*পোস্টার ড্রয়িং কম্পিটিশনে রাজ্যে প্রথম মহিষাদল গয়েশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী অনন্যা জানা, তুলে দেওয়া হলো পুরস্কার*
বিশ্ব আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসে পোস্টার ড্রয়িং কম্পিটিশনে রাজ্যে প্রথম মহিষাদল গয়েশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী অনন্যা জানার হাতে তুলে দেওয়া হলো পুরস্কার।
জীববৈচিত্র্য সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতে ১৯৯৩ সালের শেষদিকে দিবসটি পালনের জন্য ২৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়। কিন্তু পৃথিবীর অনেক দেশ এ দিবস পালন বন্ধ করে দিলে ২০০২ সালের ২২ মে দিবসটি পুনর্নির্ধারণ করে জাতিসংঘের সাধারণ পরিষদ। তখন থেকে প্রতিবছর ২২ শে মে এ দিবসটি আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে। আর সেই বিশেষ দিনে কলকাতার সায়েন্স সিটি মিনি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে পোস্টার ড্রয়িং কম্পিটিশনের রাজ্যস্তরে সফলদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মহিষাদল গয়েশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী অনন্যা জানা প্রতিযোগিতায় অংশগ্রহন করেছিলো। তার আঁকা ছবি জেলায় যেমন প্রথম স্থান অর্জন করেছে তেমনি রাজ্যস্তরেও প্রথম হয়েছে। সোমবার তার হাতে নগদ পাঁচ জাহার টাকা,স্মারক,মানপত্র প্রভৃতি তুলে দেওয়া হয়। অন্যন্যার এই ধরনের সফলতায় খুশি পরিবারের পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে সহপাঠীরা।
স্কুলের প্রধান শিক্ষকা পারমিতা গিরি বাগ জানান, অনন্যার এই ধরনের সফলতায় আমরা ভীষণ খুশি। মেয়েটি পড়াশোনা পাশাপাশি ভালো ছবি আঁকে। জেলাতেও প্রথম হয় সে তার পর রাজ্যস্তরেও সে প্রথম স্থান দখল করায় আমরা ভীষণ খুশি।
![]()
May 23 2023, 09:54