WestBengalBangla

Sep 14 2023, 16:27

মাদ্রিদে অ্যাকোর্ডিয়ানে বাজালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মাদ্রিদে অ্যাকোর্ডিয়ানে বাজালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মাদ্রিদে অ্যাকোর্ডিয়ানে বাজালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

WestBengalBangla

Sep 14 2023, 13:31

তারাপীঠে মমতা-অভিষেকের নামে বিশেষ পুজো !

বীরভূম: কৌশিকী অমাবস্যায় তারাপীঠে চলছে তারামায়ের বিশেষ পুজো। আর সেই তারাপীঠেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পুজো দিলেন বিধানসভার ডেপুটি স্পিকার। এদিন সকালে মন্দিরে যান বিধানসভার ডেপুটি স্পিকার ও রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিষ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ও অভিষেকের নামে তারা মায়ের কাছে পুজো দেন তিনি।

কথিত আছে, এই দিনই তপস্যায় সিদ্ধিলাভ করেন সাধক বামাখ্যাপা। তারাপীঠ শ্মশানের শ্বেত শিমূলতলায় সাধনা করেছিলেন তিনি। ভক্তকে দেখা দেন মা তারা। সেই থেকেই পালিত হয় কৌশিকী অমাবস্যা। তাই বিশেষ দিনে মায়ের আশীর্বাদ যাতে পান তৃণমূল সুপ্রিমো এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাই পুজো দিলেন আশিষ বন্দ্যোপাধ্যায়।

WestBengalBangla

Sep 13 2023, 20:25

*কলকাতায় ৭টি দলের কোচ থেকে ফুটবলাররা আইএসএল ট্রফির সঙ্গে ফটো সেশনে সামিল*

খেলা 

খবর কলকাতা: আজ কলকাতার একটি পাঁচতারা হোটেলে আইএসএ লে খেলা ৭টি দলের কোচ সহ অধিনায়ক এবং সহকারি খেলোয়াড়রা আইএসএল ট্রফি সহ সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন। প্রতিটি দলের পৃথক পৃথকভাবে ফটোসেশন ছাড়াও তারা নিজের নিজের দলের আইএসএলে খেলার প্রস্তুতি নিয়ে জানালেন।

তবে এসব কিছুর মধ্যেও এই সাংবাদিক সম্মেলনের মূল কেন্দ্রবিন্দু ছিল মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো এবং ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লোস কুয়াদ্রাত। এদিন মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বসু এবং ইস্টবেঙ্গলের অধিনায়ক ক্লেইটন তাদের নিজেদের দল ও সমর্থকদের উদ্দেশ্যে সফলতার বার্তা জানিয়েছেন ।

ছবি: সঞ্জয় হাজরা ( খবর কলকাতা)।

WestBengalBangla

Sep 13 2023, 12:41

মানহানির মামলায় এফ আই আর হতে পারে না, পর্যবেক্ষণ হাইকোর্টের

কলকাতা: মানহানির মামলায় এফ আই আর হতে পারে না, এই পর্যবেক্ষণ দিয়েই সাংবাদিকের বিরুদ্ধে দুই থানায় মামলা দায়েরকারীকে মামলায় যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, আপাতত পুলিশি তদন্ত স্থগিত থাকবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ২৫ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানিতে কেস ডাইরি হাজির করতে হবে পুলিশকে।

উত্তর ২৪ পরগনার ন্যাজাট ও সন্দেশখালি থানায় ২৩ জুলাই একই সময়, একই অভিযোগ দায়ের হয়। সময় প্রায় এক। অভিযোগের বয়ানে বক্তব্য একই। ইউটিউব চ্যানেলের খবরে বলা হয়, নন্দীগ্রামে ঢুকবে ১২০০ জল্লাদ। বিচারপতি জয় সেনগুপ্তর বক্তব্য, খবরের বক্তব্য কার মানহানি করল সেটাও দেখা দরকার।

