*তৃণমূল কর্মীদের দিল্লি যাওয়ার ট্রেন বাতিল রেলের*


আগামীকাল দিল্লিতে তৃণমূল কর্মীদের নিয়ে যাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। কারণ, তৃণমূলের আবেদনে কার্যত না জানিয়ে দেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে। 

এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা টুইটে লেখা হয়েছে, 'আমাদের দমাতে চাওয়ার আরও একটা চেষ্টা! পূর্ব রেল আমাদের স্পেশ্যাল ট্রেনের আবেদন নাকচ করে দিয়েছে। একশোদিনের কাজ ও আবাস যোজনার বঞ্চিতদের দিল্লি নিয়ে যাওয়ার জন্য এই ট্রেনের আবেদন করা হয়েছিল। কিন্তু, সেই অনুরোধ রাখা হল না। তবে যে করেই হোক, যে কোনও পরিস্থিতিতে আমরা আমাদের দাবি-দাওয়া নিয়ে দিল্লি যাব।' এরপরই রেলের উত্তর সম্মলিত চিঠি ওই টুইটে জুড়ে দিয়ে লেখা হয়েছে, 'জিতনা ভি কোসিস কর লো হাম ডাটে রাহেঙ্গে, ঝুকেগা নেহি।' তবে কেন এই অনুমতি মিলল না তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

শুধু সোনা নয়, রুপো আনলো মহিলারা

একই ইভেন্টে সোনা এবং রুপো জিতল ভারত। ১০ মিটার এয়ার পিস্তলে দলগত ভাবে পদক জয়ের পর ব্যক্তিগত বিভাগেও সোনা জয়। পলক গুলিয়া সোনা জিতলেন। রুপো পেলেন এষা সিংহ। এশিয়ান গেমসে রেকর্ড গড়ে সোনা জিতলেন পলক।ষষ্ট দিন ভারতের প্রথম পদকটিও আসে এই পালক এবং ঈশা সিংদের হাত ধরেই।

১০ মিটার এয়ার পিস্তলসে মেয়েদের দল জেতে রুপোর পদক। সেই দলে ঈশা সিং এবং পালকের পাশাপাশি ছিলেন দিব্যা থাডিগল। ফাইনালে চিনের কাছে মাত্র ৫ পয়েন্টের ব্যবধানে হেরেছে ভারতের দল। দলগত রুপোর পর এবার ব্যক্তিগত ইভেন্টেও চমকে দিলেন ভারতের দুই শুটার।

১৭ বছর বয়সি পালক সোনা জিতলেন। আর ঈশা সিং জিতলেন রুপো। চলতি এশিয়াডে এটা ঈশার চতুর্থ পদক।ফাইনালে ২৪২.১ পয়েন্ট স্কোর করে সোনা জেতেন পলক। তিনি ভেঙে দেন গেমসের ইতিহাসে ২৪০.৩-এর রেকর্ড। ফলে সোনা জয়ের পাশাপাশি রেকর্ড বুকেও নাম লেখালেন পলক।

দুই ভারতীয় শুটার পলক ও ইশার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ২৩৯.৭ স্কোর করে রুপো জেতেন ইশা। শেষ তিনের লড়াইয়ে পাকিস্তানের কিশমালা হেরে যেতেই ভারতের সোনা এবং রুপো নিশ্চিত হয়ে যায়। ২১৮.২ স্কোর করে ব্রোঞ্জ জেতে পাকিস্তানি শুটার।

ইডির দফতরে হাজিরা দেবে না অভিষেক

৩ রা অক্টোবর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি । শুক্রবার এ নিয়ে সমাজমাধ্যমে একটি বিস্তারিত বিবৃতি দিয়েছেন অভিষেক।তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন,' আমি ২ ও ৩ অক্টোবর দিল্লিতে বিক্ষোভে যোগ দেব।' শেষাংশে ইংরেজিতে লেখেন, ‘‘স্টপ মি ইফ ইউ ক্যান।’’ অর্থাৎ, পারলে আমায় আটকান।

