WestBengalBangla

May 27 2023, 12:37

*রাজনীতি করতে আসিনি! ঘোষণা করলেন মুখ্যমন্ত্রীর*


এগরায় বিস্ফোরণকাণ্ডের পর ১১ দিনের মাথায় সেখানে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করলেন বড় ঘোষণা। বেআইনি বাজি কারখানার বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। বেআইনি বাজি কারখানা রুখতে সরকারি উদ্যোগে ক্লাস্টার তৈরি করা হবে।

মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি তৈরি করা হয়েছে। অবৈধ বাজি কারখানা তৈরি করা হলেই লাইসেন্স বাতিল করে দেওয়া হবে, ঘোষণা মমতার। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন রাজনীতি করতে তিনি এগরায় আসেননি। তিনি মানবিক।

WestBengalBangla

May 27 2023, 12:37

*ক্ষমা চাইলেন মমতা*


এগরায় বিস্ফোরণকাণ্ডে গ্রামে গিয়ে ক্ষমা চাইলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা চোখ খুলে দিয়েছে সরকারের। মানুষের জীবন এবং চাকরি যাতে না যায় সেই ব্যবস্থা করবে সরকার। মমতা বলেন যে পয়সার লোভে অনেকে এমন কাজ করছে। ফলে তারা নিজেরাও মারা গেল, অন্যদেরকেও মেরে দিল। এই নিয়ে অনেক রাজনৈতিক জলঘোলা হয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।

WestBengalBangla

May 27 2023, 10:14

*অভিষেকের কনভয়ে হামলায় আটক ৪*


অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কনভয়ে হামলার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ। ঘটনায় ইতিমধ্যেই চারজনকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে গড় শালবনিতে ঢোকার সময় হামলা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার অভিযোগ ওঠে। ভাঙচুর হয় মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতেও।

সেই ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে শাসক দল। ওই ঘটনার পর অভিষেক বলেন, এই বিক্ষোভের পিছনে কারা আছে, তা না জানালে প্রশাসন কড়া হাতে ব্যবস্থা নেবে। সেই ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই মামলা রুজু করেছে পুলিশ।

মন্ত্রীর গাড়িতে ভাঙচুর হওয়ায় সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে পিডিপিপি ধারায় মামলা রুজু হয়েছে। একইসঙ্গে খুনের চেষ্টার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় মামলা করা হয়েছে, যা জামিন অযোগ্য। অন্যদিকে, অভিযোগ দায়ের করা হয়েছে মন্ত্রী বীরবাহার তরফ থেকেও।

WestBengalBangla

May 27 2023, 06:35

*খুব সাবধান!রাজ্যে ধেয়ে আসছে ভারী বৃষ্টি , জেনে নিন আজকের আবহাওয়া*


একদিকে প্রচন্ড গরমে নাজেহাল বঙ্গবাসী, অন্যদিকে গত কিছুদিন ধরেই বিকেল হতেই কলকাতায় হচ্ছে ভারী বৃষ্টি। আজ শহর কলকাতায় সকাল থেকে দিনভর গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও বিকেলের দিকে কলকাতায় ব্যাপক ঝড় ও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।

দিনের বেলা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি। হাওয়া অফিস জানিয়েছে, আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতায়। 

WestBengalBangla

May 27 2023, 06:33

*আজকের রাশিফল ২ ৭ শে মে ( শনিবার) *


মেষ: মানসিক উদ্বেগকে সংযত রাখুন। কাজের জায়গায় আপনার কাজ প্রশংসা পাবে। সঠিক সময়ে কাজ শেষ হওয়ায় ভালো মুনাফা অর্জন করতে পারবেন। নতুন চাকরিপ্রার্থীরা চাকরি পেতে পারেন।

​বৃষ: অসাধারণ কিছু করার চেষ্টা না করাই ভালো। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার অভাবে বেশ কিছু কাজ ভেস্তে যেতে পারে। বাজিতে টাকা লাগানো বন্ধ করুন। আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে। তবে ছোটখাটো ব্যাপার নিয়ে বিভ্রান্ত হবেন না।