WestBengalBangla

Sep 13 2023, 12:09

সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বাড়ি থেকে রওনা দিলেন অভিষেক বন্দোপাধ্যায়।
সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বাড়ি থেকে রওনা দিলেন অভিষেক বন্দোপাধ্যায়। ছবি সৌজন্যে :ANI

সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বাড়ি থেকে রওনা দিলেন অভিষেক বন্দোপাধ্যায়। ছবি সৌজন্যে :ANI

WestBengalBangla

Sep 13 2023, 12:07

সিজিও কমপ্রেক্সে পৌঁছালেন অভিষেক

বেলা ১২টা নাগাদ সিজিও কমপ্রেক্সে পৌঁছালেন অভিষেক।আগের দিন রাতে তেমনই ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই সকাল না হতেই দেখা গেল, অভিষেকের জন্য প্রস্তুত সল্টলেকের সিজিও চত্বর। তৃণমূল কমান্ডারের হাজিরায় সতর্ক এজেন্সি। বাড়তি কেন্দ্রীয় বাহিনীর বলয়ে সিজিও কমপ্লেক্স। বন্ধ পিছনের গেটও।

এদিকে একই দিনে আজ-ই দিল্লিতে ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক। সেই বৈঠকে থাকার কথা ছিল অভিষেকের। কিন্তু দিল্লির বৈঠক এড়িয়ে কলকাতায় ইডির দফতরে হাজিরা দিলেন অভিষেক। উল্লেখ্য, যদিও বুধবার অভিষেক ইডিতে যাওয়ার আগে মঙ্গলবার কলকাতা হাই কোর্টে গিয়েছিলেন তাঁর আইনজীবীরা।

স্পেন সফরের আগে অভিষেককে ইডির তলব নিয়ে ফের কেন্দ্রকেই তোপ দেগেছিলেন তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেছিলেন, অভিষেককে অহেতুক হেনস্থা করা হচ্ছে। তবে বুধবার অভিষেককে কি কি প্রশ্নের মুখে পড়তে হবে সেটাই এখন দেখার ।

WestBengalBangla

Sep 13 2023, 07:55

*বেলা ১২টা বাজলেই শুরু মিছিল! জানুন আজকের ট্রাফিক আপডেট*

আজ  ১৩ই সেপ্টেম্বর বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। বুধবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।

যানচলাচল স্বাভাবিক আছে।

তবে আজ বেলা বাড়তেই শুরু মিটিং, মিছিল। বুধবার বেল১২টা নাগাদ কলেজ স্কোয়ার থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত একটি মিছিল আছে। অন্যদিকে দুপুর ৩টে নাগাদ মৌলালি বাজার থেকে শিয়ালদহ স্মার্ট বাজার পর্যন্ত একটি মিছিল আছে।

তাছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই বুধবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।

WestBengalBangla

Sep 13 2023, 07:45

*কলকাতা সহ ৭ জেলায় ভারী বৃষ্টি, জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া*


সকাল থেকেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। উত্তরবঙ্গেরও একই অবস্থা। আজ সেই থেকে কিছুটা ভোগান্তি হলে কাল থেকেই বদলে যাবে আবহাওয়া! আছড়ে পড়বে ঝড়-বৃষ্টি।

বলতে গেলে আজ থেকে ফের আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস। আবহাওয়া দফতর সূত্রে খবর মঙ্গলবার ফের বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ঘূর্ণাবর্ত উত্তরপশ্চিম এবং তৎসংলগ্ন মধ্যপশ্চিম বঙ্গোপসাগরে তৈরী হবে। যা ওড়িশা হয়ে মধ্যপ্রদেশ দিয়ে উত্তরপ্রদেশের দিকে যেতে পারে। এই ঘূর্ণাবর্তের জেরে আজ থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে।

বুধবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টিপাত হবে।তাই সতর্ক থাকতে বলা হয়েছে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৭ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৮ ডিগ্রী সেলসিয়াস।