ফের বিপন্ন মেট্রো পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা

৪৮ ঘন্টার ব্যবধানে ফের মেট্রোয় ভোগান্তি। আবার সময় সেই অফিস টাইম। মেট্রোর থার্ড লাইনে বিদ্যুত্‍ সংযোগে সমস্যা দেখা দেওয়ায় মেট্রো চলাচল বন্ধ টালিগঞ্জ থেকে ময়দান স্টেশন পর্যন্ত।

যা জানা যাচ্ছে, এদিন সকাল ৮টা ১২ নাগাদ প্রথম সমস্যা দেখা দেয়। এখনও ঘন্টাখানেক পেরিয়ে গেলেও সমস্যা মেটেনি। এই মুহুর্তে মেট্রো চলাচল করছে কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত এবং অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত। স্বাভাবিক ভাবেই ভোগান্তি বেড়েছে মেট্রো যাত্রীদের। যা জানা যাচ্ছে, কালীঘাটের কাছে থার্ড লাইনে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা দেখতে পান সেখানে স্পার্ক করছে। তত্‍ক্ষণাত্‍ বিদ্যুত্‍ বিচ্ছিন্ন করে কাজ শুরু করে রেলকর্মীরা। এখনও সেই কাজ সম্পন্ন হয়নি বলেই জানা যাচ্ছে।

*ধূপগুড়িতে জয়লাভ তৃণমূলের*

ধূপগুড়ি দখল করল তৃণমূল কংগ্রেস। ৪ হাজার ৮৮৩ ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতলেন ধূপগুড়িতে। ভোট গণনার সপ্তম রাউন্ড শেষে ২৯৩১ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়।বিজেপির প্রাপ্ত ভোট ৬৯৫০৯, তৃণমূল ৭২৪৪০, বাম-কংগ্রেস জোট ১০০৬২।

বিজেপি বিধায়কের মৃত্যুতে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে ছিল আজ উপনির্বাচনের গণনা । আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোট বুথের সংখ্যা ২৬০। তার মধ্যে স্পর্শকাতর বুথ ৭২। ধূপগুড়ি কেন্দ্রে মোট ভোটার ২,৬৯,৪১৬ জন। ভোটে ব্যবহার করা হয়েছে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

*রাজ্যপালের বিরুদ্ধে ধর্না প্রাক্তন উপাচার্যরা*

রাজভবনের সামনে ধর্না প্রাক্তন উপাচার্যদের। তৃণমূল আমলে নিযুক্ত উপাচার্যদের সংগঠন এডুকেশনিস্ট ফোরামের এই কর্মসূচি। রাজভবনের বিবৃতি নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে। বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের নামে মিথ্যে বলছেন রাজ্যপাল। রাজভবনের উত্তর দিকের গেটের সামনে তাই প্রতিবাদে সামিল প্রাক্তন উপাচার্যরা।

আজ এই প্রতিবাদে সামিল হয়েছেন ওমপ্রকাশ মিশ্রও। রাজভবনের সামনে রাস্তায় বসে পড়ে প্রতিবাদ দেখাচ্ছেন তাঁরা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র বলেন, ''আইন মেনে কাজ করুন। আইন মেনে উপাচার্য নিয়োগ করুন।'' পরে রাজভবনের উত্তর গেটে গিয়ে পুলিশের হাতে স্মারকলিপি তুলে দেন তাঁরা।

উল্লেখ্য, গত মঙ্গলবার উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবনের বাইরে ধর্নায় বসার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে ফিরে সে কথার পরিপ্রেক্ষিতে মমতাকে রাজভবনের ভেতরে এসে ধর্ণা দেওয়ার আহ্বান জানান রাজ্যপাল।