এই অবস্থায় তিনি যে দিল্লির ধরনা কর্মসূচিতেই থাকবেন, এদিন তা স্পষ্ট করে দিয়েছেন। ইতিমধ্যেই বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তহবিল আটকে দেওয়ার কারণে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁরা কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পৌঁছেছেন। তৃণমূলের ধর্না কর্মসূচীতে অংশ নিতে তারা আগামীকাল ট্রেনে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন।

অবরুদ্ধ হাওড়া সেতু, ভোগান্তি যাত্রীদের

শুক্রবার সকাল ৮টা আদিবাসী সংগঠনের একটি মিছিল শুরু হয়েছে। তাদের গণ ডেপুটেশন কর্মসূচি রয়েছে। সেই কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে হাওড়া সেতু। এই মিছিলের জেরে দাঁড়িয়ে রইল সারি সারি যাত্রিবাহী বাস। কত ক্ষণ ধরে এই মিছিল চলবে, তা এখনও স্পষ্ট নয়।

তবে আন্দোলনকারীরা জানাচ্ছেন, ধর্মতলার উদ্দেশে যাবে এই মিছিল। বেলা সাড়ে ১০টা নাগাদ হাওড়া ব্রিজ ধরে মিছিলে এগিয়ে গেলে যানজট শুরু হয়ে যায় স্ট্র্যান্ড রোড, ব্রাবোর্ন রোডে। সেই ধাক্কা ধর্মতলা সহ মধ্য কলকাতায় এসে পড়ে।ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, আদিবাসী সংগঠনের মিছিল ও গণ বিক্ষোভ হাওড়া থেকে আরআর এভিনিউ অবধি আসবে।

সেই কারণে হাওড়া ব্রিজ, স্ট্যান্ড রোড ও মহাত্মা গান্ধী রোডের ট্রাফিকের উপর প্রভাব পড়েছে। তবে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই ভোগান্তি সারাদিন চলতে পারে।

*বেলা ১০টা বাজলেই যানজটের আশঙ্কা, জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ২ ৯শে সেপ্টেম্বর দিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। শুক্রবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। তবে শুক্রবার বেলা ১০ টা নাগাদ আর আর অ্যাভিনিউতে একটি মিটিং আছে। তারজন্য হাওড়া এবং শিয়ালদহ থেকে মিছিল আসবে। তবে যানচলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন লালবাজার ট্রাফিক কন্ট্রোল। 

এছাড়া শহরে আজ কোন মিটিং, মিছিল নেই। তাই শুক্রবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

 

*ফের বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া*


দুদিন ধরে সর্বত্র ভ্যাপসা গরম। গোটা রাজ্যেই কমেছে বৃষ্টির পরিমাণ। বাড়ছে তাপমাত্রা, বহাল আদ্রতাজনিত অস্বস্তি। তবে রাজ্য জুড়ে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

হাওয়া অফিসের পূর্বাভাস, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর আবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর জেরে অধিক আর্দ্রতার চাপে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের দাপিয়ে বৃষ্টি হবে। আজ থেকে শুরু হবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৭ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.৫ ডিগ্রী সেলসিয়াস । 

*আজকের রাশিফল ২৯শে সেপ্টেম্বর ( শুক্রবার)*


মেষ রাশিফল (Friday, September 29, 2023)

বাচ্চারা আপনার সন্ধ্যেটা উজ্জ্বল করবে। নিষ্প্রাণ আর কর্মব্যস্ত দিনকে বিদায় জানাতে একটি সুন্দর ডিনারের পরিকল্পনা করুন। ওদের সঙ্গ আপনার শরীরকে চাঙ্গা করে দেবে। আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন- যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে। অর্থের বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে কোনও বিরোধ হতে পারে। আপনার পরিবারের সকল সদস্যদের অর্থ এবং নগদ প্রবাহ সম্পর্কে পরিষ্কার হওয়ার পরামর্শ দেওয়া উচিত। কাউকে তার প্রেমে সাফল্য দৃশ্যায়িত করতে সাহায্য করুন। প্রতিযোগিতা তীব্র হওয়ায় কাজের সূচী ধকলসাধ্য হয়ে উঠবে। আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে। বিবাহিত জীবনের একটি কঠিন পর্যায়ের পরে, আজ আপনি সূর্যালোক দেখতে পাবেন।

প্রতিকার :- গৃহে সুখ শান্তির জন্য ভৈরব মন্দিরে দুধ ঢালুন।

বৃষভ রাশিফল (Friday, September 29, 2023)

আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় আপনার সময় ব্যয় করুন। কোন নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন। আপনার অত্যধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনতে পারে এবং গার্হস্থ্য উত্তেজনা প্রশমিত করতে পারে। কাউকে তার প্রেমে সাফল্য দৃশ্যায়িত করতে সাহায্য করুন। নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে এবং ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে। যাদের সাথে আপনার খারাপ সময় কাটে তাদের সাথে যোগাযোগ বাড়ানো থেকে বিরত থাকুন। আজ, আপনি আপনার সঙ্গীর প্রেম জীবনের সমস্ত যন্ত্রণা ভোলার অভিজ্ঞতা লাভ করবেন।

প্রতিকার :- প্রেমিক বা প্রেমিকার মধ্যে প্রেম বৃদ্ধির জন্য ও সম্পর্ক মজবুত করার সবসময় কাছে গনেশজির ছবি রাখুন।

মিথুন রাশিফল (Friday, September 29, 2023)

স্বাস্হ্যের জন্য অবশ্যই যত্নের প্রয়োজন। আজ সেই সমস্ত আত্মীয়দের যারা আপনার আগের পরিমাণ ফেরত দেয়নি তাদের leণ দেওয়ার বিষয়টি এড়িয়ে চলুন। কিছু মানুষ তারা যা সম্পাদন করতে পারেন তার থেকেও বেশি প্রতিশ্রুতি দেবেন-এমন মানুষদের কথা ভুলে যান যাঁরা শুধু কথা বলেন কোন ফল দেন না। যদি আপনি মনে করেন যে আপনার প্রিয়জন আপনাকে বোঝে না, তবে কিছুটা সময় বের করুন এবং তাদের সাথে এটি ব্যয় করুন। খোলামেলা কথা বলুন এবং আপনার হৃদয় পরিষ্কারভাবে কথা বলুন। স্বল্পমেয়াদী কর্মসূচীতে নিজের নাম নথিভুক্ত করুন যা আপনাকে সাম্প্রতিকতম প্রযুক্তি এবং দক্ষতা শিখতে সাহায্য করবে। আপনার পথে যারাই আসবেন তাদের প্রতি বিনীত এবং কমনীয় হোন- কেবলমাত্র কিছু নির্বাচিত ব্যক্তিই আপনার ঐন্দ্রজালিক কমনীয়তার পিছনের রহস্যটি জানবেন। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে অনেক টাকা ব্যয় করবেন বলে মনে হচ্ছে কিন্তু একটি ফাটাফাটি সময় কাটাবেন। থাকবে মনে হচ্ছে

প্রতিকার :- ভালো স্বাস্থ্যের জন্য পকেটে লাল রুমাল রাখুন।

কর্কট রাশিফল (Friday, September 29, 2023)

আধ্যাত্মিক চেতনার উত্থান কোন সাধু ব্যক্তির কাছ থেকে স্বর্গীয় জ্ঞান আহরণের জন্য আপনাকে কোন ধর্মীয় স্থানে পরিদর্শন করাতে পারে। আপনি যদি ভ্রমণ করে থাকেন তবে আপনার মূল্যবান জিনিসগুলির বিশেষ যত্ন নিন। অযত্নে অভিনয় করা আপনার আইটেমগুলি চুরি বা অপসারণের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে। বয়স্ক আত্মীয়দের অযৌক্তিক চাহিদা করা সম্ভবপর। চোখ কখনো মিথ্যা বলে না ও আপনার সঙ্গীর চোখের বিশেষ কিছু আজ আপনাকে সত্যিই কিছু বলবে। আপনার কর্মক্ষেত্রে আজ প্রচুর ভালবাসা বিরাজমান হবে। আপনার আর্কষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব হৃদয় জয় করে নেয়। কিছু জিনিস আপনার বিবাহিত জীবনে আজ সত্যিই সুন্দর হবে। আপনার স্ত্রীর জন্য একটি চমৎকার সন্ধ্যার পরিকল্পনা করুন।

প্রতিকার :- আর্থিক উন্নতি করতে মদ মাংস বর্জন করতে হবে।

সিংহ রাশিফল (Friday, September 29, 2023)

আপনার ব্যক্তিত্ব আজ একটি সুগন্ধি মত কাজ করবে। আপনি অর্থের গুরুত্বটি খুব ভালভাবেই জানেন, যে কারণে আপনি আজ যে অর্থ সঞ্চয় করছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনও বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে। কেউ আপনার কিছু ক্ষতি করার চেষ্টা করতে পারে- আপনার বিরুদ্ধে এক দৃঢ় শক্তি কাজ করায়-আপনার এমন কোন কাজ করা উচিত নয়- যা আপনাকে সামনাসামনি মোকাবিলার দিকে নিয়ে যাবে- যদি আপনি কখনো প্রতিশোধ নিতে চান তাহলে তা এক মর্যাদাপূর্ণ উপায়েই করা উচিত। আপনার একজন যত্নশীল এবং সমবেদনাশীল বন্ধুর সঙ্গে দেখা হবে। খুচরো এবং পাইকারী বিক্রেতাদের জন্য দিনটি ভালো। সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন। আজকের দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা ইভ হতে পারে।

প্রতিকার :- কাঠের পিঁড়ি বা চৌকির ওপর বসে খেলে বা খাবার সময় জুতো খুলে খেতে বসলে পারিবারিক জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে।

কন্যা রাশিফল (Friday, September 29, 2023)

অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহদান করবে। আজ সেই সমস্ত আত্মীয়দের যারা আপনার আগের পরিমাণ ফেরত দেয়নি তাদের leণ দেওয়ার বিষয়টি এড়িয়ে চলুন। আপনার ঘরে অতিথি সমাগম একটি আনন্দময় এবং চমৎকার দিনে পরিণত করবে। প্রেম সংক্রান্ত পদক্ষেপ পুরস্কৃত হবে না। যদি আপনি একদিনের ছুটিতে যেতে চান তাহলে চিন্তা করবেন না- কারণ আপনার অনুপস্থিতিতেও সবকিছু মসৃণভাবেই চলবে-যদি-কোন অজানা কারণে-কোন সমস্যা দেখা দেয়- তাহলে আপনি ঘুরে এসে এটি সহজেই ঠিক করবেন। আজ আপনি পরোপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন- ভালো কাজে সময় দিয়ে আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে পারেন। আপনার বিবাহিত জীবনে এই দিনগুলিতে কোন আনন্দ নেই; আপনার সঙ্গীর সাথে কথা বলুন এবং সত্যিই দারুন কিছু পরিকল্পনা করুন।

প্রতিকার :- নিজের ঘরে নিজের ইষ্টদেবের রুপার মূর্তি স্থাপন করে নিয়মিত পূজা করলে ধন বৃদ্ধি হবে।

তুলা রাশিফল (Friday, September 29, 2023)

এমন একটি দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন। আপনার পেশীগুলিকে আরাম দিতে তেল দিয়ে আপনার শরীর মালিশ করুন। জমি এবং আর্থিক লেনদেনের জন্য ভালো দিন। আপনার বাচ্চার কোন পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন। সে আপনার প্রত্যাশামাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে। আপনার প্রিয়়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে। খুচরো এবং পাইকারী বিক্রেতাদের জন্য দিনটি ভালো। আপনার অনুভূতি কী তা সবাইকে জানাতে ব্যস্ত হবেন না। আপনার স্ত্রী আজ আপনাকে খুশি করার জন্য সমস্তরকম প্রচেষ্টা করবে।

প্রতিকার :- গৃহদেবতাকে হলুদ রঙের ফুল অর্পণ করলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।

বৃশ্চিক রাশিফল (Friday, September 29, 2023)

