*ধূপগুড়িতে মহুকমা করার সিদ্ধান্ত নিলেন মমতা*


স্পেন সফরে যাওয়ার আগে সাংবাদিক বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার তিনি বলেন, 'মন্ত্রীসভায় কিছু রদবদল করেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতির মান্যতা দিয়ে ধূপগুড়িতে মহুকমা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বানারহাটের কিছু অংশ নিয়ে ধূপগুড়ি মহকুমা হবে। কাল দুবাইয়ে থাকবো, পরশু যাবো মাদ্রিদ। ৫ বছর যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।' 

ধূপগুড়িকে মহকুমা ঘোষণার দাবি দীর্ঘ দিনের। গত বিধানসভা ভোটের আগে প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতাও আশ্বাস দিয়েছিলেন। এবার ধূপগুড়ির বাসিন্দাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করলো তৃণমূল।

*বদলালো মমতার মন্ত্রীসভা*


মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের মন্ত্রী সভার রদবদল। দায়িত্ব বাড়ল জ্যোতিপ্রিয় মল্লিক, প্রদীপ মজুমদারের। পর্যটন দফতর ফিরল পুরনো মন্ত্রীর কাছেই। মাস খানেক আগে ইন্দ্রনীল সেনকে পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁকে ফের পর্যটন দফতরের দায়িত্ব দিলেন মমতা। 

বাবুল সুপ্রিয়র দায়িত্বে পর্যটন ছাড়াও তথ্য ও প্রযুক্তি (আইটি) দফতর ছিল। আইটি দফতর এর পরেও বাবুলের কাছেই থাকবে। সেই সঙ্গে পর্যটন থেকে সরিয়ে তাঁকে অচিরাচরিত শক্তি উত্‍স দফতরের দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বাবুলের দফতরের বদলের পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিক তথা বালুর দায়িত্ব যে বাড়তে চলেছে তাও স্পষ্ট ছিল। জ্যোতিপ্রিয় মল্লিকের দায়িত্বে বন দফতর এবং অচিরাচরিত শক্তি উত্‍স দফতর ছিল। তাঁর কাছ থেকে অচিরাচরিত শক্তি উত্‍স দফতরের দায়িত্ব সরিয়ে নেওয়া হয়েছে। পরিবর্তে তাঁকে বন দফতরের পাশাপাশি শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে।

*ফের অভিষেককে তলব ইডির*


ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। ১৩ সেপ্টেম্বর দিল্লিতে 'ইন্ডিয়া'র সমন্বয় কমিটির বৈঠকের দিনেই তলব করা হয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবার ক্ষোভ প্রকাশ করলেন অভিষেক। ৫৬ ইঞ্চি ছাতির কাপুরুষোচিত কাজ, সোশ্যাল মিডিয়াতে নাম না করেই সোজা মোদিকে কটাক্ষ করলেন অভিষেক। 

নোটিস পাওয়ার পরেই পোস্ট করেন অভিষেক। এবার প্রশ্ন উঠছে হাজিরা দিতে গেলে তাহলে কি আর বৈঠকে অংশগ্রহণ করতে পারবেন না অভিষেক?

*মধ্যরাতে রাজ্যপালের মুখবন্ধ খামে জোড়া চিঠি মুখ্যমন্ত্রী এবং দিল্লিকে*


রাজ্য-রাজ্যপাল সংঘাত চরম রূপ নিয়েছে। গতকালই রাজ্যপাল সিভি আনন্দ বোস হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করুন। এরপরই শুরু হয় জল্পনা। সেই মধ্যরাতেই বড় পদক্ষেপ তাঁর। ঘড়ির কাটা ১২-র ঘর ছোঁয়ার আগেই জোড়া চিঠি গেল নবান্নে ও দিল্লিতে। কিন্তু দিল্লিতে কাকে চিঠি পাঠানো হল, কী লেখা সেখানে, তা এখনও স্পষ্ট নয়।

সম্প্রতি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নিশানায় বারবার উঠে আসছেন রাজ্যপাল। এই বিতর্কের সূত্রপাত গত শুক্রবার। বৈঠকের জন্য রাজ্য চালিত বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রারদের ডেকে পাঠিয়েছিলেন তিনি। কিন্তু দেখা যায় হাতে গুনে মাত্র ১২ জন রেজিস্ট্রার উপস্থিত ছিলেন। এনিয়ে রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি। শিক্ষামন্ত্রীর অভিযোগ রাজ্যপাল অনুমোদন না দেওয়ায় আসতে পারেননি তাঁরা। এমনকি সিভি আনন্দ বোসকে মহম্মদ বিন তুঘলকের সঙ্গে তুলনা করেছিলেন। এর জবাবে শনিবার রাজ্যপাল কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, "আজ মধ্যরাতে কী করি দেখুন।" তারপরেই রাজ্যপালের এই চিঠি নিয়ে জল্পনা তুঙ্গে।

