*জোরালো ভূমিকম্পের জেরে মৃত্যুপুরীতে পরিণত নেপাল*


শুক্রবার রাত ১১.৪৭ মিনিটে নেপালের রামিদান্দার জাজরকোটে এক ভয়ানক ভূমিকম্প হয়েছে। ইতিমধ্যে ১২৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়াও আহত হয়েছে বহু মানুষ। তাদের চিকিত্‍সা চলছে। ঘটনায় মর্মাহত নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল। নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় X হ্যান্ডেলে টুইট করে জানায় যে ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।এই মুহূর্তে উদ্ধার কার্য শুরু করতে ৩ নিরাপত্তা সংস্থাকে সক্রিয় করার নির্দেশ দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জুমলা থেকে ৪২ কিলোমিটার দক্ষিণে।জাজারকোট জেলা প্রধান সুরেশ সুনার এএফপিকে বলেন, নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে যে এর কেন্দ্রস্থল জাজারকোটে ছিল, যা নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ২৫০ মাইল উত্তর-পূর্বে অবস্থিত। শনিবার ভোররাতে ভূমিকম্পের পর বিভিন্ন জায়গার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

নেপালের ভূমিকম্প প্রতিবেশি ভারতের রাজধানী নয়াদিল্লি এবং আরও কয়েকটি জায়গায় একই সময়ে কম্পন অনুভূত হয়। উত্তর প্রদেশের প্রয়াগরাজ (এলাহাবাদ), ফরিদাবাদ, গুরুগ্রাম, ভাগপত, বারাণসী, সুলতানপুর, কুশিনগর, গোরখপুর এবং মির্জাপুর সহ উত্তর ভারতের অন্যান্য জেলাগুলিতেও কম্পন অনুভূত হয়েছে।

নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল (প্রচণ্ড) হেলিকপ্টারে করে রুকুম ও জাজারকোট সফর করবেন বলে জানা গেছে। মেডিক্যাল টিম ও ওষুধ নিয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ওড়ার জন্য তিনটি হেলিকপ্টার প্রস্তুত করা হয়েছে।

*পুরুলিয়ায় শক্তিবৃদ্ধি বিজেপির*


 এসবি নিউজ ব্যুরো: লোকসভা নির্বাচনের আগে পুরুলিয়ায় শক্তিবৃদ্ধি হল বিজেপির। পুরুলিয়ার হুড়া ব্লকের কলাবনী অঞ্চলে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে প্রায় ১০০ টি পরিবার যোগদান করল বিজেপিতে। কলাবনীর পড়াশিবনার শিব মন্দিরের সামনে আনুষ্ঠানিক ভাবে করম নাচ সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন যে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কলাবনী অঞ্চল বিজেপির উদ্যোগে।

উপস্থিত ছিলেন কাশীপুর বিধানসভার বিজেপির বিধায়ক কমলাকান্ত হাঁসদা সহ পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি বিবেক রাঙ্গা, জেলা বিজেপির সহ-সভাপতি গৌতম রায়, ফাল্গুনী চ্যাটার্জী, রাজ্য বিজেপির সদস্য অজিত সিং সর্দার ও কলাবনী গ্রাম পঞ্চায়েতের বিজেপির অন্যান্য সদস্য,সদস্যা থেকে শুরু করে কলাবনী অঞ্চলের বিজেপির বুথ সভাপতিগণ ও অন্যান্য নেতৃত্ববৃন্দরা।

এদিনের এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের মাঝেই যোগদানকারী ১০০ টি পরিবারের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি বিবেক রাঙ্গা । পাশাপাশি দলীয় নেতাকর্মীরা একে অপরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পুরুলিয়া জেলা থেকে ধুলিস্যাৎ করার বার্তা দেন।

*কেমন থাকবে যানজট,জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ৪ঠা নভেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। শনিবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। আজ কোন মিটিং, মিছিল নেই। তাই শনিবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

  

*দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন আজকের আবহাওয়া*


কখনও ঠাডা তো কখনও গরম। উত্তরবঙ্গে বাড়ছে শীতের আমেজ। তো দক্ষিণবঙ্গে মেঘে ঢাকলো আকাশ। কবে রাজ্যে জাঁকিয়ে বসবে শীত? আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ থেকেই আবহাওয়ার বদল হবে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগণা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতাতেও। কালীপুজোর আগেই চলতি সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত তাপমাত্রারও খুব একটা পরিবর্তন না হলেও ৪ থেকে ৫ দিন পর তাপমাত্রা কমতে শুরু করবে।শনিবার কলকাতা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.১ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩.৭ ডিগ্রী সেলসিয়াস।

*আজকের রাশিফল ৪ঠা অক্টোবর (শনিবার)*


 

মেষ রাশিফল (Saturday, November 4, 2023)

চাপ মুক্ত হতে আপনার মূল্যবান সময় আপনার বাচ্চাদের সাথে কাটান। আপনি বাচ্চাদের উপশমকারী ক্ষমতা অনুভব করবেন। যেহেতু তারা এই পৃথিবীর সবথেকে শক্তিশালী আধ্যাত্মিক এবং আবেগপূর্ণ ব্যক্তিত্বস্বরূপ। আপনি নিজেই সতেজ অনুভব করবেন। আপনি যদি ভবিষ্যতে আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠতে চান তবে আপনাকে আজ থেকে অর্থ সাশ্রয় করতে হবে। যাকে আপনি বিশ্বাস করেন তিনি আপনাকে পুরো সত্যিটি বলবেন না-আপনার অন্যদেরকে রাজী করানোর ক্ষমতা আগত সমস্যা সমাধানে আপনাকে সাহায্য করবে। আজ আপনি সমস্ত দিন আপনার চারপাশে আপনার প্রণয়ীর ভালবাসা অনুভব করবেন। এটি একটি সুন্দর আনন্দদায়ক দিন হবে। আপনার শরীর চর্চা করতে আপনি আজও অনেকবার ভাববেন তবে বাকি দিনের মতো এই পরিকল্পনাটি অসফল হয়ে যাবে। আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে আজ সত্যিই চমৎকার দেখাচ্ছে। সময় কি করে পেরিয়ে যাই সেটা আজকে আপনি আপনার পুরোনো কোনো বন্ধুর সাথে দেখা করে বুঝতে পারবেন।

প্রতিকার :- আর্থিক ভাবে দুর্বল এমন কোনো কন্যাকে খির বা পায়েস প্রদান করলে পরিবারের সুখ বৃদ্ধি পাবে।

বৃষভ রাশিফল (Saturday, November 4, 2023)

আজ আপনি পিছনের সারিতে বসে আরাম করুন- এবং শখে জড়িয়ে থাকুন এবং যে জিনিসে আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন তাই করুন। বিলম্বিত টাকাকড়ি পরিশোধ হয়ে যাওয়ার দরুণ আর্থিক অবস্থা উন্নত হবে। বাড়ির কাজ ক্লান্তিকর এবং যার বড় কারণ মানসিক দুশ্চিন্তা। ভালোবাসার মানুষকে আজ ক্ষমা করতে ভুলবেন না। জীবনের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে আপনার বন্ধুদের সময় দেওয়া দরকার।যদি আপনি সমাজের থেকে দূরে সরে থাকেন তাহলে প্রয়োজনের সময়ে আপনার সাথে কেউ থাকবেনা। একটি কৌতুককর আলোচনার সময় একটি পুরানো সমস্যা উঠে আসতে পারে, যা ঘটনাচক্রে একটি তর্কে পরিবর্তিত হবে। রাগের কারণে আপনি আপনার পরিবারের কোনও সদস্যের সাথে অসভ্য কথা বলতে পারেন।

প্রতিকার :- ঘরে লাল গোলাপ গাছ লাগিয়ে সেটির যত্ন করলে পরিবারে খুশি বাড়বে।

মিথুন রাশিফল (Saturday, November 4, 2023)

স্বাস্হ্য ভালোই থাকবে। আপনার লগ্নি এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে গোপনীয়তা রাখুন। ঘরের তরফে ঝামেলা পাকিয়ে উঠবে বলে মনে হচ্ছে কাজেই আপনি কি বলছেন সে ব্যাপারে যত্নশীল হন। আজ আপনি কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখে স্তম্ভিত হয়ে যাবেন। আজকে আপনি আপনার জীবনসাথীর সাথে সময় কাটানো এবং তাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করবেন কিন্তু তার শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে এটা সম্পূর্ণ হবে না। যখন সব কলহ ভুলে আপনার জীবনে আবার আপনার স্ত্রী ফিরে আসবে এবং আপনাকে ভালবাসা দিয়ে আলিঙ্গন করবেন তখন সত্যিই উত্তেজনাপূর্ণ মুহূর্ত হবে। সারাদিন বিরক্ত হওয়ার পরিবর্তে হয় একটি ভাল বই পড়ুন বা একটি ব্লগ পোস্ট লিখুন।

প্রতিকার :- আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য সবুজ ঘাসের ওপর খালি পায়ে হাঁটুন।

সিংহ রাশিফল (Saturday, November 4, 2023)

আপনার স্ত্রীর মনোরম মেজাজ আপনার দিনকে উজ্জ্বল করে তুলতে পারে। খুব একটা লাভদায়ক দিন নয়- কাজেই আপনার টাকাকড়ির অবস্থা দেখে নিয়ে আপনার খরচ সীমিত করুন। বাচ্চাদের নিজেদের পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী হওয়া দরকার। আপনার প্রণয়ী আজ আপনার কাছে জীবন্ত দেবদূত হয়ে উঠবে; মুহূর্তটিকে হৃদয়ে পোষণ করুন। দিনটা ভালোই কাটে,আজকে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালোর সন্ধান করুন।এটি আপনার ব্যাক্তিত্বৰ মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে। এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার চমৎকার দিন হবে। জ্যোতিষশাস্ত্রে, মন্ত্রগুলির মতো, জাতক জাতিকার ত্রুটিগুলি দূর করার জন্য যন্ত্রগুলি ব্যবহার করা হয়। এর পাশাপাশি, এগুলি কোনও নির্দিষ্ট গ্রহ, দেবী, দেবদেবীদের কাছ থেকে শুভ ফলাফল পাওয়ার জন্য ব্যবহৃত হয়। এটি কাগজের একটি শীট, কাগজ বা কোনও পৃষ্ঠের প্রতিসম কাঠামোর দ্বারা প্রতিনিধিত্ব করা হয়।এই যন্ত্রগুলির মধ্যে অতিপ্রাকৃত শক্তি রয়েছে। যাইহোক, আপনি নিজের হাতে এই যন্ত্রগুলি তৈরি করতে পারেন। এটি ছাড়াও, আপনি এটি বাজার থেকে কিনতে পারেন।আপনি যদি নিজের হাতে গ্রহের যন্ত্রপাতি তৈরি করতে চান তবে আপনার নিম্নলিখিত জিনিস গুলির প্রয়োজন হবে : ১)ডালিম গাছের ডাল; যেটা এক প্রান্ত থেকে কলমের মতো। ২) অস্তগন্ধ ; এটি আট ধরণের বস্তুর মিশ্রণ। ৩) খাওয়ার বাসনের ছোট-ছোট টুকরো। ৪) গঙ্গা জল। ৫) তামা দিয়ে তৈরি তাবিজ। এটি নীচে দেওয়া ছবির মতো হওয়া উচিত। মুহুর্ত: যন্ত্রটি একটি বিশেষ মুহুর্তে প্রস্তুত, তাই প্রতিটি গ্রহেরও নিজস্ব বিশেষ মুহুর্ত রয়েছে। প্রক্রিয়া : এক চুটকি অস্তগন্ধা নিন তার সাথে কয়েক ফোটা গঙ্গা জল মিশিয়ে কালী বানান। ডালিমের ডাল থেকে তৈরি কলম দিয়ে এখন বনভোজনের কাগজের টুকরাগুলিতে গ্রহ যন্ত্রের ছবি আঁকুন এবং শুকোতে দিন। এবার শুকনো জিনিসগুলো ভালো করে মুড়িয়ে তাবিজের ভেতরে ঢুকিয়ে দিন। এবার এই তাবিজ টি হলুদ বা লাল ধাগায় লাগিয়ে আপনি আপনার গলায় বা ডান হাতে পরতে পারেন।এই জিনিস গুলো বানানোর সময় এবং পরার সময় গ্রহ সম্পর্কের মন্ত্রগুলি অবশ্যই উচ্চারণ করবেন।

প্রতিকার :- মদ্যপান ও ধূম্রপান থেকে বিরত থাকলে তা আপনার আর্থিক পরিস্থিতির জন্য লাভদায়ক হবে।

কন্যা রাশিফল (Saturday, November 4, 2023)

আপনার পিতা মাতার প্রতি অমর্যাদা আপনার ভবিষ্যত সম্ভাবনা ক্ষুণ্ণ করতে পারে। ভালো সময় কখনোই খুব দীর্ঘ হয় না। মানুষের কীর্তি শব্দ তরঙ্গের মত। যা মধুর স্বর অথবা শ্রতিকটু শব্দ সৃষ্টি করে। এগুলি অনেকটা বীজের মত- আমরা যা বপন করব সেই ফসলই পাব। মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে। আপনার গার্হস্থ্য ঘটনা কিছুটা অনিশ্চিত হতে পারে। প্রতিটি পরিস্থিতিতে আপনার ভালবাসা প্রদর্শন করা ঠিক নয়। কখনও কখনও, এটি আপনার সম্পর্কের উন্নতি করার পরিবর্তে এটি নষ্ট করতে পারে। পরনিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন। কর্মক্ষেত্রে জিনিষগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয়। আপনি যদি আপনার চারপাশে সঠিক চিন্তাভাবনা এবং সঠিক লোক থাকে তবে আপনি নিজের অনুসারে আপনার জীবনযাত্রা করতে পারেন।

প্রতিকার :- ভালো জীবন শৈলী অর্জনের জন্য রূপ পরিধান করুন।

তুলা রাশিফল (Saturday, November 4, 2023)

কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্হ্য সুন্দর থাকবে। যৌথ ব্যবসায়ে এবং সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না। কোন দূরসম্পর্কের আত্মীয়ের কাছ থেকে কোন অপ্রত্যাশিত বার্তা পুরো পরিবারের জন্য উত্তেজনা নিয়ে আসবে। আপনার হৃদয়ে প্রেম রাজ করবে। আজ আপনি প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ পাবেন- এবং একটি আকস্মিক উপহারও আপনার জন্য আসতে পারে। আজ বিবাহ আপনার জীবনে তার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে। আস্তে আস্তে কিন্তু অবিচলিতভাবে, এখনই আপনার জীবন ট্র্যাকের দিকে যাচ্ছে এবং আপনি আজ এই সত্যটি উপলব্ধি করতে পারবেন।

প্রতিকার :- গুড়, গম, ডালিয়া, লাল লঙ্কা এবং জাফরান দিয়ে বানানো খাবার পিতা বা পিতা সম ব্যাক্তিদের খাওয়ালে আর্থিক স্থিতি ঠিক থাকবে।

বৃশ্চিক রাশিফল (Saturday, November 4, 2023)

সৃজনশীল শখ আপনাকে চাপমুক্ত রাখবে। দীর্ঘ স্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে। আপনার অত্যধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনতে পারে এবং গার্হস্থ্য উত্তেজনা প্রশমিত করতে পারে। আপনার প্রেমিকার দিনটি একটি মিষ্টি হাসি দিয়ে উজ্জ্বল করে তুলুন। কিছু বিনোদন এবং আমোদপ্রমোদের জন্য ভালো দিন। আজ বিবাহ আপনার জীবনে তার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে। আপনি সর্বদা মনে করেন যে আপনি ঠিক বলেছেন। এটি নিজেকে সঠিকভাবে নমনীয় করে তোলা প্রয়োজন হিসাবে এটি সঠিক মনোভাব নয়।

প্রতিকার :- ছুটির দিনে খাবার খাওয়ার সময় সোনা বা তামার চামচ ব্যবহার করুন। এটি আপনাকে রাজকীয় অনুভূতি দেবে।

ধনু রাশিফল (Saturday, November 4, 2023)

আপনার ক্ষমতা শক্তি বেশী থাকবে। বিভিন্ন উত্স থেকে আর্থিক লাভ হবে। কারোর জন্য- পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মূহুর্ত বয়ে আনবে। যারা তাদের ভালোবাসার মানুষটির সাথে একটি ছোট ছুটি কাটাচ্ছেন তারা একটি স্মরণীয় সময় পাবেন। আজকে ফাঁকা সময়টা কোনো অযথা কাজের জন্য নষ্ট হতে পারে আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন এবং আপনি আবার তার প্রেমে পড়তে পারেন। আপনার সহকর্মীর স্বাস্থ্যের হঠাৎ খারাপ হওয়ার ক্ষেত্রে আপনি পুরোপুরি সমর্থন করবেন।

প্রতিকার :- আপনার সম্পর্ক শক্তিশালী করতে আপনার বড় ভাইয়ের কাছ থেকে আশীর্বাদ নিন।

মকর রাশিফল (Saturday, November 4, 2023)

বয়স্করা তাঁদের বাড়তি শক্তি কোনো ইতিবাচক কাজে লাগালে শুভ ফল পাবেন। আপনার একজন পুরানো বন্ধু আপনাকে কীভাবে আজ ব্যবসায়িকভাবে আরও বেশি লাভ অর্জন করতে পারে সে সম্পর্কে পরামর্শ দিতে পারে। যদি আপনি তার পরামর্শ অনুসরণ করেন তবে আপনি অবশ্যই ভাগ্যবান। আপনাদের মধ্যে কারোর গয়না বা ঘরের সরঞ্জাম কেনার সম্ভাবনা আছে। প্রচুর দ্বন্দ্ব সত্ত্বেও আজ আপনার প্রেমের জীবনটি ভাল থাকবে এবং আপনি আপনার সঙ্গীকে সুখী রাখতে সক্ষম হবেন। প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশির ভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে। কর্মক্ষেত্রে আজ জিনিষগুলি আপনার পক্ষে থাকবে। আপনি আজ বড় সমস্যায় পড়তে পারেন, যা আপনাকে জীবনে ভাল বন্ধুবান্ধব রাখার গুরুত্ব অনুধাবন করবে।

প্রতিকার :- আপনার মানুষিক চাপ কাটানোর জন্য কোনো সাদা গরুকে সাদা মিষ্টি খাওয়ান।

কুম্ভ রাশিফল (Saturday, November 4, 2023)

কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্হ্য সুন্দর থাকবে। আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন, আজ আপনি এই জিনিসটি ভালভাবে বুঝতে পারবেন। গার্হস্থ্য জীবন থাকবে শান্তিপূর্ণ এবং প্রশংসার যোগ্য। সুন্দর এবং উদার প্রেমের জন্য পুরস্কৃত হওয়ার সম্ভাবনা আছে। জীবনের জটিলতা বোঝার জন্য আজকে আপনি আপনার বাড়ির কোনো বড়ো সদস্যের সাথে সময় কাটাতে পারেন। আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতেই আজ স্বর্গের উপলব্ধি করাবে। এটি দুর্দান্ত দিন হতে চলেছে, কারণ আপনি বাইরে গিয়ে আপনার বন্ধুদের সাথে একটি সিনেমা দেখতে পারেন।

প্রতিকার :- ঘরে লাল রঙের গাছ রাখলে সেটি স্বাস্থ্যের জন্যে খুবই লাভকারী।

মীন রাশিফল (Saturday, November 4, 2023)

যেমন খাবার তার স্বাদ নুন থেকে আহরণ করে- কিছু অসুখীতা কেবলমাত্র আপনার সুখের মর্মোপলব্ধি করার জন্যই জরুরী। আশীর্বাদ এবং সৌভাগ্য আপনার পথে আসায় –এবং অতীতের কঠোর পরিশ্রমগুলি ফল আনায় ইচ্ছাগুলি পূর্ণ হবে। কোন প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে। কিন্তু আপনার মেজাজ হারাবেন না কারণ এটি শুধু আগুনে ইন্ধন জোগাবে। যদি আপনি সহযোগিতা না করেন তাহলে কেউই আপনার সাথে ঝগড়া করতে পারবে না। হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করুন। প্রতিটি পরিস্থিতিতে আপনার ভালবাসা প্রদর্শন করা ঠিক নয়। কখনও কখনও, এটি আপনার সম্পর্কের উন্নতি করার পরিবর্তে এটি নষ্ট করতে পারে। আজকে আপনি হটাৎই কাজ থেকে ছুটি নেওয়ার পরিকল্পনা করতে পারেন এবং পরিবারের সাথে সময় কাটাতে পারেন। কর্মক্ষেত্রে আজ জিনিষগুলি আপনার পক্ষে থাকবে। আপনার বাবা আজ আপনার জন্য একটি বিশেষ উপহার আনতে পারেন।

প্রতিকার :- আর্থিক ভাবে দুর্বল এমন কোনো কন্যাকে খির বা পায়েস প্রদান করলে পরিবারের সুখ বৃদ্ধি পাবে।

*প্রয়াত অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা*


প্রয়াত হলেন অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলাদেবী। নোবেলজয়ী অর্থনীতিবিদের মায়ের প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, 'আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আমি গতকাল তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। অধ্যাপক নির্মলা বন্দ্যোপাধ্যায় লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে শিক্ষালাভ করেন এবং কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সে অর্থনীতির প্রাক্তন অধ্যাপক তিনি। প্রেসিডেন্সি কলেজের বিশিষ্ট অর্থনীতিবিদ প্রয়াত অধ্যাপক দীপক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আমি নির্মলাদিকে ভাল করে চিনতাম এবং এখন অনেক মধুর স্মৃতি আছে। তাঁর মৃত্যু আমাদের জীবনের এক বিরাট ক্ষতি। অভিজিত্‍, অনিরুদ্ধ, এস্থার ডুফলো সহ পরিবারের অন্যান্য সদস্যদের পাশাপাশি নির্মলাদির বন্ধু ও ছাত্রদের প্রতি আমার গভীর সমবেদনা।'

জানা গিয়েছে, বুধবার পড়ে গিয়ে তিনি মাথায় চোট পেয়েছিলেন নির্মলাদেবী। তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০২১ সালে ছেলে অভিজিত্‍ বিনায়ক যখন নোবেল পেয়েছিলেন তখনও বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছিল তাঁকে। তারপর থেকে অবশ্য সেভাবে তাঁকে কোনও অনুষ্ঠানে দেখা যায়নি। তবে তাঁর অসুস্থতার কথা শুনে বৃহস্পতিবারই হাসপাতালে যান মুখ্যমন্ত্রী।

*সাতসকালেই জলপাইগুড়ি থেকে দেখা মিললো কাঞ্চনজঙ্ঘার*


 এসবি নিউজ ব্যুরো: সাতসকালেই জলপাইগুড়ি থেকে দৃশ্যমান হল কাঞ্চনজঙ্ঘা ।তখনো ভোরের আলো ছড়িয়ে পরেনি তিস্তা পাড়ের শহর জলপাইগুড়িতে। 

সবে উকি দিচ্ছে সূর্যদেব।আর তাতেই নিজেকে সোনালী রঙে রাঙিয়ে ধীরে ধীরে নিজের অস্তিত্ব তুলে ধরলো পৃথিবীর তৃতীয় তথা ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।

প্রাত ভ্রমণকারী থেকে ভোরের অন্যান্য পথচারীদের নজর বেস কিছু সময় আটকে রইলো ঘুমন্ত বুদ্ধের প্রতি। জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকার পাশাপাশি ময়নাগুড়িতেও কাঞ্চনজঙ্ঘার এই দৃশ্য ক্যামেরাবন্দি করলো অনেকেই।

*বিশেষ প্রতিবেদন*


" আঁদ্রে মলরো

 অসীম পাল 

যুদ্ধের কবলে মানুষ মরে। আর যারা বেঁচে থাকেন তাদের দুর্বিষহ যন্ত্রণার কথা কজন জানি?

প্রথম বিশ্বযুদ্ধের সময় এমন‌ই এক যন্ত্রণাময় জীবন শুরু করেছিলেন ১৬ বছরের ছেলেটি। অত্যন্ত মেধাবী ছাত্র। বিদ্যালয়ের গন্ডি পেরিয়ে ভর্তি হয়েছিলেন কলেজে। কিন্তু আর পড়া হলো না। পরিবর্তে একটি তাজা স্বপ্নের নির্বিকল্প সমাধির মুখোমুখি হলেন।

১৯১৭ সাল।

দিন গুজরানের জন্য একটি ব‌ইয়ের দোকানে কাজ জুটিয়ে নিলেন। কাজটা তার কাছে খুব মনোমত হলো। এখানে নানা বিষয়ের অজস্র ব‌ই। সাহিত্য-বিজ্ঞান-ইতিহাস সবই যেন তাঁকে হাতছানি দেয়, আকৃষ্ট করে।

এখানে প্যারিসের বহু জ্ঞানী গুণী মানুষের ভিড় লেগে থাকত। তাদের সাহিত্য-সংস্কৃতি-রাজনীতির আলোচনা ছেলেটি মন্ত্রমুগ্ধের মত শুনতেন আর অবসর সময় ব‌ই পড়তেন আর সমৃদ্ধ হতেন প্রতিদিন।

১৯২১ সাল।

সম্ভ্রান্ত পরিবারের একটি মেয়ের প্রেমে পড়লেন। ক্লারা, ভারি গুণী মেয়ে। আর দুজনের মধ্যে মিল ও যথেষ্ট। যেন মানিকজোড়! মিলে গেল দুটি হৃদয়। ইতালিতে পালিয়ে গিয়ে বিয়ে করে সংসার পাতলেন তারা।

দুবছর পর, জীবিকায় সূত্রে পাড়ি জমালেন এশিয়ার দক্ষিণে কম্বোডিয়ায়। সেখানে দুর্লভ এন্টিক সামগ্রী বিক্রি করতে গিয়ে ধরা পড়ে বন্দী হলেন। সেই সংবাদ প্যারিসের বুদ্ধিজীবী মহলে ছড়িয়ে পড়তেই এগিয়ে এলো সবাই। তাদের সক্রিয় চেষ্টায় প্যারিসে ফিরে এলেন। না হলে, চার বছরের সাজা কে আটকায়!

দেশে ফিরে প্রথমেই সেইসব মানুষদের কৃতজ্ঞতা জানালেন আর দেখা করলেন আঁদ্রে জিদ্, পিয়েরে, ব্রেতো সহ অনেকের সঙ্গে। তাঁদের অনুপ্রেরণায় বের করলেন সংবাদ পত্র । প্রকাশের সঙ্গে সঙ্গে সেই পত্রিকা খ্যাতির তুঙ্গে। অতীতের সেই ব‌ইয়ের দোকানের সমৃদ্ধ জ্ঞান কাজে লেগে গেল চূড়ান্ত ভাবে।

তারপরের কাহিনীটা আরও চমকপ্রদ। ১৯২৫-২৭, চীন দেশে গৃহযুদ্ধের খবর সংগ্রহ করতে গিয়ে সেখানকার জনগণের সঙ্গে যুদ্ধে ভিড়ে গেলেন। ১৯৩৬সাল, স্পেনে গিয়ে রিপাবলিকানদের পক্ষ নিয়ে নেমে পড়লেন তাদের স্বাধীনতার লড়াইয়ে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্যাসিস্ট হিটলারের বিরুদ্ধে যুদ্ধ করে বন্দী হলেন। কিন্তু মাথা নত করেননি কোনো সময়। যুদ্ধ শেষ করে যখন দেশে ফিরে এলেন দেশের তৎকালীন সরকার তাঁকে সাংস্কৃতিক মন্ত্রী করে দেন।

একটানা প্রায় বিশ বছর যুদ্ধক্ষেত্রে থাকা এই মানুষটি তাঁর অভিজ্ঞতার কথা লিখতে শুরু করলেন গল্প আর উপন্যাসের মাধ্যমে। সেই কাহিনী… বলার অপেক্ষা রাখে?

চমক এখানেই শেষ নয়।

১৯৭১ সাল। বাংলাদেশ তখন মুক্তি যুদ্ধে উত্তাল। পাকিস্তানের বর্বর ঘাতক বাহিনী বিদেশি সাংবাদিকদের ঘাড় ধরে দেশ থেকে বের করে দিচ্ছে, তখন ৭০ বছরের সেই যুবকটি মৃত্যুর ঝুঁকি নিয়ে বাঙালির লড়াইকে সন্মান জানিয়ে গোপনে বিদেশে সংবাদ প্রেরণ করেছেন জীবন বিপন্ন করে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমপ্লেক্সে ঢুকলে দেখতে পাবেন ছোট্ট একটি স্মৃতি উদ্যান_ "মলরো গার্ডেন"। আর পাথরে খোদাই করা একটি নাম " আঁদ্রে মলরো" । রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্য ডক্টরেট সম্মাননার একটুকরো স্মৃতি।

 ছবি: সৌজন্যে লেখক

*বেলা ১২টা থেকে শুরু মিছিল,জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ ৩ রা নভেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। শুক্রবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ বেলা ১২টা নাগাদ মুরারি ধর লেন থেকে লনিনা ক্রসিং পর্যন্ত একটি মিছিল আছে। যেখানে ১৫০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বেলা ২টো নাগাদ স্টেসম্যান হাউস থেকে গান্ধী স্টাচু পর্যন্ত একটি মিছিল আছে। যেখানে ১ হাজার জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। 

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই শুক্রবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

  

*দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন আজকের আবহাওয়া*


বাড়ছে শীতের আমেজ। তাহলে কী বঙ্গের দুয়ারে শীতের আগমন? হাওয়া অফিস জানাচ্ছে কালীপুজোর আগেই চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আপাতত তাপমাত্রারও খুব একটা পরিবর্তন না হলেও ৪ থেকে ৫ দিন পর তাপমাত্রা কমতে শুরু করবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

চলতি সপ্তাহে শনি এবং রবিবার দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। 

আজ মূলত শুষ্ক আবাহাওয়া থাকবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও আজ বৃষ্টির সম্ভাবনা নেই। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহে মঙ্গলবার থেকে রাজ্যে তাপমাত্রা পড়তে পারে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস।