিভাবকরা জানান যে এই পরিক্ষা প্রতিবছর নেওয়া উচিত । এটি একটি ভালো উদ্যোগ । এই পরিক্ষা মাধ্যমে বিজ্ঞান কি বিষয় বিজ্ঞান আমরা কেন পড়বো সেই সম্পর্কে ধারনা আসবে এবং বিজ্ঞান পড়ায় অনেক আগ্রহ বাড়বে ছাত্রছাত্রীদের ।

*চতুর্থ মহিষাদল স্পোর্টস ফেস্টিভ্যাল*

মহিষাদল: শিক্ষা,সংস্কৃতি ও ক্রীড়ার শহর মহিষাদল। সেই শহরে বসতে চলেছে তিনদিনের চতুর্থ মহিষাদল স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২৪।রবিবার বিপন্নবন্ধুর সভাগৃহে বৈঠকে ঘোষনা করা হয় আগামী ১ মার্চ ২০২৪ থেকে ৩রা মার্চ ২০২৪ তিনদিন ধরে বসবে মহিষাদল স্পোর্টস ফেস্টিভ্যাল -২০২৪।

পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে শুরু হচ্ছে তিন দিনের স্পোর্টস ফেস্টিভ্যাল। জেলার প্রতিভাকে রাজ্যস্তরে তুলে ধরার লক্ষ্যে স্পোর্টস ফেস্টিভ্যালের আয়োজন। নব প্রজন্মকে খেলার প্রতি আগ্রহী করে তুলতে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে স্পোর্টস ফেস্টিভ্যাল শুরু হচ্ছে। মহিষাদল সুইমিং ক্লাবের আয়োজনে এই স্পোর্টস ফেস্টিভ্যালে গোটা রাজ্যের পাশাপাশি ভিন দেশের প্রতিযোগিরা বিভিন্ন প্রতিযোতায় অংশগ্রহন করবে। সুইমিং,ম্যারাথন, ফুটবল সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা থাকছে মহিষাদল স্পোর্টস ফেস্টিভ্যাল।

সংগঠনের সম্পাদক কঙ্কন প্রানিগ্রাহী জানান, প্রান্তিক এলাকার ছেলেমেয়েদের খেলার আগ্রহ বাড়িয়ে তৃণমূল স্তর থেকে তুলে তাদের রাজ্য ও আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতেই আমাদের এই প্রয়াস।

ইনসাফ যাত্রায় বাধা, বিরোহীতে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ

নদীয়া:কাজ ও শিক্ষার অধিকার বুঝে নাও, দুর্নীতিবাজ দাঙ্গাবাজ হাটাও, এই স্লোগান তুলে কোচবিহার থেকে শুরু হয়েছে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ইনসাফ যাত্রা। রবিবার ৪৫ দিনে সেই ইনসাফ যাত্রা নদিয়ার চাকদা হয়ে বিরোহী এসে পৌঁছলে বাধার মুখে পড়ে। পুলিশ প্রশাসনের তরফে যুব নেতৃত্বকে উদ্দেশ্য করে কটূক্তি করা হয়। অভিযোগ, জনৈক পুলিশ আধিকারিক বাম যুব নেতৃত্বকে বলেন, তোরা তো আর ক্ষমতায় আসতে পারবি না। তাহলে এসব করে লাভ কী?

এর প্রতিবাদ জানিয়ে ইনসাফ যাত্রার বামকর্মীরা পথ অবরোধ করে। পরে পুলিশ প্রশাসন অন্যায়ের ক্ষমা চেয়ে নেওয়ায় আধঘন্টা পরে বিরহীতে ১২ নম্বর জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে নেন। এরপর ডিওয়াইএফআই-এর নেতৃত্ব ও কর্মীদের পদযাত্রা রওনা দিলো মদনপুর, গয়েশপুর ও কল্যাণীর উদ্দেশ্যে। এরপর রওনা দেবে উত্তর ২৪ পরগনার দিকে।

এই পথসভায় ও পদযাত্রায় নেতৃত্বে রয়েছেন মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা। এছাড়াও একাধিক নেতৃত্ব ও কর্মীরা।

এক প্রাক্তন পুলিশ কর্মী সহ দুই পুলিশের বাড়িতে চুরি

উত্তর ২৪ পরগনা: এক প্রাক্তন পুলিশ কর্মীর বাড়ির মন্দিরে চুরি , প্রতিমার গা থেকে ২৩ থেকে ২৫ ভরি সোনার গয়না এবং একটি হীরের টিপ এবং আর এক পুলিশ অফিসারের বাড়িতে চুরি এবং প্রয়োজনীয় নথিপত্র পুড়িয়ে দিল দুষ্কৃতীরা । ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ ।বসিরহাট ৯ নম্বর ওয়ার্ডের ঘটনা ।মিঠুন সর নামে এক পুলিশ অফিসার বাড়িতে না থাকায় বাড়ির গেট ভেঙে বাড়িতে ঢুকে চুরি করে এবং বাড়ির প্রয়োজনীয় কাগজপত্র এবং বিভিন্ন জিনিস আগুনে পুড়িয়ে দেয় । পাশাপাশি অরিজিৎ সিং নামে এক প্রাক্তন পুলিশের বাড়ির মন্দিরের জানলা ভেঙে চুরি । আনুমানিক ২৩ থেকে ২৫ ভরি সোনার গয়না এবং একটি হীরের টিপ নিয়ে পালায় চোর ।

