*বর্তমান প্রজন্মের কাছে তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবসের প্রসঙ্গ তুলে ধরতে বিশেষ অনুষ্ঠান স্মৃতি সৌধে*

তমলুক: তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস বর্তমান প্রজন্মের কাছে বেশি করে তুলে ধরতে পালিত হলো তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস। প্রতিবছরের মতো এবছরেও তমলুকের নিমতৌড়িতে স্মৃতি সৌধ প্রাঙ্গণে বিশেষ স্মরণ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্বাধীনতা সংগ্রামীদের পাশাপাশি রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেনকুমার মহাপাত্র,বিধায়ক তিলককুমার চক্রবর্তী, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতিময় কর, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মানসকুমার পন্ডা, জেলা পরিষদের সদস্য সীমা মাইতি সহ অন্যান্যরা

তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ার ইতিহাস আজকে সবার নজর কেড়েছে। স্বাধীনতার নানা ইতিহাস স্মৃতি জড়িয়ে রয়েছে তমলুকে । ইংরেজ শাসন মুক্ত করতে তমলুকে জাতীয় সরকার ব্রিটিশ বিরোধী লড়াই চালু হয়েছিল। তৎকালীন সময়ে মাটির বাড়িতে বসে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন করা হয়েছিল। মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশদের ভারত থেকে বিতাড়িত করতে হবে। সেই সময় তমলুকে বহু বীর বিপ্লবী শপথ নিয়েছিলেন। ইংরেজ তুমি ভারত ছাড়ো, এই স্লোগান ছিল মূল মন্ত্র। তৎকালীন অবিভক্ত মেদিনীপুরের যোদ্ধারা ময়দানে নেমেছিলেন। আজও সেই লড়াই এবং বীর বিপ্লবীদের আত্মত্যাগ মনে রেখেছেন তমলুকবাসী । ১৯৪২ এর আগস্টে তমলুকে গড়ে ওঠে তাম্রলিপ্ত জাতীয় সরকার। তমলুক শহরের পাশে গণপতিনগর তার আশেপাশে ডেরা বাঁধে বিপ্লবীরা। ১৯৪২ এ ২৯ সেপ্টেম্বর তমলুক থানা দখল করতে গিয়ে শহীদ হয়েছিলেন বেশ কিছু বিপ্লবী। তমলুকে শহীদ হয়েছিলেন মাতঙ্গিনী হাজরা সহ ১২ জন। মহিষাদলের শহীদ হয়েছিলেন ১৬ জন। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশ চন্দ্র সামন্ত। তাম্রলিপ্ত জাতীয় সরকারের ইতিহাস আজ তমলুকবাসীর মুখে মুখে।প্রথমে এই আন্দোলনের নাম দেওয়া হয়েছিল , মহাভারতীয় যুক্তরাষ্ট্র তাম্রলিপ্ত সরকার । পরে তার সংক্ষেপে করা হয়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার। পরাধীন ভারতকে স্বাধীন করতে এই সরকার গড়ে উঠেছিল। আজ যে নতুন নাম নিমতৌড়ি, তার পাশেই গণপতি নগর, সেখানেই প্রতিষ্ঠিত হয়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার। ই ১৭ ই ডিসেম্বর ১৯৪২ সালে তমলুকে গোপন বৈঠকের মাধ্যমে এই তাম্রলিপ্ত জাতীয় সরকারের নামকরণ হয়েছিল।

শুধু সতীশ চন্দ্র সামন্ত নয় এর পাশাপাশি সুশীল ধারা, অজয় মুখোপাধ্যায় , প্রায় দু বছর টানা এই সরকার স্থায়িত্ব হয়েছিল।যা এক নজির বিহীন ঘটনা । পরাধীন ভারতে তৎকালীন সময়ে বাঙালির এই প্রথম জাতীয় সরকার তৈরি করার ঘটনা । গান্ধীজীর নির্দেশে ,১৯৪৪ সালে ৩১শে আগস্ট এই তাম্রলিপ্ত সরকারের পতন হয়েছিল। সেই সমস্ত ঘটনা প্রবাহ বর্তম প্রজন্মের কাজ তুলে ধরতে এবং তাঁদের স্মরণ করতে প্রতি বছর দিনটি মর্যাদার সাথে পালিত হয়। সারাদিন ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।।

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললো দিলীপ

রবিবার ফের পুলিশকে হুঁশিয়ারি বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। 'পুলিশের কাজ বিজেপির মিছিল আটকানো। বিজেপিকে চমকে লাভ নেই। পুলিশকে বলছি, চাকরি তোমাকেও করতে হবে, চাকরি ছাড়লে খেতে পাবে না'।

পাশাপাশি সংসদে হামলা প্রসঙ্গ নিয়ে ফের একবার বিরাট মন্তব্য করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ । তিনি আজ রবিবার বলেন, 'বাংলা থেকে দেশের বিভিন্ন জায়গায় হামলার চক্রান্ত হচ্ছে। পশ্চিমবঙ্গ কি আফগানিস্তান পাকিস্তান হয়ে যাচ্ছে? যারা এই সংসদে হামলার ঘটনা নিয়ে সোচ্চার হচ্ছেন তাঁরাই হয়তো এই ঘটনার নেপথ্যে রয়েছেন।' 

*বাংলাদেশে গরু পাচার করার সময় গোবিন্দপুর সীমান্তে BSF এর গুলিতে মৃত্যু 2 বাংলাদেশি গরু পাচারকারীর*

নদীয়া:ভারত থেকে বাংলাদেশে গরু পাচার করার সময় গরু পাচারকারী ও BSF এর মধ্যে সংঘর্ষ। ঘটনায় BSF এর গুলিতে মৃত্যু 2 গরু পাচারকারীর। রবিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে কৃষ্ণগঞ্জ থানার গোবিন্দপুর সীমান্তে। সূত্রের খবর, কৃষ্ণগঞ্জ থানার গোবিন্দপুর সীমান্তে রবিবার ভোর রাতে BSF এর 32 নম্বর বাটেলিয়ান এর জওয়ানরা ভারত বাংলাদেশ সীমান্তে টহল দেওয়ার সময় খেয়াল করেন ভারত থেকে বাংলাদেশের দিকে গরু পাচার করার চেষ্টা করছে কিছু বাংলাদেশি পাচারকারী।

অভিযোগ, বিষয়টি নজরে আসার পর BSF পাচারকারীদের আটকানোর চেষ্টা করলে তারা BSF জওয়ানদের ওপর হামলা চালায়। আর এর পরই বাংলাদেশি পাচারকারীদের লক্ষ করে গুলি চালায় BSF। ঘটনায় BSF এর গুলিতে মৃত্যু হয়েছে দুই বাংলাদেশি পাচারকারীর। বাকিরা বাংলাদেশে পালিয়ে গেছে। মৃত দুই পাচারকারীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

Bengal Governor Dr CV Ananda Bose who flagged off the Tata Steel Marathon this morning in the City
*Kolkata* : After flagging off the marathon when Governor’s motorcade moved on , the security stopped the runners on the road for the Governor to pass through , the Governor said “runners should not be stopped, I will stop for them “. He ran a few steps Alongwith them and walked back to Raj Bhavan cheering the runners all alone .

*Kolkata* : After flagging off the marathon when Governor’s motorcade moved on , the security stopped the runners on the road for the Governor to pass through , the Governor said “runners should not

শীতের তীব্রতা বাড়ছে বাঁকুড়ায়

বাঁকুড়াঃ ঘূর্ণিঝড় 'মিগজাউমে'র জেরে সৃষ্ট নিম্নচাপ কেটে যাওয়ার পর থেকেই পারদ পতন শুরু বাঁকুড়ায়। রবিবার সকালে হাওয়া অফিস সূত্রে পাওয়া তথ্যানুযায়ী এদিন জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। সেই হিসেবে চলতি মরশুমে আজই বাঁকুড়ার শীতলতম দিন।

দীর্ঘ অপেক্ষা শেষে রুখু শুখু বাঁকুড়ায় শীতের আমেজ মেলায় খুশী সকলেই। মাত্র কিছু দিনের 'অতিথি' শীতকে সাদরে গ্রহণ করেছেন তাঁরা বলেই অনেকে জানিয়েছেন।

৩০০ সংখ্যালঘু পরিবার যোগ দিল বিজেপিতে

উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের হাকিমপুরে ৩০০ সংখ্যালঘু পরিবার যোগ দিল বিজেপিতে ।কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের হাত থেকে পাতাকা তুলে নিলেন তারা ।এর ফলে লোকসভা ভোটের আগে স্বরুপনগরে বিজেপির শক্তি বৃদ্ধি পেল।

যুব তৃণমূল কংগ্রেসের পেজে অশ্লীল পোস্ট

এসবি নিউজ ব্যুরো: রাজ্যের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সাবিনা ইয়াসমিনের ছবি দেওয়া যুব তৃণমূল কংগ্রেসের পেজে অশ্লীল পোস্ট। পর্নোগ্রাফি পোস্ট। এই নিয়ে শোরগোল শুরু হয়েছে রাজ্যে জুড়ে মালদা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

মালদহের মোথাবাড়ির ঘটনা। মোথাবাড়ি ব্লক যুব তৃণমূল সভাপতি তহিদুর রহমান সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন। ক্ষুব্ধ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান এটি বিরোধীদের চক্রান্ত। তবে মোথাবাড়ির তৃণমূল স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন যে, এই পেজটি বেশ কিছু বছর আগেই খোলা হয়েছিল। দলের কর্মসূচি জানানো হত। এখন কে বা কারা এই পোস্ট করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

গ্রামবাসীদের বিক্ষোভের কারণে বন্ধ হল পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরির কাজ

এসবি নিউজ ব্যুরো: পশ্চিম মেদিনীপুরের দাসপুরের নবীন সিমলা এলাকায় ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,দাসপুর ২ নং ব্লকের উদয়চক থেকে হরেকৃষ্ণপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার পথশ্রী প্রকল্পের পিচ রাস্তার টেন্ডার হয় ২ কোটি টাকার। পিচ রাস্তা টেন্ডার হবার পরে সময় মত সেই রাস্তা তৈরির কাজ শুরু করলেও শেষ মুহূর্তের কাজে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভে বন্ধ হল রাস্তা তৈরির কাজ।

স্থানীয়দের অভিযোগ পিচ রাস্তা তৈরিতে বেশকিছু পাথরের লেয়ার থাকে। প্রথমের দিকে সেই নিয়ম মানলেও শেষ মুহূর্তে সেই নিয়ম মানছে না ওই ঠিকাদারি সংস্থা। বাসিন্দারা জানান কাজ শেষের মুহূর্তে রাস্তায় পাথরের লেয়ার না দিয়েই শুধুমাত্র মোরাম বিছিয়েই পিচ করছিল, আর তার জন্যই বাধা ।

তবে এবিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলার জেলা পরিষদের এক সদস্য বলেন ,আমি পুরো বিষয়টা শুনেছি। এ বিষয় নিয়ে জেলা পরিষদের কথা বলছি আপাতত কাজ বন্ধ আছে। সঠিক নিয়ম মেনেই কাজ করা হবে।

*পাকা রাস্তার কাজের শিলান্যাস*


এসবি নিউজ ব্যুরো : ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে পাকা রাস্তার কাজের শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন।এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা চন্দনা সরকার সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।শনিবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকুল্যে আনুমানিক ২ কোটি ৮১ লক্ষ টাকা ব্যায়ে ২.১৬ কিলোমিটার দৈর্ঘ্য এবং ৩.৭৫ মিটার প্রস্থ পাকা রাস্তার আনুষ্ঠানিক শিলান্যাস করা হয়।

মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকের পারদেওনাপুর শোভাপুর ও কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম খোয়ারপাড়া থেকে লিলু মোড় পর্যন্ত পাকা রাস্তার কাজের শিলান্যাস করা হয়।স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল পাকা রাস্তার। অবশেষে রাস্তার কাজ শুরু হয়ে খুশি গ্রামের মানুষেরা।

*From 23-year-old 'Karate Kid' to 33-year-old stark, who will fetch 'storm' in IPL auction*

Sports News

KKNB : IPL 2024 Mini Auction. The stage is set. A sajo sajo robe in Marushahar for the IPL auction. A total of 333 cricketers will test their luck at the auction table. Many cricketers from India and abroad can raise 'desert storm' there. There will be extra focus on several cricketers among the 119 foreign cricketers. The list includes thirty-three-year-old Stark from the twenty-three-year-old 'Karate Kid'.

A total of 333 cricketers will test their fortunes at the IPL auction table to be held in Dubai. Many cricketers from India and abroad can raise 'desert storm' there. There will be extra focus on several cricketers among the 119 foreign cricketers.