​মিথুন:জমিবাড়িতে বিনিয়োগ করতে পারেন। অফিসে কাজের চাপ বেড়ে যাওয়ার ফলে মনের উপর প্রভাব পড়বে। কাজের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করুন। অল্প কয়েক দিনেই খারাপ পরিস্থিতি কেটে যাবে। বিবেচনা করে সিদ্ধান্ত নিন যে কোনও ক্ষেত্রে।

​কর্কট: ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারেন। ব্যবসায়ের জন্য আপনি দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে পারেন। শিক্ষার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। বিয়ের প্রস্তাব আসতে পারে।

সিংহ:নিজের প্রতি বিশ্বাস রাখুন। বিয়ের জন্য ভালো সম্পর্কের প্রস্তাব পাবেন। বিবাহিত জীবনও ভাল থাকবে। যারা ব্যবসা করেন তারা সাফল্য লাভ করবেন। স্বাস্থ্য ভালো যাবে না। ছোটখাটো অসুস্থতায় ভুগতে হতে পারে। ডায়েট এবং রুটিন মেনে চলুন।

কন্যা: অর্থ সঞ্চয়ের কথা ভাবুন। পরিবারে বিরোধ দেখা দেবে। অর্থের অধিকারের বিষয়ে ভাই-বোনদের সাথে সম্পর্ক তিক্ত হতে পারে। বাড়ির প্রবীণদের স্নেহ আপনার উপর থাকবে। ভুল বোঝাবুঝির কারণে আপনার প্রেমের সম্পর্কও শেষ হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন।

​তুলা:ব্যবসায়ে বিনিয়োগ করতে পারেন। চাকরিজীবীরা কাজ অনুসারে সাফল্য পাবেন। কর্মস্থলে সিনিয়র অফিসারদের আস্থা অর্জন হবে এবং পদোন্নতি ঘটতে পারে। ব্যবসায়ীরাও কাঙ্ক্ষিত সাফল্য পাবেন। পড়াশোনার বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্সাহ থাকবে।

​বৃশ্চিক:খরচ এড়ানোর চেষ্টা করুন। প্রত্যাশিত সাফল্য আসবে নতুন পরিকল্পনা এবং নতুন কাজ থেকে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পরিবারের সকল সদস্যের স্বাস্থ্য ভাল থাকবে। পরস্পরের প্রতি সম্প্রীতি বাড়বে এবং ভালবাসার অনুভূতি প্রবল হবে।

​ধনু: অর্থের প্রতি লোভ করবেন না। পারস্পরিক উত্তেজনা ও বিবাদের কারণে পারিবারিক পরিবেশ খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণ স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। খাবারের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে।

​মকর: বিবাহিত জীবনের প্রতি যত্নবান হোন। পূর্বের আটকে থাকা টাকা ফিরে পাবেন। পরিশ্রমের ফল পাবেন। লুকোনো শত্রু নিয়ন্ত্রণে থাকবে। নতুন বিনিয়োগ করতে পারেন। আত্মবিশ্বাস কমে গেলেও কর্মদক্ষতার জন্য অনেক কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠবেন

​কুম্ভ:কর্মজীবনে মন দিন। অকারণ তর্ক এড়িয়ে চলুন। চাকরির ক্ষেত্রে মানসিক চাপ এই সময়ে অনেকটা কমতে পারে। দায়িত্ব বাড়বে। দ্রুত কোনও সিদ্ধান্ত এই সময়ে নেবেন না। চাকরিজীবীরা ধৈর্যের অভাব অনুভব করবেন। ষড়যন্ত্রের শিকার হতে পারেন।

​মীন: ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। কাজের ক্ষেত্রে ধৈর্যের অভাব অনুভব করবেন। আপনার রুক্ষ ব্যবহারের জন্য সমস্যায়ে পড়তে পারেন। ব্যবসায়ে নতুন অংশীদার আসতে পারে। পুরনো পরিকল্পনা এখন বাস্তবায়িত হতে পারে।

নেটওয়ার্ক বৃদ্ধি পাবে। 

WestBengalBangla

May 26 2023, 17:02

*জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী*


জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণদের উদ্দেশ্যে বিশেষ টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, ‘পরীক্ষায় টপার এবং পশ্চিমবঙ্গ ও সারা দেশের সফল প্রার্থীদের অভিনন্দন। আমি অত্যন্ত আনন্দিত যে মোট সফল প্রার্থীদের মধ্যে ৫৩% পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের। এ বছর সফল প্রার্থীদের মধ্যে ২৭ দশমিক ৫ শতাংশই নারী। সকলের চমৎকার পারফরম্যান্স আমাদের গর্বিত করেছে। আমি সফল শিক্ষার্থী, তাদের গর্বিত বাবা-মা এবং শিক্ষকদের অভিনন্দন জানাই।‘

WestBengalBangla

May 26 2023, 16:01

*জয়েন্টে পাশ করেছে ৯৯.৪%*


এবারের জয়েন্টে ৯৯.৪ শতাংশ সফল পরীক্ষার্থী। তাদের মধ্যে ৭২ শতাংশই এই রাজ্যের। ২৮ শতাংশ রাজ্যের বাইরের। সাংবাদিক বৈঠকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে জানানো হয়, ৯৬ হাজার ৯১৩ জন সফল হয়েছেন। তাদের মধ্যে ৫১ হাজার ৩৪৫ জন রাজ্যের বোর্ডের ছাত্রছাত্রী।

WestBengalBangla

May 26 2023, 16:00

*প্রকাশিত হল জয়েন্ট পরীক্ষার ফলাফল*


আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল ২০২৩ সালের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফলাফল। দুপুর আড়াইটেয় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। জয়েন্ট এন্ট্রাস বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দুপুর ৪টে থেকে দেখা যাবে ফলাফল।

এই বছর জয়েন্ট পরীক্ষায় প্রথম হয়েছে মহম্মদ সাহিল আখতার।জয়েন্টে দ্বিতীয় স্থানাধিকারী সোহম দাস। রুবির দিল্লি পাবলিক স্কুলের পড়ুয়া। এছাড়াও মেধাতালিকার তৃতীয় স্থানে উঠে এসেছেন সারা মুখোপাধ্যায়। বাঁকুড়ার বান্দা বিদ্যালয়ের পড়ুয়া।চতুর্থ হয়েছেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সৌহার্দ্য দণ্ডপাত।

পঞ্চম স্থানে রয়েছেন অয়ন গোস্বামী। ষষ্ঠ স্থান অধিকার করে নিয়েছেন সোসপুর নারায়ণ স্কুলের অরিত্র অম্রুত দত্ত। সপ্তম হয়েছেন রাজস্থানের কোটা থেকে কিন্তন সাহা।অষ্টম হয়েছেন বাঁকুড়া জেলা স্কুলের সাগ্নিক নন্দী।

নবম হয়েছেন রাজস্থানের কোটা থেকে রক্তিম কুণ্ডু।মেধাতালিকায় দশম স্থানে রয়েছেন কাটোয়ার হোলি অ্যাঞ্জেল স্কুলের শ্রীরাজ চন্দ্র।

WestBengalBangla

May 26 2023, 14:02

*সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন না অভিষেক*


শুক্রবার সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানিতে মিলল না স্বস্তি। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, জিজ্ঞাসাবাদ করা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তদন্ত যেমন চলছে চলবে, জিজ্ঞাসাবাদের উপর কোনও স্থগিতাদেশ নয়। সুপ্রিম-নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। কার্যত, কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখল দেশের শীর্ষ আদালত।

WestBengalBangla

May 26 2023, 11:55

*গরু পাচার কান্ডের নয়া মোড়! সায়গলকে তিহাড়ে গিয়ে জেরা করতে চায় CBI*


গরুপাচার মামলার তদন্তে আরও গতি বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার তিহাড় জেলে গিয়ে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে জেরা করতে চলেছে সিবিআই । সায়গলকে জেরা করার জন্য এর আগে আসানসোলে বিশেষ সিবিআই আদালতে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই আবেদন ইতিমধ্যেই মঞ্জুর করেছে আদালত।

এখনও পর্যন্ত যা খবর, আগামী সপ্তাহেই দিল্লিতে যাচ্ছে সিবিআইয়ের গরু পাচার মামলার তদন্তকারী অফিসারদের বিশেষ টিম।