এক রাতে পাশাপাশি দুই পুলিশের বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক এলাকায় ।ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ ।

হালিশহর জগন্নাথ ঘাটে গঙ্গা থেকে কলসযাত্রা

উত্তর ২৪ পরগনা: এলাকার মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধির জন্য কলস যাত্রার মধ্য দিয়ে জয় মাতাজির পুজোর সূচনা হল হালিশহরের হাজিনগরে।এম সি মিত্র রোডে জয় মাতাজির জাগরন মঞ্চের উদ্যোগে এই কলস যাত্রা শুরু হয়।

সকালে হালিশহর জগন্নাথ ঘাটে গঙ্গা থেকে জল নিয়ে প্রায় ৫০০ মহিলা কলস মাথায় শোভাযাত্রা সহকারে এম সি মিত্র রোডের পুজো প্রাঙ্গনে এসে উপস্থিত হয়। এরপরেই জয় মাতাজির হালিশহর জগন্নাথ ঘাটে গঙ্গা থেকে পুজো পাঠ আরম্ভ হয়।

মালদা জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির প্রথম জেলা সম্মেলন

 এসবি নিউজ ব্যুরো: মালদহ কালিয়াচকের পঞ্চানন্দপুর সংলগ্ন গঙ্গা নদীতে মাছ ধরতে গেলেই দিতে হয় মস্তানি ট্যাক্স। দীর্ঘদিন ধরে এমন অভিযোগের ঘটনায় প্রতিবাদ করেও হয়নি কোনো সুরাহা হয়নি। অবশেষে সংশ্লিষ্ট এলাকার শতাধিক মৎস্যজীবীরা প্রতিবাদ জানিয়ে মালদা জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতি নামক একটি সংগঠনের মাধ্যমে প্রথম জেলা সম্মেলন করল।

রবিবার কালিয়াচক ২ ব্লকের পঞ্চানন্দপুর এলাকার গঙ্গা নদীর চরে সংশ্লিষ্ট সংগঠনের প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনের মাধ্যমেই মৎস্যজীবীদের প্রতি যাতে কোনরকম অত্যাচার না হয়, তা নিয়েই মূলত এদিন আলোচনা করা হয় । এদিনের সম্মেলনে সংশ্লিষ্ট সংগঠনের উপস্থিত কর্মকর্তারা মস্তানি ট্যাক্সের বিরোধিতা করেই নিজেদের বক্তব্য পেশ করেন। 

মালদা জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির কর্মকর্তাদের বক্তব্য, এই এলাকায় শতাধিক মৎস্যজীবী পরিবার রয়েছে। গঙ্গা নদীর মাছ ধরেই পরিবারগুলি জীবন জীবিকা নির্বাহ করেন। কিন্তু এই এলাকার জনৈক কিছু মানুষ একটি সংগঠনের নামে জোর করে মৎস্যজীবীদের কাছ থেকে মস্তানি ট্যাক্স আদায় করছে। টাকা না দিলে নদীতে মাছ ধরতেও দেওয়া হচ্ছে না জেলেদের। এনিয়ে বহু বিক্ষোভ আন্দোলন হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট পুলিশ ও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তাই এই মস্তানি ট্যাক্সের বিরোধিতা করেই মূলত নতুন সংগঠনের প্রথম জেলা সম্মেলন করা হয় ।

মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যা সমাধান করার ক্ষেত্রেও এই সম্মেলনের মাধ্যমেই আলোচনা করা হয়। এদিনের এই সম্মেলনে গঙ্গা অ্যাকশন প্রতিরোধ নাগরিক কমিটির কর্মকর্তারাও উপস্থিত হয়েছিলেন।

মালদা জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির এক কর্মকর্তা বাসুদেব ঘটক জানিয়েছেন, কেন্দ্র সরকারের নির্দেশ রয়েছে প্রবাহিত নদীতে যে কোন মৎস্যজীবী মাছ ধরতে পারেন। এখানে কোন রকম ট্যাক্স দেওয়ার ব্যাপার নেই। অথচ এলাকার জনৈক কিছু মানুষ মস্তানি ট্যাক্স আদায় করছে। মৎস্যজীবীদের কাছ থেকে এটা বরদাস্ত করা যাবে না। পুলিশ ও প্রশাসনকেও আমরা এবিষয়ে জানিয়েছি মস্তানি ট্যাক্সের প্রতিরোধ গড়তেই মালদা জেলা মৎস্যজীবী সমবায় সমিতি এদিন প্রথম বার্ষিক সম্মেলন করে নিজেদের মতামত পেশ করেছেন।

আগরপাড়ায় এক রক্তদান অনুষ্ঠানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

কলকাতা: বিজেপি কলকাতা উত্তর শহরতলী সাংগঠনিক জেলার উদ্যোগ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানে যোগ দিতে আগরপাড়ায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি কলকাতা উত্তর সহকারে সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহিত করলেন বিরোধী দলনেতা। রক্তদান শিবিরের অনুষ্ঠান মঞ্চ থেকে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানালেন।