*বীর যতীন দাস জন্মদিন স্মরণে*

খেঁদুর যখন ন'বছর বয়স তখন মা হারালেন। তাই মা-হারা কনিষ্ঠ সন্তানটির প্রতি সমস্ত মমত্ব গিয়ে পড়ল পিতা বঙ্কিমবিহারী দাসের। সকল দুরন্তপনা আর স্নেহের আবদার অকৃপণ ভাবে মিটিয়ে দিতেন তিনি এবং তার পরিবারের অন্য সদস্যরা‌ও।

কিন্তু মাতৃস্নেহের ক্ষিধে কে মেটাবে তাঁকে? 

তাই বোধহয় একটু বড়ো হতেই তাঁর সমস্ত প্রেম গিয়ে পড়েছিল পরাধীন দেশ মাতৃকার চরণে।  

মিত্র ইনস্টিটিউশন থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করেই যোগ দিলেন গান্ধীর অসহযোগ আন্দোলনে। ধরা পড়ে বন্দী হলেন ময়মনসিংহের সেন্ট্রাল জেলে। বাড়ির লোকেরা তখন কেউ জানেনা। সেদিন জেলে বন্দীদের প্রতি অমানুষিক দুর্ব্যবহারের প্রতিবাদে ২৩ দিন অনশন করে জেল সুপারের কাছ থেকে লিখিত এবং নিঃশর্ত ক্ষমা আদায় করে যখন বাড়ি ফিরলেন তখন পরিবারের সবাই তো অবাক হলেন‌ই এবং সমগ্র দেশে তাঁর নামে ধ্বনি উঠল

"বীর যতীন দাস জিন্দাবাদ।"

তারপর…

সালটা ১৯২৮ । 

আন্দোলনে আন্দোলনে জেরবার ইংরেজ সরকার।

পাশবিক দমননীতিতে ও স্তব্ধ করতে পারলনা বিপ্লবীদের।

ধূর্ত ইংরেজ নিল চালাকির আশ্রয়। গঠন করল সাইমন কমিশন। 

কমিশন ঠিক করবে ভারতীয়দের দুঃখ দুর্দশা কিভাবে লাঘব করা যায় ! ! !

বাহ্! এ যেন ভূতের মুখে রাম নাম ! ! অথচ একজনও ভারতীয়কে রাখা হলনা ঐ কমিটিতে। 

ভাবুন,

ওরা করবে ভারতীয়দের মঙ্গল সাধন ! ! 

বিপ্লবীরা মানলো না এই কমিশন।

অতএব যুদ্ধ জারি।

৩০ অক্টোবর।

পাঞ্জাবে লালা লাজপত রায়ের নেতৃত্বে অনুষ্ঠিত হল মৌন মিছিল। সেই মিছিলের উপর পুলিশের নৃশংস লাঠিচার্জ। ভগৎ সিংয়ের সামনে লুটিয়ে পড়লেন লাজপত। ১৭ দিনের মাথায় মারা গেলেন তিনি। 

স্থির হল এর প্রতিশোধ চাই!

পুলিশ প্রধান স্কট সাহেবের মৃত্যু চাই।

ভগৎই কাঁধে তুলে নিল এই দায়িত্ব। 

বিফল হল স্বপ্ন। স্কটকে মারতে গিয়ে 

ভগতের গুলিতে মারা পড়ল আন্ডারসন।

চুল দাঁড়ি কেটে ছদ্মবেশে পালিয়ে এলেন কলকাতায়, যতীন্দ্রনাথ দাসের কাছে ।

যতীন ও তখন ইংরেজদের কাছে দাগী আসামি।

লাহোর ষড়যন্ত্র মামলা সহ হাজারটা মামলা ঝুলছে তাঁর মাথায়। তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে তাঁকে। ধরা পড়লেই ফাঁসি!

তাতে কিসের ভয়! দেশের চেয়ে প্রাণ বড়ো?!!!

সুতরাং হানো আঘাত!

ঠিক হল, লেজিসলেটিভ আ‍্যসেমব্লিতে বোমা ফেলতে হবে।

এই কাজে যতীন সবরকম সাহায্য করতে লাগলো।

বাংলার বিপ্লবীদের সাথে পরিচয় করিয়ে এবং অস্ত্র শস্ত্র যোগাড় করে ভগৎ সিং কে দিলেন।

১৯২৯ এর ৮ ই এপ্রিল।

নিচ্ছিদ্র পুলিশি প্রহরা ভেদ করে নির্ভীক ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত আ‍্যসেমব্লিতে বোমা নিক্ষেপ করলেন।

বাইরে তাদেরকে উদ্ধার করে আনতে অপেক্ষা করছিল যতীন দাস সহ অন‍্য বিপ্লবীরা।

ধরা দিলেন ভগৎ আর বটুক দত্ত।

দুমাস পর ধরা পড়লেন যতীন। লাহোর জেলে চালান করা হল তাঁকে। 

জেলের ভেতর একি জঘন‍্য পাশবিক অত্যাচার! জেল কর্তৃপক্ষকে প্রতিবাদ জানিয়ে ও কোন লাভ হলোনা।

যতীন দাস অনশন শুরু করলেন। 

টানা ৬৩ দিন! এই ৬৩ দিনের মধ্যে অনশন ভাঙানোর জন্য 

অভূক্ত এই মানুষটির প্রতি সভ‍্যতা দেখানো তো দূরের কথা প্রতিদিন নির্যাতন করেছে, তাঁর বুকের উপর পা তুলে খাওয়ানোর চেষ্টা হয়েছে।

অবশেষে ১৩ সেপ্টেম্বর, মাত্র ২৪ বছর বয়সে মৃত‍্যুকে বরণ করেন বীর বিপ্লবী যতীন্দ্রনাথ দাস।

প্রতিবাদে ফেটে পড়ে সমগ্র ভারতবর্ষ।

সুভাষ চন্দ্র নিজের উদ্যোগে যতীন দাসের লাশ লাহোর থেকে ট্রেনে করে কলকাতায় নিয়ে এলেন।

দু লক্ষের ও অধিক মানুষ শেষ যাত্রায় অংশগ্রহণ করেছিল সেদিন।

প্রতিবাদে রবীন্দ্রনাথ সেই রাতেই লিখলেন

 'সর্ব খর্ব তারে দহে তব ক্রোধ দাহ' গানটি , যেটি পরে 'তপতী' নাটকে অন্তর্ভুক্ত হয়।

আজ তাঁর ১২০তম জন্মদিনে এই মৃত্যুঞ্জয়ী অমর বীরকে চোখের জলে শ্রদ্ধা পাল।

*গেরুয়া শিবিরে ভাঙন, তৃণমূলে যোগদান BJP বিধায়কের*


লোকসভা নির্বাচনের আগেই বিজেপিতে ভাঙন। বৃহস্পতিবার তৃণমূলে যোগ দেন বাঁকুড়ার কোতলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে বিজেপি বিধায়ককে দলে স্বাগত জানান। ইতিমধ্যেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে তৃণমূলের তরফ থেকে। 

তৃণমূলের তরফে জানানো হয়েছে, "সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বাঁকুড়া কোতলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার আমাদের হাত ধরলেন। এই পদক্ষেপ জনস্বার্থ ও মা-মাটি-মানুষের কাজের করার জন্য ইতিবাচক। তৃণমূল কংগ্রেস পরিবারে আমরা তাঁকে স্বাগত জানাই। আমরা বাংলার উন্নয়ন করতে বদ্ধপরিকর। আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে বাংলার উন্নয়নের জন্য কাজ করব।' তবে এই যোগদানের পর বিরোধী শিবিরের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

*ফটো গ্যালারী* পুজো কার্নিভাল জমজমাট জলপাইগুড়ি।কলকাতার টানা রিকশো দেখা গেল এই কার্নিভালে।
কলকাতার পাশাপাশি প্রত্যেক জেলা জুড়েই এবার দুর্গাপুজোর কার্নিভাল আয়োজন

কলকাতার পাশাপাশি প্রত্যেক জেলা জুড়েই এবার দুর্গাপুজোর কার্নিভাল আয়োজন করা হচ্ছে। উত্তর ২৪ পরগনার সদর শহর বারাসাতে ২০ টি পুজোকমিটি তাদের প্রতিমা নিয়ে অংশগ্রহণ করেছে এই কার্নিভালে।এই কার্নিভাল অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাজ্যের খাদ্য দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা বিধায়ক রথীন ঘোষ, জেলা শাসক শরদকুমার দ্বীবেদী, জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জি সহ অন্যান্য স্থানীয় জেলা পরিষদের নেতৃবৃন্দ।

*মন্ত্রীর বাড়িতে ইডি হানা নিয়ে সরব মমতা*

ইডির হানা প্রসঙ্গে আজ বৃহস্পতিবার দুপুরে একপ্রকার আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার কলকাতার সল্টলেকে পশ্চিমবঙ্গের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।

এই প্রসঙ্গে মমতা বলেন, 'জ্যোতিপ্রিয়-র স্ত্রী বলছেন ঘি-এর কৌটোটা অবধি উল্টে দিচ্ছে। কটা শাড়ি আছে তাঁর ছবি তুলছে, কসমেটিক্সেরও ছবি তুলছে তল্লাশির নামে।'

পাশাপাশি রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা করলেন তৃণমূল সুপ্রিম। তিনি জানান, "জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা খুব একটা ভালো না। ও সুগারের রোগী। জ্যোতিপ্রিয় মারা গেলে কী হবে? আমি কিন্তু বিজেপির বিরুদ্ধে এফআইআর দায়ের করবো।' প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক জড়িত আছে কিনা তা জানতেই ইডি আজ তার বাড়িতে হানা দেয়।

*কেমন থাকবে যানজট? জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ২৬ শে অক্টোবর দিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। বৃহস্পতিবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। তবে  আজ বেলা ১২টা নাগাদ শিয়ালদা মেট্রো স্টেশন থেকে গান্ধী স্ট্যাচু পর্যন্ত একটি মিছিল আছে। যেখানে ১০০ জন জমায়েত হতে পারে।

 এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই বৃহস্পতিবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

 

*দ্বাদশীতে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস ,জেনে নিন আজকের আবহাওয়া*


হাওয়া অফিস সূত্রে খবর, দশমীর রাতেই বাংলাদেশে প্রবেশ করেছে হামুন। মধ্যরাতে বাংলাদেশ উপকূলে ল্যান্ডফলের হয়। ঘণ্টায় সর্বোচ্চ ৯৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে। পশ্চিমবঙ্গে এর প্রভাব না পড়লেও শীঘ্রই শীতের মেজাজ অনুভব করতে পারবেন রাজ্যবাসী। বাংলায় ক্রমশ জাঁকিয়ে বসবে উত্তরে হাওয়া।

দ্বাদশীতে বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলিতে, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান জেলায়।তবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও সেরম বৃষ্টির পূর্বাভাস নেই।

সব জেলার আবহাওয়াই শুষ্ক থাকবে। অর্থাৎ নির্বিঘ্নেই কাটবে লক্ষীপুজো। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। 

*Eoin Morgan: England versus Sri Lanka is not just a game – it’s a battle for redemption*

Sports News 

 ODI World Cup,2023 

 

 

 

 KKNB : In a disconcerting turn of events, England, the reigning double white-ball champions, have had a dismal start to the ICC Men’s Cricket World Cup 2023.

Their latest setback came in the form of Saturday’s humbling defeat against an in-form South African team, which will go down as one of the worst losses in English ODI history.

This turn of events has left the cricketing world stunned and England's prospects hanging by a thread.

The fixture on Thursday, where England square off against Sri Lanka in Bengaluru, is not just another game. It's a make-or-break moment.

With the depth of talent in the squad and memories of the 2019 World Cup triumph still fresh, England should have been far more formidable.

Yet a combination of injuries to Ben Stokes, now Reece Topley, and a few bad days at the office have left them teetering on the precipice of elimination.

One significant blow to England's hopes will be the absence of their key new-ball bowler, with the unfortunate Topley ruled out of the remainder of the tournament.

With Jofra Archer also unavailable to be called up to the squad, the responsibility now falls on the shoulders of Mark Wood, Chris Woakes and David Willey to spearhead the bowling attack.

But it's not just about finding suitable replacements, it's about adapting to the unique challenges that Indian conditions pose.

The challenges for England extend beyond the cricket field. The magnitude of their defeats has undoubtedly taken a toll on the team's morale and confidence.

In such trying times, the spotlight turns to the coach, Matthew Mott, who has only been in charge for 16 months, and the skipper, Jos Buttler.

Their primary task is to rejuvenate the team's belief that they can still clinch the World Cup despite the gloomy start.

One must not forget that England, at their best, possess the firepower to conquer any challenge. But how quickly they can put their recent woes behind them and rediscover their mojo remains the big question.

When they face Sri Lanka, who are a talented yet unpredictable side, they will need to find that balance between resilience and aggression that made them world champions just a few years ago.

Sri Lanka are a team that has had moments of brilliance and they will pose a substantial challenge.

But it is England's internal battles, both in terms of team confidence and selection decisions, that will define their destiny in this World Cup.

Thursday's clash in Bengaluru is not just a game. It's a battle for redemption, a chance for England to prove that they can bounce back from adversity and reaffirm their status as one of the cricketing giants.

 Pic Courtesy by: ICC

*Most video views for an ICC event already recorded at Men’s Cricket World Cup 2023*

Sports News 

 ODI World Cup,2023 

 

 

# Record breaking 6.64 billion video views already registered for India 2023

# Fans engaging with content on Meta channels; Facebook 4 billion and Instagram 2.5 billion video views

# 127% increase compared to the same time at the ICC Men’s T20 World Cup 2022.

 KKNB : The ICC Men’s Cricket World Cup 2023 has recorded the best digital engagement numbers for an ICC event ever, having shattered the previous record which was set for the entirety of the ICC Men’s T20 World Cup 2022.

The biggest Cricket World Cup ever which has placed fans at the centre of the action has recorded 6.64 billion video views across ICC channels at the halfway stage of the competition compared to 6.58 billion for the total video views for the entire Australia event a year ago.

Compared to the equivalent stage in the Men’s T20 World Cup 2022 a year ago, there has been a 127% increase of video views for India 2023 content and 314% growth compared to the last edition of the ICC Men’s Cricket World Cup hosted by England and Wales in 2019.

The Men’s Cricket World Cup - which is a true celebration of the best all-round cricket experience - has given fans the opportunity to engage with the game like never before, especially on Meta channels, with more than 4 billion views on Facebook and 2.5 billion views on Instagram. Reels have played a significant part with fans viewing numbers double the average that was seen for Australia 2022.

As part of our mission to grow the game, the Meta Super 50 Creator Campaign has seen significant engagement numbers. The ICC has collaborated with partner Meta to give exclusive behind the scenes access to matches for creators to produce content in a local language and style with the project generating more than 100m views, including Kagiso Rabada giving tips for using the local Mumbai trains

The new and improved digital experiences have seen fans deeply engaging with Men’s Cricket World Cup 2023 content, with posts on Meta channels averaging 60,000 engagements per post, a 33% increase on Australia 2022. The best performing content to date is ‘Four Years and One Cricket World Cup apart’ with 69.7 million views. 

The first of its kind vertical video highlights experience on the ICC website and Official CWC 2023 app has been extremely popular with users, with more than 43 million fans visiting both platforms and spending more time than ever with pages per session and average session time both up 50% from the previous year.

Another new feature which fans have enjoyed is the Captain’s Call, a new pre-match strategy challenge that uses blockchain technology from our partner NEAR, with hundreds of thousands of users signing up to test their cricket knowledge against their friends.

ICC Head of Digital, Finn Bradshaw said: “We are delighted that at the halfway point of the ICC Men’s Cricket World Cup 2023 it is already the most digitally engaged ICC event. Prior to the start of the event, we had committed to producing a bigger and better digital offering and we are thrilled that hundreds of millions of fans across the world are engaging and enjoying the Men’s Cricket World Cup across ICC’s channels.

“The one day format allows us more time to deeply connect with fans and we look forward to working with our partners over the next few weeks to provide even more exciting experiences and access to the biggest Cricket World Cup ever.”

 Pic Courtesy by: ICC

বাকিবুর রহমানের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ!! অনুসন্ধান ED -র

রেশন দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেল ইডি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, বাকিবুর ও তাঁর আত্মীয়ের নামে ৯৫টি সম্পত্তির হদিশ মিলেছে। যার আনুমানিক মুল্য ১০০ কোটি টাকা।

ইডি সূত্রে দাবি, বাকিবুরের ১ হাজার ৬৩২ কাঠা জমির খোঁজ পাওয়া গেছে। যার বেশিরভাগই উত্তর ২৪ পরগণা ও বহরমপুরে। শুধু তাই নয়, পার্ক স্ট্রিট, রাজারহাট, বারাসাত ও রঘুনাথপুরে ৯টি ফ্ল্যাট রয়েছে বাকিবুরের। যার মোট আয়তন সাড়ে ৭ হাজার স্কোয়ার ফুটের বেশি বলে ইডি সূত্রে দাবি। রেজিস্ট্রাড সম্পত্তির পরিমাণ এত হলে, বেনামি সম্পত্তির পরিমাণ কত? তা ভাবাচ্ছে ইডির তদন্তকারী আধিকারিকদের।