আপনার বদ অভ্যাস আপনার উপর ব্যাপক প্রতিহিংসা নেবে। বিলম্বিত টাকাকড়ি পরিশোধ হয়ে যাওয়ার দরুণ আর্থিক অবস্থা উন্নত হবে। পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট দিন উপভোগ করুন- যদি মানুষেরা সমস্যা নিয়ে আসে- তাহলে তাদেরকে উপেক্ষা করুন এবং এটি নিয়ে নিজের মনকে অশান্ত হতে দেবেন না। প্রেমের মানুষটির সাথে ক্যান্ডিফ্লস এবং টফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে। আজ অফিসে কাজ করার মতো মনে হবে না। আপনি একটি দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হবেন, যা আপনাকে আপনার কাজে মনোনিবেশ করতে দেবে না। ব্যাস্ত রুটিন তবুও আজকে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন।ফাঁকা সময়ে আজকে আপনি কিছু সৃজনী করতে পারেন। আপনি আপনার বৈবাহিক আনন্দে আশ্চর্যজনক বিস্ময় পেতে পারেন।

প্রতিকার :- সপ্তমুখী রুদ্রাক্ষ পরিধান করলে স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখা দেবে।

ধনু রাশিফল (Friday, September 29, 2023)

অস্বস্তি আপনার মানসিক শান্তির ব্যাঘাত ঘটাতে পারে কিন্তু আপনার কোনো বন্ধু এর থেকে বেরনোর জন্য আপনাকে অসম্ভব সাহায্য করবে। দুশ্চিন্তা কাটাতে ভালো গানবাজনা শুনুন। আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে দীর্ঘস্থায়ী বকেয়া এবং রসিদের টাকা প্রদান করা সুবিধাজনক করবে। আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে। আজ ভালোবাসার ক্ষেত্রে আপনার বিবেচনা করার শক্তি ব্যবহার করুন। সন্তোষজনক ফলাফল পেতে সুন্দরভাবে সবকিছু পরিকল্পনা করুন- অফিসের সমস্যা দূর করার চেষ্টা করতে গেলে আপনার মনে উত্তেজনার মেঘ নিয়ে আসবে। আপনার সময় ও উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন – কিন্তু যেখানে নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না। একটি ভাল ডিনারের সঙ্গে রাত্রে ভাল ঘুম আপনার বিবাহিত জীবনে আজকের জন্য আশা করতে পারেন।

প্রতিকার :- সীসায় তৈরি আপনার গৃহদেবতার মূর্তি কে বাড়িতে রেখে আরাধনা করলে আপনি কর্ম জীবনে ও ব্যবসায়ে উন্নতি করবেন।

মকর রাশিফল (Friday, September 29, 2023)

আজ কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। আজ, আপনি অর্থের গুরুত্ব এবং অযথা এটি কীভাবে ব্যয় করা আপনার ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলবে তা বুঝতে পারবেন। বাচ্চাদের নিজেদের পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী হওয়া দরকার। অন্যদের হস্তক্ষেপ বিরোধের সৃষ্টি করবে। বসের ভাল মেজাজ কর্মক্ষেত্রের সমগ্র পরিবেশকে বেশ সুন্দর করে দিতে পারে। আজকে কাজ সময়ে শেষ করে ঘরে চলে যাওয়া আপনার জন্য ভালো হবে তাতে আপনার পরিবারের সদস্যরাও খুশি হবে আর আপনিও সতেজ বোধ করবেন। একজন আত্মীয়, বন্ধু, বা প্রতিবেশী আজ আপনার বিবাহিত জীবনে উত্তেজনা আনতে পারে।

প্রতিকার :- প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করার আগে মুখে এলাচ রাখুন, এর ফলে প্রেমের জীবনে সুপ্রভাব পরবে।

কুম্ভ রাশিফল (Friday, September 29, 2023)

কোনো বন্ধুর শীতল আচরণ আপনার খারাপ লাগতে পারে। কিন্তু নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করুন। এটা যেন আপনাকে বিধ্বস্ত না করে এবং পারলে ঝামেলা এড়িয়ে চলুন। আকস্মিক টাকাকড়ির আগমন আপনার রসিদগুলির এবং তাত্ক্ষণিক খরচার খেয়াল রাখবে। যথাযথ ভাববিনিময় এবং সহযোগিতা স্ত্রীর সাথে সম্পর্ক উন্নত করবে। আপনার স্বামী বা স্ত্রীর খারাপ স্বাস্হ্যের কারণে আজ প্রেমে ভোগান্তি থাকবে। পর্যটনের ক্ষেত্র আপনাকে লোভনীয় পেশা দিতে পারে। এখন আপনার উচ্চাশা উপলব্ধি করা এবং তার জন্য কঠোর পরিশ্রম করার সময়। সাফল্য আপনার জন্য ব্যগ্র হয়ে প্রতীক্ষা করছে। ছাত্রদের পরামর্শ দেওয়া হয় যে বন্ধুদের চক্করে মূল্যবান সময় যেন নষ্ট না করে। বন্ধু বান্ধব এর সাথে পরেও সময় কাটাতে পারবে কিন্তু পড়াশোনার জন্য এই সময়টা একদম সঠিক। আপনার বিবাহিত জীবন আজ একটু সময়ের জন্য আকাঙ্ক্ষা করবে।

প্রতিকার :- তেঁতুল গাছকে রোজ জল দিলে আপনার স্বাস্থ্যের ওপর তার ভালো প্রভাব পরবে।

মীন রাশিফল (Friday, September 29, 2023)

আপনার সবচেয়ে বড় সম্পদ আপনার ঠাট্টা বোধ এবং আপনার অসুস্থতা নিরাময় করার জন্য এটিকে ব্যবহার করার চেষ্টা করুন। আজ জমি বা যে কোনও সম্পত্তিতে বিনিয়োগ আপনার জন্য মারাত্মক হতে পারে। যতটা সম্ভব এই জাতীয় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। পুরোনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করার পক্ষে আজকের দিনটি ভালো। আজ আপনি কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখে স্তম্ভিত হয়ে যাবেন। যৌথ উদ্যোগ এবং অংশীদারীত্ব থেকে দূরে থাকুন। ছাত্র-ছাত্রীয়দের কে আজ নিজের কাজ আগামীকালের জন্য এড়িয়ে দেওয়া ঠিক হবে না, আপনি যখনি ফাঁকা সময় পাবেন নিজের কাজ সম্পূর্ণ করে নিন। এটা করা আপনার পক্ষে উপকারী হবে। আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলি আজ হৃদয়ে পোষণ করুন।

প্রতিকার :- কম বয়সী মহিলা ও মহিয়সী নারীদের সম্মান করলে তা আপনার জন্য আর্থিক সমৃদ্ধি ডেকে আনবে। আপনার পরিবার ও বন্ধুদের ছাড়া অন্য মহিলাদের সন্মান ও ভালোবাসা প্রদান করুন, এর ফলে আপনি আর্থিক দিকে লাভবান হবেন।

*মুথিয়া মুরালিধরনের বায়োপিক চলচ্চিত্র '৮০০'- র প্রচারের জন্য এলেন সল্টলেক শিক্ষা নিকেতন স্কুলে*


খবর কলকাতা: শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার মুথিয়া মুরালিধরনের অভিনেতা মধুর মিত্তালের সাথে তাঁর আসন্ন জীবনীমূলক চলচ্চিত্র "৮০০"- র প্রচারের জন্য সল্টলেক শিক্ষা নিকেতন স্কুলে আসেন। স্কুলে এসে মুথিয়া মুরালিধরন ও মধুর মিত্তাল শিক্ষার্থীদের সাথে ক্রিকেট খেলেন। এছাড়াও তাঁরা সল্টলেক শিক্ষা নিকেতন স্কুলের শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং অটোগ্রাফ দেন।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ললিত বেরিওয়ালা, ভি.কে. গয়াল,জি এস খাজাঞ্চি, সঞ্জয় আগরওয়াল, রমেশ বেরিওয়াল, জগদীশ আগরওয়াল, কিষাণ কে. গুপ্ত এবং সল্টলেক শিক্ষা নিকেতন স্কুলের শিক্ষকরা।

এই উপলক্ষে, সল্টলেক শিক্ষা নিকেতনের অধ্যক্ষ মিসেস নুপুর দত্ত বলেন, “মুথিয়া মুরালিধরনের মতো কিংবদন্তি ক্রিকেটারকে অতিথি হিসেবে পাওয়া আমাদের সৌভাগ্যের বিষয়। ছাত্ররা যথেষ্ট উচ্ছসিত ছিল এবং শিশুরা তাঁর গল্প ও জ্ঞানের কথা শুনে মন্ত্রমুগ্ধ এবং অনুপ্রাণিত হয়েছিল।"

 তিনি স্কুল ক্রিকেটের গুরুত্বের উপর জোর দেন এবং শিক্ষার্থীদের তরুণ প্রতিভাকে অনুপ্রাণিত করেন। মুরলিধরন একজন সফল ক্রিকেটারের রেসিপির মূল উপাদান হিসেবে আবেগ, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাসের উপর জোর দেন। তিনি প্রত্যেক খেলোয়াড়কে তাদের প্রতিশ্রুতিশীল কেরিয়ারে শুভেচ্ছা জানিয়ে স্বাক্ষর করেছেন।"

*मुथैया मुरलीधरन ने अपनी जीवनी पर आधारित फिल्म 800 का प्रचार के लिए कोलकाता आकर साल्टलेक शिक्षा निकेतन स्कूल के छात्रों के साथ गुजारे यादगार पल*


SB News bureau: सुप्रसिद्ध श्रीलंकाई क्रिकेटर मुथैया मुरलीधरन ने अभिनेता मधुर मित्तल के साथ अपनी जीवनी पर आधारित फिल्म 800 का प्रचार करने के गुरुवार को कोलकाता पहुंचे। इसके बाद वह कोलकाता के साल्टलेक में स्थित शिक्षा निकेतन स्कूल का दौरा कर मुथैया मुरलीधरन और मधुर मित्तल ने स्कूल के छात्रों के साथ बातचीत कर छात्रों के साथ यादगार पल गुजारे। इस दौरान उन्होंने स्कूल के छात्रों के साथ जमकर क्रिकेट खेला। तत्पश्चात उन्होंने बच्चों को ऑटोग्राफ देकर उनके चहरे पर खुशियां ला दी।

इस दौरान कार्यक्रम में ललित बेरीवाला, वी.के. गोयल, जी.एस. खजांची, संजय अग्रवाल, रमेश बेरीवाल, जगदीश अग्रवाल, किशन के. गुप्ता के साथ बड़ी संख्या में साल्टलेक शिक्षा निकेतन स्कूल के फैकल्टी मौजूद थे।

मौके पर साल्टलेक शिक्षा निकेतन की प्रिंसिपल श्रीमती नूपुर दत्ता ने कहा, मुथैया मुरलीधरन जैसे महान क्रिकेटर की मेजबानी करना हमारा सौभाग्य है। आज विश्व के मशहूर स्पिन गेंदबाजी के जादूगर को अपने सामने देखकर छात्रों की आँखें खुली रह गईं। बच्चे फिल्म में उनकी कहानियों और ज्ञान की बातों को जानकर काफी प्रेरित हुए। श्री मुरलीधरन ने इस दौरान बच्चों को स्कूल में क्रिकेट खेल के महत्व पर जोर दिया और छात्रों की युवा प्रतिभा को प्रेरित किया।

*ফের অভিষেককে তলব ED-র*

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার তলব করল ইডি। আগামী ৩ অক্টোবর সকাল ১০.৩০টায় নথিসহ সিজিওতে তলব করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। ঐদিন দিল্লিতে ধর্না দিতে যাওয়ার কথা তৃণমূলের। এবার আবার ওইদিনই ডাকা হল এই তৃণমূল সাংসদকে। সেই দিনটি দিল্লিতে তৃণমূলের ধর্না কর্মসূচির দ্বিতীয় দিন।

এর আগে ১৩ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠকের দিনে তাঁকে ডেকে পাঠায় ইডি। অভিষেক সোশ্যাল মিডিয়ায় উগরে দিলেন ক্ষোভ। এবার দেখার বিষয় এটাই যে ৩ অক্টোবর কোথায় যাবেন অভিষেক।