*বেলা ১২টা বাজলেই শুরু মিছিল! জানুন আজকের ট্রাফিক আপডেট*

আজ  ১৩ই সেপ্টেম্বর বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। বুধবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।

যানচলাচল স্বাভাবিক আছে।

তবে আজ বেলা বাড়তেই শুরু মিটিং, মিছিল। বুধবার বেল১২টা নাগাদ কলেজ স্কোয়ার থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত একটি মিছিল আছে। অন্যদিকে দুপুর ৩টে নাগাদ মৌলালি বাজার থেকে শিয়ালদহ স্মার্ট বাজার পর্যন্ত একটি মিছিল আছে।

তাছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই বুধবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।

*কলকাতা সহ ৭ জেলায় ভারী বৃষ্টি, জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া*


সকাল থেকেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। উত্তরবঙ্গেরও একই অবস্থা। আজ সেই থেকে কিছুটা ভোগান্তি হলে কাল থেকেই বদলে যাবে আবহাওয়া! আছড়ে পড়বে ঝড়-বৃষ্টি।

বলতে গেলে আজ থেকে ফের আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস। আবহাওয়া দফতর সূত্রে খবর মঙ্গলবার ফের বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ঘূর্ণাবর্ত উত্তরপশ্চিম এবং তৎসংলগ্ন মধ্যপশ্চিম বঙ্গোপসাগরে তৈরী হবে। যা ওড়িশা হয়ে মধ্যপ্রদেশ দিয়ে উত্তরপ্রদেশের দিকে যেতে পারে। এই ঘূর্ণাবর্তের জেরে আজ থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে।

বুধবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টিপাত হবে।তাই সতর্ক থাকতে বলা হয়েছে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৭ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৮ ডিগ্রী সেলসিয়াস। 

*আজকের রাশিফল ১৩ই সেপ্টেম্বর ( বুধবার)*


মেষ রাশিফল (Wednesday, September 13, 2023)

দুর্দশায় থাকা কারোকে সাহায্য করতে আপনার শক্তি ব্যবহার করুন। মনে রাখবেন এই অবিনশ্বর শরীরের থেকেই বা কি লাভ যদি এটা অন্যদের উপকারে লাগানোই না যায়। বড়সড় পরিকল্পনা এবং ধারণাশালী কেউ আপনার দৃষ্টি আকর্ষণ করবে- কোন বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করে নিন। এমন একজন আত্মীয়ের সাথে দেখা করুন যিনি সুস্থ নেই। যারা বাগদত্ত, তারা তাদের বাগদত্তাকে এক বিশাল খুশির উৎস হয়ে উঠতে দেখবেন। আজ কর্মক্ষেত্রে একটা চমৎকার দিন বলে মনে হয়। আজকে আপনার কিছু বন্ধু আপনার বাড়িতে আসতে পারে আর আপনি তাদের সাথে সময় কাটাতে পারেন যদিও এই মুহূর্তে মদ,সিগারেটের মতো জিনিস খাওয়া আপনার জন্য ভালো না। আজকের দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা ইভ হতে পারে।

প্রতিকার :- নিম-বাবুলের দাতন করলে অর্থনৈতিক অবস্থা ভালো হবে।

বৃষভ রাশিফল (Wednesday, September 13, 2023)

আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে। মেডিটেশন এবং যোগব্যায়াম আধ্যাত্মিক ও সেইসঙ্গে শারীরিক লাভের জন্য উপকারী প্রমাণিত হতে পারে। যে কোনও জায়গায় বিনিয়োগ করা লোকেরা আজ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন। তাঁদেরকে বুঝতে দিন যে আপনি তাঁদের জন্য পরোয়া করেন। আপনার ভালো সময় তাঁদের সাথে কাটান। অভিযোগ করার কোন সুযোগ দেবেন না। আরো কঠোরভাবে চেষ্টা করুন, আপনি নিশ্চিতভাবেই সৌভাগ্যশালী হবেন, যেহেতু আজকের দিনটি আপনার জন্যই অনুকূল। এটি হল পেশা সংক্রান্ত সেইসব গুরুত্বপূর্ণ পরিবর্তন করার সময়, যা আপনি বেশ কিছু সময় ধরেই ভাবছিলেন। যদি আপনি আজ কেনাকাটা করতে যান তাহলে আপনি নিজের জন্য একটি সুন্দর পোষাক নির্বাচন করবেন। আজকের দিনে আপনার সঙ্গীর রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে।

প্রতিকার :- লকারে অল্প বাসমতি চাল ও রুপো রেখে দিলে আপনার আর্থিক উন্নতি ঘটবে।

মিথুন রাশিফল (Wednesday, September 13, 2023)

আঘাত এড়ানোর জন্য বসে থাকার সময় বিশেষ যত্ন নিন। উপরন্তু ভালো ভঙ্গিমা যে শুধু একজনের ব্যক্তিত্বের বিকাশ ঘটায় তাই নয়, বরং স্বাস্হ্য এবং বিশ্বাস উন্নত করতেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ, আপনার এক ভাইবোন আপনার কাছ থেকে ঋণ নিতে পারেন। যদিও আপনি তাদের ইচ্ছা পূরণ করবেন, তবে এটি আপনার আর্থিক অসুবিধাগুলি আরও খারাপ করতে পারে। আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্যও এই সময়কালটি ভালো। সতর্ক থাকুন কারণ কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে। বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে। আজকে কাজ সময়ে শেষ করে ঘরে চলে যাওয়া আপনার জন্য ভালো হবে তাতে আপনার পরিবারের সদস্যরাও খুশি হবে আর আপনিও সতেজ বোধ করবেন। বাজে মেজাজের জন্য আপনি আপনার স্ত্রীর দ্বারা বিরক্ত বোধ করতে পারেন।

প্রতিকার :- একটি কালচে নীল কাপড়ের মধ্যে গোল মরিচ, কালো ছোলা এবং একটি কাঁচা কয়লার টুকরো বেঁধে তা বহমান জলে নিক্ষেপ করলে তা আপনার আর্থিক সমৃদ্ধির পথ প্রসস্থ করবে।

কর্কট রাশিফল (Wednesday, September 13, 2023)

যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য্য বজায় রাখুন। আপনার স্ত্রীর সাথে একসাথে, আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন। আপনি আরাম করুন এবং ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মধ্যে সুখ খুঁজে পেতে চেষ্টা করুন। আপনি আপনার প্রেমিকার মন্তব্যে অত্যন্ত সংবেদনশীল হবেন- আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং পরিস্থিতি খারাপ এমন কিছু করা থেকে বিরত থাকুন। যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি বা আর্থিক লাভ। কিছু আইনি পরামর্শ নিতে কোন আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে ভালো দিন। আপনার স্ত্রী আপনার পরিকল্পনা বা কার্যসূচীকে বিঘ্নিত করতে পারে, ধৈর্য হারাবেন না।

প্রতিকার :- কালো ও সাদা গরুকে খাবার খাওয়ালে আপনার প্রেমের জীবনে তার সুফল পাবন।

সিংহ রাশিফল (Wednesday, September 13, 2023)

আধ্যাত্মিক এবং শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগ চর্চা করা উচিত। আজ অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে, সুতরাং লেনদেন করার সময় বা কোনও দস্তাবেজ সই করার সময় আপনার সজাগ থাকা প্রয়োজন। ব্যবহারে অস্থিরতা দেখাবেন না- বিশেষ করে জীবনসঙ্গীর সঙ্গে, তাতে গৃহশান্তি নষ্ট হয়ে যাবে। সুন্দর এবং উদার প্রেমের জন্য পুরস্কৃত হওয়ার সম্ভাবনা আছে। কাজের ধীরগতি সামান্য চাপ আনবে। আপনার সময় ও উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন – কিন্তু যেখানে নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না। আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবন সঙ্গী আজ অনেক অনেক প্রচেষ্টা করবে।

প্রতিকার :- গরুকে আটা ও কালো পিঁপড়েকে চিনি খাওয়ালে তা আপনার পরিবারের জন্য শুভ হবে।

কন্যা রাশিফল (Wednesday, September 13, 2023)

আপনার মন ভাল জিনিষের প্রতি আগ্রহী হবে। নিযুক্ত যারা নিযুক্ত তারা একটি টেকসই পরিমাণ প্রয়োজন, কিন্তু অতীতে করা অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে তাদের পর্যাপ্ত পরিমাণ থাকবে না। বাচ্চারা তাদের স্কুল প্রোজেক্ট শেষ করতে আপনার সাহায্য নিতে পারে। বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেম আসবে। এমন কিছু করতে অন্যদের জবরদস্তি করবেন না যা আপনি নিজে করবেন না। সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে। আজ একটি দেবদূত মত আপনার জীবন সঙ্গী আপনার প্রতি অতিরিক্ত যত্নশীল হবেন।

প্রতিকার :- ঘরে গঙ্গাজলের কোন না কোন ভাবে প্রয়োগ করলে আর্থিক স্থিতি ভালো থাকবে।

তুলা রাশিফল (Wednesday, September 13, 2023)

আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। অপরিকল্পিত উত্স থেকে টাকাপয়সা লাভ আপনার দিন উজ্জ্বলতর করতে তুলবে। কোন বিদেশী আত্মীয়ের কাছ থেকে পাওয়া উপহার আপনাকে খুশি করে তুলবে। জিনিসপত্র সঠিকভাবে সামলান কারণ আপনার স্ত্রীর মেজাজ খুব একটা ভালো ঠেকছে না। নিকটতম বন্ধুর দেওয়া ভুল পরামর্শের কারণে এই চিহ্নটির ব্যবসায়ীরা আজ সমস্যায় পড়তে পারেন। আজ, কর্মক্ষম নেটিভদের কর্মক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশির ভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে। আজ, আপনার স্ত্রী আপনাকে তার খুব ভাল নয়য় দিকটি দেখাতে পারেন।

প্রতিকার :- আপনার ভালোবাসার মানুষকে হলুদ বর্ণের ফুল উপহার হিসেবে দান করুন, এটি আপনাদের প্রেমের সম্পর্ক কে মধুর করে তুলবে।

বৃশ্চিক রাশিফল (Wednesday, September 13, 2023)

আপনি আপনার উত্তেজনা থেকে পরিত্রাণ পেতে পারেন। বিদেশী দেশের সাথে সম্পর্কযুক্ত ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের আজ অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কোনও পদক্ষেপ নেওয়ার আগে সাবধানতার সাথে চিন্তা করুন। আপনার পরিবারের সদস্যরা তুচ্ছ ব্যাপারকে বড় করে দেখাতে পারে। রোমান্টিক প্রভাবগুলি আজকের দিনে প্রবল থাকবে। আপনার সঙ্গী কথার খেলাপ করলে বিরক্ত হবেন না- আপনি তাদের সঙ্গে বসে কথা বলে সমস্যাটা মিটিয়ে নিন। আজকের দিন আপনি খুব ব্যাস্ত থাকবেন কিন্তু সন্ধেবেলার সময় আপনার মন পছন্দ কাজ করার জন্য আপনার কাছে যথেষ্ট সময় হবে না। দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে, আজ সত্যিই আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন।

প্রতিকার :- চাল বা রুপা মায়ের কাছ থেকে নিয়ে নিজের কাছে রাখলে আর্থিক উন্নতিতে সহায়ক হবে।

ধনু রাশিফল (Wednesday, September 13, 2023)

স্বাস্হ্য সুন্দর থাকবে। বিবাহিত দম্পতিদের আজ তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। স্নেহময় মমতা আপনাকে উৎসাহিত করবে। কিন্তু তুচ্ছ বিষয়ে আপনার মেজাজ হারানো উচিত নয় যেহেতু এটি কেবলমাত্র আপনার স্বার্থেরই ক্ষতি করবে। ভালোবাসার মানুষটি রোম্যান্টিক মেজাজে থাকবে। আজ, আপনি জানতে পারবেন যে কর্মক্ষেত্রে যাকে আপনার শত্রু হিসেবে বিবেচনা করেছিলেন তিনি আসলে আপনার শুভাকাঙ্খী। কিছু আইনি পরামর্শ নিতে কোন আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে ভালো দিন। আপনার স্ত্রী আজ আপনাকে খুশি করার জন্য সমস্তরকম প্রচেষ্টা করবে।

প্রতিকার :- সর্ষের তেলে নিজের প্রতিছব্বি দেখে সেই তেল দিয়ে আটার তৈরি মিষ্টি বল ভাজুন ও তা পাখিদের খাওয়ান, এর ফলে আপনার আর্থিক পরিস্থির উন্নতি হবে।

মকর রাশিফল (Wednesday, September 13, 2023)

অপ্রয়োজনীয় উত্তেজনা এবং দুশ্চিন্তা আপনার জীবনকে রসকষহীন করে তুলতে পারে। এগুলির হাত থেকে মুক্তি পাওয়ায় ভালো অন্যথায় সেগুলি শুধু আপনার সমস্যাকেই তীব্রতর করবে। আজ, আপনি আপনার ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পেতে পারেন। স্ত্রীর সাথে ঝগড়া মানসিক উদ্বেগের দিকে নিয়ে যেতে পারে। অহেতুক চাপ নেওয়ার কোন প্রয়োজন নেই। জীবনে এক গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় হল, যা আমরা পরিবর্তন করতে পারিনা সেই বিষয়গুলিকে মেনে নেওয়া। প্রত্যেকদিন প্রেমে পড়ার প্রবণতা পাল্টান। আজ সাধারণত আপনার ধার্য করার সীমার ঊর্ধ্বে আপনার লক্ষ্য ঠিক করার একটি প্রবণতা থাকবে- আপনার প্রত্যাশামাফিক ফল না এলে হতাশ হবেন না। এই রাশির লোকেদের আজকে নিজেকে বোঝা খুব দরকার।যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যাক্তিত্ব কে মূল্যয়ন করুন। একটি কৌতুককর আলোচনার সময় একটি পুরানো সমস্যা উঠে আসতে পারে, যা ঘটনাচক্রে একটি তর্কে পরিবর্তিত হবে।

প্রতিকার :- পরিবারের সদস্যদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধির জন্য গরুকে সবুজ জাবর খেতে দিন।

কুম্ভ রাশিফল (Wednesday, September 13, 2023)

স্বাস্হ্য ভালোই থাকবে। এই রাশিচক্রের লোকেরা যারা বিদেশ থেকে ব্যবসা করে থাকে তারা আজ আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজির অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে-যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে। প্রত্যেকদিন প্রেমে পড়ার প্রবণতা পাল্টান। যদি আপনি বিশ্বাস করেন যে সময় মহামূল্যবান, তাহলে আপনার সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছতে আপনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। এই রাশির লোকেরা খুব কৌতূহলোদ্দীপক হয়.এরা কখনো লোকেদের মাঝখানে থেকে খুশি হয় তো কখনো একা থেকে যদিও একা থাকা এতটা সহজ নয় তবুও আজকে আপনি নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন। মুদিখানার কেনাকাটা নিয়ে আপনি আপনার স্ত্রীর প্রতি বিরক্ত হতে পারেন।

প্রতিকার :- লক্ষ্মী চল্লিশা পাঠ করুন ও দেবী লক্ষ্মীর প্রশংসা সূচক বাক্য পাঠ করুন। এর ফলে একে অন্যের সাথে বোঝাপড়া বৃদ্ধি পাবে ও একে অন্যের প্রতি প্রেম প্রগাঢ় হবে।

মীন রাশিফল (Wednesday, September 13, 2023)

আপনি আপনার ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাসের সঙ্গে আপনার চারপাশের মানুষের মনে ছাপ ফেলতে পারবেন। আপনার লগ্নি এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে গোপনীয়তা রাখুন। লোকজন ও তাদের মনোভাব নিয়ে চট করে সিদ্ধান্তে পৌঁছাবেন না- হতে পারে তারা চাপে ছিল এবং তারা আপনার সহানুভূতি ও বিচার আশা করে। বিবাহ প্রস্তাব, যেহেতু আপনার প্রেম জীবন আজীবন বন্ধনে বদলে যেতে পারে। পেশাদার ক্ষেত্রে দায়িত্ববৃদ্ধির সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে। আজ শিক্ষার্থীদের মনে প্রেমের জ্বর ছড়িয়ে পড়তে পারে এবং এর ফলে তারা অনেক সময় নষ্ট করতে পারে। আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবন সঙ্গী আজ অনেক অনেক প্রচেষ্টা করবে।

প্রতিকার :- দরিদ্র এবং অভাবী লোকজনদের সুতির বস্ত্র ও নোনতা খাবার দান করলে তা আপনার আর্থিক সংষ্থানের জন্য অনুকূল হবে।

*Subroto Cup adds Bengaluru as host city*

Sports

SB News bureau : The 62nd Edition of the prestigious Subroto Cup International Football Tournament, will be held from September 19-October 23, 2023. This year Bengaluru has been added as a host-city in addition to Delhi and Gurugram, taking the oldest national inter-school football tournament to the South of India for the very first time. An official announcement to this effect, was made at a press-event at the Akash Officer’s Mess here in the national capital, in the presence of Air Marshal R.K Anand VSM, Air Officer-in-Charge Administration & Vice Chairman, Subroto Mukerjee Sports Education Society (SMSES), who graced the occasion as Chief Guest.

The Subroto Cup, hosted by the Indian Air Force (IAF) under the aegis of the SMSES, was first held in 1960 and was named after Air Marshal Subroto Mukerjee, who conceived the idea in order to promote sport at the grassroot level.

TEAMS QUALIFIED FOR SUBROTO CUP FROM WEST BENGAL

SUB JUNIOR (U 14) BOYS -

MANIKPARA HIGH SCHOOL, JHARGRAM

JUNIOR (U 17) GIRLS - HATIMARI HIGH SCHOOL, GAZOLE, MALDA

INFOCUS INDIA PUBLIC SCHOOL, 24 PGS(N)

JUNIOR (U 17) BOYS - SUDARSHANPUR DWARIKA PRASAD UCHHA VIDYACHAKRA, RAIGANJ

*মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে এবার রাজপথে নামলেন রাজ্যপাল*

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরে যেতেই রাজ্যের মানুষের সমস্যা দেখতে পথে নেমে পড়লেন সাংবিধানিক প্রধান৷ বালিগঞ্জের ১২ নম্বর রোনাল্ড রোডে একটি বড় গাছ কেটে ফেলা হচ্ছে বলে অভিযোগ আসে রাজ্যপালের কাছে৷ সেই খবর কানে উঠতেই সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন সিভি আনন্দ বোস।

পাশাপাশি কেন গাছ কাটা হচ্ছে, গাছ কাটার জন্য অনুমতি নেওয়া হয়েছে কিনা, এর ফলে পরিবেশের কী হবে, এই সব প্রশ্ন তুলে তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলতেও দেখা গেল রাজ্যপালকে। জানা গেছে, রোনাল্ড রোডের উপর একটি বহু পুরনো গাছ ছিল। প্রোমোটিংয়ের জন্য সেই গাছ কাটা হচ্ছে। তাই রাজ্যপাল রোনাল্ড রোডে পৌঁছে জানান, ওই গাছটির স্মরণে রাজভবনে একটি চারা গাঠ রোপন করবেন৷

বাড়ীর উঠোন থেকে শিশুকে টেনে নিয়ে গেল লেপার্ড

আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকের ঢেকলাপাড়ার চা বাগানের ঘটনা। এলাকার বাসিন্দা সুনীল ওরাওঁ এর ৭ বছরের ছেলে গতকাল সন্ধ্যা ৭ টা নাগাদ বাড়ির উঠোনে খেলছিল। ঠিক ওই সময় একটি লেপার্ড হঠাৎ তার ঝাঁপিয়ে পড়ে। বাড়ির অন্যান্যরা কিছু বুঝে উঠার আগেই শিশু টিকে টেনে নিয়ে যায় লেপার্ডটি। এই দেখে চেঁচামেচি শুরু করে সুনীল ওরাওঁ ।

তার চেঁচামেচি শুনে আশপাশের লোকজন এসে প্রায় ২০ মিনিট খোঁজা খুজির পর গুরুতর জখম অবস্থায় পাশের জঙ্গলে পাওয়া যায় শিশুটিকে । এরপর তড়িঘড়ি স্কুটিতে চাপিয়ে নিয়ে আসা হয় বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে । তবে হাসপাতালে নিয়ে এসেও শেষ রক্ষা হয়নি । হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।

স্থানীয়দের অভিযোগ প্রায়শই এই ধরনের ঘটনা ঘটছে।ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে আসেন বীরপাড়া থানার পুলিশ এবং দলগাঁও রেঞ্জের অফিসাররা । স্থানীয়দের দাবি, যদি দ্রুত এর সমস্যার সমাধান না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবেন।

দলগাঁও বনদপ্তরের এক আধিকারিক জানান,"যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক । আমরা ঘটনার পর এলাকায় গিয়েছিলাম আমাদের অভিযান চলছে এবং লেপার্ড ধরার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি"।

*"বুমেরাং হতে পারে", অভিষেককে তলব নিয়ে সরব মমতা*


নিয়োগ দুর্নীতি মামলায় আগামী ১৩ সেপ্টেম্বর তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় -কে ডেকে পাঠিয়েছে ইডি । আর এই নিয়েই আবারও একবার গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'অভিষেককে সবসময় বিরক্ত করা হচ্ছে। কোনও প্রমাণ নেই, শুধুই ওকে হেনস্থা করা হচ্ছে। অভিযোগ এলে তদন্ত করুন কিন্তু প্রতিহিংসায় কিছু করবেন না, বুমেরাং হতে পারে।‘

উল্লেখ্য, রবিবারই সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ঠিক পরদিনই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও শোনা গেল ইডির অভিষেককে তলব নিয়ে ক্ষোভের সুর।

*ধূপগুড়িতে মহুকমা করার সিদ্ধান্ত নিলেন মমতা*


স্পেন সফরে যাওয়ার আগে সাংবাদিক বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার তিনি বলেন, 'মন্ত্রীসভায় কিছু রদবদল করেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতির মান্যতা দিয়ে ধূপগুড়িতে মহুকমা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বানারহাটের কিছু অংশ নিয়ে ধূপগুড়ি মহকুমা হবে। কাল দুবাইয়ে থাকবো, পরশু যাবো মাদ্রিদ। ৫ বছর যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।' 

ধূপগুড়িকে মহকুমা ঘোষণার দাবি দীর্ঘ দিনের। গত বিধানসভা ভোটের আগে প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতাও আশ্বাস দিয়েছিলেন। এবার ধূপগুড়ির বাসিন্দাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করলো তৃণমূল।

*বদলালো মমতার মন্ত্রীসভা*


মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের মন্ত্রী সভার রদবদল। দায়িত্ব বাড়ল জ্যোতিপ্রিয় মল্লিক, প্রদীপ মজুমদারের। পর্যটন দফতর ফিরল পুরনো মন্ত্রীর কাছেই। মাস খানেক আগে ইন্দ্রনীল সেনকে পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁকে ফের পর্যটন দফতরের দায়িত্ব দিলেন মমতা। 

বাবুল সুপ্রিয়র দায়িত্বে পর্যটন ছাড়াও তথ্য ও প্রযুক্তি (আইটি) দফতর ছিল। আইটি দফতর এর পরেও বাবুলের কাছেই থাকবে। সেই সঙ্গে পর্যটন থেকে সরিয়ে তাঁকে অচিরাচরিত শক্তি উত্‍স দফতরের দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বাবুলের দফতরের বদলের পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিক তথা বালুর দায়িত্ব যে বাড়তে চলেছে তাও স্পষ্ট ছিল। জ্যোতিপ্রিয় মল্লিকের দায়িত্বে বন দফতর এবং অচিরাচরিত শক্তি উত্‍স দফতর ছিল। তাঁর কাছ থেকে অচিরাচরিত শক্তি উত্‍স দফতরের দায়িত্ব সরিয়ে নেওয়া হয়েছে। পরিবর্তে তাঁকে বন দফতরের পাশাপাশি শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে।

*ফের অভিষেককে তলব ইডির*


ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। ১৩ সেপ্টেম্বর দিল্লিতে 'ইন্ডিয়া'র সমন্বয় কমিটির বৈঠকের দিনেই তলব করা হয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবার ক্ষোভ প্রকাশ করলেন অভিষেক। ৫৬ ইঞ্চি ছাতির কাপুরুষোচিত কাজ, সোশ্যাল মিডিয়াতে নাম না করেই সোজা মোদিকে কটাক্ষ করলেন অভিষেক। 

নোটিস পাওয়ার পরেই পোস্ট করেন অভিষেক। এবার প্রশ্ন উঠছে হাজিরা দিতে গেলে তাহলে কি আর বৈঠকে অংশগ্রহণ করতে পারবেন না অভিষেক?