*ধূপগুড়িতে উপনির্বাচনে এগিয়ে বিজেপি*

আজ শুক্রবার ধূপগুড়িতে উপনির্বাচনে সকাল থেকেই চলছে টানটান লড়াই। চলছে ভোটগণনা। ধূপগুড়ি আসন কার দখলে যাবে, বিজেপি , তৃণমূল নাকি বামেদের? উঠছে প্রশ্ন। এদিকে তৃণমূল প্রার্থীকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গেল বিজেপির মনোনিত প্রার্থী তাপসী রায়।

দ্বিতীয় রাউন্ড শেষে বিজেপি প্রার্থী তাপসীর প্রাপ্ত ভোট ১৮,১৬৫। অন্যদিকে, তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র পেয়েছেন ১৭,১৪৭টি ভোট। অর্থাৎ বিজেপি এগিয়ে রয়েছে ১,০১৮ ভোটে।

কড়া নিরাপত্তায় শুরু ধূপগুড়ি উপনির্বাচন

মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে ধূপগুড়ি উপনির্বাচন। কড়া নিরাপত্তায় শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। মোট ২৬০টি বুথে ভোটাধিকার প্রয়োগ করছেন আড়াই লাখেরও বেশি ভোটার। ভোটে নিরাপত্তার দায়িত্বে রয়েছে ৩০ কোম্পানি বাহিনী। বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুতে এখানে উপনির্বাচনের আয়োজন করতে হয়।

সকাল ৯ অবধি ধূপগুড়িতে ভোট পড়েছে ১৭ শতাংশ। মঙ্গলবার ধূপগুড়ি উপনির্বাচনের ভোটগ্রহণে মূলত ত্রিমুখি লড়াই হবে। সেখানে বিজেপির সঙ্গে লড়াই হবে তৃণমূল ও বাম–কংগ্রেস জোটের। ইতিমধ্যেই ধূপগুড়ি উচ্চ বিদ্যালয়ের তিনটি বুথের মধ্যে একটি বুথে দীর্ঘ ক্ষণ ভোটপর্ব বন্ধ থাকল ভোটযন্ত্র বিকল হয়ে পড়ায়। অভিযোগ, কয়েকজন ভোটার ভোট দেওয়ার পরই ইভিএম অকেজো হয়ে পড়ে। এই আবহে সেই বুথে লম্বা লাইন জমেছে।

*প্রয়াত হলেন চন্দ্রযান ৩-র কাউন্টডাউন দেওয়া বিজ্ঞানী*

এবার চরম শোকের ছায়া নেমে এল ইসরো-য়। জানা গিয়েছে, তামিলনাড়ুর শ্রীহরিকোটায় রকেট উত্‍ক্ষেপণের কাউন্টডাউন নিয়ে কথা বলা ইসরোর বিজ্ঞানী ভালারমাথি গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন। ভালারমাথি সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের রেঞ্জ অপারেশনস প্রোগ্রাম অফিসের অংশ ছিলেন, যেখানে তিনি সমস্ত উত্‍ক্ষেপণের কাউন্টডাউন ঘোষণা করতেন বলে জানিয়েছেন ইসরোর জনসংযোগ কর্মকর্তা।

ভালারমতির মৃত্যুতে শোকজ্ঞাপন করে ইসরোর প্রাক্তন ডিরেক্টর পিভি বেঙ্কটাকৃষ্ণন এক্স হ্যান্ডলে লেখেন, শ্রীহরিকোটায় ইসরোর পরবর্তী মিশনগুলির কাউন্টডাউন যখন চলবে, সেই সময় ভালারমতি ম্যাডামের কণ্ঠ আর শোনা যাবে না। খুবই দুঃখিত। ওনাকে প্রণাম।

১৯৫৯ সালের ৩১ জুলাই জন্ম হয় ভালারমতির। তামিলনাড়ুর বাসিন্দা ছিলেন তিনি। ১৯৮৪ সালে ইসরোয় যোগদান করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ইসরোয়।

*আচমকাই অসুস্থ, হাসপাতালে ভর্তি হলেন সনিয়া গান্ধী*


মুম্বাইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকের পরেই আচমকাই অসুস্থ হলেন সনিয়া গান্ধী । হালকা জ্বরের উপসর্গ নিয়ে কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে । 

চিকিত্‍সকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ৭৬ বছরের কংগ্রেস নেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে।চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার হাসপাতালে ভর্তি করা হয়েছে সনিয়া গান্ধীকে।

*বারাসাতে দুয়ারে সরকারের কর্মসূচির প্রথম ক্যাম্প*


বারাসাত: আজ যোগীন্দ্রনাথ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এবারের দুয়ারে সরকারের কর্মসূচির প্রথম দফা। সেখানে উপস্থিত ছিলেন বারাসাত ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিল্পী দাস। তিনি তার নিজের পৌর এলাকার সমস্ত নাগরিকদের যা দরকার সেগুলি সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করেন এবং নিজেই স্থানীয় সাধারণ মানুষদের ফর্ম ফিলাপ করে তা জমা দেওয়ার ব্যবস্থা করে দেন।

কাউন্সিলর ছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ডের সকল স্তরে তৃণমূল কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন এবং সাধারণ মানুষের পাশে থেকে তারা তাদের ফর্মগুলোকে ফিলাপ করিয়ে, সেটি নির্দিষ্ট কাউন্টারে জমা করিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।

*Dhupguri Sub-Division Will Be Created In 3 Months: AITC National General Secretary's Electrifying Message In Dhupguri*


 SBNewsBureau : Addressing a longstanding demand of the Dhupguri Assembly Constituency, All India Trinamool Congress National General Secretary Abhishek Banerjee on Saturday promised the people that the Dhupguri sub-division will be created within the next 3 months. The announcement was met with a resounding applause from the sea of supporters who had gathered to listen to the leader ahead of the Dhupguri Bypolls scheduled to take place on September 5.

Highlighting that the elected BJP representatives - MLA Bishnu Pada Roy and MP Jayanta Kumar Roy - never raised the demand for Dhupguri sub-division during their tenure, AITC National General Secretary said, "Did the people ever question the BJP leaders if they raised the demand of Dhupguri sub-division in the Assembly in the last 2 years? Has the BJP even taken Dhupguri's name in the House? But, as the bypolls are near, they are talking about the demand for about sub-division."

Flanked by AITC Dhupguri Candidate, Professor Nirmal Chandra Roy, Abhishek Banerjee said, "I give you my word that the infrastructure at Dhupguri Gramin Hospital will be upgraded. I also give you my word that the Dhupguri Sub-Division will be created before December 31. Begin celebrations today with abeer."

His declaration sent ripples of excitement throughout the crowd, who cheered in support of the ruling party. Abhishek Banerjee said that this initiative promises to bring forth improved infrastructure, better healthcare, enhanced educational opportunities, and increased economic prosperity to the residents of Dhupguri.

মহানগরে বাজ পড়ে মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধিঃ শনিবার বেলা বাড়তেই মুখ ভার আকাশের । কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় ঝমঝমিয়ে নামল বৃষ্টি । তার মধ্যেই শহরে বাজ পড়ে মৃত্যু হল এক জনের। মৃতের নাম কৌশিক কর। বয়স ২৪ বছর। কলকাতার এক কলেজে বিবিএ-র ছাত্র ছিলেন তিনি।

পরিবারের তরফে জানা গেছে, বাড়ির ছাদে ভিজতে উঠেছিলেন তিনি। তখনই বাজ পড়ে প্রাণ যায় ওই যুবকের। শনিবার সকাল থেকেই ভ্যাপসা গরম থাকলেও রোদের তাপ ছিল না অন্যান্য দিনের মতো। একটু বেলা গড়াতেই শুরু হয় বৃষ্টি ।

শনিবার শুধু কলকাতাতেই নয়, দক্ষিণ ২৪ পরগণাতেও ভারী বৃষ্টি হবে বলে জানা গেছে আবহাওয়া দফতর সূত্রে । তবে টানা বৃষ্টির কারণে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।