*কলকাতায় শেষ হল পুরুষদের আন্তর্জাতিক দাবার টাটা স্টিল রাপিড এবং ব্লিটজ প্রতিযোগিতা*

খেলা 

খবর কলকাতা: আজ কলকাতার জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে শেষ হল পুরুষদের আন্তর্জাতিক দাবার টাটা স্টিল রাপিড এবং ব্লিটজ প্রতিযোগিতা। ভারত তথা বিশ্বের প্রায় বেশিরভাগ প্রথম সারির দাবাড়ুরা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিলেন। পুরুষদের রাপিড বিভাগে বিজয়ী হলেন গ্র্যান্ডমাস্টার ম্যাক্সিম ভ্যাচিয়ের লাগ্রেভ এবং ব্লিটজ বিভাগে বিজয়ী হলেন আলেকজান্ডার গীরিশ্চুক।

উল্লেখ্য, এই প্রতিযোগিতায় মহিলাদের রাপিড বিভাগে বিজয়ী হয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন চীনের জু ওয়েনজুন এবং ব্লিটজ বিভাগে বিজয়ী হন ভারতের দিব্যা দেশমুখ। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন ভারতের উদীয়মান দাবাড়ু রমেশ বাবু প্রজ্ঞানন্দ। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার গ্র্যান্ড অ্যাম্বাসেডর  তথা ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ।

ছবি: সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।

*আর্যভ ওয়েলফেয়ার সোসাইটির নতুন ওয়েবসাইটের উন্মোচন *


নিজস্ব প্রতিনিধি: ২০১১ সালের কয়েকজন সমমনস্ক বন্ধুরা মিলে সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক মানুষের জন্য কিছু করার গঠন করেছিল ‘আর্যভ’। সেই ‘আর্যভ ওয়েলফেয়ার সোসাইটি’ এবছর আর্যভ ১০ বছর পূর্ণ করেছে । পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচি ছাড়াও আর্যভ থ্যালাসেমিয়া রোগটি সমাজ থেকে নির্মূল করার লক্ষ্যে কাজ করে চলেছে ২০১৫ সাল থেকে।

শনিবার সংগঠনের ১০ বছর পূর্ণ হওয়ায় কলকাতা প্রেস ক্লাবে সকলের উপস্থিতিতে আর্যভ-র নতুন ওয়েবসাইটের উন্মোচন করলেন রাজ্যের কৃষি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী, বিশিষ্ট হেমাটোঙ্কলোজিস্ট চিকিৎসক দেবমাল্য ভট্টাচার্য প্রমুখ। আর্যভ-র সভাপতি তথা অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এদিন থ্যালাসেমিয়া নির্ণয়ের জন্য ‘শপথ’ নামে নতুন একটি প্রকল্প ঘোষণা করেন। সব্যসাচী চক্রবর্তী বলেন, ‘রাজ্য সরকার বিনামূল্যে থ্যালাসেমিয়া রোগীদের জন্য নানা রকম সহায়তা করে চলেছে। আমরা ওদের জন্য পুষ্টিকর খাদ্য ও পড়াশুনার খরচের পাশাপাশি আগামী ১০ বছর পাশে থাকতে ‘শপথ’ নিলাম। আমাদের নতুন প্রকল্পের নামও ‘শপথ’।

*প্রকাশিত হল রাজ্যের নয়া শিক্ষানীতি*

রাজ্যে প্রকাশিত হল নতুন জাতীয় শিক্ষানীতি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই জানিয়েছিলেন কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি মানার পরিকল্পনা নেই রাজ্যের। বিধানসভাতেও সরকারের অবস্থান স্পষ্ট করেছিলেন। তবে জানিয়েছিলেন, রাজ্যে নয়া শিক্ষানীতি ঢেলে সাজানো হবে।

আজ শনিবার ১৭৮ পাতার শিক্ষানীতি প্রকাশ করল রাজ্য। আজ থেকেই এই নির্দেশিকা কার্যকর হতে চলেছে। এই নীতিতে সাজানো হয়েছে, প্রাথমিক স্তর থেকে কলেজ-বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত রাজ্যের শিক্ষানীতি।নয়া এই নীতিতে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল শিক্ষা, উচ্চশিক্ষায় একাধিক পরিবর্তন হবে। শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, স্কুলস্তরের শিক্ষা ব্যবস্থায় প্রথম দু’বছর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ার জোর দেওয়া হয়েছে নয়া এই শিক্ষা নীতিতে। এর পাশাপাশি বঙ্গে ত্রি-ভাষা নীতি গৃহীত হচ্ছে। অর্থাৎ, অষ্টম শ্রেণি পর্যন্ত মোট তিনটি ভাষা পড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে রাজ্য

প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই জানিয়েছিলেন কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি মানার পরিকল্পনা নেই রাজ্যের। বিধানসভাতেও সরকারের এই অবস্থান স্পষ্ট করেছিলেন শিক্ষামন্ত্রী।

ফের বিপন্ন মেট্রো পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা

৪৮ ঘন্টার ব্যবধানে ফের মেট্রোয় ভোগান্তি। আবার সময় সেই অফিস টাইম। মেট্রোর থার্ড লাইনে বিদ্যুত্‍ সংযোগে সমস্যা দেখা দেওয়ায় মেট্রো চলাচল বন্ধ টালিগঞ্জ থেকে ময়দান স্টেশন পর্যন্ত।

যা জানা যাচ্ছে, এদিন সকাল ৮টা ১২ নাগাদ প্রথম সমস্যা দেখা দেয়। এখনও ঘন্টাখানেক পেরিয়ে গেলেও সমস্যা মেটেনি। এই মুহুর্তে মেট্রো চলাচল করছে কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত এবং অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত। স্বাভাবিক ভাবেই ভোগান্তি বেড়েছে মেট্রো যাত্রীদের। যা জানা যাচ্ছে, কালীঘাটের কাছে থার্ড লাইনে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা দেখতে পান সেখানে স্পার্ক করছে। তত্‍ক্ষণাত্‍ বিদ্যুত্‍ বিচ্ছিন্ন করে কাজ শুরু করে রেলকর্মীরা। এখনও সেই কাজ সম্পন্ন হয়নি বলেই জানা যাচ্ছে।

*ধূপগুড়িতে জয়লাভ তৃণমূলের*

ধূপগুড়ি দখল করল তৃণমূল কংগ্রেস। ৪ হাজার ৮৮৩ ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতলেন ধূপগুড়িতে। ভোট গণনার সপ্তম রাউন্ড শেষে ২৯৩১ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়।বিজেপির প্রাপ্ত ভোট ৬৯৫০৯, তৃণমূল ৭২৪৪০, বাম-কংগ্রেস জোট ১০০৬২।

বিজেপি বিধায়কের মৃত্যুতে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে ছিল আজ উপনির্বাচনের গণনা । আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোট বুথের সংখ্যা ২৬০। তার মধ্যে স্পর্শকাতর বুথ ৭২। ধূপগুড়ি কেন্দ্রে মোট ভোটার ২,৬৯,৪১৬ জন। ভোটে ব্যবহার করা হয়েছে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

*রাজ্যপালের বিরুদ্ধে ধর্না প্রাক্তন উপাচার্যরা*

রাজভবনের সামনে ধর্না প্রাক্তন উপাচার্যদের। তৃণমূল আমলে নিযুক্ত উপাচার্যদের সংগঠন এডুকেশনিস্ট ফোরামের এই কর্মসূচি। রাজভবনের বিবৃতি নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে। বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের নামে মিথ্যে বলছেন রাজ্যপাল। রাজভবনের উত্তর দিকের গেটের সামনে তাই প্রতিবাদে সামিল প্রাক্তন উপাচার্যরা।

আজ এই প্রতিবাদে সামিল হয়েছেন ওমপ্রকাশ মিশ্রও। রাজভবনের সামনে রাস্তায় বসে পড়ে প্রতিবাদ দেখাচ্ছেন তাঁরা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র বলেন, ''আইন মেনে কাজ করুন। আইন মেনে উপাচার্য নিয়োগ করুন।'' পরে রাজভবনের উত্তর গেটে গিয়ে পুলিশের হাতে স্মারকলিপি তুলে দেন তাঁরা।

উল্লেখ্য, গত মঙ্গলবার উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবনের বাইরে ধর্নায় বসার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে ফিরে সে কথার পরিপ্রেক্ষিতে মমতাকে রাজভবনের ভেতরে এসে ধর্ণা দেওয়ার আহ্বান জানান রাজ্যপাল।